পুলকেশ ভট্টাচার্য
মুর্শিদাবাদ জেলার সালার থানার প্রকাশ্যে তোলবাজি চলছে।সালারের কলেজ মোড় এলাকায় রীতিমত রাস্তায় গাড়ী লাগিয়ে পুলিশ কর্মীরা অতিরিক্ত খড় বোঝাই ভ্যানো গাড়ীতে, আবার কখনও বা অতিরিক্ত বালি বোঝাই ডাম্পারে চলছে তোলাবাজি।তোলা তুলতে গিয়ে সংকীর্ণ রাস্তায় হচ্ছে তীব্র যানজট।মাঝেসাঝে পথ দুর্ঘটনা লেগেই আছে।বালির গাড়ী গুলিতে ত্রিপল না ঢাকা থাকায় উড়ছে বালি।পরিবেশ দূষনে দূষিত হচ্ছে সালার এলাকা।পুলিশি তরফে তোলাবাজির অভিযোগ অস্বীকার করা হয়েছে।