কোলকাতা
শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী (ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বাঙুর এভিনিউ শ্রী সুভাষ শিক্ষা সদন (হিন্দি) প্রাথমিক বিভাগ স্কুলের আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয় এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি দীপ্তি রায় কাউন্সিলার (পুরমাতা ). শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা). শ্রী সুপ্রিয় দাস (আই.সি ) লেকটাউন থানা ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরা. 'বাঙুর শ্রেয়সী'' সংস্থার কর্মকতা শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে. আজ ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা খুশি।