বর্ধমান শহরের টাউনে হলে জেলার অন্যতম প্রাচিন দৈনিক পত্রিকা মুক্তবাংলার উদ্যোগে একটি বেবি শো এর আযোজন করা হয় । মুক্তবাংলার পক্ষে প্রসেনজিৎ সামন্ত জানিয়েছেন , এ বছর এই বেবি শো ২য় বর্ষে পদার্পণ করল । জেলার ১৫ জন শিশু কে নিয়ে অনুষ্ঠিত হয় এই বেবি শোটি ।বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তবাংলার প্রকাশক শ্যমলী সামন্ত , সেন্ট পলস একাডেমির প্রিন্সপাল জন মজুনদার , আইনজীবি কমল দত্ত , বিউটি সিযান সুহিরা ব্যাজার্জী , সামাজ সেবী সুশীল দত্ত এবং বিশিষ্ট ফটো গ্রাফার শনু সেন প্রমুখ ।প্রতিযোগিতায় প্রথম হয় শরন্যা মোদক দ্বিতীয় গুলনাজ সুলতানা এবং তৃতীয় হয় হয় স়্ঞ্জিদা নিগর একই সাথে ৬ টি আলাদা আলাদা বিভাগে ৬ জন কে পুরস্কৃত করা হয় ।বিভিন্ন রকম পারফমেন্সে মঞ্চ মাতিয়ে দেয় কচিকাচারা । নজর কারে তৃতীয় রাউন্ডে বাবা – মা কে নিয়ে মঞ্চে হাজির হওয়া খুদের পারফমেন্স । এই রাউন্ডে ১৫ জন প্রতিযোগিতাদের বাবা মার হাত ধরে মঞ্চে ওঠে এবং প্রত্যের হাতে ছিল বিভিন্ন সামাজিক বার্তাম্বলীত প্লাকেড ।সফল প্রতিযোগিদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন ।
posted from Bloggeroid