শনিবার, এপ্রিল ১১, ২০২০

নিম্নমানের রেশন সামগ্রীর অভিযোগ চন্ডিপুরে

জুলফিকার আলি, 
  
বিশ্ব ত্রাস করোনা মহামারীর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানার পাটনা গ্রামে  সকালে রেশন দোকানের বিনিয়োগ ও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দেওয়ার প্রতিবাদে, সংখ্যালঘু মানুষজন সহ প্রায় তিনশত গ্রাহক রেশন ডিলার কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, এই  রেশন দোকান থেকে অত্যন্ত নিম্নমানের অর্থাৎ দুর্গন্ধযুক্ত আটার প্যাকেট ও পুকালাগা গম চাল ডাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ  । এই খাদ্য সামগ্রী খেয়ে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি । গতকাল ওই ধরনের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদ জানান গ্রাহকরা।আজ সকালে পুনরায় একই ধরনের রেশন সামগ্রী দেওয়া শুরু হলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের বক্তব্য, যে রেশন সামগ্রী এখন দেওয়া হচ্ছে তা বহু পুরনো মজুদ করা। আটার প্যাকেট এর এক্সপায়ারি ডেট অনেক আগেই ফুরিয়ে গেছে। আর সদ্য পৌঁছানো ভালোমানের রেশন সামগ্রী অন্যত্র পাচার করার অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় স্থানীয় পর্যায়ে।  
এ বিষয়ে রেশন ডিলার সন্ধারানী মাইতির বক্তব্য জানার চেষ্টা করেও জানা সম্ভব হয়নি। তবে, পঞ্চায়েত প্রধান লক্ষণ মাঝির বক্তব্য, কিছু আটার প্যাকেট এক্সপায়ারি ডেট ছিল। কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা মিটে গেছে। এখন রেশন সামগ্রী সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER