শুভেন্দু তন্তুবায়
হাত -পা বাঁধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল বাঁকুড়ার হীড়বাধ থানার পুলিশ ।ঘটনাটি ঘটেছে শনিবার রাত ন'টা নাগাদ ।এদিন হীড়বাধের বাউরিডিহা গ্রামের কাছ থেকে এই মহিলাকে উদ্ধার করা হয় ।তার শারীরিক অবস্থা খারাপ থাকায় প্রথমে হীড়বাধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।পুলিশ জানিয়েছে মহিলাটি আপাতত সুস্থ রয়েছে ।তবে এই ঘটনার সাথে মহিলার শ্বশুর বাড়ির লোকজন জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের ।