সাধন মন্ডল
বাঁকুড়া জেলাপুলিশের সাংস্কৃতিক মঞ্চের উদ্দ্যোগে বাঁকুড়া পুলিশলাইনে পুলিশ কর্মীদের যাত্রা অনুষ্ঠান হলো।শনিবার রাতে এই যাত্রাভিনয় দেখতে পুলিশ কর্মীদের পরিবারদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলাপুলিশের সাংস্কৃতিক মঞ্চের উদ্দ্যোগে বাঁকুড়া পুলিশলাইনে পুলিশ কর্মীদের যাত্রা অনুষ্ঠান হলো।শনিবার রাতে এই যাত্রাভিনয় দেখতে পুলিশ কর্মীদের পরিবারদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
মোল্লা জসিমউদ্দিন
চলতি সপ্তাহে কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়ার নেতৃত্বে মহকুমাশাসকের অফিসে পর্যটন নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিত কুন্ডু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক।মূলত পর্যটন শিল্প কে কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে নানান প্রস্তাবনা উঠে আসে বৈঠকে।
সেখ সামসুদ্দিন
নদীয়ার নবদ্বীপ শহরে রাস উৎসব।হিন্দু ধর্মে পবিত্র এই প্রাচীন শহরে কুড়ির বেশি রাস উৎসব উপলক্ষে মন্ডপসজ্জা হয়েছে।লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সেগুলি দেখতে।
পশ্চিম মেদনীপুরের শালবনী এলাকার
হাতির পাল গড়মাল, তশড়ারা , জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকায় দলবেধে ঘুরে বেড়াচ্ছে।ফসলের ক্ষতির পাশাপাশি প্রাণহানীর সম্ভাবনা থাকছে এলাকাবাসীদের মধ্যে।
তথ্য ও ছবি সন্দীপ সিংহ
পুলকেশ ভট্টাচার্য
কাটোয়া ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হল বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্র।
ছবি সুজয় দে
মোল্লা জসিমউদ্দিন
কালনা মহকুমা আদালতে জিআরও ( পুলিশ পরিচালিত) বিভাগে প্রয়োজনীয় কর্মী না থাকায় আদালতের বিভিন্ন এজলাসে মামলা দীর্ঘায়িত হচ্ছে।আইনজীবিদের দাবি, কালনা মহকুমা পুলিশ অফিসার প্রিয়ব্রত রায় পুলিশকর্মী তুলে নিয়েছেন আর তাতেই এই বিপত্তি।এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের কুশপত্তলিকা দাহ করেন আইনজীবিরা। বর্তমানে কালনা আদালতে কর্মবিরতি চলছে, শুনশান আদালত চত্বর।তবে পুলিশের একাংশ সুত্র মারফত প্রকাশ, বদলীর জন্য এই জিআরও তে কর্মী দের তুলে নেওয়া হয়েছে।
সাধন মন্ডল
বাঁকুড়ার ইন্দাসের আকুই-ঝিকনাড়া গ্রামের মানুষ প্রাচীন সহেলা বা সয়লা উৎসবে অংশ নিলেন। সয়লা হলো বন্ধুত্ব স্থাপনের অনুষ্ঠান। এখানে ধর্মীয় ভেদাভেদ ভূলে সব ধর্মের মানুষ অংশ নেন। নিজেদের মধ্যে সয়লা অর্থাৎ সই বা বন্ধুত্বের সূচণা করেন।
নিলাদ্রী ঘোষ
শনিবার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন l এই উপলক্ষে কিছু দিন আগে থেকেই পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুদুয়ারগুলি বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে l ছিল ধর্মীয় বিভিন্ন অনুস্টান , সর্ব ধর্মের সন্মেলন l এরকমই এক সন্মেলনে উপস্থিত থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থেকে ধর্মীয় ভেদাভেদকে দুরে সরিয়ে রেখে সম্প্রীতির বার্তা দিয়ে বক্তব্য রাখেন l
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার রাইপুরে ইস্কন মন্দিরে চলছে রাসমেলা।সকাল থেকেই দুরদুরান্ত থেকে ভক্তের ঢ্ল নেমেছে।অশান্তি এড়াতে চলছে পুলিশের কড়া নজরদারি।
শিখা ধর
কোচবিহারে তৃনমূলপন্থী মাদ্রাসা শিক্ষক সংগঠনের সম্মেলন শুরু হলো।উদঘাটন করলেন বন্যমন্ত্রী বিনয় কৃস্ন বর্মন।ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মহম্মদ জলিল আহমেদ, জেলা নেতা আব্দুল বাতেন আলী প্রমুখ।
মোল্লা জসিমউদ্দিন
শুক্রবার পুর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোট ব্লকে প্রশাসনিক ভবনে ভোটার লিস্টের সংশোধনী নিয়ে সর্বদলীয় বৈঠক হয়।বিডিও মুস্তাক আহমেদ, যুগ্ম বিডিও নির্মাল্য দাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মুন্সি রেজাউল হক সহ বিভিন্ন দলের স্থানীয় নেতারা ছিলেন বৈঠকে।
ব্যাসদেব চক্রবর্তী
বাঁকুড়া জেলার WBCUPA সংগঠনের বার্ষিক সম্মেলন আগামী ২৬/১১/১৭ তারিখে হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সৌমেন মহাপাত্র মহাশয়। স্থান- বাঁকুড়া জেলা সারদামনি মহিলা কলেজ, সময়- সকাল ১০ টা।এই নিয়ে শুক্রবার সংগঠনের তরফে বৈঠক হয়।ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।
সাধন মন্ডল
শুক্রবার বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গু নিয়ে চললো প্রচারাভিযান। ইন্দাস ব্লকে বিভিন্ন স্কুল, সংগঠন, স্বাস্থ্যকর্মীরা কোথাও সেমিনার করে, আবার কোথাও পদযাত্রা করে এই প্রচারাভিযান চালায়
শিখা ধর
শুক্রবার কোচবিহারের বৈরাগী দিঘীতে মিউজিক্যাল ফোয়ারার শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পর্যটনমন্ত্রী শ্রী গৌতম দেব।এই প্রকল্পে খুশি বিনোদন প্রেমী এলাকার মানুষজন।
ছবি সুজিত ঘোষ
শিখা ধর
শুক্রবার কোচবিহারে রাসমেলার শুভ উদঘাটন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।প্রধান অতিথি ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম কুমার দেব।
ছবি সুজিত ঘোষ
সাধন মন্ডল
বাঁকুড়ার সারেঙ্গা থানা অসহায়, আশ্রয়হীন মানুষদের প্রতি তথ্য সংগ্রহের কাজ শুরু করলো।যদিও জঙ্গলমহলের এই থানা মাও অধ্যুষিত হওয়ায় এই ধরনের কর্মসূচি নিয়ে নানা মত উঠে এসেছে।
জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মান্দারগেছিয়া গ্রামে জল চেয়ে মহিলাকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করল এক যুবক ।অভিযোগ পেয়ে পুলিস পাকড়াও করেছে ওই কীর্তিমানকে ।ঘটনা মঙ্গলবার সন্ধের। আভিযোগকারিণী স্বামী পরিত্যক্তা ।আশ্রিত বাপের বাড়িতে ।এদিন সন্ধ্যেয় শিশুপুত্রকে নিয়ে নন্দকুমার থানার মান্দারগেছিয়ায় বাপের ঘরেই ছিলেন ।সেই সময় অভিযুক্ত স্থানীয় কল্যাণচকের শেখ রাজেশ আলি মহিলার বাড়িতে আসে ।জল খেতে চায় ।মহিলা রান্নাঘরে জল আনতে গেলে তার পিছু নেয় । মহিলাকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে । মহিলা চিত্কার করলে অভিযুক্ত তার শিশুপুত্রকে ধরে মারধর শুরু করে এবং ঘটনা কাউকে জানালে তাকে খুন করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায় ।বুধবার মহিলা পুলিশে আভিযোগ জানান । গত কাল রাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত । শুক্রবার তমলুক জেলা আদালতে এসিজেম এজলাসে তোলা হয় তাকে। ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে চৌদ্দদিনের জেলহেফাজতের নির্দেশ দেন।
জাহাঙ্গীর বাদশা
প্রেমে প্রত্যাখ্যান হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহিষাদল থানার পাহালানপুর গ্রামে। মৃত যুবকের নাম সুজিত বাগ ( ১৮)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রামে এক কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই সম্পর্কে ফাটল ধরায় বৃহস্পতিবার নিজের বাড়িতে সিলিং ফ্যানে গলায় দড়ি জড়িয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোক জানতে পারে। মহিষাদল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।সুজিতের বাবা গাড়ির হেল্পারের কাজ করে। সুজিতের বাবার নাম অশোক বাগ। অশোকবাবুর এক মেয়ে এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে থাকত ক্যান্সার আক্রান্ত মা । মায়ের নজর এড়িয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে সুজিত।
পুলকেশ ভট্টাচার্য
পশ্চিমবাংলার 'উদার আকাশ’ আজীবন সম্মাননা পাচ্ছেন
বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বহুমাত্রিক লেখক
সৈয়দ মাজহারুল পারভেজ।
গঙ্গা-পদ্মা সাহিত্য-সৌহার্দ্য-র আয়োজনের মধ্য দিয়ে ''ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭ আগামী ১৪ নভেম্বর ২০১৭ বিকাল ৫.০০টায় সত্যজিৎ রায় অডিটোরিয়াম, আইসিসিআর কলকাতা, ৯-এ, হো চি মিন সরণি, কলকাতা ৭০০০৭১, এই উৎসব অনুষ্ঠিত হবে । এ অনুষ্ঠানে বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ 'উদার আকাশ আজীবন সম্মাননা-২০১৭' পাচ্ছেন।
এ অনুষ্ঠানে অতিথি আসনে থাকছেন, মাননীয় মন্ত্রী পূর্ণেন্দু বসু (কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগ), আবদুর রেজ্জাক মোল্লা(মন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন), জাকির হোসেন(মন্ত্রী, শ্রম বিভাগ), আহমদ হাসান ইমরান(সাংসদ ও সম্পাদক 'কলম'), কবীর সুমন (বিশিষ্ট সংগীতকার), কল্যাণী কাজী (সংগীত শিল্পী), এমদাদুল হক নূর (সম্পাদক নতুন গতি), আবদুর রাকিব(বিশিষ্ট কথা সাহিত্যিক), শেখ সদর নইম (সম্পাদক দৈনিক স্টেটসম্যান), ড. গৌতম পাল ( অধ্যাপক কল্যাণী বিশ্ববিদ্যালয়), ড. প্রকাশ চন্দ্র পট্টনায়ক (অধ্যাপক দিল্লী বিশ্ববিদ্যালয়) অমল সরকার ( বিশিষ্ট সাংবাদিক 'এই সময়'), মইনুল হাসান ( বিশিষ্ট প্রাবন্ধিক), রক্তিম দাশ (বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগশঙখ), ড. আবদুস সাত্তার (বিশিষ্ট প্রাবন্ধিক), ওয়ালে মহম্মদ (বিশিষ্ট কথা সাহিত্যিক), লালমিয়া মোল্লা (কবি ও সাহিত্যিক), ড. আমিনা খাতুন (অধ্যাপিকা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়), নাফিসা পারভিন, অধ্যাপিকা (আসানসোল গার্লস কলেজ), দীপক দাস (বিশিষ্ট শিক্ষাবিদ), ড. শিবুকান্ত বর্মন ( অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়), জাহিরুল হাসান খোকন(সম্পাদক অবাক পৃথিবী, বাংলাদেশ)।'উদার আকাশ' সম্পাদক ফারুক আহমেদ জানিয়েছেন, উক্ত অনুষ্ঠানে সকলের উজ্জ্বল উপস্থিতি তাঁদের অনুপ্রাণিত করবে।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...