শুক্রবার, ডিসেম্বর ২২, ২০১৭

পূর্ব বর্ধমানে প্রথম আদিবাসী গ্রন্থাগারের উদ্বোধন


সুরজ প্রসাদ

শুক্রবার দুপুরে ১৪তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার প্রথম আদিবাসী গ্রন্থাগারের উদ্বোধন হল শুক্রবার।উদ্বোধন করেন জেলা সভাধিপতি শ্রী দেবু টুডু।

বাম ৭০ মাইল জুয়ৌন জুমিৎ গাঁওতার পরিচালনায় এবং বর্ধমান জেলা জহেরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

posted from Bloggeroid

কাশ্মীরে তুষার ধসে মৃত ময়নার জওয়ান


জাহাঙ্গীর বাদশা

কাশ্মীরে তুষার ধষে মৃতু হল ময়নার এক জওয়ানের।অবসর নেওয়ার প্রায় দেড় বছর আগে কাশ্মীরে তুষার ধসে  মৃত্যু হল ময়নার সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মৃগেন্দ্রনাথ প্রামাণিক(৩৫)। তাঁর

বাড়ি ময়নার গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের কুমোরচক গ্রামে। তাঁর বাবার নাম অশোককুমার প্রামাণিক। আজ জওয়ানের কফিন বন্দি নিথর দেহ এলো বাড়িতে। এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া তৈরি হয়েছে।

posted from Bloggeroid

বান্দোয়ানে সাঁওতালী ভাষা দিবস

সঞ্জয় হালদার

আজ পুরুলিয়ার বান্দোয়ান মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সাওতালী ভাষাদিবস পালিত হল। উক্ত অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজীব সরেন, সাওতালী কবি সাহিত্যিক কলেন্দ্র মান্ডী, মহাদেব হাঁসদা, বিভিন্ন বুদ্ধিজীবি সহ কলেজের আধীকারী গন।

posted from Bloggeroid

রাইপুর কৃষিমেলা শেষ হলো

সাধন মন্ডল


বৃহস্পতিবার শেষ হল বাঁকুড়ার রাইপুর ব্লক কৃষিমেলা।সফল কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি পদ্মীনি মুরমু, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন ঘোষাল প্রমুখ।

posted from Bloggeroid

দিঘায় সৈকত উৎসবে গিনেশ রেকর্ড গড়া হলো






জাহাঙ্গীর বাদশা

এবার দিঘায় অনুষ্ঠিত সৈকত উৎসবে একই সঙ্গে সাড়ে ৫ হাজার মহিলা, স্কুল ছাত্রী শাঁখে ফুঁ দিয়ে ভাঙলেন বিশ্ব রেকর্ড। যা লিপিবদ্ধ হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। এর আগে বাহামা দেশে

২০১৪ সালে ২৯৫ জন মহিলা শঙ্খধনীতে নাম তুলেছিলেন গিনেস বুকে। সৈকতের পর্যটনকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার লক্ষ্যে অবিচল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অনুপ্রেরণায় গতি এসেছে দিঘা,মন্দারমণি এবং তাজপুরের পর্যটনে।বাংলার এই পর্যটন সম্ভাবনাকে দেশবিদেশে পৌঁছে দেওয়া  লক্ষ্যেই এবার জাঁকজমকপূর্ণ বেঙ্গল বিচ ফেস্টিভ্যালের আয়োজন করে জেলা প্রশাসন। উৎসবের সূচনায় বুধবারই শঙ্খধনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিন আবহাওয়া প্ৰতিকূলের কারণে শঙ্খধনী বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় শঙ্খধনী। দুপুর থেকেই জেলার বিভিন্নপ্রান্ত থেকে স্কুল- কলেজের ছাত্রীদের সঙ্গে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে শাঁখ নিয়ে ভিড় জমাতে শুরু করেন। এরপর বিকেল ৪ টা নাগাদ ওশিয়ানা সৈকতে লালপেড়ে শাড়ি পরেই লাইন ধরে শাঁখে ফুঁ দিতে শুরু করেন মহিলারা। আবহের সুরে সুরে টানা আধাঘন্টা ধরে শঙ্খধনীতে মুখরিত হয়ে ওঠে গোটা সৈকত। যার প্রশংসা করলেন গিনেস বুকের প্রতিনিধিরাও। সাংসদ শিশির অধিকারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, শুরু থেকেই দিঘাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের মর্যাদা দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই শঙ্খধনী অনুষ্ঠান খুবই উল্লেখযোগ্য। আমরা নিশ্চিত এই অনুষ্ঠান গিনেস বুকে লিপিবদ্ধ হবে এবং  যা বিশ্বের মানুষের কাছে দিঘার সম্পর্কে নতুন পরিচিতি তৈরি করবে।

 

posted from Bloggeroid

বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০১৭

ডুমুরডিহা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী


ব্যাসদেব চক্রবর্তী

ডুমুরডিহা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হলো।বাঁকুড়ার তালডাংরা ব্লকে এই বিদ্যালয়ে এই উৎসবে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

খন্ডঘোষে শিশু শিক্ষাকেন্দ্রে লেট করেন শিক্ষিকারা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঝেঁয়ে শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় শিক্ষিকারা দেরী করে আসে বলে অভিযোগ।অভিভাবকরা ক্ষুব্ধ

posted from Bloggeroid

রায়নার নেতাজী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার সেহারা নেতাজী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল।নানান অনুস্থান হয়।

posted from Bloggeroid

রায়নার কাইতিতে রাস্তার কাজ চলছে

রায়না 2 নং ব্লকের কাইতি অঞ্চলের কান্না বিল গ্রামে রাস্তা সংস্কারের কাজ চলছে।প্রায় ২২ বছর এইখানে কোন কাজ হয়নি বলে অভিযোগ।

posted from Bloggeroid

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ১৩ তম সোশ্যাল সিনেমা কনফারেন্স

সুরজ প্রসাদ

বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

অনুষ্ঠিত হল ১৩ তম ইন্টার ন্যাশানাল সোস্যাল কমিউনিকেশন সিনেমা কনফারেন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপকলা কেন্দ্রের ডিরেক্টর সমীর গোস্বামী, সিনেমা নির্মাতা তথা সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সেমিনারে ৭টি তথ্যচিত্র দেখানো হয়।

posted from Bloggeroid

বর্ধমান স্টেশনে ডিআরএম


সুরজ প্রসাদ

বর্ধমান রেল কলোনী ও রেলওয়ে কোয়াটার গুলি পরিদর্শন করলেন হাওড়া

ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনু গোয়েল।উড়ালপুল নির্মাণ কাজের তদারকি করেন তিনি

posted from Bloggeroid

কন্যাশ্রীদের নিয়ে কেক তৈরির প্রশিক্ষণ

সুরোজ প্রসাদ

বর্ধমানের হাটগোবিন্দপুরের ভৃপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে বৃহঃস্পতিবার কন্যাশ্রী মেয়েদের নিয়ে শুরু হল কেক

তৈরীর প্রশিক্ষণ শিবির। কলেজের ১৫ জন কন্যাশ্রীকে নিয়ে প্রাথমিকভাবে এই প্রকল্প শুরু হল। এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।

posted from Bloggeroid

প্রকাশ্য সমাবেশ জমিয়ত উলেমা হিন্দের





নুর আনসারী


বৃহস্পতিবার দুপুরে কলকাতার রাণী রাসমনি এভিনিউ তে লক্ষ মানুষের সমাবেশ করল জমিয়ত উলেমা হিন্দের রাজ্য শাখা।সংগঠনের কর্মকর্তা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান - ইজরাইল যেভাবে জেরুজালেম কে রাজধানী করেছে।তার তীব্র নিন্দা জানাচ্ছি।

posted from Bloggeroid

ইন্দাসে 'উত্তরণ' এর সূচনায় বিডিও


শুভেন্দু তন্তুবায়

বাঁকুড়ার ইন্দাসে 'উত্তরণ' -এর শুভ সূচনা করলেন ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুচেতনা দাস। বৃহস্পতিবার ইন্দাস ব্লক কৃষি মেলার শেষ দি

নে অনুষ্ঠিত হল 'উত্তরণের'কর্মযজ্ঞ। এদিনের অনুষ্ঠানে এলাকার ৩২ জন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়,সাথে এক কালীন ২৪০০টাকা। দুরারোগ্য থ্যালাসেমিয়া আক্রান্ত ৭ জন রোগীকে এককালীন ৪০০০ হাজার টাকা করে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন,সহ সভাপতি সুকুমার রায়,ব্লক কৃষি আধিকারিক লক্ষন হেমব্রম, বিষ্ণুপুর সহ কৃষি আধিকারিক রতন মুর্মু, প্রানী সম্পদ আধিকারিক অশোক মন্ডল প্রমুখ ।

posted from Bloggeroid

অর্থের বিনিময়ের ভর্তির অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

মানস দাস.মালদা

আবার দুর্নীতিতে নাম জড়ালো গৌড়বঙ্গ কর্তৃপক্ষের । এবার রীতিমতো অর্থের বিনিময়ে ছাত্র ভর্তির অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে । স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিষয়ে যে সব আসন ( সংরক্ষিত আসন সমেত) ফাঁকা রয়েছে সেগুলিতে অনৈতিক ভাবে কিছু ছাত্র ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ । নিয়ম অনুযায়ী জুন -জুলাই মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে মাস দুয়েকের মধ্যে তা সম্পূর্ণ করা উচিত। অথচ ডিসেম্বরের শেষে এসেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে । আর এক্ষেত্রে মানা হচ্ছে না অনলাইনে ভর্তির আচরণবিধি । ফাঁকা আসনে ভর্তির জন্য মেধা তালিকায় থাকা প্রার্থীদের নাম রীতিমতো অনলাইনে নোটিশ করে জানানোর কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । এমনকি কোন ব্যাঙ্কে ভর্তির টাকা জমা দিতে হবে তাও নোটিশ করে জানানোর কথা। তবে অভিযোগ, সেসবের তোয়াক্কা না করেই নিজেদের পছন্দের প্রার্থীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে ছাত্র ভর্তির ব্যবসা শুরু করেছেন বিশ্ববিদ্যালয়েরই দুর্নীতিগ্রস্ত কিছু আধিকারিক । বিষয়টি নিয়ে ক্ষোভ দানা বাঁধছে পড়ুয়াদের মধ্যে। বর্ষশেষের অবকাশের পর নবনিযুক্ত উপাচার্য স্বাগত সেন বিশ্ববিদ্যালয়ে ফিরলে এই নিয়ে তাকে অভিযোগ জানানো হবে বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়। তার অভিযোগ, রাজ্য সরকার কখনই বলেনি অনলাইনে ছাত্র ভর্তি না করে মোবাইলে মেসেজ পাঠিয়ে ছাত্র ভর্তি করতে হবে। তাছাড়া, উপাচার্য পনেরোই ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বললেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

রাজীব পুততুণ্ডী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন ষোলো থেকে বাইশের ডিসেম্বর পর্যন্ত ভর্তির ফি জমা নিতে। তবে ওই নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এমন করার পেছনে ওই আধিকারিকদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের । বুধবার কিছু ছাত্রছাত্রী চুপিসারে ভর্তির ফি জমা দিতে আসলে এই দুর্নীতি ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা । ওই ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে জানা যায় তাদের মোবাইলে মেসেজ পাঠিয়ে ভর্তির কথা জানানো হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওই নির্দেশ বা তালিকা দেওয়া হয়নি। স্বভাবতই গোটা ঘটনাকে দুর্নীতি আখ্যা দিয়ে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়। এদিকে বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সব কিছু নিয়ম মেনেই হচ্ছে। যদিও এতে কিছু আধিকারিকদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মত বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ অধ্যাপক ও শিক্ষাকর্মীদের। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্রর আমলে, অনলাইনে ভর্তি কেন হচ্ছে না- এই অভিযোগ তুলে ভর্তি প্রক্রিয়া বানচাল করে আন্দোলনে নেমেছিল বেশ কিছু ছাত্র ও রাজনৈতিক সংগঠন। ওই একই দুর্নীতির অভিযোগ এখন উঠলেও তারা কেন মুখে কুলুপ এঁটে হাত গুটিয়ে বসে আছেন তা যথেষ্ট সংশয়ের । এখন দেখার স্বচ্ছ প্রসাশনের অঙ্গীকার নিয়ে আসা নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অন্দরেই এই অসাধু চক্রের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেনl

posted from Bloggeroid

ডোমজুড়ে রক্তদান শিবির


হাওড়ার ডোমজুড় ব্লকে রক্তদান শিবির হলো।উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী লক্ষ্মীরতণ শুক্লা, তৃনমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক মুক্তার আলী প্রমুখ।

posted from Bloggeroid

কলকাতার রাজপথে রেলিং এর রঙ করা হচ্ছে


মোলা জসিমউদ্দিন



কলকাতার বিভিন্ন প্রধান সড়ক গুলিতে নীল সাদা রঙ করার কাজ চলছে।নূতন বছরের আগে এই ধরনের রঙ পড়ায় রাস্তা গুলি নান্দনিক সৌন্দয্য বাড়ছে, এ কথা বলায় যায়।

posted from Bloggeroid


শীতের শৈশব কাটছে আনন্দে


নূর আনসারী

শীত পড়েছে হিমেল পরশ নিয়ে।সুর্যি মামার দেখা সেভাবে নেই।তাই একটু খেলা বন্ধুদের সাথে।সদর মঙ্গলকোট গ্রামের এই ছবি।

posted from Bloggeroid

কুয়াশার জন্য রাতের ফেরি পরিষেবা বন্ধ রাখল কালনা প্রশাসন



রাত বাড়তেই কুয়াশার চাদরে কালনা শহর ও শহরতলি । কুয়াশার কারণে বন্ধ হয়ে গেল কালনা শান্তিপুর ফেরি পরিষেবা । পাড়াপাড়ে আটকে পরা দুই শতাধিক যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করল কালনা পুরসভা ও কালনা পুলিস প্রশাসন ।কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়া এই মানবিক পরিষেবা প্রদানে মূখ্য ভূমিকা নেন।গত বুধবার রাতের

দিকে এই ঘটনা।

posted from Bloggeroid

সিমলাপালের পুখুরিয়ায় রক্তদান শিবিরে পুলিশসুপার

শুভেন্দু তন্তুবায়


বাঁকুড়া জেলার সিমলাপালের পুখুরিয়া জনসেবা সংঘের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল ।গত বুধবার সকাল ১১টায় এই শিবিরের উদ্বোধন করেন

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা । উপস্থিত ছিলেন জেলা পুলিসসুপার সুখেন্দু হীরা,সমাজসেবী অনুপ পাত্র ও সিমলাপাল ব্লক প্রশাসনের পদাধিকারীগন। তিন জন মহিলা সহ মোট ছেচল্লিশ জন রক্তদান করেন ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER