কুড়মি সমাজের মোটর সাইকেল
পরিক্রমা।
২০ সেপ্টেম্বর বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা
তিন রাজ্যে সড়ক অবরোধের ডাক।
সঞ্জয় হালদার
বৃহস্পতিবার কুড়মি সমাজের উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়ার কার্গিল মোড় থেকে সর্ডিহা পর্যন্ত মোটর সাইকেল র্যালি হল। সমস্ত কুড়মি জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করা এবং কুড়মালি ভাষায় প্রাথমিকস্তর থেকে পঠনপাঠন সহ একাধিক দাবি নিয়ে এই বাইক র্যালি হয়। বাইক র্যালিতে নেতৃত্ব দেন আদিবাসী কুড়মি সমাজের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপকুমার মাহাত। এছাড়াও ছিলেন কুড়মি সমাজের পুরুলিয়া জেলা সভাপতি সনাতন মাহাত এবং কুড়মি সমাজের নেতা কার্তিক মাহাত, সুধীর মাহাত প্রমুখ ।
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আদিবাসী কুড়মিরা দীর্ঘদিন আন্দোলন করছেন। এমনকী গত ৬ ফেব্রুয়ারি বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা এই তিন রাজ্যে একযোগে রেল অবরোধ করেছিল কুড়মি সমাজ। গত ১৩ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, আদিবাসী বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জুয়েল ওঁরামের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
আদিবাসী কুড়মি সমাজের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপকুমার মাহাত বলেন "কুড়মি আন্দোলন আমাদের আত্মপরিচিতির একটা লড়াই। এজন্য ২০ সেপ্টেম্বর আমরা তিন রাজ্যে সড়ক অবরোধের ডাক দিয়েছি।"