মোল্লা জসিমউদ্দিন ,
সুদিন মন্ডল ,
বুধবার সকালে রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডঃ মমতাজ সংঘমিতার সমর্থনে পূর্ব ভাতারের বিভিন্ন গ্রামের মোড়ে রোড শো করেন। প্রার্থী ছাড়াও এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,মান গোবিন্দ অধিকারী প্রমুখরা। ভাতার ফায়ার ব্রিগেড এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে বেলডাঙ্গা, বালসি ডাঙ্গা, কুবাজপুর,খেরুর, মুরারীপুর, নাসিগ্রাম, বড় বেলুন হয়ে ভাতার পার্টি অফিসে এক পথসভার মাধ্যমে শেষ হয়। কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের প্রচার পর্বে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভাতার বিধানসভা এলাকা টি শাসক দলের দুই শিবিরের মতবিরোধের পাশাপাশি সিপিএম - বিজেপি যথেষ্ট শক্তিশালী রয়েছে। সীমান্তবর্তী মঙ্গলকোট, আউশগ্রাম বিধানসভা এলাকায় যেখানে বিরোধী দলগুলি দেওয়াল লিখন, মিটিং মিছিল নুন্যতম করতে পারেনি। সেখানে ভাতারের মুরাতিপুর, বামশোর, কালুত্তক প্রভৃতি এলাকাগুলি কাস্তে হাতুড়ি তারায় ভরে গেছে। আবার আমারুণ, সাহেবগঞ্জ এলাকায় পদ্মফুলে ছয়লাপ। এই কেন্দ্রে জাঁদরেল বিরোধী প্রার্থী হিসাবে রয়েছেন সুন্দর সিং আলুওয়ালিয়া। যিনি ভারতীয় সাংসদ রাজনীতিতে প্রবীণ। তাই তৃনমূল এই কেন্দ্রে প্রচারপর্ব তে খামতি রাখতে চাইছেনা। তারই বার্তা হিসাবে আজকের মন্ত্রী অরুপ বিশ্বাসের রোড শো বলে অভিমত জেলা রাজনৈতিক মহলে৷