বুধবার, এপ্রিল ২৯, ২০২০

চরিত্রের আসন - রুনু ভট্টাচার্য

চরিত্রের আসন
       রুনু ভট্টাচার্য
 

মানুষ কিংবা যতো জীব আছে,সৃষ্টি রূপে এই ধরণীতে,
সবাই সবার আদর্শ চরিত্রে,নাম পাবে গুণের নীতিতে,
নিয়ম নীতিতে মানুষের গুণ,সৃষ্টির মাঝে সেরা,অসাধারণ, 
এখন সবার চরিত্রের কারণে,মানুষ বলাতে আছে বারণ।

কীট হয়ে গেছে মানুষের চরিত্র,আবাদ করছে জন্তুর জীবন,
চরিত্রহীন মানুষের অনাচারে,শ্রেষ্ঠত্বের পদে রক্তক্ষরণ,
বুদ্ধি হলেই আমরা শুনেছিলাম,হিংস্রতার প্রাণী সে আলাদা,
মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ জীব,মানুষের মন কোমল নরম কাঁদা।

কোমল মানুষ ছড়াবে সুবাস,সেই মানুষই করে হিংস্রতা আবাদ!
পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বে আসন,চরিত্রহীনতায় গেলো স্বপ্ন স্বাধ,
কেমন জনম গড়ছি মোরা,প্রাপ্ত আমানত চরিত্রের স্খলন,
কিসে হবে শোধ নষ্ট এ জীবন,পুনঃজন্মে হবে অবশিষ্ট বপন।

জন্মের রূপে আর নামের পদে,আমরা মানুষ আজব প্রাণী!
সফল হয়নি মানবের স্থিতি,মানব জীবনে আজ শুধু পেরেশানি,
কথা ছিলো মানবের হৃদয়,সু চরিত্রের গুণে হবে মূল্যবান,
স্রষ্টার গুণে মানব পুলকিত,মানব হৃদয়ে থাকবেন মুক্ত ভগবান।

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

পাঁশকুড়ায় ভবঘুরেদের খাওয়ানো চলছে

জুলফিকার আলি
  

পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী  শুভেন্দু অধিকারী ও পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এর সহযোগিতায় পাশকুড়ার  পৌরসভার উপপ্রধান সইদুল ইসলাম খাঁন , প.ব.মাইনোরিটী কমিশনের সদস্য হাজী জইদুল ইসলাম খাঁন ও রেল পুলিশ (GRPF)-এর ব্যবস্থাপনায় প্রতিদিনের মতো আজকেও (28/04/2020) দুপুরে পাঁশকুড়া স্টেশন এলাকায় ভবঘুরেদের খাওয়ানো হল

করোনায় অভুক্তদের পাশে দাঁড়ালো বিদ্রোহী কবির পরিবার

সুকান্ত ঘোষ
 

চলতি  সপ্তাহে পশ্চিম বর্ধমানের বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মভিটে  চুরুলিয়ায় বিদ্রোহী কবির নাতনি  তথা বাচিক শিল্পী  সোনালি কাজি তাঁর সমাজসেবী সংগঠনের মাধ্যমে এলাকার শতাধিক গরিব মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন। সেইসাথে মাস্ক বিলি করা হয়। এই করোনা পরিস্থিতি ঘরে থাকবার প্রচার অভিযান চলে                         

বর্ধমান শহরে বিভিন্ন বাজারে টাস্কফোর্স

সেখ নিজাম আলম
  

আজ সকাল থেকে বর্ধমান শহরের বিভিন্ন বাজার এলাকায় টাস্ক ফোর্স ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে পরিদর্শন চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ লক ডাউনের সময়কার বিধি মেনে চলার বিষয়ে নজরদারি চলছে।

বুঝে উঠা - প্রতিমা পাল

বুঝে উঠা
         প্রতিমা পাল

ছোট একটা গল্প
লিখছি কিছু অল্প।
মনের মাঝে না রেখে 
দূর করো তাকে দেখে।
দেবে মনে অনেক ব্যথা
সইতে পারবে তো তার  কথা।
প্রথম প্রেম মিষ্টি বেশি
প্রথম প্রথম বেজায় খুশী।
দেখতে থাকি তুমি কতো ভালো 
সারা জীবন কী করবে আলো।
কিছু হয় মনের কথা 
কিছু আবার সত্যি কথা।
যাক রাখতে পারলে ভালো 
না হলে হবে জীবন কালো।

নিউ ব্যারাকপুরের 'আরোহন আবাসন' অসহায়দের পাশে দাঁড়ালো

জ্যোতিপ্রকাশ মুখার্জি 
  
        লকডাউনের পর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দৈনিক বেতনে কাজ করা শ্রমজীবি সম্প্রদায়ের মানুষ। কাজ বন্ধ থাকায় বেতন বন্ধ।ফলে পরিবারের সদস্যদের মুখে দু'মুঠো খাবার তুলে দেওয়া চরম সমস্যা হচ্ছে। সরকারি সাহায্য তো আছেই তার সঙ্গে বিভিন্ন ব্যক্তি বা সংস্থা বারবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এব্যাপারে নিউ-ব্যারাকপুর পুরসভার দুস্থরা যথেষ্ট ভাগ্যবান। মাঝে মাঝেই তারা সাহায্য পেয়ে থাকছে।
        এবার সংশ্লিষ্ট পুরসভার ১১ নং ওয়ার্ডের দুস্থদের সাহায্য করতে এগিয়ে এল ঐ ওয়ার্ডেরই "আরোহন আবাসন" এর আট জন বাসিন্দাদের হাতে গড়ে ওঠা 'আরোহন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'।গত ২৫, ২৬ ও ২৭ শে এপ্রিল - এই তিন ধরে তারা ঐ ওয়ার্ডের প্রায় ২০০ টি পরিবারের হাতে ৫ কেজি চাল, ২৫০ গ্রাম সরষে তেল, ২ কেজি আলু ২৫০ গ্রাম সয়াবিন ও ৫০০ গ্রাম পেঁয়াজ তুলে দেয়। শুধু তাই নয় পার্শ্ববর্তী ১২ ও ১৩ নং ওয়ার্ডেরও কিছু পরিবার সাহায্য পেয়েছে। সাহায্য পেয়ে অসহায় পরিবারগুলি খুব খুশি। 
         অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য দেবাশীষ সিনহা রায় বললেন - এই সময় আমরা ভাল ভাল খাবার খাব আর আমাদের প্রতিবেশীরা উপোস থাকবে সেটা আমরা মন থেকে মেনে নিতে পারিনি। তাই নিজেদের সাধ্যমত ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। লকডাউন চলাকালীন আরও একাধিক বার ওদের সাহায্য করার ইচ্ছে আছে। একই সুর শোনা গেল অসীম তালুকদার, বাদল চক্রবর্তী, বিমল সাহা সহ অন্যান্য সদস্যদের কণ্ঠে।

নবদ্বীপের লায়ন্স শাখা তিন হাজার মানুষদের আহারের আয়োজন করেছে

শ্যামল রায়, 
  

লায়ন্স অফ নবদ্বীপ শাখার উদ্যোগে  তিন হাজার গরিব মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ
মঙ্গলবার লায়ন্স অফ নবদ্বীপ শাখার উদ্যোগে নবদ্বীপ শাখার উদ্যোগে নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে উন্নতমানের রান্না করা খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন লায়ন্স সভাপতি দিলীপ কুমার সাধুকা ও সম্পাদক অলোক দাস, অন্যতম কর্ণধার সুজিত কুমার দে সহ অন্যান্য সদস্য গণ।
সুজিত কুমার দে জানিয়েছেন যে মঙ্গলবার নবদ্বীপ শহরের ব‍্যাদরাপাড়া, ষষ্ঠীতলার মুচিপাড়া, ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর সমাজ বাড়ি রেললাইন পারের 3000 এলাকার গরীব অসহায় মানুষের মধ্যে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করা হয়। লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় গরীব মানুষ মুখে মাস্ক পড়ে গোবিন্দ ভোগের খিচুড়ি আলুর দম মিষ্টি গ্রহণ করেন।
আরো জানা গিয়েছে যে কিছুদিন যাবত নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তের গরীব অসহায় মানুষদের মধ্যে মাঝেমধ্যেই লায়ন্স নবদ্দীপ তরফ থেকে উন্নত মানের খাবার এবং খাদ্য সামগ্রী সহ শিশুদের খাবার বিতরণ করার কাজ চলছে নিয়মিতভাবে। প্রফুল্ল নগর এ লায়ন্স অফ নবদ্বীপ শাখার উদ্যোগে যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এখানে সহযোগিতায় ছিলেন সাংবাদিক শ্যামল রায়। খাবার পেয়ে ভীষণ খুশি এলাকার গরীব অসহায় মানুষ।

করোনার থাবায় ১৫ মে অবধি অচল থাকছে আদালত

মোল্লা জসিমউদ্দিন (টিপু)    
     


মারণ ভাইরাস করোনা পরিস্থিতি পর্যালোচনা অনুযায়ী গত ১৬ মার্চ থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত একপ্রকার অচল বলা যায়। নিম্ন আদালতে জামিন সংক্রান্ত মামলা ছাড়া অন্য সাধারণ মামলাগুলির বিচার প্রক্রিয়া থমকে। দফায় দফায় করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১৫ মে অবধি আদালতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে। তবে কলকাতা হাইকোর্টে বিশেষ দিন গুলিতে ভিডিও কনফারেন্সে শুনানি চলছে। আলিপুর - শিয়ালদহ - বারুইপুর সহ বেশকিছু আদালতে অনলাইন শুনানি শুরু হতে চলেছে বলে জানা গেছে । কলকাতা হাইকোর্টে ২ টি করে ডিভিশন বেঞ্চ এবং ৩ টি করে সিঙ্গেল বেঞ্চ সর্বমোট ৫ টি বেঞ্চে চলবে ডিজিটাল বিচার-প্রক্রিয়া।২৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৪ মে, ৭ মে, ১২ মে এবং ১৫ মে দিনগুলিতে জনস্বার্থ সহ গুরত্বপূর্ণ মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে আদালতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার নির্দেশিকা। ধাপে ধাপে সেই মেয়াদ বৃদ্ধি পেয়ে ১৫ মে অবধি রাখা হয়েছে। কলকাতা হাইকোর্টে ভিডিও কনফারেন্সে বিচার প্রক্রিয়ায় মামলার পিটিশন থেকে শুনানি এমনকি রায়দান / আদেশনামা সবই হচ্ছে অনলাইন প্রক্রিয়ায়। মামলার প্রাক্কালে মামলাকারী আইনজীবির ইমেল থেকে ভিডিও কনফারেন্সে যোগাযোগকারী আইডি নাম্বার সব বিশদে জানানো হচ্ছে কলকাতা হাইকোর্টে। তারপর বাদী - বিবাদী উকিলবাবুদের সাথে ভিডিও কনফারেন্সে শুনানি চলছে মামলাগুলির।                                                                                                                                                 

শিমুলিয়ায় খাদ্য সামগ্রী বিলিতে কৈচর পুলিশ

পারিজাত মোল্লা
  


  ; মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক এলাকায় চললো পুলিশের তরফে খাদ্য সামগ্রী বিলি। কৈচর পুলিশ ফাঁড়ির পরিচালনায় শিমুলিয়া গ্রামে এলাকার দুশোর অধিক গরীবদের দেওয়া হয় এই খাদ্য সামগ্রী। ৫ কেজি চাল, ২ কেজি আলু এবং ৫০০ গ্রাম ডাল ছিল এই খাদ্য সামগ্রীতে বলে জানিয়েছেন কৈচর পুলিশ ফাঁড়ির আইসি সুজিত ভট্টাচার্য মহাশয়।লকডাউন কাটার একমাস পরে এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি এলাকাবাসী।                           

দুর্গাপুরে কং নেতার খাদ্য সামগ্রী বিলি

সেখ নিজাম আলম 
 

কংগ্রেস নেতার সাহায্য।কংগ্রেস নেতা তথা  প্রাক্তন পশ্চিম বর্ধমান জেলা কমিটির  সদস্য  জয়গোপাল দে আজ দূর্গাপুরে ২৫ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। জানা যায় চাল,ডাল,তেল,সাবান,সোয়াবিন,নুন প্রভৃতি দান করেন। জয়গোপালবাবু জানান, এই লক ডাউনে গরীবদের কষ্ট অনুধাবন করে আমি ব্যাক্তিগতভাবে ২৫ টি পরিবার কে এই খাদ্যদ্রব্য দান করে নিজেকে ধন্য মনে করছি। কারণ এই খাদ্যদ্রব্য পেয়ে গরীবদের যে কি আনন্দ তা উপলব্ধি করেছি। ভবিষ্যতে পূণরায় তার দান করার মানসিকতা আছে বলে তিনি  জানান।

পঞ্চাশ হাজারের অনুদান আইসিডিএস কর্মীদের

দারকানাথ দাস
  
 কালনার পূর্বস্থলী ২ নং আইসিডিএস  সহায়িকা দের পক্ষ থেকে  করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০০০( পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের   মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, কালনা এসডিও শ্রী সুমন সৌরভ মহান্তি,  সিডিপিও শ্রী অরিন্দম রায়,  পূর্বস্থলী ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি  শ্রী তপন চ্যাটার্জী  প্রমুখ।

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

হিসাব মিলছেনা - তৃণা মুখার্জি

হিসাব মিলছে না (অনুগল্প )
       তৃণা মুখার্জি
 

সবকিছু সেরে যখন বাড়ি ফিরছি তখন দেখলাম আমার প্রিয় ঘরটায় তালা দেওয়া। অনেক বড় তালা ।তালাটা কে দিল, কেন দিল , জানিনা‌। যে দিয়েছে ওই তালা , সে কি জানত না ওই ঘরে কোন দিন চুরি হবে না ।কারণ ওটা যে খুব ভালোবাসার ঘর । সেখানে যে কত ভালোলাগা আছে, তা হয়তো তারা জানেনা ।তারা শুধু জানে একটা তালা আর একটা চাবির হিসাব।

নিউ ব্যারাকপুরের ১১ এবং ২০ নং ওয়ার্ডে চলছে আহারের আয়োজন

জ্যোতিপ্রকাশ মুখার্জি
  
       লকডাউনের সময় এলাকার দুস্থ পরিবারগুলিকে সাহায্য করতে এগিয়ে এলো নিউ ব্যারাকপুর পৌরসভার প্রায় ২৫ জন যুবক। উত্তর দমদম বিধানসভার অন্তর্গত এই পৌরসভায় বেশ কিছু 'দিন আনি দিন খায়' পরিবার বাস করে। লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় তারা বেশ সমস্যায় পড়ে। সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে ওঠে। তখনই তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে ঐ যুবকরা।
       স্হানীয় সূত্রে জানা যাচ্ছে গত ২৬ শে এপ্রিল ১১ নং ওয়ার্ড থেকে তারা এই কর্মসূচী শুরু করে। ১১ ও ২০ নং ওয়ার্ড মিলিয়ে  দু'দিনে প্রায় ১০০ টির বেশি পরিবারের হাতে তারা ভাত, ডিমের ঝোল,চাটনি ইত্যাদি রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয়।দু:সময়ে রান্না করা খাবার পেয়ে অপূর্ব ঘোষ, তপন সাহা, সমীর পালরা খুব খুশি।
       দলের এক সদস্য বললেন - আমাদের মূল লক্ষ্য হলো নিউ ব্যারাকপুর পুরসভার পরিস্থিতির শিকার এইসব  দুস্থ পরিবারের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া।অযথা ভিড় এড়ানোর জন্য এবং  সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য আমরা ঘরে ঘরে খাবারগুলি পৌঁছে দিচ্ছি। আগামীদিনে অন্যান্য ওয়ার্ডগুলিতেও আমরা যাব এবং যতদিন লকডাউন চলবে ততদিন এই পরিষেবা দেওয়ার চেষ্টা করব।তিনি আরও বললেন - যাতে কোনো পরিবার কম খাবার না পায় তারজন্য আগেই পরিবারগুলির সদস্য সংখ্যার তালিকা তৈরি করে নেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে।

'ঘর থেকেই রক্তদান' চালু হলো মেমারিতে

সুরজ প্রসাদ
 

চলতি লকডাউনে কঠিন সময়ে রক্তের আকাল মেটাতে , "ঘরে থেকেই রক্তদান" এই অভিনব উদ্যোগ নিল পল্লিমঙ্গল সমিতি।  পল্লিমঙ্গল সমিতি ও গায়ক সিধুর উদ্যোগে ভরুকা ব্লাড ব্যাংকের সহযোগিতায় "LUSD" গ্রুপের ব্যবস্থাপনায় ঘরে বসেই রক্তদানের ব্যবস্থা করছে পল্লিমঙ্গল সমিতি। সোমবার থেকে এই কর্মসূচির শুভ সূচনা হল। এই ধরনের রক্তদান শিবির পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম বলে দাবী কর্তৃপক্ষে। পল্লিমঙ্গল সমিতির তরফে জানানো হয়েছে, লকডাউনের সময় বাইরে বেরুনো বা কোন জমায়েত করে কিছু করা যাবে না। তাই রক্তদান শিবিরের ভিড় এড়াতে প্রত্যেকেই বাড়ি থেকে রক্তদান করতে পারবেন। রক্ত দেওয়ার জন্য নাম জমা দিতে এই নম্বরে ৯০৬৪৯৯৩১৩৬  ফোন করতে হবে।  তা হলেই ভ্রাম্যমান রক্তসংগ্রহের মেডিকেল টিম ও গাড়ি পৌছে যাবে আপনার বাড়ি, সমস্তরকম নিয়ম মেনে সংগ্রহ করবে রক্ত। সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান আজ ৪২জন রক্তদাতার বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয়। 

১৪ রকম সবজি সহ চাল বিলিতে বড়শুল কিশোর সংঘ

সেখ সামসুদ্দিন
 

 সরকারি উদ্যোগে চাল পাচ্ছে সকলেই প্রায়, কিন্তু তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় ডাল তেল সব্জী ইত্যাদি জিনিষের ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ, কাজ হারিয়ে ঘরে বসে তাই সাধকে বেধে রেখে সাধ্য মতন খেয়েই পেট ভরাচ্ছে অনেক নিম্নবিত্তই ! অনেক সংগঠন চাল ডাল তেলের পসরা নিয়ে সাহায্যের হাত বাড়ালেও ১৪রকম সব্জী সহকারে চাল বিতরণ করে অনন্য নজির গড়ল বড়শুল কিশোর সংঘ ; স্থানীয় বিধায়ক নিশীথ মালিকের উপস্থিতিতে আনুমানিক প্রায় ৫০ জন মানুষের হাতে এদিন ত্রাণ তুলে দেওয়া হয় বলে জানান সংঘের সম্পাদক পার্থ ঘোষ, পল্লিমঙ্গল সমিতির সভাপতি নিমাই মুখার্জী এদিন বলেন "পল্লিমঙ্গলের পক্ষে এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। বড়শুল কিশোর সংঘের উদ্দেশ্য ১৪ রকম সব্জী ও চালের সাথে আমাদের তরফে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে প্রত্যেকের জন্য ১টি করে ঘড়ি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে। অসময়ে মানুষের পাশে থাকার তাদের এই প্রচেষ্ঠায় পল্লিমঙ্গল সমিতি সাধুবাদ জানায়" বড়শুল কিশোর সংঘের এই উদ্যোগ হাসি ফুটিয়েছে অনেকের মুখেই, এখন অবধি মোট আনুমানিক ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।

মুখ্যমন্ত্রীর করোনা অনুদানে আইসিডিএস কর্মীদের আর্থিক সহযোগিতা

শ্যামল রায়
  

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আইসিডিএস কর্মীদের তরফ থেকে ৫০ হাজার টাকার চেক।

করোনাভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন আইসিডিএস কর্মীদের তরফ থেকে রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ মহকুমাশাসক এর হাতে। সিডিপিও অরিন্দম রায় জানিয়েছেন যে সোমবার কালনা মহকুমা শাসকের হাতে পূর্বস্থলী ২ নম্বর ব্লক আইসিডিএস কর্মী ও সহকারীদের তরফ থেকে এই আর্থিক মূল্যের চেক তুলে দেওয়া হয়। চেকটি তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ ।উপস্থিত সিডিপিও অরিন্দম রায় ও পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন চ্যাটার্জি। সিডিপিও অরিন্দম রায় জানিয়েছেন যে কোন ভাইরাসের মরণব্যাধি থাবা থেকে বাঁচতে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। লকডাউন চলাকালীন খেটে খাওয়া মানুষের চরম অভাব যেমন ঘটেছে তেমনি করোনাভাইরাস মোকাবিলার জন‍্য এগিয়ে আসা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা এই চেক প্রদান করলাম। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে নিয়মিতভাবেই মহকুমাশাসক সুমন সৌরভ মহান্তি -র হাতে আমরা এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরাই চেকটি তুলে দিয়েছি।

মাথা ন্যাড়া করে রাজ্যের মন্ত্রী মাঠে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দেখালেন

সুভাষ মজুমদার
  

রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হরিপাল বিধায়ক বেচারাম মান্না 

 আজ মাথা নেড়া হয়ে কৃষি সরঞ্জাম নিয়ে মাঠে বসে প্রতিবাদ জানান ৷ পাশাপাশি বেচারাম বাবু আরো বলেন যে কেন্দ্রীয় সরকারের করোনা মোকাবিলায় রাজ্যের কৃষককে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে মুখে বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওলটে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাছেন রাজ্যকে না জানিয়ে। দেশে পরিযায়ী শ্রমিক দের দুরবস্থার মধ্যে আছে তাদের কোনো সাহায্য করছেন না।

ভাতারের খেড়ুর দুরন্ত ক্লাব খাদ্য সামগ্রী বিলিতে

আমিরুল ইসলাম  

 ভাতারের খেরুর দুরন্ত  ক্লাব উদ্যোগে আড়াইশো টি পরিবারকে দেয়া হল চাল ও মাস্ক ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা মোকাবেলার জন্য সকলকে এগিয়ে আসতে বলেছেন।ভাতারের বিভিন্ন স্বেচ্ছাসেবক ও ক্লাব গুলি এগিয়ে এসেছেন সাহায্যে ।সেরকমই আজ খেরুর দুরন্ত  ক্লাব প্রায় 250 জন পরিবারের হাতে তুলে দিলেন তিন কিলো করে চাল ও একটি করে মাস্ক ।

ক্লাব সদস্য বিধান ঘোষ জানান, আজ আমরা ক্লাবের পক্ষ থেকে আড়াইশো জন মানুষকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। আগামীতেও বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকবে আমাদের ক্লাব। পাশাপাশি লকডাউন বাড়লে আবার আমরা গরিব মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসবো।


 

নারী - তৃণা মুখার্জি

নারী
    তৃণা মুখার্জি
 

হঠাৎ মন বলে উঠলো-
হারিয়ে গেছি আমি।
 জানি না কোন সূদূরের পাড়ে।
আমি কি সেই  চণ্ডালিকা, যাকে থাকতে হয় নগর প্রান্তে?
নাকি সেই চিত্রাঙ্গদা, 
যার স্থান সে নিজেই ঠিক করে?
নাকি সেই সারাদিন খেলা দেখানো ভানুমতী?
 নাকি ঐ নীরব পশুদের সাথে কথা বলা নীরব সুভা?
 ‌তারপর উত্তর এলো,
 আমি সেই নারী
যাকে যুগ যুগ ধরে পুরুষেরা করেছে বন্দনা ,
যার শক্তিতে সকলে হয় আলোকিত।
হ্যাঁ আমি সেই নারী।।

শালবনী ব্লক তৃণমূল সভাপতির উদ্যোগে দুশো পরিবার কে খাদ্য সামগ্রী

লকডাউনের এই পরিস্থিতিতে  শালবনী  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ মহাশয়ের  উদ্যোগে শালবনির মাঝিপাড়া গ্রামে 200 বেশি পরিবারকে ত্রাণসামগ্রী এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল , ত্রাণ সমগ্রি তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি মহাশয় , উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারী, সন্দীপ সিংহ , অসিত ঘোষ ,শক্তি রানী পাল , লক্ষীকান্ত ঘোষ সহ অন্যান্য কর্মী এবং নেতৃত্ব গন

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER