বুধবার, মে ১৬, ২০১৮

কুলতলিতে বুথ দখল করতে গিয়ে হত তৃনমূল কর্মী


উজ্জ্বল বন্দোপাধ্যায়

গত সোমবার রাতে ভোট দিয়ে বেরিয়ে যাবার পথে গনপিটুনিতে মারা গেল সুবিদ আলি মোল্লা(২২)নামে এক তৃনমুল কর্মী।বাড়ি খালদার পাড়াতে।ঘটনাটি ঘটেছে কুলতলি থানার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৫৪নং বুথের বাইরে।সুবিদের দেহ একটি মাঠ থেকে উদ্ধার করেন পুলিশ।দেহটিকে জামতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন ডাক্তাররা। এলাকা সুত্রে  জানা গেল,এই বুথে তৃনমূল,এসইউসি ও বিজেপির ছিল।রাতে ভোট চলাকালীন সুবিদ আলি দলবল নিয়ে বুথ দখল করতে যায়।সেই সময় তৃনমূল বিরোধীরা একজোটে তারা করে।ভয়ে পালাতে গিয়ে ওদের হাতে গনপিটুনির শিকার হয় সুবিদ।৬টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়াহয়।কিন্ত ু মৃত সুবিদ আলির কাকা চুপড়িঝাড়া তৃনমূল অঞ্চল সভাপতি হামিদ আলি মোল্লা বলেন,আমার ভাইপো সুবিদের সাথে বিজেপির ছেলেদের একটু বচসা হয়।তারপরেই ৫০০-৬০০বিজেপির লোক তারা করে আমার ভাইপোকে মেরে দিল।গাড়ি জালিয়ে দিল।আমরা কোন রকমে পালিয়ে বাচি।তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলার নেতা সুনীপ দাস।তিনি বলেন,সুবিদ দলবল নিয়ে বুথ দখল করতে এসেছিল তখন সবাই মিলে তা প্রতিরোধের মধ্য পড়ে সে মারা যায়।এতে বিজেপির কেউ দায়ী নয়।সোমবার রাত থেকে এলাকায় চরম উওেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে। সোমবার রাতে ও মঙ্গলবার ও এলাকায় গিয়ে দেখা গেল,এলাকা পুরোপুরি থমথমে।পুলিশ তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেল।

ভোটের সন্ত্রাস কে মান্যতা দিলেন না আসানসোলের তৃনমূল নেতা

মোহন সিং

পঞ্চায়েত ভোটের পরে সেই উন্নয়নের পক্ষেই সওয়াল পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাশন দাশু। ভোটের সন্ত্রাসকেও তিনি মানতে চাইলেন না। বরঙ বাম আমলে এর চেয়ে বেশী সন্ত্রাস হত বলে দাবি ভি শিবদাশন দাশুর। মিথ্যে মামলা তে ফাঁসানো থেকে শুরু করে মারধর পর্যন্ত করা হয়েছিল বাম আমলে।

কাটোয়া মহকুমা কে বিরোধীশুন্য করার পেছনে কাদের ভূমিকা?

মোল্লা জসিমউদ্দিন

রাজ্যে  ৩৪% শতাংশ আসনে তৃনমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মনোনয়ন পর্বেই।সমগ্র কাটোয়া মহকুমার ৫ টি ব্লকে বিরোধীশুন্য হয়েছে।৬৩৫ টি গ্রাম পঞ্চায়েত, ১৩৪ টি পঞ্চায়েত সমিতি এবং ১১ টি জেলাপরিষদ আসনে কোন প্রার্থী খুঁজে পাইনি বিরোধী দলগুলি।অথচ ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে একতৃতীয়াংশের বেশি আসন পেয়েছিল বিরোধী দলগুলি।এমনকি ২০১৬ সালে কাটোয়ার দীর্ঘদিনের বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃনমূলের প্রতীকে জয়ী হন মাত্র ৯১১ টি ভোটে!  ২০১৫ সালে দাঁইহাট পুরসভা দখল করে সিপিএম বুঝিয়েছিল তারা হারিয়ে যায়নি।পরে অবশ্য সিপিএম কাউন্সিলারদের বড় অংশ দলবদল করায় তৃনমূল এই পুরসভার জবরদখল নেয়।সামগ্রিকভাবে বোঝা যায় কাটোয়া মহকুমার ৫ টি ব্লকে ভোট হলে গতবারের চেয়েও বেশি পঞ্চায়েত হারাতে হত এমনকি একাধিক পঞ্চায়েত সমিতি হাতছাড়া হত শাসকদলের।উল্লেখ্য গতবারে ১৫ এর কাছাকাছি গ্রাম পঞ্চায়েত,  ২ টি পঞ্চায়েত সমিতি এবং ৫ টি জেলাপরিষদ আসনে বিরোধীরা ছিল।তাহলে বোঝা যায় ভোট হলে রাজনৈতিক সংঘর্ষ ঘটত অবিরত। সিপিএম - কংগ্রেসের অলিখিত জোট, বিজেপির হঠাৎ উথান সর্বোপরি শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ এই এলাকায় নিত্যনতুন সংঘাত আনত।বিশেষত মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বনাম ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরীর রাজনৈতিক কর্তৃত্ব লড়াই হানাহানির ঘটনা বাড়িয়ে দিত।মনোনয়ন পর্বে বিধায়ক অনুগামী মঙ্গলকোটের নপাড়ায় বসির খানের বাড়ীতে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ঘটে।৩ টি গবাদিপশু মরে যাওয়ার পাশাপাশি ওই অনুগামীর নাবালক ছেলে অগ্নিদগ্ধ হয়।এই ঘটনার পরেই মনোনয়ন ফর্ম তুলা থেকে অনুগামীদের সরিয়ে নেন বিধায়ক।এই ঘটনা থেকে পরিষ্কার শাসকদলের দুই গ্রুপের রাজনীতির রেষারেষি যদি এইরকম মনোনয়ন পর্বে হয়, তাহলে নির্বাচনী প্রচার থেকে ভোটের দিন কতটা রক্তাক্ত হত মঙ্গলকোট।মঙ্গলকোটে সিপিএম গত বিধানসভা নির্বাচনে ১২ হাজার ভোটে পিছিয়ে ছিল, তাই তারা প্রার্থী খুঁজে পাইনি।এটা বলা যায় না।ভোটের মনোনয়ন নিয়ে সর্বদল বৈঠক আসার পথে জোনাল সম্পাদক,  প্রাত্তন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের হাতে।গোটা ব্লক এমনকি মহকুমাশাসক অফিস ঘিরে রেখেছিল অজয় নদের বালিমাফিয়াদের বাহিনী। পুলিশের ভূমিকা ছিল এর থেকেও বেশি।মনোনয়ন ফর্ম তুলতে না দেওয়া যদি ওয়ান ডে  ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা হয়, তাহলে গত একবছরে সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার 'টেস্ট ম্যাচ' তে ম্যান অফ দ্য সিরিজ হবে পুলিশ।যেভাবে কাটোয়া পুরসভার কাউন্সিলার জঙ্গল সেখের পুরো পরিবার,  সিপিএম নেতা ডাবলু আনসারি সহ ৩০ এর বেশি সংগঠক কে গাঁজার মামলায় জেলে পাঠানো হয়েছে।সেখানে পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার অন্যতম দাবিদার পুলিশ।আদালতে বেশ কয়েকবার এইবিধ মামলায় ভৎসনার শিকার হয় তারা।বিরোধীদের দাবি গাঁজা মামলাগুলি একসাথে রেখে সর্বমোট মজুত গাঁজা পেশ করুক পুলিশ।যদিও পুলিশের তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি।ওয়াকিবহাল মহল মনে করছে, পুলিশ দিয়ে গাঁজা সহ মিথ্যা মামলা যেমন বিরোধীশুন্য করতে সুবিধা হয়েছে, ঠিক তেমনি পুলিশি নিষ্ক্রিয়তায় তৃনমূলের সশস্ত্র বাহিনী তাও অজয় নদের বালি মাফিয়াদের পেশাদার টিম খুবই কাজে দিয়েছে শাসকদল কে।উল্লেখ্য কাটোয়া মহকুমা এলাকার বড় অংশে অজয় নদ ঘিরে বালি মাফিয়াদের কারবার দীর্ঘদিন চলছে।এরা শাসকদলের প্রতিটি ভোটেই নিখরচায় বাহিনী পাঠিয়ে থাকে।এবার পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা গত দুবছর ধরে চলতে থাকায় এবার বিরোধীরা এইসব এলাকায় জব্ধ বলে অভিযোগ। তাই ভোট হলে রাজ্যের অন্যান্য একাকার পাশাপাশি কাটোয়া - কেতুগ্রাম - মঙ্গলকোটে হানাহানি বাড়ত।এটা নিশ্চিত ভাবে বলা যায়।

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

কুলতলিতে তৃণমূল কর্মী খুন

 উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়

গতকাল সকালে ভোটের বলি হলো এক যুবক কুলতলিতে।কুলতলির মেরীগঞ্জ১নং গ্রাম পঞ্চায়েতের বালির চক বাজারের ৯ ও ১০নং বুথের ভোট চলাকালীন গুলি করা হয় আরিফ হোসেন গাজী(৩৫)নামে এক তৃনমূল কর্মীকে।তিনি গুলিবিদ্ধ হন।তার বুকে গুলি লাগে।এসইউসিআই ও সিপিআইএমের উপর  অভিযোগ।আরিফকে মহিসমারি প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়।তখন জয়নগরের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকেরা।আরিফের ভাই আসিফ বলেন,দাদা তৃনমূল করে।ভোট দিয়ে বের হবার পথে এসইউসির লোকেরা দাদার বুকে গুলি করে।তাতেই দাদা মারা গেছে।তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন এসইউসির জেলা সম্পাদক দেবপ্রসাদ সরকার।তারা ওখানে পুনভোট দাবী করেন।

শ্বাশুড়ির কে স্ত্রীর মর্যাদা দেবে জামাই


শ্যামল রায়

স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা না থাকায় প্রেমিকা হয়ে যায় শাশুড়ি। শেষ মুহূর্তে শ্বাশুড়ির প্রেমে মজে স্ত্রীর মর্যাদা দিতে পালিয়ে এলো জামাই। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নবদ্বীপ ধাম রেলস্টেশনে। জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা প্রসূন হাজরা শাশুড়িকে নিয়ে পালিয়ে আসেন নবদ্বীপ ধাম রেলস্টেশনে। উদ্দেশ্য শাশুড়িকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে দাবি শাশুড়ির। শাশুড়িকে জামাই নিয়ে চলে আসায় হতবাক তার স্ত্রী। চোখের জল ফেলে স্ত্রী জানিয়ে দিল আমার মা কেমন বিবেক বুদ্ধি যে আমার সাথে ঘর সংসার আমার সাথে ঘনিষ্টতা না করে আমার মাকে নিয়েই পালিয়ে গেল স্বামী। বুধবার জামাই প্রসূন হাজরা জানালেন যে কিভাবে কেমনভাবে শাশুড়ি আমার সাথে প্রেম তারপর ঘনিষ্ঠতা বেড়ে যায় আমি নিজেও বুঝতে পারছিনা। শাশুড়ি আমাকে জানিয়ে দেন যে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমার পক্ষে এখন মা-মেয়ে দু'জনকেই রাখা সম্ভব নয়। গরীব মানুষ তাই শাশুড়ির চাপে পড়েই শেষমেশ শাশুড়িকে স্ত্রীর মর্যাদা দেবার জন্যই পালিয়ে এসেছি। আরও জানা গিয়েছে যে এদিন প্রসূনের বাবা মা এসে অনেকবার নবদ্বীপ জিআরপির সামনে আলোচনার মধ্যে দিয়ে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হয়েছেন তিনি। অবশেষে শাশুড়িকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে  পথ হাঁটলে জামাই প্রসূন। উদ্দেশ্য একটাই অনেকটা দূরে গিয়ে দুজনে ঘর সংসার করবেন।
এই ঘটনায় ঘিরে কেতুগ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়ি ছেড়ে পালিয়ে আসা শাশুড়িকে নিয়ে জামাই সংসার করবেন এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে প্রসূনের বাবা-মা ও ভাই আশাহীন ভাবে  বাড়ি ফিরে যায়।

চুরির ঘটনা বেড়েই চলেছে নবদ্বীপ শহরে


শ্যামল রায়

নবদ্বীপ শহরের দক্ষিণাঞ্চলে চোরের উপদ্রব বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা। মঙ্গলবার রাতে নবদ্বীপ ধাম রেল স্টেশনের রেল কোয়াটারে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঐ কোয়াটারের বাসিন্দা দেশের বাড়ীতে বেড়াতে যাওয়ায় এই চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার কারণে দুষ্কৃতীরা কোয়াটারের দেওয়াল ভেঙে ঘর থেকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা সঞ্জয় কুমার।
বুধবার সকালে সঞ্জয় কুমার জানিয়েছেন যে তার ঘর থেকে ১০ হাজার টাকা নগদ ও কিছু সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
তিনি জানিয়েছেন যে নবদ্বীপ থানা কে চুরির ঘটনা জানানো হয়েছে। নবদ্দীপ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের ধরার উদ্যোগ গ্রহণ করা হবে।
তবে নবদ্বীপ শহরের দক্ষিণ অঞ্চলে নবদ্দীপ রেলগেট পুরনো ট্যাক্সের এখানেও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে নবদ্বীপ রেলগেটে বেকারি শিল্পের মালিক এর দোকানে কয়েকদিন আগে চুরি হয়।অর্থ সহ বেশ কিছু মালপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ওই দোকান থেকে। এছাড়াও নবদ্বীপ প্রফুল্লনগর নতুন বাজারের ব্যবসায়ী সঞ্জয় সরকারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মুদিখানার দোকান থেকে বেশ কিছু নামী দামী মালপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করেছেন সঞ্জয় সরকার। নবদ্বীপ ধাম রেল স্টেশনের এক ক্ষুদ্র ব্যবসায়ী রোহিত দেবনাথ জানিয়েছেন যে দিনের পর দিন এই সমস্ত এলাকায় অসামাজিক লোকজন দের বাড়বাড়ন্তে ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ছে।ধাম রেলস্টেশনের চারপাশের বেশ কিছু ব্যবসায়ী জানিয়েছেন যে দিন-দুপুরে প্রকাশ্যে দোকানে মদ বিক্রি হচ্ছে এবং বাড়ছে জুয়াড়িদের ভীড়। বেশকিছু উঠতি যুবক জুয়ার আসর বসিয়ে পাল্লা দিয়ে গাজা খাওয়ার রমরমা বেড়েছে এই সমস্ত এলাকায়। এর ফলে দেশ-বিদেশ থেকে আসা বহু পর্যটক নবদ্বীপ ধাম রেলস্টেশনে ট্রেন থেকে নামার ফলে অনেকের কাছ থেকেই মোবাইল মানিব্যাগ সহ অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ও চুরির ঘটনা ঘটছে। তবে স্টেশনের ক্ষুদ্র ব্যবসায়ী আশিষ সহ অনেকেই জানাচ্ছেন যে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি পাওয়া দরকার। এই সমস্ত এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারাও। পুলিশের টহল নবদ্বীপ ধাম রেল স্টেশনের রেল পুলিশ সবাইকে আরো সর্তকতা অবলম্বন করা দরকার বলেই মনে করছেন যাত্রীসাধারণ। আরো অভিযোগ যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় ভোর বেলার দিকে যেসমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো আসে বহু যাত্রী নবদ্বীপ ধাম রেলস্টেশনে নেমে বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করেন জানা গিয়েছে নবদ্বীপ ধাম রেল স্টেশনের রেল টিকিট কাউন্টারের সামনে যারা থাকেন ওদের মাঝে মধ্যেই ব‍্যাগ মোবাইল এবং অনেককিছুই চুরি ঘটনা ঘটে।  অভিযোগ ওই সমস্ত রাত্রি যাপন করা সর্বস্ব হারিয়ে বাড়িতে ফিরে যেতে হয় বলেও নানা রকম অভিযোগ উঠেছে। মোবাইল এবং অনেককিছুই চুরি ঘটনা ঘটে।  অভিযোগ ওই সমস্ত রাত্রিযাপন করা সর্বস্ব হারিয়ে বাড়িতে ফিরে যেতে হয় বলেও নানা রকম অভিযোগ উঠেছে। যদিও রেল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আমরা সবসময় সতর্ক এবং চুরির ঘটনা রুখতে আমাদের পুলিশ টহল দেয় রেল চত্বর ও বিভিন্ন প্লাটফর্মে। তবে যাত্রীদের অভিযোগ যে রেল পুলিশ অনেক সময় দায়িত্ব এড়িয়ে গিয়ে নবদ্বীপ থানা পুলিশের ওপর দোষ চাপিয়ে দিয়ে খালাস হয় বলেও অভিযোগ।

সোমবার, মে ১৪, ২০১৮

স্বরুপনগরে ১৫ নং জেলাপরিষদ আসনে জমজমাট প্রচার

সৈয়দ রেজওয়ানুল হাবিব

নির্বাচনী প্রচারের শেষ মুহুর্তে ১৫নং জেলা পরিষদের প্রার্থী দুলাল মন্ডল পঞ্চায়েত সমিতির প্রার্থীকে নিয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচার সেরে নিলেন।সাথে দলীয় নেতৃত্ব, কর্মী, সমর্থকগন।

স্বরুপনগর বিডিও ভোটের তদারকিতে রাস্তায়

সৈয়দ রেজওয়ানুল হাবিব

সকাল থেকে স্বরুপনগর ব্লকের বিডিও বিপ্লব বিশ্বাস সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের সার্থে নিজে দাড়িয়ে থেকে বিভিন্ন নির্বাচনী কার্য্যকালাপ পরি চালনা করছেন।

নির্বাচন ঠিক করতে বদ্ধপরিকর স্বরুপনগর

সৈয়দ রেজওয়ানুল হাবিব

এলাকায় সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে স্বরুপনগর থানার পুলিশ প্রশাসনের সদার্থক ভূমিকা গ্রহণ নিচ্ছে।

স্বরুপনগরের ভোটকর্মীরা বুথের পথে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শেষ মুহুত্যে নির্বাচনী কর্মীরা স্বরুপনগর মালাঙ্গপাড়া কে.সি.বি.ইনস্টিটিউশন প্রাঙ্গন অস্থায়ী ডি.সি,এন্ড আর .সি কার্য্যালয় থেকে স্বরূপনগর নির্বাচনী বিভিন্ন কেন্দ্রের পথে।

ইন্তেকাল করলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর

সৈয়দ রেজওয়ানুল হাবিব

ফুরফুরা দরবার শরীফের আশেকে রসুল আলা হজরত ছোট হুজুর পীর কেবলা (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা-পীর কামেল ওসমান সিদ্দিকী সাহেব ইন্তেকাল করেছেন৷তার জানাজার নামাজ গতবিকাল ৫ঘ টিকায় অনুষ্ঠিত হয় বলে ঘোষনা করেন - (ইনাশাআল্লাহ) পীরজাদা ত্বহা সিদ্দিকী৷

রবিবার, মে ১৩, ২০১৮

বীরভূমে পুলিশের নাকা চেকিং

তথাগত চক্রবর্তী

পঞ্চায়েত ভোটের জন্য   বীরভূম জুড়ে কড়া নিরাপত্তা চলছে নাকা চেকিং।

মল্লারপুরে বিজেপির প্রচার জমজমাট

তথাগত চক্রবর্তী

বীরভূমের মল্লারপুরে  শেষ প্রচারের  মিছিল ঝ্ড় তুলল বিজেপি ।

হাঁসনে জোট প্রার্থীদের পক্ষে প্রচার কং বিধায়কের

তথাগত চক্রবর্তী

বীরভূমের মহঃবাজারের  দিঘলগ্রামে জোটের প্রার্থীদের নিয়ে  শেষ প্রচারে কংগ্রেসের হাঁসনকেন্দ্রের বিধায়ক মিলটন রসিদ।

মহম্মদবাজারে তৃনমূলের বাইক মিছিল

তথাগত চক্রবর্তী

বীরভূমের মহঃবাজার ব্লকের হিংলো গ্রামে শেষ প্রচারে তৃণমূলের বাইক মিছিল ।

ময়ুরেশ্বরে ছোট ছোট সভা মৎসমন্ত্রীর

তথাগত চক্রবর্তী

ময়ূরেশ্বরে পঞ্চায়েত ভোটের তৃণমূলের   প্রার্থীদের নিয়ে মিছিল ও ছোট ছোট সভা সারলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্র নাথ সিনহা।

শনিবার, মে ১২, ২০১৮

বাদুড়িয়ায় ভোট ঘিরে পুলিশি নজরদারী

ওয়াসিম বারি

সোমবার রাজ্যে ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচন। তাই এই নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করাটাই রাজ্য নির্বাচন কমিশনের মূল লক্ষ্য । ভোটের  দিন এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আগেভাগেই উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া এলাকাটা কে পুরো নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলেছে বাদুড়িয়া থানার পুলিশ । লক্ষ্য একটাই তাদের  ভোটের দিন সুস্থ ও শান্তিতে যাতে নির্বাচন হয় এলাকায় । ভোটের দিন এলাকায় যাতে বহিরাগতদের আগমন না ঘটে সেজন্য এলাকায় চলছে কড়া পুলিশের টহলদারি । শনিবার দুপুর থেকেই এলাকার বিভিন্ন গ্রামগুলি তে টহলদারি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ ।

থমথমে আরাবুলের ভাঙ্গড়

ওয়াসিম বারি

পঞ্চায়েত নির্বাচন আর কয়েক দিনের মধ্যে , এরই মধ্যে উত্তপ্ত দঃ ২৪ পরগনার ভাঙড়, মৃত এক ,অভিযোগের তীর ভাঙড়ের তৃনমূল নেতা আরাবুল ইসলাম ও তার অনুগামী দের বিরুদ্ধে |
নির্দল প্রার্থী দেয় একটি মিছিলের উপর গুলি চলানোর ঘটনা ও মিছিল লক্ষ করে ছোড়া হয় বোমা এই ঘটনা টি ঘটে  ভাঙড়ের নতুনহাট এলাকায়  , ওই মিছিলে থাকা হাফিজুল মোল্লা ( ৩০) এর মাথায় গুলি লাগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার | এই ঘটনার খবর চারি দিকে ছড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা , আরাবুলের গ্রেপ্তারের দাবি তে শুরু হয় বিভিন্ন রাস্তা অবরোধ ৷অন্য দিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরাবুলের গ্রেপ্তারের নির্দেশ আসে পুলিশ প্রশাসনের কাছে , ভোটে আগে এই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ,তা ছাড়াও এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে ,তড়িঘড়ি দুই জেলার পুলিশ চারি দিক থেকে ঘিরে ফেলে ভাঙড় কে যাতে আরাবুল পালিয়ে যেতে না পারে ৷তল্লাশি চালাতে শুরু করে বিশাল পুলিশ বাহিনী , মোবাইল টাওয়ারের সূত্র ধরে অবশেষে রাতেই কাশীপুর এলাকার এক টি জঙ্গলের ভিতর থেকে আরাবুল কে গ্রেপ্তার করতে সক্ষম হয় বারুইপুর পুলিশ , এই ঘটনার সাথে জড়িয়ে থাকায় খোজ চলছে আরাবুলের ভাই আরিজুল ইসলাম ওরফে ক্ষুদের ৷ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় আরাবুলের বিরুদ্ধে ৷ ১৪ দিনের পুলিশ হেপজতে চেয়ে আজ আরাবুলকে বারুইপুর আদালতে তোলা হয়েছে ৷

হাবড়ায় পুলিশের রুটমার্চ

ওয়াসিম বারি

আগামীকাল কাল বাদে পরশু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই নিরাপত্তা দিতে ও নিরাপত্তার সবদিক ক্ষতিয়ে দেখতে শনিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় রুট মার্স শুরু করল পুলিশ ।

বসিরহাট থেকে ঘোজাডাঙ্গা অবধি ৯০ কোটি অনুদানে রাস্তা হবে

ওয়াসিম বারি


উত্তর ২৪ পরগণার বসিরহাট ১ ব্লকের ৪৮ ও ৪৯ নং জেলা পরিষদের তৃণমুল কংগ্রেস প্রার্থী সফিজা বেগম  আর সেই সাথে মেহেরুন্নেসা বিবি গ্রাম সভা প্রার্থী এবং শফিকুল গাজী পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে শুক্রবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী ইটিন্ডা ফাইটার ক্লাব ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণার জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়াও বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস সহ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমুল নেতৃত্বরা । এদিনের জনসভায় বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে আগত কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো । পঞ্চায়েত ভোট প্রচারের শেষ লগ্নে এদিনের এই জনসভাকে সফল করার উদ্দেশ্যে আগত এই তিন হাজার সমর্থকদের ভিড় সামলাতে প্রশাসনকে রীতিমতো হিমসিম খেতে হয় । জনসভায় বক্তব্য রাখার সময় বিরোধী দলগুলোকে ভোটের আগের মুহুর্তেও তুলোধনা করে ছাড়লেন । সীমান্তবর্তী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বসিরহাট থেকে ঘোজাডাঙ্গা যাওয়ার জন্য সীমান্ত বাণিজ্যের জন্য নব্বই কোটি ব্যয়ে রাস্তা তৈরী হচ্ছে, এবং ঘোজাডাঙ্গাকে ভারতবর্ষের অন্যতম স্থল বন্দরগুলির মধ্যে একটি গড়ে তোলা হবে । একটি ব্রীজ তৈরী হয়েছে এবং সীমান্ত সংলগ্ন আরও একটি ব্রীজ তৈরী হচ্ছে যার ফলে ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্য আরও সাবলীল হবে পরিকাঠামোগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই । পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে মামলা প্রসঙ্গে বিরোধীদেরকে ব্যঙ্গ করে তিনি বলেন, তৃণমুল লড়ছে ভোটে আর বিরোধীরা পড়ে রইল কোর্টে ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER