বৃহস্পতিবার, জানুয়ারী ১৮, ২০১৮

উচালন উৎসবের সূচনায় অভিনেতা অরিন্দম



কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের উচালনে শুরু হল সাত দিনের উচালন উৎসব। উদ্বোধন করলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলী।প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসব প্রাঙ্গনে।

posted from Bloggeroid

ভিন রাজ্যে মৃত মাধবডিহির যুবক



কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার কামারহাটির বাসিন্দা অমিত বাগ (২৩), ভীনরাজ্যে কাজ করতে গিয়ে মারা যায়।আজ তার দেহ এলো গ্রামে।এলাকায় শোকের ছায়া।

posted from Bloggeroid

মেমারিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

সেখ সামসুদ্দিন

মেমারি পুরসভার ইছাপুর ফুটবল মাঠে মেমারি ১ বিডিও একাদশ বনাম পঞ্চায়েত সমিতি একাদশ ক্রিকেট প্রতিযোগিতায় পঞ্চায়েত সমিতি জয়ী হয়। খেলোয়াড়দের উৎসাহিত করতে ও পুরস্কার বিতরিণী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, সভাপতি সহ কর্মাধ্যক্ষবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

posted from Bloggeroid

মেমারি বইমেলা কমিটির রক্তদান শিবির


সেখ সামসুদ্দিন

মেমারি বইমেলা কমিটির উদ্দোগে বিশ্বশ্রী কন্যাশ্রী মঞ্চে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়। এদিন ১৫ জন মহিলা সহ মোট ৫৫জন রক্ত দেন। রক্তদাতাদের উৎসাহিত করতে সব সময়ের জন্য উপস্থিত ছিলেন মেমারি বইমেলা কমিটির সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী।

posted from Bloggeroid

মেমারি ১ ব্লকে শিবির করে শংসাপত্র বিলি

সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বান কোলের উদ্যোগে মেমারি ১ ব্লকের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মেমারি ১ ব্লক অফিস প্রাঙ্গনে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির করা হয়। মহকুমা শাসক এবং বিডিও জানান - এই ব্লকের প্রতিবন্ধীদের আজকে

আবেদন জমা নিয়ে ডাক্তারী পরীক্ষা সহ নথীপত্র যাচাই করে আজকেই শংসাপত্র প্রদান করা হবে। এছাড়াও নিউরো, অর্থো, শিশু সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তদারকিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, বিডিও, জয়েন্ট বিডিও, বিএমওএইচ, সিডিপিও সহ কর্মাধ্যক্ষবৃন্দ।

posted from Bloggeroid

বান্দোয়ানে ছাত্র যুব উৎসব

সঞ্জয় হালদার



বান্দোয়ান ব্লক এর মুক্তমঞ্চে শুভ উদ্বোধন হল ছাত্র-যুব উৎসব ২০১৭-১৮। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলেন এলাকার বিধায়ক রাজীবলোচন সরেন মহাশয়, উপস্থিত ছিলেন বিডিও মহাদ্যুতি অধিকারী মহাশয়, এলাকার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রঘুনাথ মাঝি মহাশয়, জেলাপরিষদ সদস্যা ভাস্বতী মাঝি মহাশয়া, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্য্যকরি সভাপতি বঙ্কিম সিং ও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

posted from Bloggeroid

ইন্দপুর থানার পুরস্কার বিতরণী


শুভেন্দু তন্তুবায়


বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দপুর থানার ব্যবস্থাপনায় পথ সচেতনতা সপ্তাহের শেষ দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল ।গত বুধবার সকালে এলাকার স্কুল ছাত্রীদের নিয়ে ইন্দপুর -বাংলা বাজারে পথ পরিক্রমার মাধ্যমে পথ সচেতনতার প্রচার নিয়ে একটি শোভাযাত্রা হয় । এদিন বিকেলে দৌড় প্রতিযোগিতা ও ভলিবল প্রতিযোগিতার পুরষ্কার দেওয়া হয় ।এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, এস ডি পি ও খাতড়া বিশপ সরকার, ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল, শিক্ষক অসিত লায়েক, অম্বুজ দাস প্রমুখ ।

