শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

বিধাননগরে সরস মেলা শুরু হলো


শুক্রবার বেলা তিনটে সময় বিধাননগরে শুরু হলো সরস মেলা।উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জী, ফিরহাদ হাকিম সহ

একঝাঁক মন্ত্রী।এই মেলা ঘিরে ভীড় বাড়ছে ক্রেতাদের।

posted from Bloggeroid

আসানসোলে মিড ডে মিলে মুরগি ভাত



মোহন সিং

এখন ডিমের যা দাম।তার থেকে মুরগী মাংস ভাত খাওয়ানো খরচ সাপেক্ষ।তাই আসানসোলের ৭৭ নং ওয়ার্ডে বেশকিছু স্কুলে মিড ডে মিলে খাওয়ানো হলো

মুরগি ভাত।এতে বেজায় খুশি পড়ুয়ারা।স্থানীয় তৃনমূল নেতারা এদিন পরিবেশনে সহযোগিতা করেন আনন্দের সাথে

posted from Bloggeroid

আসানসোল হনুমান মন্দিরে রামপুজো

মোহন সিং

আসানসোল বাজার অঞ্চলে হনুমান মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল রাম পুজো। ভক্তকুলের ভিড়ে এদিনের রামপুজোর

আসর জমে ওঠে। ছিল ভক্তি গানেরও আয়োজন। আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল এই পুজোয় অংশগ্রহণ করেন।

posted from Bloggeroid

সাংসদ কোটায় বহরমপুরের মুন্সিবাগান কবরস্থানের সংস্কার

ভাস্কর ঘোষ

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে অধীর চৌধুরীর তাঁর সাংসদ

কোটার টাকায় বহরমপুরের মুন্সি বাগান কবরস্থানে গেট ও হোডিং এবং ওয়েটিং সেট নির্মানের কাজ শুরু করলেন। ৩ লক্ষ ২৫ হাজার ৫৫১ টাকা ব্যায়ে এই কাজ  করা হবে।এদিন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি  অধীররঞ্জন চৌধুরীর এই কাজের সুচনা করেন। দীর্ঘদিন ধরে বহরমপুরের গোড়াবাজার এলাকার এই কবরস্থান সাজানো ছিল না। ছিল না কোন প্রতীক্ষালয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সাংসদ কোটার টাকায় এই কাজ শুরু করেন অধীর বাবু। আর তাতেই এলাকাবাসীর মনে খুশির আমেজ।

posted from Bloggeroid

কালিয়াগঞ্জ কলেজে বিক্ষোভ চলছে

বিকাশ সাহা


উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ অফ এডুকেশনে শিক্ষিকা

র খারাপ ব্যবহারের প্রতিবাদে রাত্রী পর্যন্ত চলছে ছাত্র বিক্ষোভ।এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য রয়েছে কলেজ চত্বরে।

posted from Bloggeroid

মাতৃবিয়োগ মন্ত্রী সৌমেন মহাপাত্রের

বৃহস্পতিবার মধ্যরাতে মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র র মাতৃবিয়োগ হয়েছে।মন্ত্রীর মা প্রমোদাবালা মহাপাত্র বয়স হয়েছিল ৯০ বছর।

posted from Bloggeroid

ভরতপুরের স্বর্ণহাটী গ্রামে গ্রামসভা

ভাস্কর ঘোষ

ভরতপুর থানার তালগ্রাম

গ্রামপঞ্চায়েতের স্বর্ণহাটী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিকালে গ্রামসভা হয়।এদিন সেখানে তালগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান তপতী ঘোষ, পঞ্চায়েতের এক্সুকিউটিভ অফিসার উজ্বল হাজরা উপস্থিত থেকে গ্রামবাসীদের নানান সমস্যার কথা শোনেন।

posted from Bloggeroid

ট্রাক্টরের ধাক্কায় মুর্শিদাবাদে মৃত্যু মোটরসাইকেল আরোহী

ভাস্কর ঘোষ

মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার অধীন রতনপুর গ্রামের স্টেশন মোড়ের কাছে একটি মোটর বাইকের সাথে ট্রাক্টারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই

মৃত্যু হয়। তাঁর নাম জয়দাস বয়স 30 বছর।

posted from Bloggeroid

তালডাংরা চক্রের ক্রীড়া প্রতিযোগিতা


সাধন মন্ডল



বাঁকুড়ার তালডাংরা চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। তালডাংরা ফুলমতি হাইস্কুল মাঠে এই প্রতিযোগীতায় 84 টি স্কুলের 224 জন প্রতিযোগী অংশ নেয়।

posted from Bloggeroid

সালানপুরে পানীয় জল প্রকল্প শুরু

নীলাদ্রি ঘোষ


পানীয় জল প্রকল্পের উদ্ধোধন হল আসানসোলের সালানপুর ব্লকে l স্থানীয়

আছরা পঞ্চায়েতে শুক্রবার এই প্রকল্পের উদ্ধোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় l পঞ্চিমাঞ্চল উন্নয়ন তহবিলের অর্থানুকুল্যে এই প্রকল্পের উদ্ধোধনী অনুস্টানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শ্যামল মজুমদার ও বিডিও তপন সরকার l

posted from Bloggeroid

'কালনা গেট' পত্রিকার চিত্র প্রদর্শনী


সেখ সামসুদ্দিন


বর্ধমান শহরে 'কালনা গেট' পাক্ষিক পত্রিকার উদ্যোগে বর্ধমান কার্জন গেটে চিত্র প্রদর্শনী করা হয়। লিটিল ম্যাগাজিন প্রেমীরা সহ সংবাদ উৎসুকরা এদিন ভীড় জমান এখানে।

posted from Bloggeroid

সালানপুরের আমঝোড়িয়ায় রক্তদান শিবির

নীলাদ্রি ঘোষ

পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের আমঝোড়িয়া মহা শ্মাশান ঘাটে অনুস্টিত হল বিশেষ পুজো l পুজো প্রাঙ্গনে অনুস্টিত হল রক্তদান শিবির l স্থানীয় পঞ্চগ্রাম মুক্তধাম কমিটির

উদ্যোগে নয়জন মহিলা সহ সতেরজন রক্তদান করেন l শিবিরে বিশিস্ট সমাজ কর্মী সুব্যেন্দু নাথ উপস্থিত থেকে পুজোয় এই মহৎ কাজে সকলকে উৎসাহ দেন l পজোকমিটির পক্ষ থেকে সকল রক্তদাতাদের দেওয়া হয় বিশেষ শংসাপত্র l

posted from Bloggeroid

মেখলিগঞ্জে টোটো চালকদের মিছিল


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

প্রসাশনের তরফে হাইরোডে টোটো চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন।এতে তাদের রুটি রুজিতে টান পরার পরিস্থিতি তৈরি হয়েছে।এই অভিযোগ এনে চ্যাংড়াবান্ধায় মিছিল করে বিক্ষোভ দেখাল এলাকার বিভিন্ন টোটোচালকেরা।টোটো নিয়ে চ্যাংড়াবান্ধা বাজার,ভিআইপি মোড়, বাইপাস প্রভৃতি এলাকা তারা পরিক্রমা করে।চ্যাংড়াবান্ধা ভোটবাড়ি টোটোচালক সংঠনের সম্পাদক শহিদুল মহম্মদ,সহিদার রহমান প্রমুখ বলেন,হাইরোডে টোটোচালানোর ব্যাপারে নিষেধ করা হয়েছে।এতে তাদের ভীষন সমস্যায় পরতে হবে কারন অনেক ক্ষেত্রেই তাদের ওই রাস্তা দিয়ে টোটো চালাতে হয়।এনিয়ে ভীষণ সমস্যায় তারা পরেছেন।রোজগার বন্ধ হবার আশঙ্কাও তারা করছেন।তাই সমস্যার কথা প্রসাশনের নিকট তুলে ধরতেই এদিন তারা রাস্তায় নামেন।ওপর টোটোচালক বাদল রায়,সহিদার রহমান প্রমুখ বলেন,অনেক শিক্ষিত যুবক রয়েছেন যারা বেকারত্বের জ্বালা মেটাতে টোটো চালাচ্ছেন।ঋণ ধার করে টোটো কিনেছেন।এই অবস্থায় টোটোচালানোর ক্ষেত্রে কড়া নিয়মকানুন জারি করা হলে তাদের চরম দুর্দশায় ভুগতে হবে।এদিন তারা মিছিল করে মেখলিগঞ্জ ব্লকের বিডিও এর দপ্তরের সামনে জমায়েত করেন।সেখানেও বিক্ষোভ দেখান।এরপর তাদের দাবির বিষয়ে ব্লক প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন।এদিন তারা

বলেন,হাইরোড এলাকাতেও তারা সতর্কতার সাথে টোটো চালাবেন।তাদের জন্য যাতে কোনরূপ যানজট সমস্যা তৈরি না হয় সেই বিষয়টিও তারা খেয়াল করবেন।যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসনের কর্তারা মুখ খুলতে চাননি।

posted from Bloggeroid

ইন্দাসে দোলকালী মন্দিরের উদঘাটন



সাধন মন্ডল

বাঁকুড়ার ইন্দাসের আকুই গ্রামে দোলকালী মায়ের নব নির্মিত মন্দির প্রতিষ্ঠা হলো। মন্দিরের দ্বারোদঘাটন করেন জয়রামবাটি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী

শিবরুপানন্দজী মহারাজ। এই উপলক্ষ্যে সারাদিন ধরে পুজাপাঠ, যজ্ঞানুষ্ঠান, পংক্তিভোজন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গরীব দুঃস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র দেওয়া হয় । এই মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

posted from Bloggeroid

খেজুরীতে হার্মাদ মুক্তি দিবসে শুভেন্দু অধিকারী


শুক্রবার পুর্ব মেদনীপুর জেলার খেজুরীতে 'হার্মাদ মুক্তি দিবস' হিসাবে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।বাম জমানার পরবর্তী এই দিনটিতে হার্মাদ মুক্তি দিবস পালিত হয়।

তথ্য প্রতাপ চট্টপাধ্যায়

posted from Bloggeroid

সালানপুরে আছড়া পঞ্চায়েতে রাস্তা উদ্বোধন


নীলাদ্রি ঘোষ

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে নতুন রাস্তার উদ্ধোধন হল শুক্রবার l স্থানীয় আছরা পঞ্চায়েতের মালবহাল গ্রামে এই রাস্তার উদ্ধোধন করলেন বারাবনি বিধানসভার বিধায়ক বিধান

উপাধ্যায় l অনুস্টানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার , বিডিও তপন সরকার l শ্যামল বাবু জানান - পশ্চিমাঞ্চল উন্নয়ন তহবিলের ৭০ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তা তৈরির ফলে এলাকায় নিত্য যাতায়াতকারী ১০ হাজার মানুষ উপকৃত হবেন l

posted from Bloggeroid

কোচবিহারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

শিখা ধর

কোচবিহারে দলীয় কর্মসুচিতে এদিন আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাদ্দা।বিজেপির কর্মীদের নিয়ে আসন্ন বিধানসভার উপনির্বাচন নিয়ে বৈঠক

সারেন তিনি।তবে রাজ্যের ডেঙ্গু নিয়ে কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

posted from Bloggeroid

কোতলপুরে ৩০০ জন গীতাঞ্জলি প্রকল্পে অনুদান পেলেন


বাঁকুড়ায় গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে কোতুলপুর বিধানসভায় ৩০০ জন গ্ৰাহকদের বাড়ি প্রদান করা হলো। আলোচনা করা হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবে।অনুস্থানে মূখ্য অতিথি ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

ড্রাগের বিরুদ্ধে মিছিল করায় প্রহৃত আসানসোলের তৃনমূল কাউন্সিলার

মোহন সিং

গোটা এলাকা কার্যত ড্রাগ পেইডলারদের রাজত্ব হয়ে উঠেছিল। আর তার প্রতিবাদে পদযাত্রা করতে গিয়েই প্রহৃত হলেন এক তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত কাউন্সিলারের নাম মহম্মদ নাসিম আনসারি। এলাকায় হাজি নাসো নামেই পরিচিত তিনি।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের রেলপার এলাকায় ড্রাগ, গাঁজা সহ অনান্য সামগ্রীর বিরুদ্ধে পদ

যাত্রার আয়োজন করা হয়েছিল। কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি এই আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় ডাব্লউ নামে স্থানীয় এক দুস্কৃতি হামলা করে বৃদ্ধ কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি কে। স্থানীয় এলাকাবাসীরা চলে এলে গা ঢাকা দেয় ডাব্লুউ। বাসিন্দারাই আহত কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিত্সাধীন মহম্মদ নাসিম আনসারি।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত কাউন্সিলারকে দেখতে আসেন আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান গুলাম সরোবর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশপাশি পুলিশকে যথাযত ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়ে যান তিনি।আসানসোল উত্তর থানার পক্ষ থেকে প্রায়শই নানান সচেতনতামুলক অনুষ্ঠান করা হয়। তাতেও যে কিছু হয়নি তাই প্রমানিত হল।

posted from Bloggeroid

রাস্তায় গাড়ীর পাতি ভেঙ্গে পড়ায়, ট্রাফিক জ্যাম স্বরুপনগরে


সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগরে বসিরহাট থেকে তেতুলিয়া রোডে ১৬ চাকার পাথরভরতি গাড়ীর পাতি ভেঙ্গে রাস্তার উপর পরে থাকায় হরিশপুর মোড় থেকে তেতুলিয়া যানজটে নাকাল নিত্যযাত্রী সহ পড়ুয়ারা। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ৷

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER