সোমবার, নভেম্বর ১৩, ২০১৭

কার্তিক পুজোর প্রস্তুতি বাঁকুড়ায়

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে আসন্ন কার্তিক পুজোর প্রস্তুতি চরমে।সারেঙ্গা ব্লকে এক মূর্তিশিল্লী কার্তিক ঠাকুরের প্রতিমা গড়তে দিচ্ছে তুলির শেষ টান।

মালদায় কুপিয়ে যুবক খুন, চাঞ্চল্য

মানস দাস, মালদা

রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর সোমবার সাত সকালে জমি থেকে কিশোরের ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার।কুপিয়ে খুন অভিযোগ পরিবারের লোকেদের।ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার সাহাবাজচক এলাকায়।জানা যায়, মৃত কিশোরের নাম রমজান আলী (১৭ )। বৈষ্ণবনগর থানার সাহাবাজচক অঞ্চলের নতুন সিকর্ষী গ্রামের বাসিন্দা ।পরিবারের লোকেরা জানান, রবিবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা রমজানকে । আজ সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাঠের মধ্যে ক্ষত বিক্ষত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । ঘটনার খবর পেয়ে পরিবারের লোকেরা সহ ঘটনা স্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশও ।পরিবারের অভিযোগ কেউ বা কারা খুন করেছে রমজানকে । স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন জানান, একজন নিরীহ কিশোরকে নৃশংস ভাবে যারা খুন করেছে তাদের পুলিশ গ্রেপ্তার করে উচিত শাস্তি দিক । ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঠিক কি কারণে খুন তার তদন্তে নেমেছে পুলিশ।

কেতুগ্রামে ভাঙ্গনরোধে বিশেষ ঘাস

মোল্লা জসিমউদ্দিন

পুর্ব বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রামের বেগুনকোলায় অজয় নদের ভাঙনরোধে বিশেষ ঘাস এলাকাবাসীদের দুশ্চিন্তামুক্ত করেছে।  একদা মৃদুল হালদার কাটোয়া মহকুমাশাসক পদে থাকাকালীন (২০১৫) এই বিশেষ কর্মসুচি রুপায়িত করে যান।

দ্রুত সংস্কারের দাবিতে বাঁকুড়ায় বিজেপির পথ অবরোধ

সাধন মন্ডল

সোমবার সকালে বাঁকুড়া উখড়াহাটি সড়ক রুটে রাস্তার বেহাল দশার জন্য স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা ঘন্টা খানেক পথ অবরোধ করেন। ২৩ কিমি রাস্তার বেশিরভাগ পিচ নেই বললেই চলে।দ্রুত সংস্কারের দাবিতে সরব বিজেপি।

পিংলায় শিশু আলোয় কেন্দ্র উদঘাটনে মন্ত্রী সৌমেন মহাপাত্র

পশ্চিম মেদনীপুরের পিংলা ব্লকের কুঞ্জপুরে শিশু আলোয় কেন্দ্রের শুভ উদঘাটন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।সোমবার দুপুরে এই অনুস্থান টি হয়।

যুব সংসদ প্রতিযোগিতার উদঘাটন মন্ত্রী সৌমেন মহাপাত্রের

সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ যুব সংসদ প্রতিযোগিতা ( মেদনীপুর বিভাগ) এর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।কলেজ স্তরে এই প্রতিযোগিতাটি।

কলকাতায় আদিবাসী সম্মেলন

কলকাতায় আদিবাসীদের দরবার সম্মেলনটি হলো।বাংলার বিভিন্ন জেলার পাশাপাশ সীমান্তবর্তী বিহার ঝাড়খন্ড রাজ্য থেকে শয়ে শয়ে আদিবাসী যোগ দেন।কিছু গুনীজন ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়।

পাঁশকুড়ায় বিধায়ক অফিসের নিচে মদের দোকান, ক্ষুব্ধ বিধায়ক

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার পাশকুড়া পৌরসভা এলাকায় এতদিন মদ্যপদের অত্যচারে অতিষ্ঠ হয়ে থাকতো এলাকাবাসী। এবার মাদক কারবারীদের জন্য অতিষ্ঠ বিধায়ক। পাঁশকুড়ায় বিধায়কের কার্যালয় এর নিচে মদের দোকান খোলায় বাধ্য হয়ে অনির্দিষ্টককালের জন্য কার্যালয় বন্ধ করে দিলেন বিধায়ক। ২০৫ পাঁশকুড়া বিধানসভা বিধায়িকা ফিরোজা বিবির কার্যালয় রয়েছে পাঁশকুড়া স্টেশন রোডে। কেন্দ্র সরকারের নির্দেশে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের পাশ থেকে মদ দোকান সরিয়ে নিচ্ছেন বেশ কিছু দোকানদার। পাঁশকুড়ার সৌমেন জানার মদ দোকান ছিল ৬ নং জাতিয় সড়কের ধারে। জানা গেছে, সৌমেন বাবু পাঁশকুড়া পৌরসভার আগের বোর্ডের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বিধায়ক কার্যালয়ের নিচেই আট নং ওয়ার্ডে পাশকুড়া রেলস্টেশন এর মূল ঢোকার বাস রাস্তার ধারে দোকান শুরু করেছেন। কিন্তু এই ঘটনায় রীতিমত প্রতিবাদে সামিল হয়েছেন ফিরোজা বিবি। তিনি বলেন কিছু অসাধু ব্যক্তি এই কাজের সাথে যুক্ত আছে। যতদিন না ওই দোকানদারের লাইসেন্স বাতিল করা হচ্ছে আর ওই মদ দোকান বন্ধ করা হচ্ছে ততদিন বিধায়ক কার্যালয় বন্ধ রাখা হবে। আর এতে করে প্রায় প্রত্যেক দিন বিধায়ক পরিসেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির সুরাহা না হোলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও তিনি জানাবেন বলে জানান বিধায়ক। এমনিতেই আনিসুর রহমান চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়াকে নিয়ে পাঁশকুড়া পৌরসভা অচল অবস্থায় পরে রয়েছে। তার উপর পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে আগের বোর্ড মদ দোকানদারকে সরকারি আধিকারিকের দেওয়া অনুমতিপত্র নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে মদ দোকান এর মালিক সৌমেন বাবু জানিয়েছেন যে, তিনি সব সরকারি আইন ও বৈধ অনুমতি নিয়ে এই মদ দোকান খুলেছেন।

সিটুর ৩২ তম সম্মেলন চিত্তরঞ্জনে

নীলাদ্রি ঘোষ

বাম শ্রমিক সংগঠনের সন্মেলন অনুস্টিত হল রেলশহর চিত্তরঞ্জনে l শ্রমিকদে র সিটু অনুমোদিত স্থানীয় লেবার ইউনিয়নের ৩২ তম এই সন্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকারের বিভিন্ন শ্রমিক স্বার্থ বিরোধী সিন্ধান্তের তীব্র সমালোচনা করা হয় l বিশ্বের অন্যতম এই রেলইঞ্জন কারখানাকে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরনের প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ্য আন্দোলনের ডাক দেওয়া হয় l সন্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিটুর সর্ব ভারতীয় নেতা শ্যামল চক্রবরের্তী , প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী প্রমুখ।

পশ্চিম মেদনীপুরে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সে আগুন, অভিযুক্ত বিজেপি

জাহাঙ্গীর বাদশা

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিধাননগরের৷ স্থানীয় সূত্রের খবর আগামী ১৬ তারিখ শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক এর পরিচালনায় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান কর্মসূচির জন্যই ফ্লেক্স সহ গেট তৈরি করা হয়েছিল শহরের সার্কিট হাউস মোড়ে। সেই ফ্লেক্সে ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও৷ রবিবার রাতে অন্ধকারে একদল দুষ্কৃতকারী চড়াও হয় সেই ফ্লেক্সের ওপর৷ ওই ফটকের কলামে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ শুধু তাই নয় দলীয় সমর্থকরা আরো অভিযোগ করেন যে ফ্লেক্স ছেঁড়ার পরে তাতে আগুন লাগিয়য়ে চম্পট দেয় দুষ্কৃতকারীরা৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে ছুটে আসেন ৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রি মৌ রায়৷ একই সাথে ঘটনাস্থানে আসেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক এর পরিচালন সমিতির সহ সভাপতি সন্দীপ কুমার ঘোষ। এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা৷ তারা অভিযোগ করেন যে এই ঘটনার সাথে স্থানীয় BJP সমর্থকরা জড়িয়ে আছেন৷ তাদের আরো অভিযোগ যে বেশ কয়েকদিন ধরে BJP সমর্থকরা বাইরে থেকে লোক এনে বিভিন্ন ধরণের অসামাজিক কাজকর্ম করার চেষ্টা করছে৷ রবিবারের ঘটনা প্রমান করল যে, তারা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কাজের পরিকল্পনা করছিল৷ স্থানীয় BJP কর্মীদের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর মৌ রায়৷ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ একদিকে যখন তৃণমূল সুপ্রিমো BJP ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছেন যার কর্মসূচী সারা রাজ্য জুড়ে চলছে ঠিক তখনই মেদিনীপুর শহরের সার্কিট হাউজ্ মোড়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনা আবারো BJPকেই কাঠ গোঁড়ায় দাঁড় করালো বলে মত অভিজ্ঞ মহলের৷

রবিবার, নভেম্বর ১২, ২০১৭

কুচবিহারে ট্রাকস্ট্যান্ড চালু হলো

রবিবার কুচবিহারে নব নির্মিত ট্রাকস্ট্রান্ডের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।এই স্ট্যান্ড চালু হওয়ায় খুশি ট্রাক চালকেরা।

ছবি সুজিত ঘোষ

কুচবিহারে ডেন্টাল ইউনিট উদ্বোধনে মন্ত্রী রবীন্দ্রনাথ

রবিবার কুচবিহারে রামকৃষ্ণ মঠের ডেণ্টাল উনিট এর  শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।এই স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী।

ছবি সুজিত ঘোষ

সারেঙ্গায় অঞ্চল তৃনমূলের পদযাত্রা

সাধন মন্ডল

রবিবার বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের চিলতোড়া অঞ্চলে তৃনমূল কংগ্রেসের পদযাত্রা হয়।স্থানীয় নেতৃত্বের পাশাপাশি এলাকার বিধায়ক ছিলেন আজকের কর্মসুচিতে।

ডেঙ্গুরোধে প্রচার গুসকারার গোধূলির

রবিবার সারাদিন ধরে আউশগ্রামের রেলশহর গুসকারায় ডেঙ্গু রোধে প্রচার কর্মসুচি চালালো গোধূলি  নামে প্রবীনদের এক সংগঠন।রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড,  বাজারঘাটে প্রচার চালানো হয়।

ইংরাজী ভীতি দূর করতে বাঁকুড়ায় সেমিনার

সাধন মন্ডল

ছাত্রছাত্রীদের ইংরেজী ভীতি দূর করতে এগিয়ে এলো একটি বেসরকারী সংস্থা। রবিবার বাঁকুড়ার ইন্দাসের আকুই ইউনিয়ন হাইস্কুলে এই বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক অহন স্পোকেন ইংলিশের পক্ষে সন্টু রক্ষিত ছাড়াও আকুই হাইস্কুলের প্রধান স্বপন মহাদেব পাঁজা, শাশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নীরদ বরণ সাম, বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ সেন সহ এলাকার শতাধিক অভিভাবক।

সারেঙ্গায় তৃনমূল শিক্ষা সেলের সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের উদ্যোগে ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সারেঙ্গা হাইস্কুলে।বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুস্থানে অংশগ্রহন করে পড়ুয়ারা।

হাতি সচেতনতা সেমিনার গঙ্গাজলঘাটিতে

শুভদীপ ঋজু মন্ডল

জঙ্গলমহলের উদ্যোগে পথ নিরাপত্তা,  হাতি সচেতনতা ও বিকল্প কৃষি ভাবনা বিষয়ে সচেতনতা শিবিরে বক্তব্য রাখছেন বাঁকুড়া জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা। গঙ্গাজলঘাটি ব্লক অডিটোরিয়ামে সেমিনার টি হয়।

মুকুল রায় নিয়ে পার্থবাবু বলছেন, তাই আমার বলার কিছুই নেই:শুভেন্দু

জাহাঙ্গীর বাদশা

বিজেপিতে মুকুল রায়ের যোগদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই নিয়ে আমি কিছু বলব না, দলের হয়ে পার্থবাবু বলছেন। আমি কেন বলতে যাবো। আমি কিছু বলব না। তবে আমাদের দলে যোগদান নিয়ে যদি বলেন, তাহলে বলতে পারি আজ বাম সংগঠনের অনেকেই দল ছেড়ে আজ আমাদের দলে যোগদান করছে।এরা সকলেই পুরানো বামপন্থী কর্মী। আবার অনেক বামপন্থী কর্মী আছেন"।  রবিবার মহিষদল ব্লক তৃণমূলের বর্ধিত সভায় উপস্থিত হয়ে এই ধরনের মন্তব্য করেন শুভেন্দুবাবু।এদিন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কর্মীদের মাঠে নেমে পড়ার বার্তাও দেওয়া হয় সভা মঞ্চ থেকে। এদিন মহিষাদল ব্লকের বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও মঞ্চে দেখা গেলো না স্থানীয় বিধায়ক সুদর্শন ঘোষদস্তিদারকে।এদিন সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস সহ সভাপতি তথা মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা।

খেজুরিতে আত্মঘাতী যুবক

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার ঘোলাবাড় গ্রামে ইন্দ্রজিত দাস (30) বাড়ির মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা ও গলার নলী কেটে আত্মহত্যা করার চেস্টা করে।পরিবারের লোকজন দরজা ভেঙ্গে উদ্ধার করে কামারদা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্কসকরা মৃত বলে ঘোষনা করে।তবে ওই যুবক কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল।তদন্তে খেজুরি থানার পুলিশ।

বুকের পাটা থাকলে মুকুল রায়ের বিরুদ্ধে সরকার কেস করুক, হুংকার বিজেপি নেতার

জাহাঙ্গীর বাদশা

"বুকের পাটা থাকলে মুকুল রায়ের  বিরুদ্ধে রাজ্যসরকার কেস করুক 'বললেন বিজেপির রাজ্যের সহ সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী। রবিবার মহিষাদলে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিশ্বরূপ বাবু বলেন, "সরকারের সৎ সাহস নেই, থাকলে তা করে দেখাক। মুকুল রায়ের বিশ্ববাংলা নিয়ে বক্ত্যবের কাউন্টার বক্তব্য রাজ্যের সরকারের আমলারা বলছে। দলীয়ভাবে বলার ক্ষমতা নেই। রাজ্যের আমলারাই এখন দলীয় কর্মী হয়েছেন। মুকুল রায় যদি মিথ্যে বলে থাকে আর অভিষেক বন্দোপাধ্যায়ের মালিকানা না থাকে তাহলে সরকাররে বুকের পাটা থাকলে কেশ করুক। সরকারের সৎ সাহস নেই সরকার তা পারবেনা। কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসবে তখন অভিষেক বন্দোপাধ্যায় কি করবেন"? এইরুপ মন্তব্য করেন ওই বিজেপির নেতা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER