সোমবার, আগস্ট ২৮, ২০১৭

ট্রাক্টর চালক যখন পবনপুত্র

মঙ্গলকোটের চানক অঞ্চলে ট্রাক্টরের স্টিয়ারিং হাতে দেখা গেল দুই হনুমান কে।পবনপুত্রদের এহেন কর্মকান্ডে তাজ্জব বনে যান এলাকাবাসী।
ছবি ও সংবাদ জ্যোতিপ্রকাশ মুখার্জী

ফের ভুয়ো সাংবাদিক সন্দেহে আটক বনগাঁতে

বনগাঁতে ভুয়ো সাংবাদিক সন্দেহে আটক হলো একজন।চারচাকা গাড়ীতে প্রেস স্টিকার সাঁটানো অবস্থায় স্থানীয় সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি প্রকাশ্যে আসে

ছবি ও তথ্য জ্যোতি চক্রবর্তী

খন্ডঘোষে স্কুলভবন উদঘাটন

খন্ডঘোষে একটি স্কুলভবন উদঘাটন অনুস্থানে ছিলেন মহকুমাশাসক অনির্বান কোলে, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় প্রমুখ।
ছবি ও সংবাদ শফিকুল ইসলাম(দুলাল)

কুচবিহারে মাদ্রাসার ভবন উদঘাটনে মন্ত্রী রবীন্দ্রনাথ

কুচবিহারের পানিশালায় এক মাদ্রাসার ভবন উতঘাটনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি মাদ্রাসা শিক্ষা প্রসারে রাজ্যসরকারের ভূমিকা তুলে ধরেন।
তথ্য ও ছবি সুজিত ঘোষ

আদ্রায় বাজেয়াপ্ত ডিজে

আদ্রা থানার পুলিশ রবিবার গভীররাতে এলাকায় দুটি ডিজে বক্স বাজেয়াপ্ত করে থাকে।উচ্চস্বরে বাজাবার জন্য আটক করা হয়েছে।
ছবি ও তথ্য শুভদীপ চৌধুরী

রবিবার, আগস্ট ২৭, ২০১৭

মঙ্গলকোটে স্বাস্থ্যপরিষেবা খতিয়ে দেখলেন মন্ত্রী


পারিজাত মোল্লা, মঙ্গলকোট: শনিবার দুপুরে মঙ্গলকোটে নিজ বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্যপরিষেবা খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি সকাল সাড়ে দশটার দিকে পদিমপুর বাইপাসে নিজস্ব অফিসে আসেন।এরপরে মঙ্গলকোট ব্লক অফিসে সদ্য দায়িত্ব নেওয়া বিডিও মুস্তাক আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে হাসপাতাল পরিদর্শনে যান।সেখানে রোগী সহ এলাকাবাসীদের অভাব অভিযোগ শোনেন তিনি।বিধায়ক তহবিল থেকে বরাদ্দকৃত সাড়ে উনিশ লক্ষ টাকা করছে প্রসূতি ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখেন।তিনি বলেন  " ইতিমধ্যে সাড়ে আট লক্ষ টাকা গড়ে তিনটি আম্বুলেন্স দেওয়া হয়েছে একতৃতীয়াংশ খরচে রোগী পরিবহণ করার জন্য।এখন প্রসূতিগৃহ করবার জন্য সাড়ে উনিশ লক্ষ টাকা দিয়েছি বিধায়ক তহবিল থেকে।সেই কাজের অগ্রগতি দেখতে এলাম"।





জয়নগরে বৃক্ষরোপণ কর্মসুচি

দক্ষীন ২৪ পরগনার জয়নগর এলাকায় দুটি পুকুরপাড়ে দুশোর মত মেহেগানি গাছ লাগানো হলো।উদ্যোক্তরা বলেন - যত বেশি গাছ লাগাব, ততটায় সবুজময় হবে এলাকা।
সংবাদ ও ছবি কৃষেন্দু ঘোষ

মঙ্গলকোট পাঠাগারের নির্মল অভিযান

মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারে চলছে নির্মল অভিযান।কাজে হাত লাগিয়ে ছিলেন পাঠাগারের সম্পাদক জনাব নূর আনসারী।

ছবি জ্যোতিপ্রকাশ মুখার্জী

গণপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী জয়শ্রী বালো এই সুন্দর জিনিসটা বানিয়েছে


পশ্চিম মেদনীপুরে হত তৃনমূল কর্মী

পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোনা টাউন এলাকায় শাসক দলের দুই গ্রুপের বিবাদে মারা গেল একজন কর্মী।নিহতর নাম তন্ময় কোলে(৪০)।এলাকায় তীব্র উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।
সংবাদ ও ছবি জাহাঙ্গীর বাদশা

শনিবার, আগস্ট ২৬, ২০১৭

নন্দীগ্রামে এক অনুস্থানে শুভেন্দু

পুর্ব মেদনীপুরের নন্দীগ্রামে তৃনমূল সমর্থিত এক অনুস্থানের সূচনা করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি মহাশয়।তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন।

ছবি ও সংবাদ সুকুমার সামন্ত

জনতার পাশে মালতিপুর বিধায়ক

বণ্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের কাছে মালদার মালতিপুর বিধায়ক আলবেরুনি জুলকারনাইন।সরকারি ত্রাণ ঠিকমতো মিলছে কিনা সে নিয়েও খোজখবর নেন তিনি।
ছবি ও সংবাদ প্রতাপ চট্টপাধ্যায়

সাঁতার প্রতিযোগিতায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কুচবিহারের তুফানগঞ্জের এক সাঁতার প্রতিযোগিতার সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি বিশ্ব সাঁতারে বাঙালীদের সাফল্য তুলে ধরেন উদ্যোক্তাদের সামনে।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

কুচবিহারে এক সরকারি অনুস্থানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের বিভিন্ন পরিষেবা তুলে দেন তিনি।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

যাত্রা শুরু

নি: সংবাদ দাতা , কাটোয়া:- অবশেষে কাটোয়ার মানুষদের অপেক্ষা শেষ আপাততো শ্রীখন্ড থেকে বর্ধমান চালু রেল যোগাযোগ । পূর্ব: রেল জানান যে কাটোয়ার কিছু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে ।


বাজারে ২০০ টাকার নয়া নোট,,,,জেনে নিন এই ১৭টি বৈশিষ্ট্য...............

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আত্মপ্রকাশ করল নয়া ২০০ টাকার নোট। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে এনেছিল। তারপরই এল এই নয়া ২০০ টাকার নোট। কিন্তু এই উজ্জ্বল হলুদ রঙের নয়া নোটে এমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির কথা অনেকেই হয়তো জানেন না। কী কী আধুনিক সুরক্ষা বিধি রয়েছে এই নতুন নোটে। জানতে পড়ুন এই প্রতিবেদনটি-
১. নোটটি আলোর দিকে তুলে ধরলে সংখ্যায় ২০০ লেখাটি আবছাভাবে দেখা যাবে।
২. নোটের ভিতরেও খুদে অক্ষরে ২০০ লেখা রয়েছে সংখ্যায়।
৩. দেবনাগরী হরফে ২০০ লেখা রয়েছে।
৪. নোটের কেন্দ্রে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি।
৫. নোটের গায়ে মাইক্রো লেটারে লেখা রয়েছে ‘RBI’, ‘ভারত’, ‘India’ ও ‘২০০’।
৬. সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন নোটে। ‘ভারত’ ও ‘RBI’ লেখাটি সামান্য হেলিয়ে ধরলে সবুজ নয়, বরং খানিকটা নীল রঙের দেখা যাবে।
৭. গভর্নরের স্বাক্ষর ও রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নটি মহাত্মার ছবির ডানদিকে রয়েছে।
৮. ‘রুপি’ চিহ্নটি ও সংখ্যা ২০০ লেখাটি বিভিন্নভাবে ধরলে আলাদা আলাদা রংয়ের দেখা যাবে।
৯. নোটের ডান দিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি।
১০. মহাত্মা গান্ধীর ছবিতে রয়েছে ইলেক্ট্রো-টাইপ ওয়াটারমার্ক।

১১. বাঁ থেকে ডান দিকে নোটে ২০০ লেখা হরফ ক্রমশ বর হয়েছে।
১২. দৃষ্টিহীনদের জন্য মহাত্মা গান্ধীর ছবি, অশোক স্তম্ভে, ২০০ লেখাটি ইন্টাগলিও প্রযুক্তিতে ছাপা হয়েছে।
১৩. নোটের পিছনে কোন বছর ছাপা হয়েছে নোটটি, সেটির উল্লেখ রয়েছে।
১৪. নোটের পিছনে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান রয়েছে।
১৫. রয়েছে ল্যাঙ্গুয়েজ প্যানেল।
১৬. সাঁচি স্তুপের প্রতিকৃতি রয়েছে নোটের গায়ে।
১৭. নোটগুলির আকৃতি ৬৬x১৪৬ মিমি।


আইনি শিবির মঙ্গলকোট কলেজে

মোল্লা জসিমউদ্দিন  : আদালতের এজলাসে বিচারকের রায়ের দিকে তাকিয়ে থাকেন আইনজীবী সহ বিচারপ্রার্থীরা।তবে আইনের সচেতনতা বৃদ্ধিতে বিচারকমন্ডলী হাজির হলো মঙ্গলকোটের সরকারি ডিগ্রী কলেজে।বৃহস্পতিবার বেলা তিনটে থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত মঙ্গলকোটের পালিশগ্রাম সংলগ্ন কলেজে শখানেক স্নাতকস্তরের পড়ুয়াদের নিয়ে এক আইনি শিবিরের আয়োজন করে কাটোয়া আদালতের মহকুমা আইনি পরিষেবা কেন্দ্র।এই সরকারি সংস্থার সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানান " আজকের শিবিরে কাটোয়া মহকুমা আদালতের সন্দীপ চৌধুরী (অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - মেন ), কাঁজি আবুল হাসেম(অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - ফাস্ট ট্রাক), কৌস্তুভ মুখোপাধ্যায় (জে.এম),সৌরভ নন্দী (মুন্সেফ ), সেখ জালাল আলি (মুন্সেফ ) প্রমুখ উপস্থিত ছিলেন এদিন।বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি আইন নিয়ে পর্যালোচনা চলে।সেইসাথে কিভাবে মামলা শুরু হয়, পুলিশের ভুমিকা, আদালতের বিচারপ্রক্রিয়া সম্পকে অবগত করানো হয়।সরকারী সাহায্যে কিভাবে সুবিচার মিলবে তাও আলোচনা হয় এদিন।একসাথে এতজন বিচারকের উপস্থিতিতে আইনী শিবির যেন আদালতের এজলাসে পরিণত হয় মঙ্গলকোটের ডিগ্রী কলেজের সেমিনারস্থলটি।

পুর্বস্থলীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে সামিল এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ।

ছবি ও সংবাদ : মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার, আগস্ট ২৫, ২০১৭

কালনার সিদ্ধেশ্বরী মোড়ে গণেশ পুজোর মন্ডপ

ছবি ও সংবাদ:মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটে ঘুরে বেড়াচ্ছে বীরভূমের ছেলে

বহুরূপী তন্ময় বাজিগর ।বীরভূমের শীতল গ্রামে তার বাড়ি ।ভর্তি দুপুর বেলায় কট্টর রোদকে মাথায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে মঙ্গলকোটের গণপুর গ্রামে ।মাত্র ৬ বছর বয়সে প্রথম সে বহুরূপী সাজে ।তারপর দেখতে দেখতে অনেক কটা বছর পেরিয়ে গেল ।অভাব তার নিত্য সঙ্গী । আগে তার পিছনে বাচ্চা ছেলেমেয়েরা ছুটত ।এখন সব ফাঁকা । তাই সেভাবে নিজের আর আনন্দ হয় না ।তবুও লুপ্তপ্রায় এই শিল্পটা সে আঁকারে ধরে থাকতে চায় ।কিন্তু কতদিন? উত্তর অজানা । অজানা উত্তর নিয়ে অজানা পথে আজও এগিয়ে চলেছে আনন্দ বহুরূপীরা ।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER