নজরুল সংঘের ত্রাণ বিতরণ।। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার আলিনান গ্রামে নজরুল সংঘ এর উদ্যোগ এ করোনা সংক্রমন ঠেকাতে রাজ্য জুড়ে চলছে লক ডাউন সেই লকডাউন সব থেকে ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষ জনের তাই তাদের কথা ভেবে এগিয়ে এলেন নজরুল সংঘ। নজরুল সংঘ এর তরফে এলাকার ২৫০ টি পরিবার এর হাতে আলু পিয়াজ ডাল সোয়াবিন। এবং এলাকার মানুষ জন কে করোনা নিয়ে সচেতন করলেন।