মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০১৭

বর্ধমান শহরে পথ নিরাপত্তা

সুরজ প্রসাদ

মঙ্গলবার বর্ধমান শহরের কার্জনগেটে পথ নিরাপত্তা নিয়ে হল সচেতনতা পাঠ। এই সচেতনতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের শিশুরা। ট্রাফিক আধিকারিকরা গোটা বিষয়টি পরিচালনা করেন। হেলমেটহীন

চালকদের গোলাপ ফুল দিয়ে সচেতন করেন পড়ুয়ারা।

posted from Bloggeroid

বর্ধমান পৌর উৎসবে মন্ত্রী অরুপ বিশ্বাস


সুরজ প্রসাদ


মঙ্গলবার বর্ধমানের পৌর উৎসবের ময়দানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন জিএসটির জন্য অনেক নামী দামী প্রতিষ্ঠান এবারের উৎসবে আসে নি।তবে জেলাবাসির আগ্রহ দেখে তিনি মুগ্ধ।

posted from Bloggeroid

দামোদর চরে শুরু পিকনিক


সুরজ প্রসাদ

বছরের শেষে ছুটি শুরু হতেই বর্ধমান শহরবাসী মেতেছে পিকনিকে। দামোদরের সদরঘাট থেকে শুরু শহরের অন্যান্য পিকনিক স্পটগুলিতে চলছে জমজমাট পিকনিক।

posted from Bloggeroid

বর্ধমানে জাতীয় ভলিবলে বাংলার জয় অব্যাহত

সুরজ প্রসাদ


মঙ্গলবার বর্ধমান শহরে অরবিন্দ স্টেডিয়ামে জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলার মহিলা দল। অন্ধ্রপ্রদেশকে ৩ -

০ সেটে বাংলা পরাজিত করে। প্রথম ম্যাচেও বাংলা হারায় ঝাড়খণ্ডকে ।

posted from Bloggeroid

পান্ডবেশ্বরে চলছে বাউল মেলা


নীলাদ্রি ঘোষ

পান্ডবেশ্বর থানার সকটি গ্রামে বসেছে বাউল গানের আসর l আজয় নদের ধারে এই আসরের সঙ্গে বসেছে মেলাও l বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউলের গান শুনতে

লোক সমাগম হচ্ছে প্রচুর l সপ্তাহ ব্যাপি এই মেলা শুরু হয়েছে মঙ্গলবার l

posted from Bloggeroid

চিত্তরঞ্জনে ক্রিসমাস ডে এর উপাসনা চলছে


নীলাদ্রি ঘোষ


চিত্তরঞ্জন বিবেকানন্দ পাঠচক্রে বড়দিন থেকে শুরু হয়েছে বিশেষ আরাধনা l সর্ব ধর্মের মিলনস্থলের প্রতীক বেলুড় মঠের আর্দশে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের সাথে এখানেও প্রভু যিশুর বিশেষ আরাধনার আয়োজন করা হয়েছে l সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উপাসনাস্থলে সর্ব ধর্মের সভা সহ আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠান চলবে ১ জানুয়ারি পর্যন্ত l

posted from Bloggeroid

মুকুটমনিপুরে ফানুস উৎসব


শুভেন্দু তন্তুবায়


বড়দিনে ফানুস উৎসবে মাতল মুকুটমনিপুর । সোমবার সন্ধ্যায় মুকুটমনিপুরের আকাশ ফানুসে ভরে ওঠে । পর্যটকদের হাত দিয়ে উড়ল প্রায় 750

ফানুস । এদিন ফানুস ছাড়াও জলাধারের আকাশ রঙিন আতসবাজিতে ভরে ওঠে ।প্রায় 250 টি রঙিন আতসবাজি পোড়ানো হয় ।এদিন এই ফানুস উৎসব ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো । মুকুটমনিপুর ডেভলপমেন্ট অথরিটিরর মেম্বার সেক্রেটারি তথা খাতড়ার মহকুমা শাসক তনয়দেব সরকার বলেন -মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রে এ ধরনের উৎসব এই প্রথম । পর্যটকদের আনন্দ দিতেই এ ধরনের আয়োজন । উৎসব ঘিরে আদিবাসী নৃত্য গীত ও ধামসা মাদলের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে ।

posted from Bloggeroid

২০১৮ এর কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা যাঁরা পাবেন

২০১৮ এর কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা পাবেন


অমল পাল(বাংলা বিভাগ - বিশ্বভারতী), বিক্রমজিৎ মন্ডল (নন্দিনী সাহিত্য পত্রিকা -শান্তিনিকেতন), সেখ কাওসার আলী(প্রত্ন সংগ্রাহক - মঙ্গলকোট), তাপস বন্দ্যোপাধ্যায় (লোকসংস্কৃতি গবেষক - কাটোয়া), সুব্রত রায়( পত্রলেখক - বর্ধমান), সুদিন মন্ডল(সাংবাদিক - ভাতার), সুজিত দত্ত(সাংবাদিক - বর্ধমান), অমরচাঁদ কুন্ডু (সমাজসেবী - কেতুগ্রাম)

আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় আসবার আমন্ত্রণ

জানাই।

মোল্লা জসিমউদ্দিন( সম্পাদক - কুমুদ সাহিত্য মেলা কমিটি)

posted from Bloggeroid

সোমবার, ডিসেম্বর ২৫, ২০১৭

পুরুলিয়ায় জনস্রোতে ভাসলেন মুকুল


সোমবার বিকেলে পুরুলিয়ায় বিজেপির তরফে এক জনসভা হয়।জনসভায় এত ভীড় দেখে আপ্লুত হয়ে যান মূখ্য বক্তা মুকুল রায়।

posted from Bloggeroid

বর্ধমান শহরে ট্রাফিক পুলিশের উদ্যোগ

সুরজ প্রসাদ

বর্ধমান শহরে জেলা ট্রাফিকের উদ্যোগে আজ বীরহাটা এলাকায় ট্রাফিক আইন ভাঙা বাইক আরোহীদের ফুল দিয়ে ট্রাফিক সচেতনা বাড়ানোর উদ্যোগ নিতে দেখা গেল।

posted from Bloggeroid

বর্ধমান শহরে ৪৪ তম জুনিয়ার ভলিবল চ্যাম্পিয়নশিপ


সুরজ প্রসাদ


আজ বর্ধমানে ৪৪ তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের আসরের উদ্বোধন করতে আসেন ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লা।গোটা দেশ থেকে

২৬ টি পুরুষ ও ২২ টি মহিলাদল খেলায় অংশ নেবে। শহরের অরবিন্দ স্টেডিয়াম সহ বেশ কয়েকটি মাঠে খেলাগুলি চলছে। প্রতিযোগিতা চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।

posted from Bloggeroid

'নূতন গতি' পত্রিকার ২০ তম বর্ষপূর্তি

কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিকী 'নূতন গতি' পত্রিকার ২০ তম বর্ষপূর্তি অনুস্থান হল।ছিলেন গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।এই পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর জানিয়েছেন - প্রতিবছর বর্ষপূর্তিতে আমরা গুনীজনদের সম্মান জানাই।

posted from Bloggeroid

রবিবার, ডিসেম্বর ২৪, ২০১৭

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল্য ঘোষের ১২৭ তম জন্মদিন পালন


জাহাঙ্গীর বাদশা

রবিবার ছিল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ এর জন্মদিন। তিনি জীবনের বেশকিছুটা সময় কাটিয়েছিলেন হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেবপুরে।সেই মহান মানুষের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী পফুল্ল ঘোষ স্মারক কমিটির উদ্যোগে পালিত হল ১২৭ তম জন্মদিবস। তিনি হলদিয়ার সুতাহাটার

বাড়বাসুদেবপুরে থাকাকালিন গড়ে তুলেছিলেন লোকভারতী নামে এক প্রতিষ্ঠান। সেই ভগ্নপ্রায় প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা উত্তলন, ২০ পাউন্ড কেক কেকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষে জন্মদিন পালন করল হলদিয়ার মানুষ। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুজন বালা ও স্থানিয় দেউলপোতা গ্রামপঞ্চায়েত প্রধান রীনা কুইতির হাত দিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সমসাময়িক বেশকিছু প্রবীন মানুষ।এদিন প্রফুল্ল ঘোষের জীবন কাহিনী নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়।এলাকাবাসীদের কাছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সম্পকে অনেক অজানা তথ্য তুলে ধরা হয় এদিন।

posted from Bloggeroid

সবং উপনির্বাচনে বিজেপির ভোটবৃদ্ধি গলার কাঁটা শাসকদলের কাছে


জাহাঙ্গীর বাদশা

প্রত্যাশামতোই সবংয়ে জয়ী হলেন মানস ভুঁইঞার স্ত্রী গীতারানি ভুঁইঞা। শুধু জিতলেন না, মানস ভুঁইঞার জয়ের ব্যবধানকে টপকে গেলেন। ৪৯ হাজার ১৬৭-কে টপকে নিয়ে গেলেন ৬৪

হাজারের উপরে। স্বাভাবিকভাবেই সবংয়ের আকাশে উড়ছে সবুজ আবির। তারই মাঝে তৃণমূলের গলার কাঁটার মতো বিঁধছে BJP-র ভোটবৃদ্ধি। বহু ভোটযুদ্ধের সৈনিক মানসেরও নজর এড়ায়নি বিষয়টা। তাই জয়ের আনন্দের মাঝেই বললেন, “আমি অবাক হচ্ছি BJP এতটা ভোট পেল কেন? সেই ভেবে।”

আশঙ্কাটা ছিলই। লড়াই ছিল তৃণমূলের অন্দরে। এই নির্বাচন জিতে তৃণমূলের একাংশ দেখিয়ে দিতে চেয়েছিল মুকুল রায়কে। মুকুলকে গুরুত্বহীন প্রমাণ করতে আদাজল খেয়ে নেমেছিলেন রাজ্য নেতারাও। কিন্তু, EVM বলছে BJP-র ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বিধানসভা ভোটে সবংয়ে তারা মাত্র ৫ হাজার ৬১০টি ভোট পেয়েছিল। এবারের উপনির্বাচনে BJP-র প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৭ হাজার ৪৭৬। অর্থাৎ ভোট বেড়েছে প্রায় ৭ গুণ। স্বাভাবিকভাবে বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে প্রশ্নটা। মুকুল ম্যাজিকেই কি তবে ভোটবৃদ্ধি?বিজেপির এহেন ভোট বৃদ্ধি নিয়ে চিন্তিত শাসক শিবির।

posted from Bloggeroid

মঙ্গলকোটে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে



গত দুবছরে কুড়ির বেশি এলাকাবাসী মারা পড়েছে সড়ক দুর্ঘটনায়।আহত শতাধিক।ঠিক এইরকম পরিস্থিতিতে রবিবার মঙ্গলকোটের আলাদিন সুপার মার্কেট পেরিয়ে ব্লক মোড়ের কাছাকাছি এক পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারল এক দোকানে।এই ঘটনায় দুজন গুরতর জখম হয়।

posted from Bloggeroid

মেচেদায় তৃনমূলের বিজয় মিছিল


সবং কেন্দ্রে উপনির্বাচনে দলীয় প্রার্থীর অভাবনীয় জয়ে পূর্ব মেদনীপুরে মেচেদায় বিজয় মিছিল করলো স্থানীয় তৃনমূল কমিটি।

posted from Bloggeroid

স্বরুপনগরের টাইগার বয়েজ ক্লাবের টুর্নামেন্ট

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগরে ফুটবল প্রতিযোগিতা। আজ বিকালে স্বরুপনগর তেতুলিয়া ফুটবল ময়দানে ৮দলীয় ফুটবলপ্রতিযোগীতার শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতিরর

সভাপতি ঝুমা সাহা। তেতুলিয়া টাইগার বয়েজ ক্লাব এর উদ্যোগে এই ফুটবল টুর্নমেন্ট শুরু হয়।

posted from Bloggeroid

ডাকাতির তদন্তভার নিয়ে সিআইডি এল আসানসোলে

মোহন সিং

আসানসোলে বেসরকারী ঋনদানকারী সংস্থায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। শনিবারই আসানসোল

দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ন মিনা ঘটনাস্থানে পৌঁছে জানিয়েছিলেন, তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। সেইমত শনিবার কলকাতা থেকে আসানসোলে পৌঁছায় সিআইডির দল। তারা সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে। যদিও ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কোন সুত্র পাওয়া যায়নি। পুলিশের অনুমান আন্তঃরাজ্য কোন দুস্কৃতি চক্র যুক্ত আছে এই ডাকাতির ঘটনার সাথে। অন্যদিকে বেসরকারী ওই ঋণদানকারী সংস্থার আসানসোল দফতরটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

posted from Bloggeroid

সর্ষে ক্ষেতে চলছে স্প্রে করার কাজ

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের গোয়ালডাঙ্গা এলাকায় পোকামাকড় থেকে সর্ষে ক্ষেত বাচাতে চলছে কীটনাশক স্প্রে করার কাজ।

posted from Bloggeroid

বর্ধমান ২ ব্লকে তৃনমূলের রক্তদান শিবির


কৃষ্ণ সাহা

বর্ধমান 2 নং ব্লকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি

প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির করা হল। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER