শুক্রবার, আগস্ট ১৮, ২০১৭

এবার পুজোয় আসতে চলেছে সনু পান্ডার নতুন মিউজিক অ্যালবাম(সনু পান্ডার ভিডিও গান)

এবার পুজোয় আসতে চলেছে সনু পান্ডার নতুন মিউজিক অ্যালবাম। সনু নিগমের নাম সারা বিশ্বে সবাই জানে। সনু নিগম কে গুরুদেব বলে মানে সনু পান্ডা। গান গাওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে মুম্বাইয়ের উদ্যেশ্যে পাড়ি দিয়েছিল সে। স্বপ্ন ছিল সনু নিগমের সঙ্গে দেখা করার ও তাঁর পা ছুঁয়ে প্রনাম করার। কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি তাঁর। অবশেষে কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে। পুরো ঘটনা শোনার পরেই তাঁর দাদা সোমনাথ পান্ডা তাঁর ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য আসে মুম্বাইয়ের আন্তজাতিক  পুরস্কার প্রাপ্ত পরিচালক সিদ্ধার্থ দাসের কাছে। সব কিছু শোনার পর সিদ্ধার্থ বাবু তাঁর মিউজিক অ্যালবামটি পরিচালনা করতে রাজি হন।
সালটা ২০১৩ ট্যালেন্ট অফ পাকিস্তান নামে একটি ডকোমেন্টারি ছবি করে সারা বিশ্বকে চমকী দিয়েছিলেন সিদ্ধার্থ দাস। ট্যালেন্ট অফ পাকিস্তান ছাড়াও  দিল্লী দামেনি গ্যাংরেপ ডকমেন্টারি ছবি করেছেন। এই মাসের শেষের দিকে অ্যালবাম শুটিং এর কাজ শুরু হতে চলেছে।


বন্যা কবলিত এলাকার কৃষক ভাইদের সাহায্যার্থে কৃষি বিভাগ

মা মাটি মানুষের সরকার ২০১১ তে ক্ষমতায় আসার সময় থেকেই সব সময় কৃষকদের পাশে থেকেছে। কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছে রাজ্য সরকার। এই বন্যা পরিস্থিতিতেও কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। যেকোনো সহযোগিতার জন্য খোলা থাকছে নির্দিষ্ট ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিস।

এছাড়াও, বন্যা কবলিত অঞ্চলের কৃষকদের কিছু পরামর্শ দিয়েছে রাজ্য সরকারঃ-

বীজতলা নষ্ট হয়ে গেলে, স্বল্প সময়ে নতুন বীজতলা তৈরির জন্য উঁচু জমি বেছে নিন। এখনই ১১৫-১২০ দিন মেয়াদি জলদি জাত যেমন এমটিইউ-১০১০, আই.ই.টি-৪৭৮৬, গোঁটরা বিধান-১, গোঁটরা বিধান-৩, আই.আর.-৩৬, রাজেন্দ্র ভগবতী, ডি.আর.আর.-৪২, আই.আর.-৬৪ সাব-১, চিয়ারাং সাব-১ বাঁ বীণা-১১, অজিত, পুস্প, ফাল্গুনী (সি আর ধান-৮০১), ডি.আর.আর-৪৫ ধানের বীজতলা তৈরি করা যেতে পারে। বীজতলা থেকে তৈরী চাড়া সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রোপণ করা হবে।

জল নেমে গেলে ক্ষতিগ্রস্ত বীজতলাতে বেঁচে থাকা চারার পরিচর্যার জন্য ছত্রাকনাশক স্প্রে করুন এবং কাঠা প্রতি ৪০০ গ্রাম ইউরিয়া ও ১৫০ গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করুন।

জল সরে যাওয়ার পর রোয়া জমির ক্ষতিগ্রস্ত অংশে পূর্বে রোয়া চারার গুছি ভেঙে রোয়া করা যেতে পারে।
রোয়ার জন্য চারা পাওয়া না গেলে পূর্বে রোয়া চারার গুছি ভেঙে রোয়া করুন। সুপারিশকৃত হারে মূল সার অবশ্যই দিতে হবে এবং রোয়ার ১০ দিন পরই চাপান সার দিন।

জমি থেকে জল নেমে যাওয়ার পর রোয়া জমিতে বেঁচে থাকা ধান গাছে বিঘা প্রতি (৩৩ দশকে) প্রথমে ৪ কেজি মিউরেট অফ পটাশ, এক সপ্তাহ পরে ৮ কেজি ইউরিয়া প্রয়োগ করে ঘেঁটে দিতে হবে। বাদামি দাগ, খোল পচা, ব্যাক্টিরিয়া জনিত ধ্বসা রোগের প্রকোপ দেখা দিলে সহকারী কৃষি অধিকর্তার পরামর্শ নিয়ে রোগনাশক প্রয়োগ করতে হবে।

যে জমিতে সম্ভব সেখানে শ্রী পদ্ধতিতে (আগস্টের শেষ পর্যন্ত রোপণ) ও ড্রাম সিডার পদ্ধতিতে (২০ শে আগস্ট পর্যন্ত) জলদি জাতের আমনধান চাষ করা যেতে পারে।
উচ্চ ফলনশীল ধান বীজের অভাবে, যে সমস্ত দেশী ধানে নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁ কার্ত্তিক মাসের তৃতীয় সপ্তাহে ফুল আসে, সেই ধান গুলি ড্রাম সিডারের মাধ্যমে কাদা জমিতে বোনা যেতে পারে যেমন ভাসামানিক, কবিরাজশাল, জামাইনাড়ু, কমলা-২২২, নাগরা, বহুরুপী।

যে জমিতে আর আমনধান চাষ সম্ভব নয়, সেখানে জলদি টোরি সর্ষে ও কলাই চাষের পরিকল্পনা গ্রহণ করুন।

অল্প ক্ষতিগ্রস্ত সবজি ও ফুল ক্ষেত, পান বরোজ, ফল বাগানে রোগের প্রকোপ কমাতে জীবাণু সার, পটাশ সার ও কপার-অক্সি-ক্লোরাইড (৪ গ্রাম প্রতি লিটার জলে) প্রয়োগ করুন।

সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ক্ষেতে দ্রুত বর্ধনশীল ও জলদি জাতের মূলা, লাল শাক, পালং শাক, ধনে পাতা, পাতা শাক হিসাবে লাউ, কুমড়ো ও কলমি লাগানো যেতে পারে।
শীতকালীন সব্জি যেমন কপি, টমাটো, বেগুন, লঙ্কা প্রভৃতির চারা তৈরির জন্য পলিথিনের ছাউনিযুক্ত উঁচুজমি, শেডনেট বাঁ পলিহাউসে প্লাক ট্রে ব্যবহার করতে পারেন।

ক্ষতিগ্রস্ত আমনধানের খড়ের বিকল্প হিসাবে পশু খাদ্যের জন্য গাইমুগ ও বরবটির চাষ করা যেতে পারে।



বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০১৭

জি,এস, টি বিষয়ে সচেতনতা শিবির

জি,এস, টি বিষয়ে সচেতনতা শিবির আয়োজক গুসকরা ব্যবসায়ী সমিতি গুসকরা লায়নস ক্লাব এর সেমিনার হলে উপস্থিত ব্যবসায়ীগনের সঙ্গে আধিকারিকগন ১৭/৮/১৭ বৃহস্পতিবার, সরাসরি আলোচনার মাধ্যমে সচেতন করতে এই উদ্যোগ


১৯০ ভোটে জয়ী টিএমসি প্রার্থী গোবিন্দ সোমানী।

ঝাড়গ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুননির্বাচনে মোট ভোটার ২৩৪৯। প্রদত্ত ভোট ১৭৭৯। টিএমসি গোবিন্দ সোমানী ৮৮৭ বিজেপি সমীর দত্ত ৬৯৭ সিপিএম কৃষ্না ঘোষ ১০৮ নির্দল ৩২ নির্দল ৫৫ .  ১৯০ ভোটে জয়ী টিএমসি প্রার্থী গোবিন্দ সোমানী।


বেসরকারি কলেজে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তি করিয়ে ছাএ ছাএী দের নিরাস করার জন্য কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ।

আমাদের কিছু কথা


বুধবার, আগস্ট ১৬, ২০১৭

মঙ্গলকোটে স্বাধীনতা দিবসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পারিজাত মোল্লা, মঙ্গলকোট: মঙ্গলবার সারাদিন ধরে মঙ্গলকোটে বিভিন্ন প্রান্তে ৭১ তম স্বাধীনতা দিবস পালনে নিজেকে মেলে ধরলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকালেই তিনি আসেন মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন পদিমপুর বাইপাসে বিধায়ক অফিসে।সেখানে তিনি পতাকা উত্তোলন করার পর ভাল্ল্যগ্রামে আসেন তিনি।পিন্ডিরা,বেলগ্রাম, বুইচি, বাজারবনকাপাসী, গিধগ্রাম প্রভৃতি এলাকায় শয়ে শয়ে এলাকাবাসীদের নিয়ে স্বাধীনতা আন্দ্রোলনের বিভিন্ন পেক্ষাপট তুলে ধরেন।সেইসাথে মঙ্গলকোট বিধানসভা এলাকার দুশো কৃতি( মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তে স্টার পাওয়া) দের গড়ে পাঁচশো টাকা করে সর্বমোট একলক্ষ টাকা দেন তিনি।এছাড়া একটি সংস্থার তরফে পড়ুয়াদের শংসাপত্র তুলে দেন বিধায়ক।

পাশকুড়ায় পুন নির্বাচন

পাশকুড়ায় পুন নির্বাচন শান্তিতে।
ছবি জাহাঙ্গীর বাদশা

প্রতিবন্ধীদের দেবার জন্যে রাখা ট্রই সাইকেল ।গিভস নামক ট্রাস্ট এইগুলি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিতরণ করে


KSPC.BLOGSPOT.IN: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠান

KSPC.BLOGSPOT.IN: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠান: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে ৭১ তম স্বাধীনতা দিবস পালিত হলো মহাসমারোহে।

মঙ্গলবার, আগস্ট ১৫, ২০১৭

পূর্ব বর্ধমান জেলার ভাতাড় এর এরুয়ার পোস্ট অফিসের অন‍্য ছবি

করতে হয় তাই করা,একে বলে দায় সারা পূর্ব বর্ধমান জেলার ভাতাড় এর এরুয়ার পোস্ট অফিসের এই ছবি


পুর্বস্থলীর শ্রীরামপুরে ১৬ তম কবিতা উৎসবের সূচনা করলেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়।

ছবি: মোল্লা জসিমউদ্দিন


শ্রাবণী উৎসব উপলক্ষে মঙ্গলকোটের চাণক অঞ্চলে মহোৎসব।

ছবি: মোল্লা জসিমউদ্দিন


সোমবার, আগস্ট ১৪, ২০১৭

স্টেটবাসে অনিয়মের অভিযোগ, ব্যবস্থাগ্রহণের আশ্বাস পরিবহণমন্ত্রীর


মোল্লা জসিমউদ্দিন  : গত তিন থেকে চারবছরে মঙ্গলকোটের নুতনহাটের উপর দিয়ে স্টেটবাস পরিষেবা বেড়েছে।কমপক্ষে কুড়ি থেকে বাইশ টি দূরপাল্লার স্টেটবাস যাতায়াত করে থাকে সাত নং রাজ্যসড়ক ধরে।উত্তরবঙ্গ থেকে দক্ষীনবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাস গুলি মূলত ধর্মতলা যায়।যাত্রীদের বড় অংশ পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার।এমন ভীড় দেখা যায় প্রায়শ যে সিটে বসা তো দূর অস্ত,  দাঁড়াবার জায়গা পাওয়া যায়না।এই বিপুল যাত্রীভাড়া আদৌও কি পায় পরিবহণ দপ্তর? এই সড়ক রুটে বিশেষত বীরভূমের ফুটিসাঁকো মোড় থেকে বর্ধমান শহর অবধি প্রায় ষাট কিমি যাত্রাপথে থাকা যাত্রীদের একাংশের অভিযোগ ভাড়া মেটালেও টিকিট মেলেনা, টিকিট চাইতে গেলে বেশি টাকা দিতে হয়।আবার অনেক টিকিট বেসরকারি বাসের মতন।তাই টিকিট টি বৈধ কিনা,তা নিয়েও সংশয় থাকে।ফুটিসাঁকো থেকে বর্ধমান সরকারিভাবে স্টপেজ যা আছে, তার থেকে তিনগুণ বেশি সড়কমোড়ে বেআইনিভাবে যাত্রী উঠানামা করতে দেখা যায় অধিকাংশ স্টেটবাসগুলিতে।আবার পণ্যবাহী জিনিশপত্র নিয়মিত আনা নেওয়া করতে দেখা যায় মৌখিক আর্থিক চুক্তিতে।স্টেটবাস গুলির এই অবস্থানের বিরুদ্ধে ফুঁসছে বেসরকারি বাসের কর্মীরা।সম্প্রতি মঙ্গলকোটের নুতনহাট পীড়তলা বাসস্ট্যান্ডে লাখুরিয়া থেকে কাটোয়াগামী স্টেটবাস ঘন্টা তিন আটকে বিক্ষোভ দেখায় তৃনমূল সমর্থিত বাস কর্মীদের সংগঠন।বিনা টিকিট এবং যততত্র স্টপেজে যাত্রী তোলা নামা নিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী কে জানালে তিনি বলেন " সারা রাজ্যে তিনহাজারের কাছাকাছি স্টেটবাস চলছে, কিছু বাস কনট্রাক্টর ড্রাইভার কে সাথে নিয়ে এইসব চালায় তা জানি।সেজন্য আমাদের দপ্তরের পক্ষে বিশেষ অভিযান চলে।এই রুটটি কে আমরা গুরত্বসহকারে অভিযোগ গুলি খতিয়ে দেখব"।উল্লেখ্য মাসখানেক পুর্বে কাশেমনগর থেকে ধর্মতলাগামী স্টেটবাসে এহেন অনিয়মের তথ্য দিয়ে অভিযোগ জানিয়েছিলেন মঙ্গলকোট গ্রামের বাসিন্দা বারকাতুল সেখ। পরিবহনমন্ত্রী ইমেল মারফৎ এই অভিযোগ পেয়ে ব্যবস্থাগ্রহণের আশ্বাস সম্বলিত চিঠিও পাঠিয়েছিলেন।পরবর্তীতে যাত্রীপরিবহণে ওই বাসটি ঠিকমত পরিষেবা না দেওয়ায় বর্তমানে বাসটি বন্ধ হয়ে রয়েছে।তাই স্টেটবাসের একাংশ কর্মীদের অসত অবস্থানে দিনের পর দিন যাত্রী বিপুল হলেও লাভের মুখ দেখতে পারছেনা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।বিশেষ অভিযানের খবরাখবর দ্রুত বাস কন্ট্রাক্টরদের কাছে পৌছে যাওয়ায় এই অশুভ সিন্ডিকেটের কুপ্রভাব পড়ছে পরিবহণ দপ্তরের আয়ের ক্ষেত্রে।তবে পরিবহণমন্ত্রী  শুভেন্দু অধিকারী এও জানিয়েছেন - "কোথাও কোন অনিয়ম বা দুর্নীতির সন্ধান পেলে, তাঁর দপ্তরকে যেন সুনিদিস্ট তথ্য( বাস নাম্বার, রুট, এবং এনবিএসটিসি না এসবিটিসি) দিয়ে অভিযোগ জানানো হয়।" উল্লেখ্য গত শুক্রবার ফারাক্কা থেকে ধর্মতলাগামী এনবিএসটিসি রুটের স্টেটবাসের যততত্র স্টপেজ বিহীন মোড়ে যাত্রী উঠানামা এবং বৈধ টিকিট না দেওয়া নিয়ে পরিবহণমন্ত্রী কে মঙ্গলকোটের এক সাংবাদিক হোয়াটস আপে অভিযোগ জানিয়েছেন। 





রবিবার, আগস্ট ১৩, ২০১৭

পাঁশকুড়ার রানিহাটিতে বচসা তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বচসা ভোটগ্রহণের ২০০ মিটারের মধ্যে প্রচার প্রচারের অভিযোগ পরস্পরের বিরুদ্ধে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ

আমাদের কিছু কথা


হলদিয়ায় বিজেপি প্রার্থীকে ‘মার ও হুমকি’ বিজেপি প্রার্থী বিধান মণ্ডলকে মারধর বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হলদিয়ার ২২নং ওয়ার্ডের ঘটনা বিজেপি প্রার্থী চিন্ময় হাজরাকে প্রাণনাশের ‘হুমকি’ ভয়ে ঘরছাড়া ওই বিজেপি প্রার্থী অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হলদিয়ার ২০নং ওয়ার্ডের ঘটনা

আমাদের কিছু কথা


পাঁশকুড়ার রানিহাটিতে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে বচসা, প্রচারের অভিযোগ পরস্পরের বিরুদ্ধে, ঘটনাস্থলে পুলিশ...

আমাদের কিছু কথা


কুপার্সক্যাম্পে বিজেপি এজেন্ট নিখোঁজ নিখোঁজ পোলিং এজেন্ট বাবাই বিশ্বাস ১০ নং ওয়ার্ডের ৯০/২০৪ বুথের এজেন্ট বাবাই নিখোঁেজর অভিযোগ প্রার্থী অনিতা হালদারের

আমাদের কিছু কথা


বৃহস্পতিবার, জুলাই ২০, ২০১৭

মহিলা গাঁজা পাচার কারী কে ধরল কোলাঘাট থানার পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা সেন্ট্রাল বাস স্টান্ড এ ফিল্ম্মি কায়দায় মহিলা গাঁজা পাচার কারী কে ধরল কোলাঘাট থানার পুলিশ ...পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশ দার মেছেদা সেই মেছেদা বাস স্টান্ড থেকে প্রত্যেক দিন প্রায় 400 বাস যাতায়ত করে উত্তর বঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গার দূর পাল্লা বাস যায় ..সঙ্গে রেল যোগযোগ ..পুলিশ এর কাছে আগে থেকে খবর ছিলো যে এই মেছেদা সেন্ট্রাল বাস স্টান্ডা থেকে কিছু অসাধু বেবশায়ী যাতায়ত ভাল সুযোগ সুবিধে কাজে লাগিয়ে নেশা জাতীয় দ্রব্য আদান প্রদান করছে ...পুলিশ এর কাছে গোপন সূত্রে খবর আসে ট্রেন এ করে এক মহিলা বেগ এ করে গাঁজা নিয়ে আসছে এক বেবশায়ী কে দেওযার জন্য সেই মত বাস স্টান্ড এ সাদা পোশাকে পুলিশ ওত পেতে থাকে ..ওই মহিলা যখন অন্য বেবশায়ী কে গাঁজা টা দিতে যাবে সেই সময় পুলিশ ওই মহিলা আর একজন পুরুষ কে ধরে ফেলে ওই বেগ থেকে প্রায় 2 কেজি বেশি গাঁজা উদ্ধার হয়েছে পুলিশ নেসারুন বিবি ও মুজিবর রহমান নামে দুই গাঁজা পাচার কারি কে গ্রেফতার করেছে ...কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ..আন্তরাজ্য মাদক পাচার চক্রএর সঙ্গে জড়িত কিনা ...ধৃত মহিলার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চকলালপুর গ্রামে আর ধৃত পুরুষ এর বাড়ি কোলাঘাট থানার জফুলী গ্রামে                        

বুধবার, জুলাই ১৯, ২০১৭

রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে আবু আয়েশ মন্ডলের নিয়োগ টি পুনরায় নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সারাবাংলা সংখ্যালঘু যুবফেডারেশনের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজাম্মান


এক নজরে

সকাল সকাল পথ দুর্ঘটনা যায় মৃতু হলো যুবক এর ....পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট থানার ছাই খাদান এ nh 41 এ আজ সকাল 7'30 মিনিট নাগাদ হলদিয়া গামী একটি ট্র৅ক ধাক্কা মেরে পালিয়ে যায় ....কোলাঘাট থানার পুলিশ ওই আহত যুবক কে উদ্ধার করে তমলুক হাসপাতাল এ নিয়ে ...হাসপাতাল এর চিকিত্সক রা মৃত বলে ঘোষনা করে ...তবে মৃত যুবক এর পরিচয় জানা যায়নি ...ঘাতক লরি টি পলাতক ...কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য


কোলাঘাট: ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় সকাল সকাল চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ৪১ নম্বর জাতীয় সড়কে  ছাঁইখাদানের নিকট। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর।


স্থানিয় সূত্রে জানাগিয়েছে আজ সকাল সাড়ে ৭ টা নাগাদ হলদিয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাথ থেকে চলা এক যুবলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।স্থানিয় মানুষজন দেখতে পেয়ে
 তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাকরা মৃতবলে ঘোষনা করে।

দুর্ঘটনার ফলে কোলাঘাট মেচেদা জাতীয় সড়ক কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গিয়ে তা স্বাভাবিক  করে। মৃত যুবকের পরিচিয় জানার চেস্টা করছে পুলিশ।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাঁই বোঝাই গাড়ি সারি করে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকার ফলে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটেচলেছে বলে এলাকার মানুষের অভিযোগ।


অরণ্য সপ্তাহ উপলক্ষে আজ কাঁথি 1 নম্বর ব্লক অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এ ছাত্র ছাত্রীদের নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক অনুপম মিশ্র,প্রধান অতিথি কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সত্যেন্দ্রনাথ জানা,বিশেষ অতিথি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত,বি.এম. ফাইন আর্ট গ্রুপের বিষ্ণু মাইতি ও সোমনাথ দাস।সমস্ত অতিথি,শিক্ষক ও ছাত্রছাত্রীদের চারা গাছ বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এবং ভাস্কর্যের কাজ ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।


সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শ্যামল জানা ও তন্ময় পণ্ডা।




OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER