ফেসবুকে তৃণমূল প্রার্থী নুসরতের পুজো দেওয়ার পেপার কাটিং পোষ্ট করে হেনস্থার শিকার শিক্ষক আলি আকবর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিগত কয়েকদিন আগে বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেয়। বর্তমান পত্রিকা এই খবরটি প্রকাশ করেন।
এই পেপার এর কিছু অংশ নিয়ে স্কুল শিক্ষক আলি আকবর জনপ্রিয় সোশাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেন। আর সেই কারণে
বসিরহাট এলাকার কিছু সমাজবিরোধী ও দুস্কৃতিকারীরা বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক আলি আকবরের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে মানসিক নির্যাতন চালালেন আজ তার স্কুলে।
আলি আকবর বাবু বলেন,বর্তমান পত্রিকার নুসরতের পুজা দেওয়ার পেপার কাটিং পোস্ট করায়, স্থানীয় তৃনমূল নেতারা ১০-১৫ জন আমার স্কুলে এসে হুমকি দিয়ে গেছে এবং পুজো দেওয়ার ভিডিও ও এই পোস্ট জোর করে ডিলিট করতে বাধ্য করেছে। এরা একেবারে হন্যে হয়ে যাচ্ছে। স্বাধীন মতামত প্রকাশের কোন সুযোগ আর থাকছেনা।
আগে আমরা স্টেজ করে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি কিছু হয়নি।
এখন সামান্য ফেসবুকে পোস্ট করলেই সরাসরি এসে হুমকি দিচ্ছে, অপমান করছে।
সরকারের সমালোচনা করা যাব না, সরকার বিরোধী কোন মন্তব্য করা যাবে না।
রাজ্যের পরিস্থিতি ১০ বছরের আগের বিহারের থেকেও খারাপ এরাই প্রমান
এভাবে মানসিক আক্রমণ করে কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। আমি কি বলবো তা গুন্ডা এবং সমাজবিরোধীরা আজকে ঠিক করে দিতে চাইছে এ যেন মরিয়া হন্যে কুকুরের ন্যায়।এদের প্রতি আমার একরাশ ঘৃণা।
তৃণমূল সরকারের আমলে তাহলে কি ব্যক্তিগত স্বাধীনতা ও বাক স্বাধীনতা হারাতে হচ্ছে সাধারণ মানুষ তা নিয়ে গুঞ্জন সোশ্যাল মিডিয়া।