পুলকেশ ভট্টাচার্য
পাঁচশো বছরের বেশি পুরানো গঙ্গার(ভাগীরথী) তীরে থাকা দাঁইহাটে শেষ হলো রাসমেলা।গত তিনদিন ধরে পুর্ব বর্ধমানে কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটের রাস উৎসব দক্ষীনবঙ্গের জনপ্রিয় রাস গুলির মধ্যে অন্যতম।
পুলকেশ ভট্টাচার্য
পাঁচশো বছরের বেশি পুরানো গঙ্গার(ভাগীরথী) তীরে থাকা দাঁইহাটে শেষ হলো রাসমেলা।গত তিনদিন ধরে পুর্ব বর্ধমানে কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটের রাস উৎসব দক্ষীনবঙ্গের জনপ্রিয় রাস গুলির মধ্যে অন্যতম।
সাধন মন্ডল
রবিবার ছিল রাসমেলায় শেষদিন।তাই বাঁকুড়া সদর শহরে রাসতলায় ভীড় ছিল চোখে পড়ার মত।সন্ধের পর দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে।
মানস দাস, মালদা
আর্সেনিক মুক্ত পানীয় জলের সাথে বেরিয়ে এলো ছোটো ছোটো কেঁচো । আর এই জল খাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানিকচক থানার বেশ কয়েকটি এলাকায় । ঘটনাটি ঘটে মানিকচক ব্লকের ধরমপুর গ্রামপঞ্চায়েত ঝাইটোনটোলা,কদমটোলা,সদাগরটোলা সহ আশেপাশের এলাকায়। আর্সেনিক জলের সমস্যা নতুন ঘটনা নয় মালদায় । মালদার বেশ কয়েকটি ব্লকে আর্সেনিক জলের সমস্যা রয়েছে । এই আর্সেনিক যুক্ত জল পান করে প্রাণও হারিয়েছেন মালদার বহু মানুষ । এই আর্সেনিক যুক্ত জল পান করে একই সাথে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন মানিকচক ব্লকের সেকপুরা গ্রামে । আর এই ঘটনার পর তৎকালীন বাম সরকার নড়েচড়ে বসেছিল । তার পরেই মানিকচক ব্লকের গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় গড়ে তুলা হয়েছিল আর্সেনিক মুক্ত জলের প্লান্ট । আর এই আর্সেনিক মুক্ত জলের প্লান্ট থেকেই জল সরবরাহ করা হয় মালদার মানিকচক, ইংরেজবাজার , কালিয়াচক, রতুয়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় ।কিন্তু আর্সেনিক মুক্ত জল থেকে কেঁচো বেরোনোয় রীতি মত আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানিকচকের বিস্তীর্ণ এলাকায় । আর এই জল পান করবেননা বলেই জানান এলাকার বাসিন্দারা ।
ঘটনা সম্পর্কে হেমা কর্মকার,তাপস সরকার ,রেখা পাল, সহ বেশ কিছু স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন রবিবার সকালে গ্রামের সরকারি আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জলের নলে আমরা পানীয় জল আনতে যায় সেই সময় দেখি জলের সাথে কেঁচো জাতীয় ছোটো ছোটো জীবাণু বেড়িয়ে আস্তে থাকে। ঘটনা জানাজানি হয়েতেই এলাকায় আতঙ্কর সৃষ্টি হয় । তারা আরো অভিযোগ করে বলেন জলের পাইপ লাইন বেশ কয়েক জায়গায় ভাঙ্গা রেয়েছে। যার কারণে পানীয় জলেয় মধ্যে এই ধরনের জীবাণু ঢুকে পড়ছে ।আর এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। ফলে বেশকিছু দিন ধরে এলাকার সাধারণ মানুষ পেটের রোগ চর্ম রোগ সহ নানা রোগে আক্রান্ত হয়ছে । বারবার প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয়নি । আমাদের দাবি অবিলম্বে এলাকার সমস্ত পাইপ লাইন মেরামতি করে স্বচ্ছ আর্সেনিক মুক্ত জল সরবরাহ করুক প্রশাসন । প্রশাসন সূত্রে খবর এই ঘটনার খবর জানাজানি হতেই ওই সমস্ত এলাকার আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জল সরবাহ বন্ধ করা হেয়েছে ।