posted from Bloggeroid

মুক্তবাংলা পত্রিকার বেবি শো



বর্ধমান শহরের টাউনে হলে জেলার অন্যতম প্রাচিন দৈনিক পত্রিকা মুক্তবাংলার উদ্যোগে একটি বেবি শো এর আযোজন করা হয় । মুক্তবাংলার পক্ষে প্রসেনজিৎ সামন্ত জানিয়েছেন , এ বছর এই বেবি শো ২য় বর্ষে পদার্পণ করল । জেলার ১৫ জন শিশু কে নিয়ে অনুষ্ঠিত হয় এই বেবি শোটি ।বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তবাংলার প্রকাশক শ্যমলী সামন্ত , সেন্ট পলস একাডেমির প্রিন্সপাল জন মজুনদার , আইনজীবি কমল দত্ত , বিউটি সিযান সুহিরা ব্যাজার্জী , সামাজ সেবী সুশীল দত্ত এবং বিশিষ্ট ফটো গ্রাফার শনু সেন প্রমুখ ।প্রতিযোগিতায় প্রথম হয় শরন্যা মোদক দ্বিতীয় গুলনাজ সুলতানা এবং তৃতীয় হয় হয় স়্ঞ্জিদা নিগর একই সাথে ৬ টি আলাদা আলাদা বিভাগে ৬ জন কে পুরস্কৃত করা হয় ।বিভিন্ন রকম পারফমেন্সে মঞ্চ মাতিয়ে দেয় কচিকাচারা । নজর কারে তৃতীয় রাউন্ডে বাবা – মা কে নিয়ে মঞ্চে হাজির হওয়া খুদের পারফমেন্স । এই রাউন্ডে ১৫ জন প্রতিযোগিতাদের বাবা মার হাত ধরে মঞ্চে ওঠে এবং প্রত্যের হাতে ছিল বিভিন্ন সামাজিক বার্তাম্বলীত প্লাকেড ।সফল প্রতিযোগিদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন ।

posted from Bloggeroid

মেমারিতে ৩০০ জন কে মুরগীর বাচ্চা বিলি

সেখ সামসুদ্দিন


পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। বিএলডিও ডা. মনোতোষ মন্ডল জানান দলুইবাজার ১ অঞ্চলে ১৩০ জন, গন্তার ১ অঞ্চলে ১৩০ এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ জন মোট ৩০০ জনের হাতে ১০ টি করে ২৮ দিনের বাচ্চা দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার,

কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সমাজসেবী এম এম মুন্সী, প্রাণীমিত্রাবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

posted from Bloggeroid

মেমারিতে ছাত্র যুব উৎসব

সেখ সামসুদ্দিন

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি ১ ও ২ ব্লকে ১৭ থেকে ১৮ জানুয়ারী ছাত্র যুব উৎসবের উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম। মেমারি ১ বিডিও অফিসের উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, যুব কল্যান আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মুদি, সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ কর্মাধ্যক্ষবৃন্দ। মেমারি ২ এর সাতগেছিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হয় এবং মেমারি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডা. রেখা পাত্র সহ অন্যান্য কর্মাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় স্থানেই নানান বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।

posted from Bloggeroid

বুধবার, জানুয়ারী ১৭, ২০১৮

জামালপুরে বাস দুর্ঘটনায় জখম ৪০

আজ সকালে যাত্রী বোঝাই বেসরকারী বাস উল্টে জখম ৪০ ।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। বেসরকারী বাসটি জামালপুর থেকে তারকেশ্বর যাওয়ার পথে জোড়বাঁধের কাছে উল্টো যায়। খারাপ রাস্তার কারণে বাসের পাতি ভেঙে গিয়েই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

posted from Bloggeroid

জামালপুরে কুল চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃস্ট হয়ে মৃত্যু যুবকের

কৃষ্ণ সাহা

বাগানের কুল চুরি রুখতে বিদ্যুতের সংযোগ করে রাখা হয়েছিল বাগানের বেড়ায় । তাতেই শক খেয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের মাঠনসিপুরে। মৃতের নাম ইসারাখ মল্লিক। মৃতের বাড়ি মাঠনসিপুর গ্রামেই।

posted from Bloggeroid

রায়নায় আইসিডিএস পডুয়াদের ক্রীড়া


কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমানের রায়নায় 39টি আইসিডিএস সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে হোরপুর ফুটবল মাঠে শুরু হল শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

posted from Bloggeroid

আগামীকাল 'কামদূঘা' পত্রিকার সাহিত্যসভা গুসকারা উৎসবে

মোল্লা জসিমউদ্দিন

আগামীকাল রেলশহর গুসকারায় দুপুর এগারোটায় রটন্তীতলায় গুসকারা উৎসবে বিরাট সাহিত্য সভা হচ্ছে।কামদূঘা (পাক্ষিক) পত্রিকার ৩২ বর্ষপূর্তি উপলক্ষে এই সাহিত্য সভার আয়োজন বলে

জানিয়েছেন এই পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

posted from Bloggeroid

পিংলার গোবর্ধনপুরে বালিকা বিদ্যালয়ে সুবর্ন জয়ন্তী




পশ্চিম মেদনীপুরের পিংলা এলাকায় গোবর্ধনপুরে এক বালিকা বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী সভার শুভ সূচনা করলেন জলসম্পদ অনুসন্ধান মন্ত্রী ডা: সৌমেন কুমার মহাপাত্র।

posted from Bloggeroid

রায়না ২ ব্লকে রাস্তা ও পথবাতি নিয়ে শিলান্যাস

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের আড়ুই অঞ্চলে বিভিন্ন রাস্তা ও পথবাতির শিলান্যাস করা হল এক অনুস্থানের মধ্য দিয়ে।

posted from Bloggeroid

রায়নায় উৎসব নিয়ে প্রস্তুতি বৈঠক


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের ছাত্রযুব উৎসব অনুষ্ঠিত হবে শ্যামসুন্দর কলেজে। তার প্রস্তুতি জেলার বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান ও রায়নার

বিধায়ক কে নিয়ে শ্যামসুন্দর কলেজে একটি আলোচনা সভা করলো জেলা যুব আধিকারিক।

posted from Bloggeroid

রায়নার সেহারা রাধারানী বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠান


কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমানের রায়নার সেহারা রাধারাণী বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

উদ্বোধন করলেন প্রবীর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডিপিও আধিকারিক শারদদ্যুতি চৌধুরী , এসডিও অনির্বাণ কোলে, বিডিও সৌমেন বণিক, এসআই রিপন কুমার মল্লিক সহ রায়না ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলি সেখ এবং বাসবি রায়,শ্যামসুন্দর কলেজে অধ্যক্ষ গৌরীশঙ্কর বন্দোপাধ্যায় এবং সঞ্জীব হাজরা ও শফিকুল ইসলাম।

posted from Bloggeroid

মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০১৮

ইন্দাসে পথ নিরাপত্তা পালন

শুভেন্দু তন্তুবায়



বাঁকুড়ার ইন্দাসের আকুই পুলিশ ফাঁড়ি ও স্কুল গুলিতে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের অনুষ্ঠান হল । উপস্থিত ছিলেন ইন্দাস ওসি রাজীব পাল, বিএলআর ও

ইন্দাস দেবনাথ পাল,আকুই ফাঁড়ির ইনচার্জ রবীশঙ্কর দাস সহ প্রধান শিক্ষক ডঃ প্রসেনজিৎ সরকার মহাদেব পাঁজা, হেমন্ত পাঁজা, তৃপ্তি নন্দী প্রমুখ।

posted from Bloggeroid

শালবনীতে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ পরিষেবা প্রদাএ


সন্দীপ সিংহ

শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বার্তা দিলেন প্রশাসনিক ঐক্য ও সামাজিক মেলবন্ধন করার।মাঘ মাসের প্রথম দিনে গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ লোকাচার গুলি তুলে ধরেন তার ভাষনে এবং পশ্চিম মেদিনীপুর প্রশাসন কে নির্দেশ দেন কুড়মি ও আদিবাসী সমাজের প্রতিভূ এই টুসু পরবে সবরকম সরকারি সাহায্য করে এই লোকসংস্কৃতির উত্সব টি চালিয়ে যাওয়ার। এদিনের সভামঞ্চ থেকে মোট ৭০ জনেরও বেশী উপভোক্তা কে বিভিন্ন রকমের সরকারি সাহায্য দেওয়া হয় প্রতীকি হিসাবে। আজ মমতা ব্যানার্জী মোট ২৩২ টি প্রকল্পের সূচনা করেন, যার বাস্তবায়নের জন্য ৩০০ কোটির ও বেশী খরচ বাজেটে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মোট ১০০০০ এর বেশী উপভোক্তা আজকের অনুষ্ঠান থেকে উপকৃত হোন। শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নেপাল সিংহ মাননীয়া মুখ্যমন্ত্রী কে বদলে যাওয়া শালবনীর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, জেলাশাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি, জেলার মন্ত্রী,বিধায়ক,পৌরপ্রধান, কর্মাধক্ষ্য এবং আধিকারিক গন। এই সভায় দিদির কাছ থেকে খেলার জন্য উপহার পেয়ে আপ্লুত সন্দীপ সিংহ বলেন - জঙ্গলমহলের ক্রীড়ার পরিকাঠামোর উন্নতির জন্য মাননীয়ার প্রচেষ্টার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

posted from Bloggeroid

সোমবার, জানুয়ারী ১৫, ২০১৮

রায়নার সেহারা রাধারাণী বালিকা বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তি



কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার সেহারা রাধারাণী বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি পদযাত্রা করা হল সেহারা বাজার এলাকায়।

posted from Bloggeroid

দুর্ঘটনায় পড়ল আবার মঙ্গলকোট

নুর আনসারী


সোমবার ভোরে মঙ্গলকোটের নুতনহাট বাইপাসে নিয়ন্ত্রন হারিয়ে দশ চাকার লরি উলটে যায়।একটি বাড়ির একাংশ ক্ষতি হয়।মাসে ত্রিশের বেশি দুর্ঘটনা ঘটেই চলেছে মঙ্গলকোটে।

posted from Bloggeroid

খন্ডঘোষে কীটনাশক বিলি

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উখরিদ সমবায় থেকে কৃষকদের কীটনাশক ওষুধ বিলি করা হল।এলাকার চাষীরা খুবই খুশি।

posted from Bloggeroid

রায়নায় শিবসাগরের মেলা


কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়নার গোপিনাথপুর দিঘিরপার শিবসাগর মেলা ২৫ বছরে পা দিল। মেলা উপলক্ষে ভোর থেকে চলে টুসু গানের লড়াই। এবছর মেলা উপলক্ষ্যে বস্ত্রদান করেন উদ্যোক্তারা।

posted from Bloggeroid

শনিবার, জানুয়ারী ১৩, ২০১৮

ইংরাজী শিক্ষার সোপান অনুস্থানে মন্ত্রী শ্যামল সাঁতরা



ব্যাসদেব চক্রবর্তী

বাঁকুড়া জেলার জয়পুর হাইস্কুলে তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত 'ইংরেজী শিক্ষার সোপান' সংস্থার বার্ষিক পুরষ্কার বিতরনী অনুস্থানে মন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

উত্তরবঙ্গ উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা দেখতে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ


সুজিত ঘোষ

আজ শিলিগুঁড়িতে কাঞ্চনজংগা স্টেডিয়ামে উত্তরবংগ উৎসবের বসে আঁকা প্রতিযোগিতায় উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

posted from Bloggeroid

খাতড়ায় বাস দুর্ঘটনায় জখম ১০

শুভেন্দু তন্তুবায়


সামনের চাকা ফেটে দূর্ঘটনার কবলে পড়লো একটি বেসরকারী যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাঁকুড়ার খাতড়া শহর সংলগ্ন খড়বনা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন বাঁকুড়া-সিমলাবাঁধ ভায়া খাতড়া রুটের 'শ্রীমা' নামে বেসরকারী বাসটি বাঁকুড়া থেকে খাতড়া দিকে যাচ্ছিল। সেই সময় খড়বনা মোড়ের কাছে ঐ বাসের সামনের চাকা ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় প্রায় নব্বই জন যাত্রী সহ বাসটি। ঘটনায় গুরুতর আহত বাসের চালক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ দশ জন যাত্রীও। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরে খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশও।

posted from Bloggeroid

ইন্দপুরের রঘুনাথপুরে রক্তদান শিবির


শুভেন্দু তন্তুবায়



ব্লাড ব্যাঙ্কে শীতকালীন রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো বাঁকুড়ার ইন্দপুরের রঘুনাথপুর মণ্ডল পাড়া বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। গত শুক্রবার স্বামীজির

১৫৬ তম জন্মদিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা দিয়ে রক্তদান শিবিরের সূচণা করেন। বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক এদিন বলেন, রক্তদান আজ আন্দোলনে পরিনত হয়েছে। প্রতিটি সুস্থ ও স্বাভাবিক মানুষের রক্তদানে এগিয়ে আসা উচিৎ। আপনার দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে। এর চেয়ে একজন মানুষ হিসেবে আপনার কাছে আর বড় কি হতে পারে। উদ্যোক্তাদের পক্ষে ক্লাব সম্পাদক সুজিত মণ্ডল ও সভাপতি তাপস কুমার মণ্ডল বলেন, শীতের এই সময়টাতে বছরের অন্যান্য সময়ের তুলনায় স্বেচ্ছা রক্তদান শিবির কম হয়। শীতকালীন উৎসব, অনুষ্ঠান, খেলা আর মেলায় মত্ত থাকেন। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড ব্যাঙ্কে একটা রক্ত সংকট তৈরী হয়। তাই আমরা সেই রক্তের ঘাটতি কিছুটা হলেও মেটাতে শীতকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছি। এভাবেই স্বামী বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাতে চেয়েছি বলেও তারা জানান। খাতড়া মহকুমা ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এদিন রঘুনাথপুর গ্রামে রক্ত সংগ্রহ করেন। এদিন ১২ জন মহিলা সহ ৪৮ জন রক্তদান করেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

posted from Bloggeroid

শুক্রবার, জানুয়ারী ১২, ২০১৮

নন্দীগ্রাম উৎসবের সূচনা পরিবহণমন্ত্রীর

প্রতাপ চট্টপাধ্যায়

নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে নন্দীগ্রাম উৎসব ২০১৮ এর শুভ সূচনা করলেন এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

posted from Bloggeroid

খন্ডঘোষে চালু গ্রামীণ মেলা

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোদনায় শুরু হল গ্রামীন মেলা। উদ্বোধন করলেন জেলা তৃণমুল কংগ্রেসের সাধারন সম্পাদক উত্তম সেনগুপ্ত।এলাকাবাসীদের আগ্রহ ছিল তুঙ্গে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER