বুধবার, মে ২৩, ২০১৮

নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পরিষেবা বাড়ছে


শ্যামল রায়

ঝাঁ-চকচকে হাসপাতালের রূপ  পেয়েছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। পরিষেবার যথেষ্ট উন্নতি হলেও শুধুমাত্র অভাব মেডিসিন বিভাগের চিকিৎসক। ১২৫ বেডের অনুমোদিত হাসপাতালে রোগীর সংখ্যা এতটাই বেশি যে এক বেডে দুজনকেই থাকতে হয়। তবে কখনো কখনো রোগীর সংখ্যা অত্যাধিক বেড়ে যায়। শুধুমাত্র অভাব চিকিৎসকের।বুধবার হাসপাতালে সুপার বাপ্পা ঢালী জানিয়েছেন যে হাসপাতালকে ঢেলে সাজাতে এক কোটি টাকার স্কিম পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। এছাড়াও হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে বিভাগ চালুর ব্যাপারে আবেদনপত্র পাঠানো হয়েছে জেলা ও স্বাস্থ্য দপ্তরে। তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি হাসপাতালকে ঢেলে সাজানোর কাজে বিভিন্ন ধরনের পাঠানো আবেদনপত্র বাস্তবায়িত হবে।
এই হাসপাতালে রয়েছে একটি ব্লাড ব্যাংক রয়েছে ন্যায্য মূল্যের দোকান। আরো জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যেই হাসপাতাল সুপার হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সফলতার জন্য পুরস্কার পেয়ে গিয়েছেন।
প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা তাই ইতিমধ্যে আরো ৫০টি বেড সংখ্যা বাড়ানোর আবেদন করেছেন জেলা -রাজ্য স্বাস্থ্য দপ্তরের কে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল কে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন বলে বিশেষ সূত্রে খবর।হাসপাতাল সুপার বাপ্পা ঢালি আরও জানিয়েছেন যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ২১জন  ও নার্সের সংখ্যা ৪১জন।চতুর্থ শ্রেণীর কর্মচারী সংখ্যা ৩০জন। কিন্তু এই সংখ্যাটা কম থাকায় শূন্য পদ খালি রয়েছে।এক্সরে বিভাগে রয়েছেন দুই জন কর্মচারী লাইব্রেরী খুব ভালো চলে বলে জানা গিয়েছে।
তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ হাসপাতাল থেকে কোন রোগীকে রেফার করা যাবেনা। সেই দিক থেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল অনেকটাই এগিয়ে গেছে। রেফার সংখ্যা অনেকটাই কমে দাঁড়িয়েছে। সুপার পরিসংখ্যান দিয়ে জানান যে গত সোমবার হাসপাতালে ৬৪জন রোগী ভর্তি হয়েছেন।কাল থেকে রেফার করা হয়েছে ছয়জনকে। রেফারের সংখ্যা অনেকটাই কম দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে এই হাসপাতালের মেডিসিন বিভাগের স্থায়ী চিকিৎসক থাকলে  রেফারের সংখ্যা আরো অনেকটাই কমানো যেত। মেডিসিন বিভাগে ডেপুটেশনে একজন চিকিৎসক রয়েছেন তিনি সপ্তাহে তিনদিন পরিষেবা দিয়ে থাকেন বর্তমানে ছুটিতে থাকার কারণে পরিষেবা অনেকটাই ব্যাঘাত ঘটছে বলে তিনিও স্বীকার করেছেন। তাই মেডিসিন বিভাগে একজন চিকিৎসকের প্রয়োজন জোর দিয়ে জানালেন সুপার।এই মুহূর্তে বিভিন্ন ধরনের অপারেশনে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যথেষ্ট সুনাম বেড়েছে।সুপার আরও জানালেন যে হাসপাতালে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত চিকিৎসক এবং কর্মীদের আবাসন এর বিষয়। হাসপাতালে কোয়াটার গুলির অবস্থা জরাজীর্ণ। হাসপাতাল চত্বরে কোয়ার্টারে মাত্র তিনজন চিকিৎসক থাকেন আর সকলেই গ্রুপ সি কর্মচারীরা থাকেন। আবাসন সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই আবেদনপত্র করা সত্ত্বেও এখনো পর্যন্ত সদুত্তর মেলেনি। বিষয়টি কার্যকারী হলে অনেকেই থাকতে পারেন এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটবে। রয়েছে একটি মাত্র সরকারি অ্যাম্বুলেন্স এছাড়াও রয়েছে ৯ টি মাতৃ যান।
নবদ্বীপ শহর সংলগ্ন এলাকা জুড়ে যক্ষা রোগের প্রাদুর্ভাব বাড়লেও বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করেছে বলে দাবি করেছেন তিনি। যক্ষা রোগে আক্রান্তদের হাসপাতাল ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নয়টি সেন্টার আছে। এই সেন্টার গুলি থেকে যক্ষা রোগে আক্রান্তরা স্বাস্থ্যপরিসেবা পান এবং ওষুধ খান। প্রতিদিন আউটডোরে পাঁচ শতাধিক রোগী পরিষেবা পান বলে জানা গিয়েছে। রয়েছে রোগী কল্যাণ সহায়তা সমিতির অফিস। হাসপাতালে আসা রোগীরা ও তাদের পরিবার পরিজনেরা বিভিন্নরকম তত্ত্ব জানতে পারেন এই রোগী কল্যাণ সহয়তা কেন্দ্র থেকে।ঝাঁ-চকচকে হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটলেই জেলা রাজ্যের মধ্যে একটি ভালো হাসপাতাল হতে পারে বলে অনেকেই মতামত দিয়েছেন। হাসপাতালে সুপার কর্ম উদ্যোগী মানুষ হিসাবে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে হাসপাতালে আসা রোগীদের তরফ থেকে জানা গিয়েছে। হাসপাতালে আসারোগীদের মধ্যে অনেকেই বলছেন যে হাসপাতালে আল্টাসনোগ্রাফি বিভাগটি বন্ধ থাকায় একটু সমস্যা হচ্ছে। সুপার বলেছেন যত দ্রুত সম্ভব আল্টাসনোগ্রাফি চালু করার উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। তবে হাসপাতালের মেন গেটে অনেকটাই যানজট হয় সে বিষয়টি সুপার বলেছেন মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণেই এই ধরনের যানজট হচ্ছে। বিষয়টি আমরা বারবার দেখেছি এবং হাসপাতালে আসা রোগী এবং তাদের পরিবার-পরিজনকে সতর্কতা করলেও একটু সমস্যা হচ্ছে।তবে হাসপাতালের উন্নয়নমুখী  ঢেলে সাজানোর কাজ দ্রুত হোক দাবি করেছেন রোগীসহ স্থানীয় বাসিন্দারা। হাসপাতালের উন্নয়নে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা  ও স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন যে হাসপাতালে আসা রোগীরা যাতে ভালো পরিষেবা পার সে বিষয়ে আমরা বারবার নজর রাখছি এবং দেখছি। ব্লাড ব্যাংকে যাতে রক্ত থাকে তার জন্য মাঝেমধ্যেই রক্তদান শিবির আয়োজন করা হয়। নবদ্বীপ ব্লাডব্যাংকের রক্তের জন্য মুমূর্ষু রোগীদের যাতে অসুবিধে না হয় রক্তের অভাবে মৃত্যু না ঘটে সে বিষয়ক আমরা সতর্ক থাকব।

মঙ্গলবার, মে ২২, ২০১৮

ভোট লুটের প্রতিবাদে মানিকচক ব্লক কংগ্রেস


পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় পায়ের তলা থেকে মাটি হারিয়েছে কংগ্রেস। প্রবল ধস নেমেছে ভোট ব্যাংকে। গনি মিথ ভেঙে চুরমার। উন্নয়নের জোয়ারে মানুষ ভোট দিয়েছে  তৃণমূলকে। কিন্তু মালদা জেলা কংগ্রেস নিজেদের ভুল ত্রুটি সংশোধন না করে তৃনমূলের কুৎসা রটাতেই ব্যস্ত। তারই প্রতিফলন হিসেবে মালদার মানিকচক ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস।ব্লক কংগ্রেসের ডাকে মঙ্গলবার মোট আট দফা দাবি নিয়ে ডেপুটেশন বিক্ষোভে  সামিল হয় হাতে গোনা জনাকয়েক কংগ্রেস কর্মী সমর্থকেরা।এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে দেন মানিকচক কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম। এদিন প্রায় ঘন্টা খানেক ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসিরা ।এই প্রসঙ্গে বিধায়ক মোত্তাকিন আলম বলেন,আট দফা দাবি নিয়ে বিডিও-র কাছে এসেছি।এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা বাংলা জুড়ে নানান চিত্র দেখেছি।মনোনয়ন থেকে বুথ সমস্তই লুট হয়েছে।কিন্তু অবাক লাগছে গণনাকেন্দ্র লুট হচ্ছে।মানিকচক গণনাকেন্দ্রে লুট হয়েছে।আজ না জিতেও জিতেছে তৃণমূল।কংগ্রেসের এই ব্লক ঘেরাও ডেপুটেশন  অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো।করা পুলিশের পাহারায় মুড়ে ফেলা হয়েছিলো ব্লক প্রশাসনিক ভবন চত্বর। মানিকচক ব্লক তৃণমূল নেতা সুনন্দ মজুমদার বলেন, কংগ্রেস নাটক করছে। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে। কংগ্রেস মানিকচকে উন্নয়নে করেনি। ঢালাও উন্নয়ন করেছে তৃণমূল তাই মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে।

পথদুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত ভালুকা

মানস দাস,মালদা

এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মালদার ভালুকা এলাকা।  পিকআপ ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ভালুকা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারবর্গ ও এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মালদা চাঁচল রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম,হোসেন আলী(৫৫)।  পেশায় তিনি ছিলেন এক  গৃহশিক্ষক। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বেগুনবাড়ি গ্রাম থেকে ভালুকায় যাচ্ছিলেন টিউশন পড়াতে।  এমন সময় হঠাৎ করে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  পরিজনদের অভিযোগ, পরিবারের লোক না আসতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকেরা এবং স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায়। সাময়িক এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।জানা গিয়েছে ঘাতক পিকআপ ভ্যানটি কে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ।

কোটি মুল্যের বিরল প্রজাতির তক্ষক ধরলো বিএসএফ

মানস দাস,মালদা

চারটি বিরল প্রজাতির  তক্ষক সহ দুইজনকে আটক করল বি এস এফ।  ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ওই তক্ষক গুলি বাংলাদেশে  পাচারের করার চেষ্টা করছিল অভিযুক্তরা বলে জানা গেছে। মালদা জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বিএসএফ। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির চারটি তক্ষক। যেগুলির বাজারমূল্য প্রায় কোটি টাকা। কি উদ্দেশ্যে পাচারকারীরা পাচারের চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।  বিএসএফ উদ্ধার হওয়া চারটি তক্ষক ও ধৃতদের বনদফতরের হাতে তুলে দেয়। ধৃতদের নাম,হারান বিস্বাস(২৮) ও শিবা বিশ্বাস(২৫)। অভিযুক্তরা  হবিবপুর থানার নন্দক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন?


