সেখ সামসুদ্দিন
মেমারি থানার নুদিপুর এলাকায় মেমারি ক্রিস্টাল মডেল স্কুল বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুই গাড়ির চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায় ও স্কুল পড়ুয়াদের অন্য গাড়ি করে বিদ্যালয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনায় সাতসকালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।