জুলফিকার আলি
সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন সহ বিভিন্ন কৃষক সংগঠন সমূহের অাহ্বানে অাজ জেলা জুড়ে বোরো চাষের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে বাড়ী ফেরানো, বিদ্যুতের বিল মকুব, সমস্ত জবকার্ড হোল্ডারদের কাজ প্রদান বা অগ্রিম টাকা প্রদান,কর্মহীন দের পর্যাপ্ত অর্থনৈতিক প্যাকেজ ও খাদ্য সামগ্রী প্রদান প্রভৃতি ৭ দফা দাবী সমূহের ভিত্তিতে সমস্ত বিডিও র কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। দেশপ্রাণ ব্লকে নেতৃত্ব দেন কৃষক সভা র নেতা তরুণ মাইতি, মামুদ হোসেন, সঞ্জিত দাস,তাপস মিশ্র,অাশীষ গিরি,শক্তিপদ পণ্ডা,পবিত্র ভূঞা, পৃথ্বীরাজ শীট,সেক নুরুল অালি প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ ব্লকে নেতৃত্ব দেন নন্দন রাউত,হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, অতুল্য সুন্দর উকিল, তাপস অধিকারী, জয়দেব পণ্ডা, কৃষ্ণেন্দু বারিক, সলিল বরণ মান্না প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন ও অবস্থান কর্মসূচি তে নেতৃত্ব দেন তেহেরান হোসেন, বিশ্বজিৎ মেইকাপ, তাপস মিশ্র, সেক মশী উদ্দিন, অালি রেজা,সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ। মারিশদা বিডিও অফিসে নেতৃত্ব দেন কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, খাজা অাবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।