শ্যামল রায়

পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও সমিতির বোর্ড গঠনের তৎপরতা। তবে এখনও কয়েক মাস বাকি থাকার কারণে পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তবুও পঞ্চায়েত প্রধান উপ প্রধান কে হবেন সমিতির সভাপতি সহ-সভাপতিকে হবেন জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।
তবে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি  সাধারণ মহিলা সংরক্ষিত। সহ-সভাপতি অসংরক্ষিত। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি কে হতে পারেন এই নিয়ে চরম জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে।ইতিমধ্যেই জানা গিয়েছে যে এবারে পঞ্চায়েত সমিতির সভাপতি কি বিদায়ী সভাপতি শ্রাবণী পাল থাকছেন না নতুন কেউ আসবেন। শ্রাবণী পাল দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং খুব দক্ষতার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ অলংকৃত করে সফলতার সঙ্গে উতরে দিয়েছেন। পাঁচটি বছর খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন পঞ্চায়েত সমিতি । সভাপতির  কাজের সফলতা নিয়ে এমনটাই কথা এলাকার বাসিন্দারা বলেছেন এবং প্রশাসনিক মহলেও সভাপতিকে নিয়ে সফলতা ও দক্ষতার কথাই বলেছেন সকলে।মঙ্গলবার পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শ্রাবণী পাল জানিয়েছেন যে দীর্ঘ পাঁচ বছর ধরে সভাপতির পদ অলংকৃত করে সকলের কাছে উন্নয়নমূলক কাজ করতে পেরেছি যদি কিছু বাকি থাকে আগামী দিন যে ওই পদে আসবেন তিনি অবশ্যই সম্পন্ন করবেন। তবে দলের সিদ্ধান্ত যা হবে সেই মতেই আমরা একজন দলের একনিষ্ঠ সৈনিক কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও তাই করবো। তাই আদৌ সভাপতি আমি হব কিনা হব সবটাই দলের সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী তথা অভিভাবক স্বপন দেবনাথ বিষয়টি দেখছেন।জানা গিয়েছে সভাপতির পদে সম্ভাবনাময় কয়েকজন রয়েছেন তাদের তালিকায় শ্রাবণী পাল কাকলী সরকার ও রাধা রানী বিশ্বাস।এছাড়াও উন্নয়নের জোরেই জেলাপরিষদের তিন তৃণমূল প্রার্থী ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তার নিকটতম বিরোধী প্রার্থীদের।জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন আরতী হালদার সন্ন্যাসী গড়াই ও গীতা রানী হাস দা। ব্লকের তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন এই বিষয়টি দেখবেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ এবং জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।
দুই মন্ত্রীর নির্দেশ ক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিষয়টি দেখেন। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি কে হচ্ছেন জল্পনা-কল্পনা শুরু হলেও সুস্পষ্ট সিদ্ধান্ত এখনও পর্যন্ত দলে হয়নি বলে জানা গিয়েছে। তবুও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে একটা উৎসাহ ঘুরে বেড়াচ্ছে ভেতরে-ভেতরে কে হবেন সভাপতি কিংবা সহ-সভাপতি।
এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন জেলা পরিষদের বোর্ড গঠন এসব নিয়ে এখনো কোনো কথাবার্তা বা চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।

কালনা কাটোয়া সড়ক রুটে পথের বলি এক প্রবীণ


শ্যামল রায়

মঙ্গলবার সাড়ে দশটার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে মৃত বৃদ্ধের নাম বীরেন্দ্রনাথ দাস।বয়স-৭০। বাড়ি পূর্বস্থলী থানার বিশ্বরম্ভা গ্রামে। প্রতিবেশী যুবক বিজয় দাস জানিয়েছেন যে এদিন বাড়ি থেকে বেরিয়ে ওই বৃদ্ধ বাজারের দিকে আসছিলেন। কোন এক বাইকের ধাক্কায় মারাত্মকভাবে জখম হন ওই বৃদ্ধ। রাস্তার ধারে আহত অবস্থায় পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা দেখামাত্রই ওই বৃদ্ধাকে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। বাইকের হদিস পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহটি এদিন শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়।

সোমবার, মে ২১, ২০১৮

শিক্ষক সমিতির কাটোয়ায় রক্তদান


শ্যামল রায়

সোমবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাটোয়া মহকুমা শাখার উদ্যোগে রক্তদান শিবির হল।এদিন ছিল  প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিন । এই দিনটিকে স্মরণীয় রাখতে শিক্ষকরা রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন কাটোয়ার ১১ নম্বর ওয়ার্ডের রেডক্রসের পিছনে কমিউনিটি হলে।রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা কাটোয়া পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অচিন্ত্য মল্লিক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন পোড়েল সমিতির কাটোয়া মহাকুমা সভাপতি শেখ মোহাম্মদ আবু বক্কর রক্তদান শিবিরের আহ্বায়ক জয়ন্ত সিংহ সহ অনেকে।বিগত কিছুদিন ধরে কাটোয়া মহকুমা ব্লাডব্যাংকে চরম রক্তশূন্যতা দেখা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে মিটাতে শিক্ষকদের এগিয়ে আসা উচিত একটি আবেদনপত্র ভিত্তিতে আমরা এদিন রক্তদান শিবিরের আয়োজন করি এবং রক্ত সংকট মেটাতে এগিয়ে আসি। এছাড়াও প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিন উপলক্ষে উপস্থিত সকলেই স্মৃতিচারণ করেন এবং তার স্মরণে রক্তদান অনুষ্ঠিত হয়। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রক্তদান করা মুমূর্ষু রোগীদের পক্ষে প্রাণে  বাঁচিয়ে রাখার এটি একটি মাধ্যম। শিক্ষকদের এই ধরনের রক্তদান শিবির কে প্রশংসা করেছেন তিনি।

৮১ কেজি গাঁজা উদ্ধার মেখলিগঞ্জে


মেখলিগঞ্জ

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে ৮১ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ।ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের জামালদহে।উল্লেখ গত শনিবার ভোরে জামালদহের কাছে ১২ এ রাজ্য সড়কের উপর দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ট্রাক দুটি রাস্তার ধারে উল্টে যায়।তখনই একটি ট্রাকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হয়।এই কদিন দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে পুলিশি পাহারায় রাখা হয়।সোমবার সেই গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে।যার অনুমানিক মূল্য চার লক্ষাধিক টাকা।তবে এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি বলে মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।

গয়েশপুরে পুকুরে মৃতদেহ উদ্ধার


শ্যামল রায়

সোমবার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর গোকুলপুর এর কাছে একটি খালের মধ্যে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কল্যাণী থানার পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বাবুল বাস ফোর বয়স ৩৪। বাড়ি কল্যাণী থানার কাছাড় পাড়ায়।
কিভাবে এই যুবকের মৃত্যু হল এবং খালের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।আরো জানা গিয়েছে যে ওই মৃতব্যক্তি কল্যাণীর গান্ধী হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন।পরিবারের তরফ থেকে জানানো হয়েছে এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু। তাই খুনের ঘটনা জানতে পুলিশকে তদন্তের দাবি জানিয়েছেন।

আসন্ন বর্ধমান পুরভোটের রণনীতি নিয়ে সভা বিজেপির


শ্যামল রায়

পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই তার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলেন রাজ্য জেলার ভারতীয় জনতা পার্টির নেতারা।
এদিন জেলা পার্টির কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়লেন নেতারা।এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশ্লেষণ করেন রাজ্য নেতারা। জেলা নেতারা এবং রাজ্য নেতারা জানিয়েছেন যে শাসকদলের সন্ত্রাস নাহলে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করতে এ কথা সত্য।
এছাড়াও আগামীতে বর্ধমান পৌরসভা নির্বাচন এই নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে মিটিংয়ে। উপস্থিত ছিলেন রাজ্য নেতা সায়ন্তন বসু সুব্রত চট্টোপাধ্যায় জেলা সভাপতি সন্দ্বীপ নন্দী কমল কৃষ্ণ ভদ্র কৃষ্ণ  ঘোষ সহ অনেকে।আগামী কিছুদিনের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ঢেলে সাজানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। একথাও আলোচনা হয়েছে যে মানুষ এখন ভারতীয় জনতা পার্টি কে চাইছে তাই আগামীতে জোটবদ্ধভাবে শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি সন্দীপ নদী।

বিরোধীশুন্য থানার ওসিরা এবার প্রাইজ পোস্টিং পেতে চলেছেন

মোল্লা জসিমউদ্দিন




গ্রামবাংলার ক্ষমতা দখলের পঞ্চায়েত ভোট শেষ হয়েছে।এবার জেলায় জেলায় ওসি/আইসিদের একাংশ যেমন ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রাইজ পোস্টিং পাবেন।ঠিক তেমনি যেসব থানা এলাকায় বিরোধী দল সহ নির্দলদের বাড়বাড়ন্ত দেখা গেছে সেইসব থানার ওসিরা 'গ্যারেজ' পোস্টিং পাবেন। এইরুপ জেলাপুলিশ মহলে অন্দরের জবরখবর।যদিও এক জেলাপুলিশের পদস্থ কর্তা জানান -" যেকোন রাজ্যব্যাপী ভোটপর্ব মিটলেই পুলিশের রুটিং মাফিক বদলী হয়।কেউ অপেক্ষাকৃত ভালো পদ পান, আবার কাওকে কম গুরুত্বপূর্ণ দায়িত দেওয়া হয়। এখানে রাজনৈতিক কোন বিষয় ভূমিকা নেয়না।"এটা কথার কথা, তা জেলাপুলিশের প্রায় ওসি/আইসি প্রকান্তরে মেনে নিয়েছেন। ভোট মিটেছে সবে, আর পনেরোদিন পরেই জেলায় জেলায় পুলিশমহলে সম্ভাব্য বদলী ঘিরে নানান অংক ওসি/আইসিদের মধ্যে।এইসময় প্রায় পুলিশ আধিকারিক ভোটের ডিউটি সেরে লম্বা ছুটিতে যান। যারা ইতিমধ্যে নিজ নিজ থানা এলাকা বিরোধীশুন্য করেছেন মনোনয়ন পর্বেই, তাদের শাঁসালো থানায় প্রাইজ পোস্টিং।এছাড়া বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার, ভোটের দিন বুথ দখল, গণনার দিন বিরোধী এজেন্টদের চমকানি ইত্যাদি কর্মকাণ্ড শাসকদলের মন জয়  করেছেন তাদেরও গুরত্ব অনুযায়ী পোস্টিং দেওয়া হবে।আর যেসব এলাকায় মনোনয়ন পর্বে বিরোধী সহ নির্দলদের প্রভাব দেখা গেছে।সেইসাথে ভোটের দিন বিরোধীদের প্রতিরোধ,  ভোটের ফলাফলে শাসকদলের প্রার্থীরা হেরেছে।সর্বোপরি শাসকদলের কর্মী/সমর্থকরা মারা পড়েছেন, সেইসব আধিকারিকদের জন্য গ্যারেজ পোস্টিং ( আইবি, ইবি,ট্রাফিক,পুলিশ  লাইন) অপেক্ষা করছে।যদিও পুলিশের তরফে এই সম্ভাব্য বদলী কে রুটিং বদলী হিসাবে দাবি করা হয়েছে।ইতিমধ্যে পঞ্চায়েতের সামগ্রিক ফলাফলে পূর্ব বর্ধমান জেলা বিরোধীশুন্য জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত হয়েছে।হাতেগোনা গ্রাম পঞ্চায়েত আসনে জয় এসেছে বিজেপির।সিপিএম - কংগ্রেসের অবস্থা আরও শোচনীয়। একদা পুুুলিশমহলে তৃনমূলের মুকুল দা বর্তমানে রাজ্য বিজেপির নেতা মুকুল রায় প্রায়শ অভিযোগ সূরে বলেন "থানার ওসি / আইসিরা এখন তৃনমূলের ব্লক সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন "। পঞ্চায়েতের দলীয় প্রতীক বিলি নিয়ে শাসকদলের দুই যুযুধান গোষ্ঠীর নেতাদের থানায় মিমাংসা করতেও দেখা গেছে।ঠিক এইরকম পরিস্থিতিতে বাংলায় পঞ্চায়েত শাসনব্যবস্থা চালু হওয়ার পর এই সর্বপ্রথম পূর্ব বর্ধমান জেলার সমগ্র কাটোয়া মহকুমা বিরোধী শুন্য হয়।পাঁচটি ব্লক পড়ছে যেখানে।উন্নয়নের নিরিখে নাকি বিরোধীরা এখানে প্রার্থী খুঁজে পাইনি।অথচ ২০১৬ সালে বিধানসভায় কাটোয়া কেন্দ্রে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় হাজারের নিচে নিকটতম কংগ্রেস প্রার্থী কে হারিয়ে দেন।মঙ্গলকোটে সিদ্দিকুল্লাহ চৌধুরী এগারো হাজার ভোটে সিপিএম কে টপকান, কেতুগ্রামে সেখ শাহনওয়াজও হাজার দশের মার্জিন পান সিপিএম প্রার্থীর থেকে।গত বিধানসভা নির্বাচনের ফলাফল বলে দিচ্ছে এইসব বিধানসভা এলাকায় বিরোধীরা যথেষ্ট শক্তিশালী। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে সিপিএম এখানে পাঁচটি জেলাপরিষদ আসন, দুটি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা এবং কংগ্রেস - সিপিএম পনেরোর বেশি গ্রাম পঞ্চায়েত পেয়েছিল।এইধরনের ফলাফলই বলে দিচ্ছে  যে, হারুক কিংবা জিতুক অন্তত মনোনয়ন পর্বে সংখ্যাগরিষ্ঠ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিত।ব্লক অফিস কিংবা মহকুমাশাসক অফিস ঘিরে শাসকদলের বাহিনী 'ওয়ান ডে ম্যাচে' ম্যান অফ দ্য ম্যাচ হলেও।এই তিনটি থানা এলাকায় ওসি/আইসিরা গত দুবছর যেভাবে বিরোধী দল সহ শাসকদলের বিক্ষুব্ধদের বিভিন্নভাবে 'টাইট' করেছে, তাতে বিরোধীশুন্য করবার আসল কারিগর পুলিশের এইসব আধিকারিকরা।এইবিধ নানান অভিযোগ বিরোধীদের।একাধারে ডাবলু আনসারীর মত অতীতে মঙ্গলকোটের মুকুটহীন সম্রাট খ্যাত সিপিএম নেতা কে দফায় দফায় গাঁজার মামলা দিয়ে জেলবন্দি করে রাখা হয়েছে।আবার অন্যধারে কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের চরম দলীয় শত্রু তথা কাটোয়া পুরসভার তৃনমূল কাউন্সিলার জঙল সেখের পুরো পরিবার কে গাঁজার মামলা দেওয়া হয়েছে।আইনজীবীমহলের মত - 'এখন অস্ত্র মামলায় নিরপরাধ কাওকে পুলিশ মাসখানেকের বেশি রাখতে পারেনা।কিন্তু গাঁজার মামলা দিলে বছরভর রাখা যায়।তবে উচ্চ আদালতে তথ্যসংবলিত ভাবে লড়লে জামিন মেলে'। গত দুবছরে কাটোয়া মহকুমা এলাকাতে কাটোয়া - কেতুগ্রাম - মঙ্গলকোটে শতাধিক রাজনৈতিক ব্যক্তিদের গাঁজা মামলা দেওয়া হয়েছে।এই সমস্ত মামলায় সির্জ দেখানো গাঁজা পুলিশ কোনদিনই হিসাব মেলাতে পারবেনা, এই ধরনের তথ্য পুলিশমহলের একাংশের।নাম প্রকাশে এক অনিচ্ছুক এইসব থানা এলাকায় ওসি পদে থাকা পুলিশ আধিকারিক বলেন - দুএকটি কেস ছাড়া বাকি সবই ফাঁসানো মামলা, কেউ উচ্চ আদালতে গেলে চরম বিপাকে পড়বে সংশ্লিষ্ট থানার ওসিরা"।তাহলে আইন আদালত কে তোয়াক্কা না করে কেন পুলিশ আধিকারিকদের একাংশ এই পুলিশি সন্ত্রাস সংগঠিত করলেন? বিগত বাম জমানায় দেখা গেছে, শাঁসালো ( বালি, কয়লা) থানার পোস্টিং পেতে কিংবা দীর্ঘসময় পদে থাকতে অনেক ওসি/আইসি শাসকদলের হয়ে খাটতে 'কমরেড' সেজেছেন। ঠিক তেমনি বর্তমানে সেই ট্রাডিশান অব্যাহত পূর্ব বর্ধমান জেলা পুলিশমহলে।বিশেষত মঙ্গলকোট,  কাটোয়া থানার ওসিরা বিরোধীশুন্য এমনকি শাসকদলের বিক্ষুব্ধদের জব্দ করতে সুসংগঠিত পুলিশি সন্ত্রাস চালিয়েছেন বলে অভিযোগ। এমনকি মঙ্গলকোট বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আটঘড়ায় মহিলাদের ঝাঁটা - জুতো কান্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে পুলিশসুপার কে ওসির বিরুদ্ধে জমিয়ত উলেমা হিন্দ কে দিয়ে স্মারকলিপি দিয়েছেন।পঞ্চাশের বেশি অনুগামীদের মিথ্যা গাঁজা, অস্ত্র আইনে ফাঁসানো হয়েছে বলেও নানামহলে জানিয়েছেন তিনি।কাটোয়া পুরসভা দখলের অন্যতম কাণ্ডারি তৃনমূল কাউন্সিলার জঙ্গল সেখ কে গাঁজার মামলা দেওয়া হয়েছে।এমনকি কাউন্সিলারের স্ত্রী,  ছেলেকেও গাঁজার মামলা দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে কাটোয়া বিধায়কের পথে কাঁটা না হবার জন্য।উল্লেখ্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই জঙ্গল সেখের জন্যই ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃনমূলে আসেন।২০১৬ সালে মাত্র ৯৬১ টি ভোটে জিতেন এই জঙ্গল সেখের অন্তর্ঘাতে।তাই পঞ্চায়েত ভোটে কাটোয়ার দুটি ব্লক এলাকায় বিরোধীশুন্য রাখতে দলেরই কাউন্সিলার সপরিবার গাঁজার মামলা পেয়েছে বলে এলাকায় দাবি।এইরকম নানান অভিযোগ আছে কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট ওসি/আইসিদের বিরুদ্ধে।যদিও পুলিশের তরফে 'অফিসিয়াল' কোন মন্তব্য পাওয়া যায়নি।পুলিশের অন্দরমহলের খবর - দিন পনেরো থেকে একমাসের মধ্যে পুলিশের ওসি/আইসি স্তরের আধিকারিকদের বদলীর নির্দেশিকা বের হবে।সেখানে গত দুবছর ধরে বিরোধীশুন্যর পাশাপাশি দলের বিক্ষুব্ধদের যারা টাইট করেছেন তারা প্রাইজ পোস্টিং হিসাবে শাঁসালো থানায় যাবেন।এবং যেসব এলাকায় বিরোধীদের বাড়বাড়ন্ত দেখা গেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন থেকে ভোট গণনা অবধি তাদের গ্যারেজ পোস্টিং অপেক্ষা করছে।যদিও পুলিশ মহলে এটা(সম্ভাব্য বদলি) কে রুটিং বদলি হিসাবে জানানো হচ্ছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER