সেখ সামসুদ্দিন
পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। বিএলডিও ডা. মনোতোষ মন্ডল জানান দলুইবাজার ১ অঞ্চলে ১৩০ জন, গন্তার ১ অঞ্চলে ১৩০ এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ জন মোট ৩০০ জনের হাতে ১০ টি করে ২৮ দিনের বাচ্চা দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার,

কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সমাজসেবী এম এম মুন্সী, প্রাণীমিত্রাবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। বিএলডিও ডা. মনোতোষ মন্ডল জানান দলুইবাজার ১ অঞ্চলে ১৩০ জন, গন্তার ১ অঞ্চলে ১৩০ এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ জন মোট ৩০০ জনের হাতে ১০ টি করে ২৮ দিনের বাচ্চা দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার,
কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সমাজসেবী এম এম মুন্সী, প্রাণীমিত্রাবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
posted from Bloggeroid