দারকানাথ দাস
কালনার পূর্বস্থলী ২ নং আইসিডিএস সহায়িকা দের পক্ষ থেকে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০০০( পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, কালনা এসডিও শ্রী সুমন সৌরভ মহান্তি, সিডিপিও শ্রী অরিন্দম রায়, পূর্বস্থলী ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রী তপন চ্যাটার্জী প্রমুখ।