যদিও ঘটনা সম্পর্কে প্রশাসনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
মানস দাস, মালদা
গ্রামবাসীদের হাতে আটক ভিন জেলা থেকে গ্রামে শিবির করতে আসা ভুয়ো ডাক্তার।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরই গ্রামবাসীরাই অভিযুক্ত ডাক্তারকে তুলে দিলো পুলিশের হাতে।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার বরোবাগান এলাকায়।অভিযুক্ত চিকিৎসকের নাম সন্তোষ কুমার।উত্তর দিনাজপুর জেলার করণদীঘি এলাকার বাসিন্দা।দীর্যদিন ধরেই এই চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে শিবির করে চিকিৎসার চালাচ্ছিল।রবিবার সকাল থেকেই মানিকচকের বড়োবাগান এলাকায় শিবির শুরু করেছিল এবং চারিপাশের গ্রামে প্রচারও হয়েছিলো।এই শিবিরকে ঘিরে রোগীর ভীড়ও ছিলো চোখে পড়ার মতো।তবে গ্রামবাসীদের চিকিৎসকের ওপর সন্দেহ হয়।চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে তিনি অসঙ্গতি কথা বলতে আরম্ভ করে।গ্রামবাসীদের চেপে ধরতেই চিকিৎসক স্বীকার করেন তিনি একজন ভুয়ো ডাক্তার।তারপরই গ্রামবাসীরা খবর দেন পুলিশে।মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চিকিৎসককে আটক করে।সাথে পুলিশ আরো দুইজনকে আটক করেছে।
জাহাঙ্গীর বাদশা
পুরী যাওয়ার পথে দুর্ঘটনার মধ্যে পড়েন চন্দননগরের মেয়র।বালেশ্বর জেলার জ্বলেশ্বর রোডের ঘটনা। গুরুতর আহত মেয়র রাম চক্রবর্তী সহ তার পরিবারের লোকজন।রবিবার দুটি গাড়ি করে পুরীতে বেড়াতে যাচ্ছিলেন তিনি ও তার পরিবারের মানুষ জন।হঠাৎই জ্বলেশ্বরের কাছে তাদের একটি গাড়ি খারাপ হয়ে যায়।গাড়ি সারানো সময় পিছন থেকে একটি মাছ এর ট্রাক এসে ধাক্কা মারে।তাতেই ঘটনাস্থলে মারা যায় চালক দেবার্থ মুখাজ্জী (39),বাড়ি চন্দননগর চারমন্দির তলায়। গুরুতর আহত হন রাম চক্রবর্তী ও তার স্ত্রী ভাইয়ের পরিবারে মানুষ।প্রথমে জ্বলেশ্বরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও ।পরবর্তীতে তাদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনা গোটা চন্দননগর চন্দননগর শোকাহত ও উদ্বিগ্ন।
প্রীতম দাস
রামপুরহাট ১৪ নং ওয়ার্ডে রবিবার সকাল ১০ টা থেকে বস্তি এলাকায় বাড়ী বাড়ী ব্লিচিং বিতরণের মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতনা প্রচার করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি তুষারকান্তি রায়, ও ১৪ নং ওয়ার্ড সম্পাদক সাহাজাদা হোসেন।
মানস দাস, মালদা
বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ পদাতিক এক্সপ্রেস। রেল কর্মীদের চেস্টায় কোনক্রমে এ যাত্রায় বেচে গেল এই এক্সপ্রেস ট্রেনটি l সামসি স্টেশন পেরিয়ে শিলিগুড়িগামী দিকে চলে গেলেও নজরে পড়েনি কারও।এরপরি ট্রেন লাইনে ফাটল দেখতে পায় রেল কর্মীরা,দাড়িয়ে রয়েছে কয়েকটি দূরপাল্লার ও লোকাল প্যাসেঞ্জার ট্রেন।রবিবার সকালে সামসী রেল গেটের কাছে রেলকর্মীদের নজরে পরে আপ ট্রেন লাইনে ফাটল।এরপর খবর পেয়ে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।খবর পেয়ে ছুটে আসে নর্থ ফন্টিয়ার রেলওয়ে উচ্চ পদস্থ কর্তরা।এদিন সকাল পর্যন্ত সামসী রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দারিয়ে ছিল হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন।রেল কর্মীরা জানান, প্রায় বারো ইঞ্চির মতো ফাটল দেখা যায় ট্রেন লাইনে।তবে সঠিক সময়ে নজরে না পড়লে বড়োসড়ো দূর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন তারা।তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি লাইনের ভাঙ্গা টুকরোটি।এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।অনেকের দাবী কেউ বা কারা পরিকল্পিত ভাবেই লাইনটি ভেঙ্গে উধাও করেছে। রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l
শুভেন্দু তন্তুবায়
হাত -পা বাঁধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল বাঁকুড়ার হীড়বাধ থানার পুলিশ ।ঘটনাটি ঘটেছে শনিবার রাত ন'টা নাগাদ ।এদিন হীড়বাধের বাউরিডিহা গ্রামের কাছ থেকে এই মহিলাকে উদ্ধার করা হয় ।তার শারীরিক অবস্থা খারাপ থাকায় প্রথমে হীড়বাধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।পুলিশ জানিয়েছে মহিলাটি আপাতত সুস্থ রয়েছে ।তবে এই ঘটনার সাথে মহিলার শ্বশুর বাড়ির লোকজন জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের ।
কাটোয়া শহরে রবীন্দ্রপরিষদে অনুষ্ঠিত হল তৃণমূল প্রাথমিক শিক্ষক (কাটোয়া শাখা) সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ শিক্ষক সংগঠনের নেতারা।
তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে
শিখা ধর
রবিবার দুপুরে কোচবিহার শহরে সার্কিট হাউসে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সাথে বৈঠক করলেন আমেরিকান কনসুলেট জেনারেল ক্রুগ হল।মূলত হেরিটেজ শহর হিসাবে কোচবিহারের দ্রুত স্বীকৃতি পাওয়া নিয়ে আলোচনা চলে।
ব্যাসদেব চক্রবর্তী
বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার রতনপুর অঞ্চলের পাতলাবনী গ্ৰামের বাংলার গ্ৰাম সড়ক যোজনা রাস্তার শুভ উদঘাটন করলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।
পুলকেশ ভট্টাচার্য
মুর্শিদাবাদ জেলার সালার থানার প্রকাশ্যে তোলবাজি চলছে।সালারের কলেজ মোড় এলাকায় রীতিমত রাস্তায় গাড়ী লাগিয়ে পুলিশ কর্মীরা অতিরিক্ত খড় বোঝাই ভ্যানো গাড়ীতে, আবার কখনও বা অতিরিক্ত বালি বোঝাই ডাম্পারে চলছে তোলাবাজি।তোলা তুলতে গিয়ে সংকীর্ণ রাস্তায় হচ্ছে তীব্র যানজট।মাঝেসাঝে পথ দুর্ঘটনা লেগেই আছে।বালির গাড়ী গুলিতে ত্রিপল না ঢাকা থাকায় উড়ছে বালি।পরিবেশ দূষনে দূষিত হচ্ছে সালার এলাকা।পুলিশি তরফে তোলাবাজির অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সাধন মন্ডল
১৯৬৮-৬৯ সালে ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা শিল্পী রাসবিহারী কুম্ভকার কে মাটির ঘোড়ার জাতীয় পুরস্কার দিয়েছিলেন।সেই যে পথ চলা শুরু হয়েছিল আজও তা অব্যাহত।কিন্তু বিধিবাম।প্রচারের অভাবে শিল্পীদের মাথায় হাত।তবুও আশার আলো দেখাচ্ছে বাংলা নাটক ডট কম এবং পঃবঃ খাদি ও গ্রামীন বিকাশ পর্ষদ।এদের যৌথ উদ্যোগে তিনদিনের টেরাকোটা মেলার আজ শেষদিন।হতাশ শিল্পীরা। এই মেলায় নিজের হাতের তৈরি পসরা নিয়ে বসে আছেন পোড়ামাটি শিল্পী, রাজ্যস্তরের প্রথম পুরস্কারপ্রাপ্ত শিল্পী, প্রাথমিক শিক্ষক বিশ্বনাথ কুম্ভকার, সঙ্গে স্ত্রী সুতপা কুম্ভকার।এবং সঙ্গে আছেন বাংলা নাটকের উদ্যোগে - প্যারিসে গালা ফেস্টিবেলে অংশগগ্রহনকারী পোড়ামাটি শিল্পী জগন্নাথ কুম্ভকার।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলাপুলিশের সাংস্কৃতিক মঞ্চের উদ্দ্যোগে বাঁকুড়া পুলিশলাইনে পুলিশ কর্মীদের যাত্রা অনুষ্ঠান হলো।শনিবার রাতে এই যাত্রাভিনয় দেখতে পুলিশ কর্মীদের পরিবারদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
মোল্লা জসিমউদ্দিন
চলতি সপ্তাহে কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়ার নেতৃত্বে মহকুমাশাসকের অফিসে পর্যটন নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিত কুন্ডু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক।মূলত পর্যটন শিল্প কে কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে নানান প্রস্তাবনা উঠে আসে বৈঠকে।
সেখ সামসুদ্দিন
নদীয়ার নবদ্বীপ শহরে রাস উৎসব।হিন্দু ধর্মে পবিত্র এই প্রাচীন শহরে কুড়ির বেশি রাস উৎসব উপলক্ষে মন্ডপসজ্জা হয়েছে।লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সেগুলি দেখতে।
পশ্চিম মেদনীপুরের শালবনী এলাকার
হাতির পাল গড়মাল, তশড়ারা , জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকায় দলবেধে ঘুরে বেড়াচ্ছে।ফসলের ক্ষতির পাশাপাশি প্রাণহানীর সম্ভাবনা থাকছে এলাকাবাসীদের মধ্যে।
তথ্য ও ছবি সন্দীপ সিংহ
পুলকেশ ভট্টাচার্য
কাটোয়া ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হল বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্র।
ছবি সুজয় দে
মোল্লা জসিমউদ্দিন
কালনা মহকুমা আদালতে জিআরও ( পুলিশ পরিচালিত) বিভাগে প্রয়োজনীয় কর্মী না থাকায় আদালতের বিভিন্ন এজলাসে মামলা দীর্ঘায়িত হচ্ছে।আইনজীবিদের দাবি, কালনা মহকুমা পুলিশ অফিসার প্রিয়ব্রত রায় পুলিশকর্মী তুলে নিয়েছেন আর তাতেই এই বিপত্তি।এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের কুশপত্তলিকা দাহ করেন আইনজীবিরা। বর্তমানে কালনা আদালতে কর্মবিরতি চলছে, শুনশান আদালত চত্বর।তবে পুলিশের একাংশ সুত্র মারফত প্রকাশ, বদলীর জন্য এই জিআরও তে কর্মী দের তুলে নেওয়া হয়েছে।
সাধন মন্ডল
বাঁকুড়ার ইন্দাসের আকুই-ঝিকনাড়া গ্রামের মানুষ প্রাচীন সহেলা বা সয়লা উৎসবে অংশ নিলেন। সয়লা হলো বন্ধুত্ব স্থাপনের অনুষ্ঠান। এখানে ধর্মীয় ভেদাভেদ ভূলে সব ধর্মের মানুষ অংশ নেন। নিজেদের মধ্যে সয়লা অর্থাৎ সই বা বন্ধুত্বের সূচণা করেন।
নিলাদ্রী ঘোষ
শনিবার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন l এই উপলক্ষে কিছু দিন আগে থেকেই পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুদুয়ারগুলি বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে l ছিল ধর্মীয় বিভিন্ন অনুস্টান , সর্ব ধর্মের সন্মেলন l এরকমই এক সন্মেলনে উপস্থিত থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থেকে ধর্মীয় ভেদাভেদকে দুরে সরিয়ে রেখে সম্প্রীতির বার্তা দিয়ে বক্তব্য রাখেন l
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার রাইপুরে ইস্কন মন্দিরে চলছে রাসমেলা।সকাল থেকেই দুরদুরান্ত থেকে ভক্তের ঢ্ল নেমেছে।অশান্তি এড়াতে চলছে পুলিশের কড়া নজরদারি।
শিখা ধর
কোচবিহারে তৃনমূলপন্থী মাদ্রাসা শিক্ষক সংগঠনের সম্মেলন শুরু হলো।উদঘাটন করলেন বন্যমন্ত্রী বিনয় কৃস্ন বর্মন।ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মহম্মদ জলিল আহমেদ, জেলা নেতা আব্দুল বাতেন আলী প্রমুখ।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...