মঙ্গলবার, এপ্রিল ০৩, ২০১৮

স্কুলবাসের সাথে ট্রাকের সংঘর্ষ, চাঞ্চল্য মেমারিতে

সেখ সামসুদ্দিন

মেমারি থানার নুদিপুর এলাকায় মেমারি ক্রিস্টাল মডেল স্কুল বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুই গাড়ির চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায় ও স্কুল পড়ুয়াদের অন‍্য গাড়ি করে বিদ‍্যালয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনায় সাতসকালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ চাইছে মঙ্গলকোট

মোল্লা জসিমউদ্দিন

রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ চাইছে মঙ্গলকোট এলাকার বড় অংশ।দলের বিপক্ষ গোষ্ঠী নয়, বিধায়কের অনুগামীরাই এই দাবিতে সরব।পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক দিতে না পারায় এই ক্ষোভ চরমে।মঙ্গলকোটে প্রায় দুবছর বিধায়ক কে সামনে রেখে যেসব তৃনমূল কর্মী প্রাণ হাতে বিধায়ক কে 'অক্সিজেন' দিয়ে ছিলেন।তাদের যুক্তি - বিধায়কের জন্য আমাদের শতাধিক কর্মী সমর্থক মিথ্যা মামলায় জড়িয়েছে, মার খেয়েছে।পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ না পেলে আমাদের কে এলাকাছাড়া হতে হবে।মন্ত্রী শুধু পাইলট কনভয় চেপে, এসি অফিসে থেকে আমাদের 'টুপি' পড়িয়ে আসছেন। কার্যক্ষেত্রে উনি কোন কাজে নেই, আসলে উনি ক্ষমতালোভী।তাই মন্ত্রিত্ব থেকে উনার পদত্যাগ চাইছি।এই দাবি মঙ্গলকোটের বিধায়ক অনুগামীদের বড় অংশের।

দেওয়াল লিখনে মন্ত্রী স্বপন দেবনাথ

মোল্লা জসিমউদ্দিন

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে দেওয়াল লিখনে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

কালনা ২ ব্লকে তৃনমূলের প্রার্থী তালিকা

মোল্লা জসিমউদ্দিন

কালনা ২ ব্লকে তৃনমূলের দলীয় প্রার্থী পদ ঘোষনায় জেলা সভাধিপতি দেবু টুডু, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু প্রমুখ।

সোমবার, এপ্রিল ০২, ২০১৮

মঙ্গলকোটে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সামনে সশস্ত্র বাহিনী

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোট কৃষান মান্ডি বাজারে রয়েছে তৃনমূলের সশস্ত্র মোটরবাইক বাহিনী। একশো মিটার দূরে রয়েছে মঙ্গলকোট একেএম উচ্চবিদ্যালয়। যেখানে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।ব্লক অফিসে বিরোধীদের মনোনয়ন রুখতে এই বাহিনী বলে জানা গেছে।

সাংবাদিক কে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য মঙ্গলকোটে

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটের পদিমপুরে ঘোষিত মিছিল ঘিরে অশান্তির আশংকা রয়েছে।গতকাল ঝিলু ১ পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে পদিমপুর, বড়াগড়, হাইস্কুল মোড়ে দোকান ভাঙ্গচুর করার অভিযোগ উঠে।এই খবর পরিবেশনে গতকাল রাতে আমাকে প্রাননাশের হুমকিও দেয়।বিষয়টি জেলা থেকে রাজ্য পুলিশের কর্তাদের অবগত করি।এই পরিস্থিতিতে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন।

জেলা বিজেপির সভা দাঁইহাটে


শ্যামল রায়

রবিবার পূর্ব বর্ধমান জেলা বিজেপির ডাকে আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক বিশেষ পরিকল্পনা নিতে সভা অনুষ্ঠিত হলো দাঁইহাট কার্যালয়ে।এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ সহ অনেকে। তিনি আসন্ন পঞ্চায়েত ভোট সম্পর্কে বলেন যে এখন থেকেই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ভারতীয় জনতা পার্টির আদর্শ কথা সারা ভারতবর্ষে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই কথা তুলে ধরার আহ্বান জানান কর্মী সমর্থকদের কাছে। তিনি জানিয়ে দেন যে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে এবং খুব শীঘ্রই আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং সেই প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযান কে আরো জোরদার করার আবেদন রাখেন তিনি। তিনি উল্লেখ করেছেন যে তৃণমূলের সন্ত্রাসের কাছে কাছেই মাথা নোয়ান যাবেনা এই সন্ত্রাসের মুখ ও গলায় মহিলাদেরকে সামনের সারিতে এসে লড়াইয়ের কথা বলেন কৃষ্ণ ঘোষ।

ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি করিমপুরে


শ্যামল রায়

ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে নদিয়ার করিমপুরে। এলাকার কলা ধান ভুট্টা আম পটল বেগুন সহ নানান ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক কৃষি সূত্রে খবর।
বেশকিছু এলাকাতে গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ছিড়ে রাস্তাতে পড়ায় যান চলাচল করছে যদিও বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা প্রশাসনের সাহায্য নিয়ে এলাকায় বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।শনিবার ও রবিবার সকালেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেছেন কৃষি আধিকারিকরা।মানিক নগর গ্রামের কলাচাষি কোমল মন্ডলের অভিযোগ আমি একজন ক্ষুদ্র চাষী ঝরে যে ব্যাপক ক্ষতি হলো কি করে সামাল দেব বুঝে উঠতে পারছি না এছাড়াও এলাকাবাসী জানিয়েছেন যে পটলের লতা দুমড়ে-মুচড়ে যাওয়া তে পটল ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে।ক্ষতি হয়েছে পানের বরজের। আবহাওয়া আর মাটির ধসা রোগের কারণে এলাকায় প্রচুর পানের বরজ থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যাওয়াতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পানচাষিদের।সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তারা ভীষণভাবে আর্থিক সংকটের মুখে পড়বেন এরকমটাই জানিয়েছেন চাষীরা।
করিমপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছে যে ঝড় ও শিলাবৃষ্টিতে করিমপুর 1 নম্বর এলাকার বেশিরভাগ জমির ফসলের চরম ক্ষতি হয়েছে চাষীদের সাথে কথা বলে জানা গিয়েছে যে যেভাবে পেঁয়াজ ও ছোলা চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে।তবে সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে তারপর সিদ্ধান্ত নেবে সরকার।

পূর্বস্থলীর দামোদরপাড়ায় সেবামূলক অনুষ্ঠান


শ্যামল রায়

গত রবিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বগপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দামোদর পাড়ায় সূর্য সংঘের পরিচালনায় দু'দিনব্যাপী বিবিধ সেবামূলক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলোং
প্রথম দিনের অনুষ্ঠান ছিল সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কবি সম্মেলন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবি সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথিরা ছিলেন । রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক  দেবাশীষ নাগ প্রদীপ প্রজ্জলন করে কবি সম্মেলনের উদ্বোধন করেন।। এছাড়াও অতিথিবর্গ ছিলেন মুরারী মোহন চক্রবর্তী তারকেশ্বর চট্টরাজ দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায় অশোক বিশ্বাস শ্যামল রায় দীপংকর চক্রবর্তী স্বপন চক্রবর্ত্তী জয়দেব দেবনাথ সহ অনেকে। কবি সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গুপি মহন পরিচালনায় দামধরপাড়া অনাথ আশ্রমের শিশুরা।
এছাড়াও নৃত্য পরিবেশন করেন অলিভিয়া চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে কবিতা পড়েন 30 জন।
 উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন তপন বৈরাগ্য শ্যামল রায় স্বপন চক্রবর্ত্তী দীপংকর চক্রবর্তী অসত্য পল্লব চট্টোপাধ্যায় মনি মল্লিকরমা দেবনাথ নিমাই দেবনাথ বাবলু হাজরা অর্জুন দেবনাথ সুশান্ত মিত্র জয়দেব দেবনাথ প্রমূখ। সূর্য সংঘের সভাপতি অজয় ঘোষ সম্পাদক গোপীমোহন গঙ্গোপাধ্যায় উপস্থিত সকল বন্ধুদের অভিনন্দন জানান।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন তপন বৈরাগ্য ও স্বপন চক্রবর্ত্তী।
এই বাৎসরিক অনুষ্ঠানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং সেইসঙ্গে রক্তদাতাদের ও পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও কালনা মহাকুমা হাসপাতাল ও চাঁদপুর গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে সাধারণ চিকিৎসা রক্ত পরীক্ষা হয়।

পঞ্চায়েতের প্রস্তুতি সভা শালবনীতে

সন্দীপ সিংহ

পঞ্চায়েত নির্বাচনের জোর কদমে প্রস্তুতি প্রচার শুরু হয়ে গেল শালবনি ব্লকে।
শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সিজুয়া আমবাগানে অঞ্চলের কর্মী এবং নেতৃত্ব দের  নিয়ে প্রার্থী নির্বাচন, এবং নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , বিধায়ক শ্রীকান্ত মাহাত, সহ ব্লক এবং অঞ্চল নেতৃত্ব।

কালনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে মিছিল

তথ্য - শ্যামল রায়
ছবি - আলেক সেখ

কালনা শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের একাংশের উদ্যোগে রবিবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল সংগঠিত হয় | শহরের জবাড়িপাড়া মাঠে জমায়েত  হওয়ার পর মিছিল শুরু হয়ে কালনা শহর পরিক্রমার পর জবাড়িপাড়াতেই শেষ হয় |  এই সম্প্রীতি মিছিলে অংশগ্রহণ করেন  সমাজের বিভিন্ন স্তরের মানুষ |  ছিলেন    সরকারি  ও  পৌরসভার কর্মচারী, দোকানদার, ব্যবসায়ী, কবি, সাংবাদিক |  মিছিল থেকে শ্লোগান ওঠে--বাংলায়  দাঙ্গাবাজদের   স্থান নেই,  দাঙ্গাবাজদের বিরুদ্ধে  লড়ব আমরা এক সাথে,  দাঙ্গা কবলিত এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পুনঃ পরীক্ষার ব্যবস্থা করতে হবে | আসানসোল, রানীগঞ্জ সহ বিভিন্ন  দাঙ্গা পীড়িত এলাকায় দোষীদের শাস্তি দিতে হবে।

বনগাঁয় রাজ্য গ্রামীণ সম্পদ কর্মীদের সেমিনার

ওয়াসিম বারি

আজ বনগাঁ ব্লক  কমিটির উদ্যোগে আয়োজিত হল রাজ্য গ্রামীণ সম্পদ কর্মীদের এক বিশেষ সেমিনার  ।  বনগাঁ   ব্লক  কমিটির উদ্বুদ্ধকরণ ও বিভিন্ন  ধরনের সরকারি  দাবি  দাওয়া নিয়ে বনগাঁর ধমপুকুর রাইপুর  প্রাথমিক বিদ্যালয়ে বনগাঁ মহকুমার   গ্রামীণ সম্পদ কর্মীরা  সমবেত  হন । অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  ইউনিয়নের উত্তর ২৪ পরগনার  সভাপতি  মিজানুর রহমান । রাজ‍্য  সরকারের  প্রতি  ধন্যবাদ জ্ঞাপন করে    তিনি  বলেন  বিগত  28  তারিখের  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি   যে ভি আর পি  দের কাজে ভবিষ্যতে থাকবে এবং  তাদের কাজ চলে  যাওয়ার  ভয়  নেই । মুখ্যমন্ত্রী   ভি আর পি দের আশ্বস্ত করেন যে তাদের কাজ কে ৩০ দিন থেকে  ৬০ দিন  করা হল---- সভাতে উপস্থিত  সকল ভি আর পি করতালি তে মুখরিত হয়  এ বিষয়ে জেলা  কমিটির সভাপতি   আরও  বলেন  যে গনতান্ত্রিক পদ্ধতি তে  তারা সরকারের  কাছে  তাদের  কাজের  স্থায়ীকরনের ব্যাপারে আবেদন  রাখবেন।  ব্লক জেলা  ও রাজ্য পর্যায়ে  তারা ইতিমধ্যে  স্মারকলিপি  দিয়েছেন  বলে  তিনি  জানান । রাজ‍্য  সম্পদ কর্মীরা পাশাপাশি  দেশকে স্বচ্ছ ও সুন্দর এবং সমাজ কল্যাণে ব্রতি হওয়ার শপথ নেন ও বিদ্যালয় প্রাঙ্গণ সাফাই  অভিযান চালান মিজানুর বাবুর নেতৃত্বে । পরবর্তীতে
  এ  সভাতে  বক্তব্য রাখেন সংগঠনের  কৌশিক  মন্ডল  (বনগাঁ)  আব্দুল আলিম মন্ডল (বাগদা)    ,  সাজমা বিবি (বাদুড়িয়া)   প্রিয়ঙ্কা কবিরাজ (বারাসাত)

অভিজিত  ঘোষ  জেলা সংগঠনের তরফে বলেন যে তারা তাদের দাবি দাওয়ার নিয়ে  বারাসাত  সদর দফতর ডি এম অফিসে  ও নবান্নে আবার সমাবেশ  করবেন ।

প্রেমিকার বিয়ের জন্য চাপ, আত্মহত্যা কিশোরের

ওয়াসিম বারি

বনগাঁর গোবরাপুর বেদিয়াপোতা এলাকায় নিজের বাড়িতেই পাখার সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে  আত্মহত্যা দ্বাদশ শ্রেনীর এক ছাত্রের ।আজ সকালের ঘটনা ।মৃত কিশোরের নাম সন্তু রায় (১৭) । সন্তু বনগাঁর চাঁদা ললিত মোহন উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র । মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে বনগাঁর চাঁদা রায়পুর এলাকার বাসিন্দা  একাদশ শ্রেনীর পড়ুয়া ছাত্রী সাথী মন্ডলের সঙ্গে সন্তুর প্রেমের সম্পর্ক ছিল ।সম্প্রতি সাথী সন্তুকে বিয়ে করার জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছিল , যা নিয়ে সন্তু তার পরিবারকে জানালে তারা জানায় বিয়ের বয়স হয়নি তাই এখন বিয়ে দেওয়া সম্ভব নয় । মনে করা হচ্ছে একদিকে এখন বিয়ে না করলে সাথীকে হারাতে হবে অন্যদিকে পরীক্ষার চাপ ।এই দুইয়ের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যর পথ বেছে নেয় সন্তু বলে সন্তুর পরিবারের লোকেরা।আজ সকাল ৭টা নাগাদ সন্তুর ঘরেই তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা , খবর দেওয়া হয় বনগাঁ থানায় ।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ।

ফের আর্থিক প্রতারণা, কোটি টাকা তোলার দায়ে ধৃত ৭

ওয়াসিম বারি

পেট্রাপোল উন্নয়ন সমিতি তৈরি করে বাজার থেকে কয়েক কোটি টাকা তুলে অনুমতি ছাড়াই চড়াসুদে ঋন দিয়ে বছর দশেক ধরে চলছিল রমরমিয়ে চড়া সুদের কারবার। বেশি টাকা পাওয়ার আশায় ঐ সমিতিতে টাকা রেখে প্রায় হাজার জন আমানতকারি প্রতারিত হয়ে পেট্রাপোল থানার পুলিশের দারস্থ হয়। সমিতির ১৬ জনার বিরুদ্ধে অভিযোগ হতেই , বাজার থেকে কোটি কোটি টাকা তুলে প্রতারণার দায়ে ৭ জন কে গ্রেফতার করে পুলিশ৷ অন্যরা পলাতক ৷
  স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় ২০০৫ সালের ১৪ ই জুলাই এই সমিতি প্রথম শুরু হয় , তারপর থেকে অবৈধ সুদের কারবারে ফুলে ফেঁপে ওঠে তারা।স্কুল, ট্রান্সপোর্ট, মাছের ভেড়িসহ নানা ব্যবসা তারা শুরু করে ৷ চড়া সুদের লোভ দেখিয়ে চলে টাকা তোলার কাজ । ২০১৫ সাল থেকে তারা  আসল টাকাও ফেরত না দিতে পারায় চাপ সৃষ্টি করে আমানতকারি-রা, তারা বলে সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেব ৷ দীর্ঘ অপেক্ষার পর কোন কিছু ফেরত না পেয়ে ২৫ শে মার্চ  পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ,এরপর পুলিশ ৭ জন কে গ্রেফতার করে প্রতারণার অভিযোগে ৷ধৃতরা হলেন সুকুমার রায়, অসিত রায়, বিশ্বজিৎ মণ্ডল, অসীম বিশ্বাস, সুজয় মণ্ডল, সুকুমার মণ্ডল এবং উজ্জ্বল সরকার। এদের সবার বাড়ি পেট্রাপোল থানা এলাকাযর জয়ন্তীপুর, পিরোজপুর ও পেট্রাপোল গ্রামে। অন্যরা পলাতক। পুলিশ সূত্রে আর জানাযায় ঐ সমিতির এই ব্যবসা করবার বৈধ কাগজপত্র নেই এবং এদের আয় ব্যায়ের হিসাবের সঠিক কাগজ পত্রও দেখাতে পারেনি।
     আজ সুমিত্রা মণ্ডল, চিও সর্দার, রুপা দেবনাথ সহ শতাধিক মহিলা পুরুষ একত্রিত হয়ে টাকা ফেরোতের দাবী জানাতে সমিতির ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে৷সুমিত্রা মন্ডল বলে আমার সব টাকা ওদের দিয়ে ছিলাম স্বামী অসুস্থ হলে রোজ ওদের কাছে টাকা আনতে যেতাম টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্বামী মারা যায়৷ চিত্ত সর্দার বলে মিথ্যা কথা বলেছে ওরা আমরা ব্যাঙ্ক ও পোস্ট অফিসের থেকে টাকা তুলে টাকা রেখে ছিলাম |
     টাকা ফিরে পাওয়ার আশায় দিন গুনছে কয়েক হাজার গ্রাহক ৷ছুটে যাচ্ছে তালাবন্ধ জয়ন্তীপুরের  সমিতির অফিসের সামনে।

রবিবার, এপ্রিল ০১, ২০১৮

মঙ্গলকোটে ঝিলু প্রধানের নেতৃত্বে চলছে হামলা

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোট ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরীর মদতে ঝিলু ১ নং পঞ্চায়েত প্রধান স্বাধীন সেখের নেতৃত্বে বেলা চারটে থেকে শুরু হয়েছে বাইক মিছিল।থানার ৫০০ মিটারের মধ্যে থাকা দুটি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন  কে ব্যাপক মারধোর চালানো হয়েছে।পঞ্চায়েত ভোটের টিকিট বিলির প্রাক্কালে পদিমপুর বরাগড় বাইপাস এলাকায় চলছে দুষ্কৃতীদের টহলদারি। আজ রাতে বেশকিছু বাড়ীতে বোমাবাজি সহ আক্রমণ চালানো হবে বলে হুশিয়ারী দিয়েছে স্বাধীন সেখের সশস্ত্র দলবল।স্থানীয় থানার সুপরিকল্পনায় এই ঘটনা বলে বিধায়ক শিবিরের দাবি।যদিও ব্লক সভাপতি শিবিরে এবং পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মাথরুণ নবীনচন্দ্র বিদ্যায়তনের ১১৮ প্রতিষ্ঠা দিবস

অভিজিৎ দাঁ

মঙ্গলকোটের মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তনে পালিত হল 118 তম বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস।নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শ্যামসুন্দরপুরে রক্তদান শিবির

ব্যাসদেব চক্রবর্তী

বাঁকুড়ার জয়পুর ব্লকে শ‍্যামসুন্দরপুর ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হল।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

পরিবর্তন সরকার প্রতিষ্ঠার পূর্বে পঞ্চায়েত ভোটের প্রার্থীদের কি সম্মান মিলবে, আসন্ন ভোটে

মোল্লা জসিমউদ্দিন

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন সময়ে তৃনমূলের শীর্ষ নেতারা বারবার দলের পুরানো কর্মী সমর্থদকের সম্মান জানাবার কথা জানিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের আউশগ্রামে প্রশাসনিক সভায় প্রকাশ্যে ভাতার এবং মেমারীর বিধায়কদের আদি তৃনমূল নেতাদের নাম করে মাথায় রেখে যাবতীয় কাজ করবার নির্দেশ দিয়েছেন। এরমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।প্রার্থী তালিকা প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা।ঠিক এইরকম পরিস্থিতিতে দলের আদি তৃনমূল কর্মী সমর্থকরা চাইছেন যে, ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনে যারা প্রাণ হাতে নিয়ে তৃনমূল প্রতীকে দাঁড়িয়ে ছিলেন।তাদের কে মান্যতা দেওয়া হোক ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে।কেননা বিগত বামজমানায় সিপিএমের লাল সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস কে সাথে নিয়ে যে সাহসিকতাপূর্ণভাবে ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল পরিবর্তনের পথচলা শুরু করেছিল, সেখানে দলের সুদিনে পুরানোদের এই সম্মান প্রদর্শন করলে দলীয় ভিক্তি বাড়বে। যেভাবে তৃনমূলে ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়ে সশস্ত্র বিবাদ চলছে।সেইজায়গায় দলের দুর্দিনে (২০০৮) প্রার্থীদের নির্বাচনী টিকিট দিলে তৃনমূলের অন্দরের চাপা ক্ষোভ কমতে বাধ্য।উদাহরণ হিসাবে মঙ্গলকোটের রাজনৈতিক পেক্ষাপট আনলে দেখা যাবে, বর্তমানে দুই চৌধুরীর বিবাদে রণক্ষেত্র মঙ্গলকোটের বিস্তীর্ণ এলাকা।ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরী বনাম  বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর লড়াই ক্রমশ বেড়েছে।সেখানে কোন পক্ষকেই এককভাবে দলীয় প্রতীক দিলে আগামীদিনে মারপিট লেগেই থাকবে।অথচ ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের ডাবলু আনসারীর মত কুখ্যাত নেতাদের হুমকি কে যারা পরোয়া না করে মনোনয়ন পেশ থেকে ভোটের দিন।এমনকি গননার দিন তৃনমূল প্রতিষ্ঠা করতে প্রাণের বাজি রেখেছেন।আজ তারা উপেক্ষিত দলেরই কাছে।২০০৮ এর নির্বাচনে তৃনমূলের জেলাপরিষদ প্রার্থী আয়েষা সুলতানার কথা গোটা মঙ্গলকোটবাসি জানে।মনোনয়ন পেশের সময় অধিকাংশ দলীয় প্রার্থী ( গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি) পুলিশি সন্ত্রাস এবং ডাবলু - বাবলু আনসারির সশস্ত্র দলবলদের হাত থেকে বাঁচতে এই জেলাপরিষদ প্রার্থীর চারতলা বাড়ীতে আশ্রয় নিয়েছিল।মনোনয়ন পেশ থেকে গননার দিন অবধি ছিল এখানে।মঙ্গলকোটের তিনটি জেলাপরিষদ আসনের মধ্যে তৃনমূলের পক্ষে সর্বাধিক ভোট পেয়েছিলেন তিনি।এমনকি মঙ্গলকোটের ১৫ টি পঞ্চায়েতের মধ্যে যে ৪ টি বামবিরোধীরা পেয়েছিল।তারমধ্যে ঝিলু ১, শিমুলিয়া ২, এবং ভাল্ল্যগ্রাম পঞ্চায়েত গুলি উক্ত জেলাপরিষদ কেন্দ্রের মধ্যে পড়ে। ডাবলু - বাবলুর ভয়ে মঙ্গলকোটের প্রায় পঞ্চায়েত বিরোধীশুন্য পেয়েছিল সিপিএম।এহেন লালদুর্গ মঙ্গলকোটে 'কমরেড' পুলিশ অফিসার এবং একাধিক নৃশংস খুনে মূল অভিযুক্ত ডাবলু আনসারিদের সন্ত্রাস কে তোয়াক্কা না করে তৃণমূলের জন্য যারা লড়াই করেছিল।সেই আয়েষা সুলতানা - জয়ন্ত রায় প্রমুখ প্রার্থীরা ২০১১ এর রাজ্যে পালাবদলের পরেই দলের উপেক্ষার তালিকায় চলে গেছে।উল্টে সিপিএম ছেড়ে যারা তৃনমূলে এসেছে, আজ তারাই মঙ্গলকোটের শাসকদলের নয়নমণি হিসাবে পরিচিত। যেখানে দলের আদি কর্মীদের বারবার সম্মান জানাবার কথা তৃনমুলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, সেখানে ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের দলের সুসময়ে এবারের ভোটে প্রার্থী করলে দলীয় ক্ষোভ অনেকখানি কমবে বলা যায়।২০১১ তে বিধানসভায় তৃনমূল ক্ষমতা দখল করলেও,  ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচন ছিল পরিবর্তন করবার পরিকাঠামোর গড়ার প্রথম ধাপ। সেই ধাপে আংশিক জয় পাওয়াতে ২০০৯ এর লোকসভাতে ভালো ফলাফল করেছিল তৃনমূল। তারপরেই এলো বাম জমানোর অবসান।তাই ২০০৮ এর দলীয় প্রার্থীদের এবারের প্রার্থী করার জোরালো দাবি ক্রমশ উঠছে তৃনমূলের অন্দরে।

শনিবার, মার্চ ৩১, ২০১৮

পুলিশের প্রকাশ্যে তোলাবাজি

মোল্লা জসিমউদ্দিন

পুলিশ রাস্তায় তোলাবাজি চালাবে না, এ কি কখনও হয়।তবে পুলিশের একাংশের এহেন ভূমিকায় ক্ষোভ বাড়ছে গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে।বীরভূম - বর্ধমান লাগোয়া সালার এলাকায় এভাবেই চলছে বালির গাড়ীত উপর তোলাবাজি।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ

১/০৫/১৮– নদীয়া, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পু:  বর্ধমান, প: বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পু: মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর

৩/০৫/১৮– মুর্শিদাবাদ, বীরভূম

৫/০৫/১৮– কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, উ: দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা

গণনা– ৮/০৫/১৮

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER