আগামী ২৩ শে জানুয়ারি, ২০২০, বিকেল সাড়ে তিনটের সময় কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আমাদের 'মনন' অষ্টম সংখ্যা প্রকাশের যে আয়োজন করা হয়েছে সেখানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্য একেডেমী পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আনন্দ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক শ্রী নলিনী বেরা বিশিষ্ট সাহিত্যিক ও কবি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি শ্রী আরণ্যক বসু, শ্রীমতী সোনালী কাজী, অল্প সময়ের জন্য আসবেন বিশিষ্ট কবি শ্রীমতী মন্দাক্রান্তা সেন এছাড়াও আকাশবানী ও দূরদর্শনের বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব ।
আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হবে 'মনন সাংস্কৃতিক দলে'র পরিচালনায় । সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার কাজ করবেন প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী সোমা আইচ ।
আমাদের এই অনুষ্ঠানে যে আমন্ত্রিত কয়েকটি দল তাদের শ্রুতিপাঠ অনুষ্ঠান উপস্থাপন করবেন তারা হল -
১) অনুস্টুপ ২) আবাসা ৩) পেখম ৪) হৃদমাঝারে ৫ ) কথার তরী ৬) মনন সাংস্কৃতিক দল ৭) পটমঞ্জরী । ( দলের আগে আসার ভিত্তিতে তারা সময় পাবেন )
আপনারাও আগে এসে নাম লেখানোর ভিত্তিতে স্বল্প সময়কাল অবশ্যই আপনাদের পাঠ আবৃত্তি করতে পারেন, কিন্তু এসেই নাম লেখাবেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে ।
সমগ্র অনুষ্ঠানটির প্রচারের দায়িত্ব আমাদের মিডিয়া পার্টনার 'বাংলার খবরাখবর গোষ্ঠী'র । বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া, অন লাইন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া হাজির থাকবেন ।
আপনাদের সকলের উপস্থিতি অবশ্যই অনুষ্ঠানকে সফল করে তুলবে সেই প্রত্যাশা আমাদের আছেই । চলে আসুন সকলে, আমরা অপেক্ষায় ।
স্নেহাশীষ চক্রবর্তী
প্রতিষ্ঠাতা