শুক্রবার, নভেম্বর ১৬, ২০১৮

পঞ্চায়েতের প্রতিশোধ লোকসভায় নিতে চলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী?


মোল্লা জসিমউদ্দিন,


লোকসভা নির্বাচনের দামামা বাজতে আর বেশি দেরি নেই। এবার বাংলার দিকে 'পাখির চোখ' করে  রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।অপরদিকে তৃনমূল শুধু এই রাজ্যে ৪২ এর ৪২ করা শুধু নয়,  অন্য রাজ্য থেকেও আসন জিতে কেন্দ্রের নির্ণায়ক দল হিসাবে প্রতিস্টা পেতে অত্যন্ত তৎপর। কেন্দ্রের শাসকদল এবং রাজ্যের শাসকদলের ভোট অঙ্কে বাংলার ত্রিশভাগ সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সবাই ভীষন আগ্রহী। কেননা বাংলার রাজনীতিতে লোকসভার বেশিরভাগ আসনে জেতা - হারার হিসেব পাল্টে দেয় এই সংখ্যালঘু মানুষজন। তাই কট্টর হিন্দুত্বে বিশ্বাসী বিজেপি কে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু দরদি হতে দেখা যাচ্ছে। বিদ্রোহী কবি  কাঁজি নজরুল ইসলাম কে অন্য মোড়কে ব্যবহার করতে আগ্রহ দেখা যাচ্ছে বিজেপির মধ্যে।    বিশেষত লোকসভা নির্বাচনের বিজেপির আহবায়ক মুকুল রায় ইতিমধ্যেই বিভিন্ন মুসলিম সংগঠনের নেতা সহ পীরসাহেব - আলেম - উলেমাদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন বলে প্রকাশ । আর এতেই রাতের ঘুম ছুটেছে শীর্ষ তৃনমূল নেতাদের। যদিও তারা প্রকাশ্যে কিছু বলছেন না। বিগত বাম জমানায় মাদ্রাসা সহ ওয়াকফ জনিত আন্দ্রোলন গুলিতে তৃনমূলের একদা সেনাপতি মুকুল রায় কে দেখা যেত ম্যানেজ করতে  । ফুরফুরা শরীফ সহ বিভিন্ন জায়গায় অন্দরমহলে তাঁর অবাধ যাতায়াত।  এই মুহূর্তে তৃনমূলের যারা সংখ্যালঘু নেতা রয়েছেন,  তাদের মধ্যে একমাত্র সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়া কারও সারারাজ্য ব্যাপি বিস্তার নেই। রেজ্জাক মোল্লা - আবু আয়েষ মন্ডলদের মত যারা বাম প্রন্থী ছেড়ে জোড়াফুল শিবিরের নাম লিখিয়েছেন,  তাদেরও মুসলিম সমাজে প্রভাব নেই বললেই চলে। জমিয়ত উলেমা হিন্দের এই রাজ্যের সর্বাধিনায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী কে নিয়ে সমস্যা রয়েছে তৃনমূলের অন্দরে। যেভাবে শীর্ষ তৃনমূলের অলিখিত নির্দেশে মঙ্গলকোটের রাজনীতিতে পুলিশি সন্ত্রাসে 'রাজনৈতিক  সন্ন্যাসী' হয়েছেন সিদ্দিকুল্লাহ। তাতে তৃনমূল আসন্ন লোকসভায় এই সংখ্যালঘু নেতা কে কতটা আন্তরিকভাবে পাশে ভাবে তাতে প্রশ্ন থেকেই যায়। বিশেষত মঙ্গলকোটের শিমুলিয়া ১ নং অঞ্চল সভাপতি ডালিম সেখ খুনে মূল অভিযুক্ত হিসাবে সিদ্দিকুল্লাহের ভাই রহমতুল্লা চৌধুরী রয়েছে। সিআইডি  তদন্তে গত দেড় বছর ধরে 'আন্ডারগ্রাউন্ড'  মন্ত্রীর ভাই। সুতোর পুতুলের মত গত পঞ্চায়েত ভোটে এই মামলার জেরে কার্যত হাত গুটিয়ে থাকতে হয়েছে একদা সিঙুর - নন্দীগ্রাম - মাখড়ার লড়াকু সিদ্দিকুল্লাহ কে। ঘনিষ্টমহলে সিদ্দিকুল্লাহ নাকি  জানিয়েছেন  - " ২০১৬ সালেব বিধানসভা নির্বাচনে নবান্নে চা বিস্কুট খেয়ে মাত্র ২ টি আসনে যে সমঝোতা করেছিলেন, তা ২০১৯ এর লোকসভা নির্বাচনে সেই ভূল করবেন না। অন্তত ৩ থেকে ৪ টি আসন চাইবেন দিদির কাছে "। ঠিক এইরকম পরিস্থিতিতে বেশ কিছু মুসলিম সংগঠন একাধারে কেন্দ্রের শাসকদলের সংখ্যালঘুপ্রীতি এবং অন্যাধারে রাজ্যের শাসকদলের অন্দরে মুসলিমদের গুরত্ব অনুধাবন করে পথে নেমেছে। সম্প্রতি রাজ্যসরকারের সংখ্যালঘু উন্নয়নে ভাঁওতাবাজি অভিযোগ তুলে কলকাতার রাজপথে হাজার হাজার সংখ্যালঘু মানুষদের প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়। তারা দাবি তোলে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ১৪ টি আসনে মুসলিম ব্যক্তিদের দাঁড় করাতে হবে। একতৃতীয়াংশের এই অংক টা এসেছে সেই ত্রিশভাগ মুসলিম জনসংখ্যার অধ্যায় থেকে। তৃনমূলের শীর্ষ নেতৃত্ব এই আসনরফা নিয়ে উচ্চবাচ্য না করলেও,  ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় সংখ্যালঘু সম্প্রদায় থেকে বেশি বেশি যোগ্য ব্যক্তিদের দাঁড় করাতে চায় ঘোষণা করেছে। আর এতেই বঙ্গ রাজনীতিতে দর কষাকষি শুরু হয়ে গেছে। বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের কর্মকর্তারা বিজেপির অন্য নেতাদের সাথে যোগাযোগ না করলেও মুকুল রায়ের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন। আসলে মুসলিমদের একাংশে বিজেপির অন্য নেতাদের থেকে মুকুল রায়ের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। পদ্মফুল আর জোড়াফুলের দড়ি টানাটানির মধ্যে বেশকিছু মুসলিম সংগঠন তৃনমূলের বিরুদ্ধে স্লোগান তুলে আবার পরেরদিন সাংবাদিক সম্মেলন করে ' বিজেপি কে একটি ভোটও নয়' বার্তা দিতেও দেখা যাচ্ছে। তবে যাদের নিয়ে এক ব্লাকমেল রাজনীতি করে লোকসভা নির্বাচনের দাড়াবার স্বপ্ন দেখছেন সংখ্যালঘু নেতারা। সেইসব সাধারণ মুসলিম মানুষদের অনেকেই জানাচ্ছেন -    "কারা কতটা উন্নয়ন করেছে, তা আমরা জানি। কাকে ভোট দিতে হবে, সেটা কোন কোন সংখ্যালঘু নেতাদের ব্যক্তিস্বার্থ পুষিয়ে নেওয়ার জন্য নয়।    "                                                                                                             

      

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

কালিপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ মুখ্যমন্ত্রী কে জানানোর জের, প্রাণভয়ে অভিযোগকারী


মোল্লা জসিমউদ্দিন  ;

মুখ্যমন্ত্রী কে পুলিশের তোলাবাজি নিয়ে অভিযোগ জানানো জের , প্রাণ সংশয়ে পূর্বস্থলীর এক সংখ্যালঘু যুবক।গতকাল অর্থাৎ ১০ নভেম্বর পূর্ব বর্ধমান জেলা পুলিশসুপারের অফিসে প্রাণভয়ে পুলিশি নিরাপত্তা চাইলো পূর্বস্থলীর সেই প্রতিবাদী যুবক। যার পাঠানো অভিযোগে পূর্বস্থলী থানার ডাকমাস্টার ( এএসআই)  কবীরুদ্দিন খান সাময়িক বরখাস্ত হয়েছে এবং সেইসাথে ওই থানার আইসি সোমনাথ দাস  কে    উত্তরবঙ্গে   শাস্তিমূলক বদলীর প্রাপ্তিযোগ ঘটেছে। উল্লেখ্য পূর্বস্থলীর খড়দত্তপাড়ার এক সংখ্যালঘু যুবক থানার বেশকিছু পুলিশ আধিকারিকদের কাছে মিথ্যা মামলায় ফেসে যাওয়ার ভয়ে কালিপুজোর চাঁদা হিসাবে ৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছিল। গত ২ নভেম্বর পূর্বস্থলী থানার আরজি পার্টির বিলবইতে পুলিশ অফিসারের সাক্ষর করা রশিদটি পুলিশের বিভিন্ন মহলে পাঠিয়েছেন। তার জেরেই এক এএসআই  পদমর্যাদার পুলিশ অফিসার সাসপেন্ড এবং ইনস্পেক্টর লেভেলের পুলিশ অফিসার কে কম গুরত্বপূর্ণ পদে পাঠানো হয়। অভিযোগকারীর বাড়ীতে উকিল নিয়ে পূর্বস্থলী থানার   এক সাব ইনস্পেক্টর অভিযোগ প্রত্যাহার করতে যায় বলে এলাকাসুত্রে প্রকাশ   । সেইসাথে এক শাসকদলের চট্টপাধ্যায় নেতা মোবাইলে বারংবার প্রাণনাশের হুমকি দিচ্ছিল। প্রতিবাদী যুবকের পাড়ায় অচেনা সশস্ত্র ম্যাসলম্যানদের আনাগোনা ক্রমশ বাড়ছে। ঠিক এইরকম পরিস্থিতিতে প্রাণভয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে জেলা পুলিশসুপারের অফিসে     লিখিত আবেদন জানালো সে। পুলিশ সুত্রে জানা গেছে,  মুখ্যমন্ত্রী কে অভিযোগ জানানো যুবকের আবেদন খতিয়ে দেখা হবে। উল্লেখ্য এই পূর্বস্থলী থানার কাজকর্ম নিয়ে বিভিন্ন মহলে বারবার অভিযোগ উঠেছে। কখনও আন্তর্জাতিক নরকঙ্কাল কিংবা গাঁজা পাচারের সিন্ডিকেটের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা না নেওয়া। আবার কখনও বা হামিদপুর সহ বিভিন্ন এলাকায় অস্ত্র কারবারীদের মূল হোতাদের না গ্রেপ্তার করা।শাসকদলের বিক্ষুব্ধ  সহ বিরোধী দলের কর্মী সমর্থকদের গাঁজা সহ নানান মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া। এমনকি থানার লকআপে   নাবালককে মারধোর করার অভিযোগ উঠেছে। সেইসাথে 'না পসন্দ' এক ওয়েব পোর্টাল নিউজ কে এক্তিয়ার বহির্ভূতভাবে মামলার নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে। ওই পোর্টাল কর্তৃপক্ষ সাথেসাথেই লিগ্যাল নোটিশ পাঠানো সহ রাজ্যপাল, পিআইবি   প্রভৃতি জায়গায় লিখিতভাবে দরবারও করেছে। সোমনাথ দাস আইসি পদে থাকাকালীন তাঁর এক পোষা কুকুর নিয়ে সিভিক পুলিশদের ডিউটি ছেড়ে সেবাযত্নে ব্যস্ত থাকতে হত বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মীরা জানিয়েছেন। ঠিক এইরকম নানান অভিযোগের কেন্দ্রবিন্দু পূর্বস্থলী থানার কালিপুজোর চাঁদার নামে কোটির কাছাকাছি তোলা আদায় নিয়ে লিখিত অভিযোগ জানিয়ে প্রাণভয়ে 'আন্ডারগ্রাউন্ড' হয়ে গেছে পূর্বস্থলীর ওই অভিযোগকারী। সশস্ত্র পুলিশি নিরাপত্তার দাবি রেখে লিখিত আবেদন জানিয়েছে সে। এখন দেখার জেলা পুলিশ এহেন আবেদনে কতটা সাড়া দেয় এবং অভিযুক্ত আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তে রিপোর্টে কি উঠে আসে?                                                                                                      

মঙ্গলবার, নভেম্বর ১৩, ২০১৮

শাঁসালো থানার আইসি থেকে আদালতের জিআরও

মোল্লা জসিমউদ্দিন, 

ছিলেন দক্ষিণবঙ্গের শাঁসালো থানার আইসি, হলেন উত্তরবঙ্গের কম গুরত্বপূর্ণ আদালতের কোর্ট বাবু। নেপথ্যে কালিপুজোর নামে কোটির কাছাকাছি তোলাবাজি। জেলা পুলিশের ভাবমূর্তি ফেরাতে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্য পুলিশ প্রশাসন কে। দুদিন পূর্বে পূর্বস্থলী থানার  এক এএসআই  কবিরুদ্দিন খান   কে সাময়িক বরখাস্ত করার পর  , ওই থানার আইসি সোমনাথ দাস কে শাস্তিমূলক বদলী করা হল। পুলিশ সুত্রে জানা গেছে,  উত্তরবঙ্গের কালিম্পং মহকুমা আদালতে জিআরও  ( কোর্ট ইনস্পেক্টর)  পদে বদলী করা হয়েছে এই পুলিশ আধিকারিক কে । পুলিশের অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ পদ এটি।গত ২ নভেম্বর পূর্বস্থলীর এক সংখ্যালঘু যুবক থানার জোরপূর্বক চাঁদা তোলার অভিযোগ আইজি পার্সোনাল,  ডিজি,  হোম সেক্রেটারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে তথ্য প্রমাণ সহ পাঠিয়ে ছিলেন। এহেন পুলিশ আধিকারিকদের নামে স্পর্শকাতর অভিযোগ আসায় নড়েচড়ে বসে রাজ্যের সদর প্রশাসনিক দপ্তর। নবান্নের নির্দেশে পূর্ব বর্ধমানের পুলিশসুপার ভাস্কর মুখার্জী নিজে তদন্তে নামেন। আইসি লেভেলের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গুরতর অভিযোগ উঠায়   বিশেষ টিম নামানো হয় এক্ষেত্রে  । প্রাথমিকভাবে তদন্তে উঠে আসে,  শুধু ওই সংখ্যালঘু যুবক নয়,  এলাকার ৯০ জন রেশন ডিলার, ৪২ টি ইটভাটা, ৭০০ টি লরির মালিক, ৬৫০ টি ট্রাক্টর মালিক, পেট্রলপাম্প মালিক সর্বপরি নরকঙ্গাল - গাঁজা - অস্ত্র কারবারীদের কাছ থেকে গড়ে ৫ থেকে ১০ হাজার টাকার কূপন  ছাপিয়ে তোলা তুলা হয়। রাজ্যপুলিশের সেফ ড্রাইভ লোগো সাঁটা ক্রমিকসংখ্যাহীন বিলবই তে থানার এক এএসআই এর নামে তোলাবাজিতে চলছিল। চাঁদা দিতে অস্বীকার করা ব্যক্তিদের গাঁজার মামলা দেওয়ার হুমকি প্রদর্শন চলছিল। উল্লেখ অস্ত্র সহ অন্যান্য মামলায় ফাসানো হলে তিনমাসের মধ্যে জামিন মেলে। তবে গাঁজা পাচারের মত মাদক মামলায় কমপক্ষে দুবছর জেলখানায় বিচারধীন বন্দি থাকতে হয়। তাই পূর্বস্থলী থানার গাঁজা পাচারের মামলার ব্লাকমেলে তটস্থ ছিল এলাকার ব্যবসায়ীরা। পুজোর চাঁদার নামে তোলা আদায়ের অভিযোগের তদন্ত চলাকালীন পূর্বস্থলী থানার এক সাব ইনস্পেকটর কালনা মহকুমার এক অনুগামী আইনজীবী সাথে নিয়ে অভিযোগকারীর বাড়ি যায় বলে এলাকা সুত্রে প্রকাশ। সেখানে আইনসিদ্ধভাবে অভিযোগ প্রত্যাহার করা নিয়ে হুমকি দেওয়া হয়। তাই নয় পূর্বস্থলী পঞ্চায়েত সমিতির এক পদাধিকারী অভিযোগকারীর মোবাইলে 'অভিযোগ না তুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন '। বহিরাগত সশস্ত্র বাহিনীর রুটমার্চ শুরু হয়ে যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানো যুবকের পাড়ায়। প্রাণহানির আশংকায় অতিরিক্ত জেলা পুলিশসুপার ( গ্রামীন) রাজ নারায়ণ মুখার্জী   কে অভিযোগকারী পুরো বিষয়টি জানান। এরপরেই দুদিন আগে বিলবই তে সাক্ষর করা ওই থানার এএসআই তথা ডাকমাস্টার কবিরুদ্দিন খান কে সাময়িক বরখাস্ত করা হয়। আজ পূর্বস্থলী থানার আইসি সোমনাথ দাস কে অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ পদে কালিম্পং মহকুমা আদালতে জিআরও পদে শাস্তিমূলক বদলী করা হল। তবে বিরোধীদের দাবি এটা পুলিশের 'আই-ওয়াস'   ছাড়া কিছুই নয়,  আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ প্রশাসন ডিসেম্বর মাসের মধ্যে ওসি/আইসি স্তরের পুলিশ আধিকারিকদের বদলী করবে। তাই পূর্বস্থলীর আইসি কে দেড়মাস পূর্বে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হল উত্তরবঙ্গে।একাধারে জনমানসে ভাবমূর্তি উজ্বল করার চেস্টা করা হল,  অপরদিকে নামমাত্র শাস্তি দিয়ে গুরতর অভিযোগ থেকে আইসমুক্ত করার প্রয়াস চালানো হল   বলে   মনে করছে অনেকেই।                                                                                                                  

সোমবার, নভেম্বর ১২, ২০১৮

বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে সিরাতের অনুস্টান

নিজস্ব প্রতিবেদক: রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট এর উদ্দ্যোগে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়। মৌলানা আবুল কালাম আজাদ স্মরণে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৫ জন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীকে সম্মানীত করা হয়। আরেফিন আনসারীর কুরআান তেলাওয়াত, হাফেজ সাজ্জাদ আলির নাত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয় ভোজপাড়া হাই স্কুল ও ইটিন্ডা আমিনীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমানকে, আদর্শ শিক্ষক সম্মানে সম্মানীত হন রাউতাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক ও কুমারপুর হাই স্কুলের শিক্ষক এমদাদুল ইসলামকে। সমাজ সেবা পুরস্কার পান মাওলানাবাগ দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা খোবায়েব আমিন ও মোহাম্মদ মোস্তাকিম মন্ডল। সেমিনারে বক্তব্য রাখেন সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, মাওলানা নিজামুদ্দিন কাসেমী, সিয়ামত আলি, সামসুর রহমান, আব্দুল আজিজ আনসারী, সেখ আবু তালেব, রিয়াজুল ইসলাম, সেখ ওয়াসিম আকতার, বেডসের সম্পাদক সাজাহান মন্ডল প্রমুখ। সেমিনারের সব বক্তারা মৌলানা আবুল কালাম আজাদের কর্মজীবন ও শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে নিজামুদ্দিন কাসেমীর দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।

রবিবার, নভেম্বর ১১, ২০১৮

ভাবমূর্তি ফেরাতে সাসপেন্ড তোলাবাজ পুলিশ অফিসার





মোল্লা জসিমউদ্দিন,   

অবশেষে পুলিশের ভাবমূর্তি উদ্ধারে তৎপরতা দেখালো পূর্ব বর্ধমানের  জেলা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধেবেলায় অতিরিক্ত জেলা পুলিশসুপার রাজনারায়ণ মুখার্জীর জরুরী রিপোর্টে পুলিশসুপার ভাস্কর মুখার্জী সাসপেন্ডের নির্দেশিকা জারী করলেন পূর্বস্থলী থানার এএসআই   তথা ওই থানার ডাকমাস্টার কবিরুদ্দিন খানের বিরুদ্ধে। শুধু সাসপেন্ড নয়। তাঁকে খাঁকি পোশাক সহ সরকারী সমস্ত জিনিশ অত্যন্ত দ্রুত জমা দিতে বলা হয়েছে। এহেন পদক্ষেপে আপাতত খুশি পূর্বস্থলীর সেই লিখিত অভিযোগ পাঠানো   প্রতিবাদী যুবক। যে গত ২ নভেম্বর আইজি (পার্সোনাল) ,  ডিজি,  হোম সেক্রেটারি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে পূর্বস্থলী থানার কালিপুজোর নামে তোলাবাজির অভিযোগ তথ্যপ্রমাণ সহ পাঠিয়ে ছিলেন । এহেন অভিযোগে নড়েচড়ে বসে রাজ্যের সদর প্রশাসনিক দপ্তর  নবান্ন। এরপরেই চলতি মাসের ৬ তারিখে পুলিশসুপার নিজে এসে ঘটনার সিরিয়াস তদন্ত চালান। তদন্ত চলাকালীন পূর্বস্থলীর এক সাব ইনস্পেকটর কালনা আদালতের এক আইনজীবী কে সাথে নিয়ে অভিযোগকারীর বাড়ী যান অভিযোগ আইনিভাবে তুলে নেবার জন্য বলে স্থানীয় সুত্রে প্রকাশ  । এছাড়া এক পঞ্চায়েত সমিতির পদাধিকারী অভিযোগকারীকে বারবার মোবাইলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। বাড়ীর সামনে বহিরাগত সশস্ত্র বাহিনীর নজরদারি চলায় প্রাণহানির আশংকায় ভোগে মুখ্যমন্ত্রী কে অভিযোগ জানানো এই সংখ্যালঘু যুবক। কোনক্রমে বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (  গ্রামীন) রাজ নারায়ণ মুখার্জী কে পুলিশের অতি সক্রিয়তার পাশাপাশি ওই পঞ্চায়েত সমিতির পদাধিকারীর হুমকির বিষয়টি জানান। এরপরেই এএসপি ( রুরাল)  সাথে সাথেই    এসপি কে জানান। তখনি এসপি সাহেব ওই এএসআই এর সাসপেন্ড সহ খাঁকি পোশাক দ্রুত জমা দেওয়ার নির্দেশিকা জারী করেন। এছাড়া বিভাগীয় তদন্ত আরও নুতন অভিযোগগুলি সংযুক্ত করার নির্দেশও দিয়েছেন বলে জানা গেছে।  আইসিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে আইজি (পার্সোনাল)  পুরো বিষয়টি দেখেন। তাই পুলিশের এক সুত্র জানাচ্ছে,  আগামী সোমবার বিকেলের মধ্যেই পূর্বস্থলীর আইসি সোমনাথ দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশিকা জারী হতে পারে। কেননা জেলা পুলিশ মহল মনে করছে - যেকোন থানার ওসি কিংবা আইসির অঙ্গুলহেলন ছাড়া সেই থানার কোন পুলিশ কর্মীর কোন কিছু করতে পারেনা। ঠিক এইরকম ক্ষেত্রে,  যেখানে 'সেফ ড্রাইভের ' লোগো সেঁটে থানার আরজি পার্টির নামে ক্রমিক সংখ্যাহীন অর্থাৎ বেহিসেবি বিলবই ছেপে তাও থানার এক আধিকারিকের নাম দিয়ে চাঁদার নামে তোলা আদায় চলছিল। সেখানে আইসির ভূমিকা টায় বড়।   তাও প্রথমে টাকা দিতে অস্বীকার করা ওই যুবক কে আবার আইসির নাম্বারে কথা বলিয়ে গাঁজা মামলার চমকানি পর্যন্ত দিয়েছেন ওই আইসি। সর্বপরি পুলিশসুপারের মনিটরিং এর মাধ্যমে তদন্ত চলাকালীন এক আইনজীবী কে সাথে নিয়ে থানার এক সাব ইনস্পেকটর হাজির হচ্ছেন আইনিভাবে অভিযোগ প্রত্যাহার করানো নিয়ে। পুলিশ পেটোয়া এক পঞ্চায়েত সমিতির পদাধিকারী আবার হুমকি প্রত্যাহার করা নিয়ে বারবার মোবাইলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। শুধু হুমকি নয় বহিরাগত সশস্ত্র দুস্কৃতিদের দিয়ে টহলদারি চলছে। সেখানে আইস তার দায় এড়িয়ে যেতে পারে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য ওই হুমকি দেওয়া পঞ্চায়েত সমিতির পদাধিকারীর সৌজন্যে এক রক্তদান শিবিরের নাম করে মোটা অংকের তোলা না দেওয়া এক পরিবারের নাবলক কে রাতে তুলে এনে পূর্বস্থলী থানার লকআপে মারধরের অভিযোগ উঠেছিল। সেখানে পুলিশের বিভাগীয় তদন্ত ছাড়াও মানিবাধিকার কমিশন হস্তক্ষেপ করেছিল। এখন দেখার পুলিশ তাদের স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে শুধুমাত্র এএসআই   কে সাময়িক বরখাস্ত করে থেমে থাকে কিনা?  এছাড়া ওই পঞ্চায়েত সমিতির পদাধিকারীর বিরুদ্ধে রাজ্যের শাসকদল কোন দলীয় ব্যবস্থা নেয় কিনা?                                                                                                                                     

সর্বভারতীয় নবচেতনার প্রেসিডেন্ট ডঃ হুমায়ুন কবীর আজাদ ভাবনা পুরস্কার পেলেন

মৌলানা আজাদ ভাবনা পুরস্কার ২০১৮ পেলেন সবর্ভারতীয় নবচেতনার প্রেসিডেন্ট ড. হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ

সংবাদদাতা, দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা:  আজাদ চাইল্ড অ্যাকাডেমির উদ্যোগে মৌলানা আজাদ ভাবনা পুরস্কার ২০১৮ প্রদান করা হয় সাহিত্যিক ও সবর্ভারতীয় নবচেতনার প্রেসিডেন্ট ড. হুমায়ুন কবীর ও সবর্ভারতীয় নবচেতনার সাধারণ সম্পাদক তথা উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ  এবং নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুরকে।

দেগঙ্গার বুড়িরহাট বাজারে অবস্থিত আজাদ চাইল্ড অ্যাকাডেমির উদ্যোগে মৌলানা আজাদ স্মৃতি মেলার আয়োজন করা হয়েছিল। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত বুড়িরহাট বাজার, চাকলা রোডে অবস্থিত একমাত্র উচ্চমানের আদর্শ শিশুশিক্ষা প্রতিষ্ঠান "আজাদ চাইল্ড অ্যাকাডেমি।" এই প্রতিষ্ঠানের উদ্যোগে ১১ নভেম্বর ২০১৮, রবিবার ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় পার্শ্বস্থ প্রাঙ্গনে ২য় বর্ষ "মৌলানা আজাদ স্মৃতি মেলা-২০১৮" এর আয়োজন ছিল অভিনব। মেলার বিষয় হিসেবে শিক্ষার্থীদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সংস্কৃতি, স্বাস্থ্য ও বইমেলার আয়োজনে। উক্ত মেলাকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী মনোজ্ঞ ও নানান শিক্ষা, সংস্কৃতি ও চেতনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহার্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান কর্মসূচিতে অংশ নেন, দুঃস্থ মানুষের সেবায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল।

এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগকে প্রতিরোধ করার জন্য ডেঙ্গু সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছিল।

২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতি ছাত্র-ছাত্রীদেরকেও সংবর্ধনা, বর্ষ সেরা ছাত্র-ছাত্রী পুরস্কার প্রদান করা হয়।

সেমিনারে আলোচনা সভার বিষয় ছিল মৌলানা আজাদ ও জাতীয় শিক্ষা দিবসে আমাদের করণীয়।

"মৌলানা আজাদ ভাবনা পুরস্কার" প্রাপক রাজ্য পুলিশের ডি.আই.জি ও কথা সাহিত্যিক তথা সর্বভারতীয় নবচেতনার প্রেসিডেন্ট ড. হুমায়ুন কবীর সাহেব মহামূল্যবান বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উপরে জোর দেওয়ার কথা তুলে ধরেন।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সহ অধিকর্তা এবং ড. হুমায়ুন কবীর আইপিএস সাহেবর সঙ্গে উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এবং নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুরকেও মৌলানা আজাদ ভাবনা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশনের দুই কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও জাহিদুল সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক সোনা বন্দ্যোপাধ্যায়, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য কাজ করছেন আহসান হাবীব, আসাদুল ইসলাম, মৃণ্ময়ী সমীরণ নন্দী, শিক্ষক ও সাংবাদিক আকবর আলি প্রমুখ।

মৌলানা আজাদ স্মৃতি মেলার পক্ষ থেকে আজাদ চাইল্ড অ্যাকাডেমির কর্ণধর সাহাবুদ্দিন ফারুক, সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এই অপূর্ব অনুষ্ঠান সার্বিকভাবে সুন্দর ও সাফল্যমন্ডিত করতে বহু মানুষের আগ্রহের বিষয় ছিল চোখে পড়ার মতো।

এদিনের শুরুতে রবিবার ১১ নভেম্বর উত্তর ২৪ পরগনা জেলার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে দেশের প্রথম শিক্ষামন্ত্রী সিংহ পুরুষ আজীবন ভারতীয় জাতীয়তাবাদের রক্ষক মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে জাতীয় শিক্ষা দিবসে সংখ্যালঘুদের শিক্ষা ও আর্থ-সামাজিক বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। এ দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএস ড. হুমায়ুন কবীর। তিনি বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে মুসলিমদের অবস্থা ও নিজেদের অবস্থা পরিবর্তনে নিজেদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, সংগঠনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন সহ- সভাপতি মিজানুর রহমান,আনোয়ার হোসেন কাসেমী,নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুর সহ অন্যান্যরা।

অসিম পাল জানালেন, জাতীয় শিক্ষা দিবস।
আজ যে ফিরোজ বখ্ত্-এর জন্মদিন। চমকে উঠলেন? আসলে 'আবুল কালাম আজাদ' এই নামের আড়ালে চাপা পড়ে গেছে পিতৃদত্ত এই নামটা।

জন্ম তাঁর মক্কায়। বাবা ছিলেন বিদগ্ধ পন্ডিত এবং একজন গ্রন্থকার। আরবী ভাষায় তাঁর লেখা ১০ খন্ডের একটা বই মিশর থেকে প্রকাশিত হয়েছে। প্রকৃতি প্রেমিক এই মানুষটি দূর থেকে ভারতবর্ষকে ভীষণ ভালবাসতেন। এখানে নাকি ছ'টা ঋতু? আর সেই ঋতু চক্রের আবর্তে প্রকৃতি সেজে ওঠে অপরূপ শোভায়? সত্যি সে দেশ তো স্বপ্নের মত সুন্দর!

দূর থেকে এমন সব শুনতে শুনতে একদিন স্ত্রী আর পুত্রকে নিয়ে চলে আসলেন ভারতে। তাও আবার কলকাতায়। দুচোখ ভরে দেখতে লাগলেন প্রকৃতির রূপ রস গন্ধ।

আজাদ তখন দুবছরের। একবছর কাটতে না কাটতেই স্ত্রী হঠাৎ মারা গেলেন। সেই শোক ভুলিয়ে দিয়েছিল প্রকৃতি প্রেমে মশগুল ২৭ বছরের এই যুবকটিকে? তাই বুঝি ভালবেসে রয়ে গেলেন এই দেশে?

শিশু আজাদকে পারসী,  ফার্সী, আরবী ভাষার সাথে সাথে গৃহ শিক্ষক রেখে বাংলা ইংরেজি ভাষায় দক্ষ করে তুললেন। সেই সঙ্গে সঙ্গে ইসলামী আদর্শ আর দেশপ্রেমের মন্ত্রে আদর্শ ভারতীয় সুনাগরিক।

১৯০৫ সাল। বঙ্গভঙ্গ আন্দোলনের দামামা বাজছে।
আজাদ জড়িয়ে পড়লেন বিপ্লবীদের সঙ্গে। সেই শুরু।
তাঁর রাজনীতিতে কোন ভন্ডামি ছিলনা।

বৃটিশ সরকার দেশ ভাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজাদ ভীষণ মর্মাহত। দেশের বরেণ্য নেতাদের দরজায় দরজায় ঘুরছেন। ভারত ভাগ মানবেন না। গান্ধীজী রাজী ও হলেন_"দেশ ভাগ আমার লাশের উপর দিয়ে করো।" সেই গান্ধীজীও মেনে নিলেন। নেহেরু কথা দিলেন দেশ ভাগ কিছুতেই মানা যাবেনা। ভোল পাল্টালেন তিনিও।
একে একে সব্বার কাছে গেলেন। কিন্তু হায়...
তিনি ভবিষ্যৎ বাণী করে ছিলেন 'ধর্মের ভিত্তিতে দেশভাগ হলে সাম্প্রদায়িকতার বিষ নির্মূল হবেনা কোনওদিনই। আজ তার প্রতিফলন তো নিয়তই দেখছি।

তাঁর আত্মজীবনী গ্রন্থে নির্ভীক ভাবে লিখেছেন দেশভাগের যন্ত্রণা
দেশের প্রথম শিক্ষামন্ত্রী এই মহাপুরুষের ১৩১তম জন্মদিবসে সকলকে অনুপ্রেরণা যোগায় এই অনন্য শিক্ষাগুরু মৌলানা আবুল কালাম আজাদ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER