সোমবার, ফেব্রুয়ারী ১২, ২০১৮

আসানসোলে নকল মদ তৈরির কারখানার সন্ধান পেল পুলিশ

মোহন সিং

নকল মদ তৈরির কারখানার  হদিশ পেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি মারুতি গাড়ি কে টহরম মোড়ে আটকার চেষ্টা করে পুলিশ। পুলিশ কে দেখে গাড়িটি পালানোর চেষ্টা করে দুস্কতীরা। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড় গাড়ি ধরে ফেলে। গাড়ি থেকে বেশকিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করে কুলটি এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে এই মদ সরবরাহ করে। বাজেয়াপ্ত মদগুলি তাঁরাই তৈরি করে জেরায় স্বীকার করেছে। পুলিশ ধৃতদের নিয়ে চিনাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানা হদিশ পায়। সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণে নকল দেশি ও বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড সরকারের ভুয়ো লেবেল উদ্ধার হয়েছে।   ধৃতদের নাম বিজয় কুমার যাদব ও বিরেন্দ্র নোনিয়া ওরফে কারু। ধৃতরা চিনাকুড়ির বাসিন্দা। আটক গাড়িতে স্কুল ভ্যানের স্টীকার রয়েছে। এই ঘটনায় আরও কেও জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নজরুল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ক্ষোভ এসএফআই এর

মোহন সিং

নজরুল বিশ্ব বিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই। গত কয়েকবছর ধরে নজরুল বিশ্ববিদ্যালয় শুরু হলেও, এখনও অনেক বিষয়ই পড়ানো হয়না। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানও ঠিকঠাক নয় বলে দাবি এসএফআইয়ের ছাত্র নেতাদের।ফলে বিভিন্ন পরিক্ষায় পিছিয়ে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে বাম ছাত্রনেতারা।

রবিবার, ফেব্রুয়ারী ১১, ২০১৮

বারাবনিতে বিজেপির উপর তৃনমূলের হামলা

মোহন সিং

বারাবনির গউরান্ডি তে বিজেপি কর্মীদের ওপর এ তৃণমূলের হামলার অভিযোগ। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী।  হামলার  প্রতিবাদে থানা ঘেরাও করেছে বি জে পি।

আসানসোল ১৩ নং ওয়ার্ডে রাস্তা হচ্ছে

মোহন সিং

আসানসোলের ১৩ নম্বর ওয়ার্ডে  নতুন রাস্তা তৈরির শিলান্যাস করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন অনিমেষ দাস। এদিন ধামসা মাদল নিয়ে মলয় বাবুকে স্বাগত জানানো হয়। এডিডিএ-র অর্থানুকুল্যে রাস্তাটি তৈরি হবে।

বইমেলা চলছে পুরুলিয়ায়

সঞ্জয় হালদার

পুরুলিয়া জেলার কাশীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাশীপুর বইমেলা ২০১৮ উদ্বোধন করলেন মন্ত্রী শান্তি রাম মাহাতো, উপস্থিত ছিলেন জেলাসমাহার্তা অলকেশ রায় ও বিধায়ক স্বপন ব্যেলথোরিয়া ও অন্যান্য আধিকারিক বৃন্দ।

শনিবার, ফেব্রুয়ারী ১০, ২০১৮

আসানসোল লায়ন্স ক্লাবের রক্তদান শিবির

মোহন সিং

আসানসোল লায়ন্স ক্লাব অফ গ্রেটারের পক্ষ থেকে আসানসোলের গোপালনগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এদিন নারী, পুরুষ নির্বিশেষে রক্তদান করেন। অমরনাথ চট্টোপাধ্যায় রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন।

আইন অমান্য কর্মসূচী পালিত আসানসোল সিপিএমের

মোহন সিং

১০ ফেব্রুয়ারী সিপিএমের আইন অমান্য কর্মসুচী। আর এই আন্দোলনকে সামনে রেখে আসানসোলে সিপিএমের গন কনভেনশন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরি সহ শিল্পাঞ্চলের তাবড়া বাম নেতারা। কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে কর্মীদের আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিলেন বাম নেতারা।আজ আইন অমান্য কর্মসূচী পালিত হল।

ইন্টারনেট সাথী প্রকল্প নিয়ে সভা বাঁকুড়ায়

শুভদীপ ঋজু মন্ডল

জঙ্গলমহলের বিশিস্ট সমাজসেবী অনুপ পাত্রের হাত ধরে বাঁকুড়ার জঙ্গলমহলে ইন্টারনেট সাথী প্রকল্পের সুচনা হয়েছিল গত ৩রা ফেব্রুয়ারী
আজ  তা শেষ হল সিমলাপালের একটি বেসরকারি কলেজে। সেন্টার ফর এনভাইরন মেন্টাল এন্ড সোসিও ইকনমিক রিজেনারেশনের উদ্যোগে টাটা ট্রাষ্ট ও গুগুলের সহযোগীতায় ইন্টারনেট সাথী প্রকল্পের মাধ্যমে বাঁকুড়ার জঙ্গলমহলের মহিলাদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সচেতন ও স্বনির্ভর করার  বিশেষ প্রশিক্ষন শিবিরে  ২৪৩ জন মহিলা ইন্টার লনেট সাথীর  প্রশিক্ষণ  নিলেন।সারেঙ্গা, সিমলাপাল,রাইপুর রাঁনীবাঁধ,খাতড়া ও হীড়বাঁধে মোট ২৪৩ জন মহিলা প্রাথমিক ভাবে এই প্রশিক্ষন নিলেন। এরপর তারা নিজ নিজ গ্রাম সংসদ এলাকার মানুষদের ইন্টারনেট এর ব্যবহার শেখাবেন,এ কথা জানালেন সংস্থার সচিব দেবাশিষ পন্ডা। সিমলাপালের বিক্রমপুর ডিএল এড কলেজ ও খাতড়ার মহাবীর গেষ্ট হাউসে আজ শেষ হল  এই প্রশিক্ষণ শিবির।খাতড়া, রানীবাঁধ,হীড়বাঁধ ব্লকের প্রশিক্ষণ হল খাতড়ায়,বাকী জঙ্গল মহল ব্লক সমুহের প্রশিক্ষণ হল সিমলাপালের বিক্রম পুরে।
আজকের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জনশিক্ষন সংস্থান এর ডাইরেক্টর দিলীপ পাত্র ও সমাজ সবী অশোক ষন্নিগ্রহী। প্রশিক্ষণার্থী দের হাতে ব্যাগ,ছাতা, মোবাইল ও ট্যাব তুলে দেওয়া হয়।অনপ পাত্র  জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর ও সামাজিক উন্নয়ন এর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল ও সমাজসেবী  সনৎ পণ্ডা।

জয়নগরে চলছে বাৎসরিক উৎসব

উজ্বল বন্দ্যোপাধ্যায়

৫৮ তম বাৎসরিক উৎসব ও কৃষি মেলা চলছে জয়নগরের নিমপীঠ বিবেকানন্দ ময়দানে। এই মেলার উদ্বোধন করেন বাগবাজার মিশনের নিত্যামুক্তানন্দজী মহারাজ,নিমপীঠ আশ্রমের সম্পাদক সদানন্দজি মহারাজ,কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিলেন্দু জ্যোতি মৈত্র।মেলাতে চাষের উপর আলোচনা হয়।

বাঙ্গুর শ্রেয়সীর বইবিলি সুভাষ শিক্ষা সদনে


কোলকাতা

শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী (ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের  তরফে বাঙুর এভিনিউ শ্রী সুভাষ শিক্ষা সদন (হিন্দি) প্রাথমিক বিভাগ স্কুলের আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয়  এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি দীপ্তি রায় কাউন্সিলার (পুরমাতা ). শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা). শ্রী সুপ্রিয় দাস (আই.সি ) লেকটাউন থানা ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরা.  'বাঙুর শ্রেয়সী'' সংস্থার কর্মকতা শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে. আজ ১৫০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা খুশি।

শুক্রবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৮

শ্লীলতাহানি করতে গেলে গণধোলাই নাদনঘাটে

মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার কালনার নাদনঘাটে এক নাবালিকা কে শ্লীলতাহানিতে অভিযুক্ত এক এলাকাবাসী কে ব্যাপক মারধোর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযুক্ত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুধবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৮

সেভ ড্রাইভ নিয়ে প্রচারাভিযান মঙ্গলকোটে

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটের এক সেচ্ছাসেবী সংস্থা রাস্তায় হেলমেটবিহীন চালকদের গোলাপ দিয়ে সেভ ড্রাইভ নিয়ে প্রচার চালালো। সংস্থার সম্পাদক সম্রাট মুন্সি বলেন, শিশুশ্রম নিয়ে সেমিনারের পাশাপাশি আমরা চালকদের সচেতন করতে গোলাপ দিচ্ছি।

রবিবার, জানুয়ারী ২১, ২০১৮

রায়নায় পথ নিরাপত্তা শিবির


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার রূপসোনা বাজার ব্যবসায়ী কমিটি এবং বীরহাটা ক্রেতা সচেতনতা সমিতি যৌথ উদ্যোগে ক্রেতা সুরক্ষা বিষয়ক আলোচনা এবং পথ নিরাপত্তা শিবির করা হল।

posted from Bloggeroid

রাজ্যপালের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর শুভেচ্ছাপত্র 'কুমুদ সাহিত্য মেলা কমিটি' কে


ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়

মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ভিটে 'মধুকর' প্রাঙ্গণে ৩ রা মার্চ প্রতিবছর কবির জন্মদিন পালন হয়।'কুমুদ সাহিত্য মেলা কমিটি' ২০০৭ সাল থেকে এহেন সাহিত্যগত সভাটি করে আসছে।ইতিমধ্যেই পশ্চিমবাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এই কমিটির উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। এবার রাজ্যসরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ শুভেচ্ছাপত্র দিলেন।মন্ত্রী এহেন উদ্যোগ কে আরও ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেছেন।

posted from Bloggeroid

রায়নায় সরস্বতীপূজার প্রস্তুতি


কৃষ্ণ সাহা



পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক এলাকায় কুমোরপাড়ায় সরস্বতীর প্রতিমা।এলাকার পুজো মন্ডপের উদ্যোক্তারা তা নিয়ে যাচ্ছেন পুজোর প্যান্ডেলে।

posted from Bloggeroid

উখরিদে একশো দিনের প্রকল্পে রাস্তা নির্মাণ


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের উখরিদ অঞ্চলে চলছে ১০০ দিনের কাজে রাস্তা তৈরির কাজ শুরু হল।দীর্ঘদিন পড় এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।

posted from Bloggeroid

রায়নায় শাহ মুনসর পীরের মেলা


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার রামপুরে শুর হল শাহ মুনসর পীর সাহেবের মেলা। এই মেলা এ বছর ৮বছরে পা দিল। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেহারাবাজার ফাঁড়ির আইসি রতন

কুমার দাস, রায়না ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলি, সেহারা অঞ্চলের প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনৎ দে সহ অন্যান্যরা।

posted from Bloggeroid

শনিবার, জানুয়ারী ২০, ২০১৮

মাও অধ্যুষিত এলাকা পরিদর্শনে ডিজি

সঞ্জয় হালদার

মাও অধ্যুষিত এলাকাগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার ছুরীমারা ক্যাম্প পরিদর্শন করে পুরুলিয়া সফরে এলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ।

এদিন তিনি হেলিকপ্টারে পুরুলিয়ার বান্দোয়ানের কুঁচিয়া CRPF কেম্প সংলগ্ন ময়দানে নামেন।সেখানে মাও অধ্যুষিত এলাকাগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরুলিয়া বাঁকুড়া জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে ঘন্টাখানেক আলোচনায় বসেন।

posted from Bloggeroid

শুক্রবার, জানুয়ারী ১৯, ২০১৮

পিংলায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন




আজ পশ্চিম মেদনীপুরের পিংলার বসন্তপুর হরিনা হাইস্কুলের
সূবর্ন জয়ন্তী অনুস্টানের শুভ সূচনা করলেন মন্ত্রী ডা: সৌমেন কুমার মহাপাত্র।

posted from Bloggeroid

খড়গপুর ২ ব্লকে ছাত্র যুব উৎসব




আজ পশ্চিম মেদনীপুরের খড়গপুর ২ ব্লকে শুরু হল ছাত্র যুব উৎসব।উদ্বোধক ছিলেন রাজ্যসরকারের মন্ত্রী ডা: সৌমেন কুমার মহাপাত্র।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER