শ্যামল রায়
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও সমিতির বোর্ড গঠনের তৎপরতা। তবে এখনও কয়েক মাস বাকি থাকার কারণে পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তবুও পঞ্চায়েত প্রধান উপ প্রধান কে হবেন সমিতির সভাপতি সহ-সভাপতিকে হবেন জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।
তবে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাধারণ মহিলা সংরক্ষিত। সহ-সভাপতি অসংরক্ষিত। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি কে হতে পারেন এই নিয়ে চরম জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে।ইতিমধ্যেই জানা গিয়েছে যে এবারে পঞ্চায়েত সমিতির সভাপতি কি বিদায়ী সভাপতি শ্রাবণী পাল থাকছেন না নতুন কেউ আসবেন। শ্রাবণী পাল দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং খুব দক্ষতার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ অলংকৃত করে সফলতার সঙ্গে উতরে দিয়েছেন। পাঁচটি বছর খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন পঞ্চায়েত সমিতি । সভাপতির কাজের সফলতা নিয়ে এমনটাই কথা এলাকার বাসিন্দারা বলেছেন এবং প্রশাসনিক মহলেও সভাপতিকে নিয়ে সফলতা ও দক্ষতার কথাই বলেছেন সকলে।মঙ্গলবার পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শ্রাবণী পাল জানিয়েছেন যে দীর্ঘ পাঁচ বছর ধরে সভাপতির পদ অলংকৃত করে সকলের কাছে উন্নয়নমূলক কাজ করতে পেরেছি যদি কিছু বাকি থাকে আগামী দিন যে ওই পদে আসবেন তিনি অবশ্যই সম্পন্ন করবেন। তবে দলের সিদ্ধান্ত যা হবে সেই মতেই আমরা একজন দলের একনিষ্ঠ সৈনিক কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও তাই করবো। তাই আদৌ সভাপতি আমি হব কিনা হব সবটাই দলের সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী তথা অভিভাবক স্বপন দেবনাথ বিষয়টি দেখছেন।জানা গিয়েছে সভাপতির পদে সম্ভাবনাময় কয়েকজন রয়েছেন তাদের তালিকায় শ্রাবণী পাল কাকলী সরকার ও রাধা রানী বিশ্বাস।এছাড়াও উন্নয়নের জোরেই জেলাপরিষদের তিন তৃণমূল প্রার্থী ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তার নিকটতম বিরোধী প্রার্থীদের।জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন আরতী হালদার সন্ন্যাসী গড়াই ও গীতা রানী হাস দা। ব্লকের তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন এই বিষয়টি দেখবেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ এবং জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।
দুই মন্ত্রীর নির্দেশ ক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিষয়টি দেখেন। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি কে হচ্ছেন জল্পনা-কল্পনা শুরু হলেও সুস্পষ্ট সিদ্ধান্ত এখনও পর্যন্ত দলে হয়নি বলে জানা গিয়েছে। তবুও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে একটা উৎসাহ ঘুরে বেড়াচ্ছে ভেতরে-ভেতরে কে হবেন সভাপতি কিংবা সহ-সভাপতি।
এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন জেলা পরিষদের বোর্ড গঠন এসব নিয়ে এখনো কোনো কথাবার্তা বা চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।