মঙ্গলবার, আগস্ট ২৯, ২০১৭

দাবাড়ু বৃষ্টি মুখোপাধ্যায়কে সম্বর্ধনা

অপূর্ব দাস

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় অনূর্ধ১৪ বিভাগে চতুর্থ স্থান জয়ী বৃষ্টি
মুখোপাধ্যায়কে সম্বর্ধনা দিল সেণ্ট জন এ্যাম্বুলেন্স এ্যাসোসিয়েশন,
বর্ধমান সেণ্টার। ২৭ আগষ্ট বর্ধমানের সেণ্ট জন ভবনে পূর্ব বর্ধমানের
জেলাশাসক তথা সেণ্ট জন এ্যাম্বুলেন্স এ্যাসোসিয়েশন, বর্ধমান সেণ্টারের
চেয়ারম্যান অনুরাগ শ্রীবাস্তব খুদে দাবাড়ু বৃষ্টিকে উত্তরীয়, ফুলের
তোড়া, স্মারক ও মিষ্টি প্রদান করে সম্বর্ধিত করেন।

সেণ্ট জন এ্যাম্বুলন্স এ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বৃষ্টিকে সম্বর্ধনা
দেওয়ার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বৃষ্টির বাবা ও মা দেবাশীষ
মুখোপাধ্যায় ও অপরূপা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বৃষ্টির সাফল্য কামনা করে বলেন, দাবা খেলায়
বৃষ্টি আরো বড় সাফল্য পাবে। এই বিশ্বাস আমাদের রয়েছে। অনুষ্ঠানে বৃষ্টির
সম্বন্ধে বলতে গিয়ে এ্যাসোসিয়েশনের সদস্য বিশ্বনাথ ঘর জানান, মেমারীর
বাসিন্দা এবং রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী
বৃষ্টি মুখোপধ্যায় সম্প্রতি দিল্লীতে অনূর্ধ ১৪ কমনওয়েলথ দাবা
প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছে। আগামী বছর থাইল্যাণ্ডে আয়োজিত
এশীয় যুব দাবা প্রতিযোগিতাতেও সে যোগ দেবার জন্য প্রস্তুত হচ্ছে।

এই বছর জেলাস্তরে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ে বৃষ্টি।
অনূর্ধ ১৩ রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় পাঞ্জাবের জলন্ধর থেকে পদক
আনার পর দিল্লীর কমনওয়েলথ দাবায় যোগ দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে
টাইব্রেকারে হেরে চতুর্থ স্থান পেয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজকুমার সাধু,
সুদীপা হালদার, পূবালী দত্ত, সঙ্গীতা আগরওয়াল, রুনা কুণ্ডু, কাকলি সাধু,
বনশ্রী দেবনাথ, রানু আশ, নেপালচন্দ্র দে, ডা. ডি. চ‌্যাটার্জী, ডা. সদরুল
আলম, দেবব্রত মহান্তী, শীর্ষেন্দু সাধু, মহেন্দ্র গর্গ, সুব্রত মণ্ডল,
গোপাল বন্দোপাধ্যায়, উদয়চাঁদ দে এবং অন্যান্য বিশিষ্টজনেরা।


সিদ্দিকুল্লাহ কে 'টাইট' দিতে এগুচ্ছে বিজেপি


মোল্লা জসিমউদ্দিন  : আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতিপর্ব বিবেচনা করলে শাসকদলের পরেই উঠে আসবে বিজেপির সক্রিয়তা।নিয়মিত সভা/মিছিল ক্রমশ সংগঠিত করছে গেরুয়া শিবির। পুর্ব বর্ধমানে কালনার পাশাপাশি কাটোয়া মহকুমা এলাকায় বিজেপির রাজনৈতিক কর্মসূচী প্রায়শ চলছে।কালনায় যেমন নিয়মিতভাবে সাংসদ জর্জ বেকার, চিত্রাভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়দের পাশাপাশি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ কে দেখা যাচ্ছে।ঠিক তেমনি মঙ্গলকোটের মত এলাকায় মোদীর মুখ্যমন্ত্রীত্বে থাকা স্বরাস্ট্রমন্ত্রী রজনীভাই প্যাটেল কে দেখা গেছে। তাহলে বোঝা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগামী পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলকোট কে বিশেষ গুরত্ব দিচ্ছে।কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মঙ্গলকোট বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে? রাজনীতিজ্ঞরা মনে করছে,  পশ্চিমবাংলা তো বটেই সারাদেশে সংখ্যালঘু ভোটব্যাংকে বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে জমিয়ত হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠছেন।তাই তাঁকে জব্দ করতে গেলে মঙ্গলকোট বিধানসভা এলাকায় সাম্প্রদায়িকতার জিগির তুলে রাজনৈতিক মাটি শক্ত করার দরকার।এই কৌশলগত কারণ টি বিজেপি কে মঙ্গলকোটমুখি করছে বলে মনে করা হচ্ছে।যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলিম পার্সোনাল ল, প্রভৃতি বিষয়গুলিতে জমিয়ত উলেমা হিন্দ পরোক্ষভাবে তৃনমূলের হাত কে শক্ত করেছে।তাতে বিজেপির বাংলা দখলের যড়যন্ত্রে সিদ্দিকুল্লাহ অন্যতম ফ্যাক্টর হয়ে উঠছেন।তৃনমূলের অন্দরে এই মুহুত্যে স্বচ্ছ ভাবমূর্তির মুসলিম মুখ নেই বললেই চলে।বিভিন্ন আর্থিক কেলেংকারীতে যেমন তৃনমূলের আদি নেতাদের কলংকের দাগ পড়েছে।ঠিক তেমনি রেজ্জাক মোল্লা, আবু আয়েশ মন্ডলদের মত বামপন্থী নেতাদের তৃনমূলের অন্দরমহলে বিশ্বাসযোগ্যতা নিয়েও আছে প্রশ্নচিহ্ন। সেইজায়গায় বরাবর দক্ষীনপন্থি ঘরোনার সিদ্দিকুল্লাহ কদর বেড়েই চলেছে।তাই তাঁকে জব্দ করতে পারলে সংখ্যালঘু ভোটে চিড় ধরানো যাবে বলে মনে করছে বিজেপি।মঙ্গলকোটে জ্বলন্ত সমস্যাগুলি কে সামনে রেখে প্রতিবাদসভা বেশ কয়েকটি করেছে বিজেপি।বেআইনী বালিখাদান নিয়ে কৈচর ভুমি সংস্কার দপ্তরে অবস্থান বিক্ষোভ করার পর গত সপ্তাহে বিজেপির কৃষান মোর্চা সরকারী ক্ষতিপূরণ নিয়ে দলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সভা করে।এই সভায় মূল বক্তা ছিলেন রজনীভাই প্যাটেল।যিনি কৃষান মোর্চার সর্বভারতীয় নেতা এবং নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী সময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী। এইরুপ মোদীর অতি ঘনিষ্ঠ নেতার মঙ্গলকোটের মত মফস্বল এলাকায় প্রতিবাদ সভায় আসাতে সিঁদুরে মেঘ দেখছে স্থানীয় তৃনমূলের কর্মীরা।তাদের দাবি যেভাবে এখানে গোষ্ঠীবিবাদ চলছে, তাতে সিদ্দিকুল্লাহ কে 'টাইট' দিতে তৎপর বিপক্ষ গোষ্ঠী। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ২৪ হাজার ভোটে গত লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা তৃনমূল জেতে মাত্র ১২ হাজার ভোটে।বাকি ১২ হাজার ভোট অন্তর্ঘাত হয়ে যায় বিজেপির ঝুলিতে।সর্বশেষ ডালিম সেখ খুনে কালো পতাকা নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখা গেছে তৃনমূলের একাংশে।ঠিক এইরকম পরিস্থিতিতে বিজেপির সংখ্যালঘু ভোট আদায়ে বাঁধা সিদ্দিকুল্লাহ কে তাঁরই কেন্দ্রে রাজনৈতিক মাটি দুর্বল করতে তৃনমূলের একাংশ গেরুয়া শিবির কে অক্সিজেন দেবে, এটা বর্তমান পেক্ষাপট দেখে বোঝায় যায়।তাই মঙ্গলকোট ক্রমশ বিজেপির কাছে নিশানার মূল কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে তা মোদী ঘনিষ্ঠ রজনীভাই প্যাটেলের মঙ্গলকোটে সভায় ইংগিত মেলে।মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন " স্বাধীনতার আগে থেকে জমিয়ত উলেমা হিন্দ দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সারাদেশে নীরবে কাজ করে চলেছে।বিজেপি বাংলায় কিছু করতে পারবেনা, এখানকার সংখ্যালঘু মানুষরা খুবই সচেতন। "





সোমবার, আগস্ট ২৮, ২০১৭

ট্রাক্টর চালক যখন পবনপুত্র

মঙ্গলকোটের চানক অঞ্চলে ট্রাক্টরের স্টিয়ারিং হাতে দেখা গেল দুই হনুমান কে।পবনপুত্রদের এহেন কর্মকান্ডে তাজ্জব বনে যান এলাকাবাসী।
ছবি ও সংবাদ জ্যোতিপ্রকাশ মুখার্জী

ফের ভুয়ো সাংবাদিক সন্দেহে আটক বনগাঁতে

বনগাঁতে ভুয়ো সাংবাদিক সন্দেহে আটক হলো একজন।চারচাকা গাড়ীতে প্রেস স্টিকার সাঁটানো অবস্থায় স্থানীয় সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি প্রকাশ্যে আসে

ছবি ও তথ্য জ্যোতি চক্রবর্তী

খন্ডঘোষে স্কুলভবন উদঘাটন

খন্ডঘোষে একটি স্কুলভবন উদঘাটন অনুস্থানে ছিলেন মহকুমাশাসক অনির্বান কোলে, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় প্রমুখ।
ছবি ও সংবাদ শফিকুল ইসলাম(দুলাল)

কুচবিহারে মাদ্রাসার ভবন উদঘাটনে মন্ত্রী রবীন্দ্রনাথ

কুচবিহারের পানিশালায় এক মাদ্রাসার ভবন উতঘাটনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি মাদ্রাসা শিক্ষা প্রসারে রাজ্যসরকারের ভূমিকা তুলে ধরেন।
তথ্য ও ছবি সুজিত ঘোষ

আদ্রায় বাজেয়াপ্ত ডিজে

আদ্রা থানার পুলিশ রবিবার গভীররাতে এলাকায় দুটি ডিজে বক্স বাজেয়াপ্ত করে থাকে।উচ্চস্বরে বাজাবার জন্য আটক করা হয়েছে।
ছবি ও তথ্য শুভদীপ চৌধুরী

রবিবার, আগস্ট ২৭, ২০১৭

মঙ্গলকোটে স্বাস্থ্যপরিষেবা খতিয়ে দেখলেন মন্ত্রী


পারিজাত মোল্লা, মঙ্গলকোট: শনিবার দুপুরে মঙ্গলকোটে নিজ বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্যপরিষেবা খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি সকাল সাড়ে দশটার দিকে পদিমপুর বাইপাসে নিজস্ব অফিসে আসেন।এরপরে মঙ্গলকোট ব্লক অফিসে সদ্য দায়িত্ব নেওয়া বিডিও মুস্তাক আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে হাসপাতাল পরিদর্শনে যান।সেখানে রোগী সহ এলাকাবাসীদের অভাব অভিযোগ শোনেন তিনি।বিধায়ক তহবিল থেকে বরাদ্দকৃত সাড়ে উনিশ লক্ষ টাকা করছে প্রসূতি ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখেন।তিনি বলেন  " ইতিমধ্যে সাড়ে আট লক্ষ টাকা গড়ে তিনটি আম্বুলেন্স দেওয়া হয়েছে একতৃতীয়াংশ খরচে রোগী পরিবহণ করার জন্য।এখন প্রসূতিগৃহ করবার জন্য সাড়ে উনিশ লক্ষ টাকা দিয়েছি বিধায়ক তহবিল থেকে।সেই কাজের অগ্রগতি দেখতে এলাম"।





জয়নগরে বৃক্ষরোপণ কর্মসুচি

দক্ষীন ২৪ পরগনার জয়নগর এলাকায় দুটি পুকুরপাড়ে দুশোর মত মেহেগানি গাছ লাগানো হলো।উদ্যোক্তরা বলেন - যত বেশি গাছ লাগাব, ততটায় সবুজময় হবে এলাকা।
সংবাদ ও ছবি কৃষেন্দু ঘোষ

মঙ্গলকোট পাঠাগারের নির্মল অভিযান

মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারে চলছে নির্মল অভিযান।কাজে হাত লাগিয়ে ছিলেন পাঠাগারের সম্পাদক জনাব নূর আনসারী।

ছবি জ্যোতিপ্রকাশ মুখার্জী

গণপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী জয়শ্রী বালো এই সুন্দর জিনিসটা বানিয়েছে


পশ্চিম মেদনীপুরে হত তৃনমূল কর্মী

পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোনা টাউন এলাকায় শাসক দলের দুই গ্রুপের বিবাদে মারা গেল একজন কর্মী।নিহতর নাম তন্ময় কোলে(৪০)।এলাকায় তীব্র উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।
সংবাদ ও ছবি জাহাঙ্গীর বাদশা

শনিবার, আগস্ট ২৬, ২০১৭

নন্দীগ্রামে এক অনুস্থানে শুভেন্দু

পুর্ব মেদনীপুরের নন্দীগ্রামে তৃনমূল সমর্থিত এক অনুস্থানের সূচনা করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি মহাশয়।তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন।

ছবি ও সংবাদ সুকুমার সামন্ত

জনতার পাশে মালতিপুর বিধায়ক

বণ্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের কাছে মালদার মালতিপুর বিধায়ক আলবেরুনি জুলকারনাইন।সরকারি ত্রাণ ঠিকমতো মিলছে কিনা সে নিয়েও খোজখবর নেন তিনি।
ছবি ও সংবাদ প্রতাপ চট্টপাধ্যায়

সাঁতার প্রতিযোগিতায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কুচবিহারের তুফানগঞ্জের এক সাঁতার প্রতিযোগিতার সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।তিনি বিশ্ব সাঁতারে বাঙালীদের সাফল্য তুলে ধরেন উদ্যোক্তাদের সামনে।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

কুচবিহারে এক সরকারি অনুস্থানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের বিভিন্ন পরিষেবা তুলে দেন তিনি।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

যাত্রা শুরু

নি: সংবাদ দাতা , কাটোয়া:- অবশেষে কাটোয়ার মানুষদের অপেক্ষা শেষ আপাততো শ্রীখন্ড থেকে বর্ধমান চালু রেল যোগাযোগ । পূর্ব: রেল জানান যে কাটোয়ার কিছু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে ।


বাজারে ২০০ টাকার নয়া নোট,,,,জেনে নিন এই ১৭টি বৈশিষ্ট্য...............

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আত্মপ্রকাশ করল নয়া ২০০ টাকার নোট। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে এনেছিল। তারপরই এল এই নয়া ২০০ টাকার নোট। কিন্তু এই উজ্জ্বল হলুদ রঙের নয়া নোটে এমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির কথা অনেকেই হয়তো জানেন না। কী কী আধুনিক সুরক্ষা বিধি রয়েছে এই নতুন নোটে। জানতে পড়ুন এই প্রতিবেদনটি-
১. নোটটি আলোর দিকে তুলে ধরলে সংখ্যায় ২০০ লেখাটি আবছাভাবে দেখা যাবে।
২. নোটের ভিতরেও খুদে অক্ষরে ২০০ লেখা রয়েছে সংখ্যায়।
৩. দেবনাগরী হরফে ২০০ লেখা রয়েছে।
৪. নোটের কেন্দ্রে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি।
৫. নোটের গায়ে মাইক্রো লেটারে লেখা রয়েছে ‘RBI’, ‘ভারত’, ‘India’ ও ‘২০০’।
৬. সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে নতুন নোটে। ‘ভারত’ ও ‘RBI’ লেখাটি সামান্য হেলিয়ে ধরলে সবুজ নয়, বরং খানিকটা নীল রঙের দেখা যাবে।
৭. গভর্নরের স্বাক্ষর ও রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নটি মহাত্মার ছবির ডানদিকে রয়েছে।
৮. ‘রুপি’ চিহ্নটি ও সংখ্যা ২০০ লেখাটি বিভিন্নভাবে ধরলে আলাদা আলাদা রংয়ের দেখা যাবে।
৯. নোটের ডান দিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি।
১০. মহাত্মা গান্ধীর ছবিতে রয়েছে ইলেক্ট্রো-টাইপ ওয়াটারমার্ক।

১১. বাঁ থেকে ডান দিকে নোটে ২০০ লেখা হরফ ক্রমশ বর হয়েছে।
১২. দৃষ্টিহীনদের জন্য মহাত্মা গান্ধীর ছবি, অশোক স্তম্ভে, ২০০ লেখাটি ইন্টাগলিও প্রযুক্তিতে ছাপা হয়েছে।
১৩. নোটের পিছনে কোন বছর ছাপা হয়েছে নোটটি, সেটির উল্লেখ রয়েছে।
১৪. নোটের পিছনে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান রয়েছে।
১৫. রয়েছে ল্যাঙ্গুয়েজ প্যানেল।
১৬. সাঁচি স্তুপের প্রতিকৃতি রয়েছে নোটের গায়ে।
১৭. নোটগুলির আকৃতি ৬৬x১৪৬ মিমি।


আইনি শিবির মঙ্গলকোট কলেজে

মোল্লা জসিমউদ্দিন  : আদালতের এজলাসে বিচারকের রায়ের দিকে তাকিয়ে থাকেন আইনজীবী সহ বিচারপ্রার্থীরা।তবে আইনের সচেতনতা বৃদ্ধিতে বিচারকমন্ডলী হাজির হলো মঙ্গলকোটের সরকারি ডিগ্রী কলেজে।বৃহস্পতিবার বেলা তিনটে থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত মঙ্গলকোটের পালিশগ্রাম সংলগ্ন কলেজে শখানেক স্নাতকস্তরের পড়ুয়াদের নিয়ে এক আইনি শিবিরের আয়োজন করে কাটোয়া আদালতের মহকুমা আইনি পরিষেবা কেন্দ্র।এই সরকারি সংস্থার সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানান " আজকের শিবিরে কাটোয়া মহকুমা আদালতের সন্দীপ চৌধুরী (অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - মেন ), কাঁজি আবুল হাসেম(অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক - ফাস্ট ট্রাক), কৌস্তুভ মুখোপাধ্যায় (জে.এম),সৌরভ নন্দী (মুন্সেফ ), সেখ জালাল আলি (মুন্সেফ ) প্রমুখ উপস্থিত ছিলেন এদিন।বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি আইন নিয়ে পর্যালোচনা চলে।সেইসাথে কিভাবে মামলা শুরু হয়, পুলিশের ভুমিকা, আদালতের বিচারপ্রক্রিয়া সম্পকে অবগত করানো হয়।সরকারী সাহায্যে কিভাবে সুবিচার মিলবে তাও আলোচনা হয় এদিন।একসাথে এতজন বিচারকের উপস্থিতিতে আইনী শিবির যেন আদালতের এজলাসে পরিণত হয় মঙ্গলকোটের ডিগ্রী কলেজের সেমিনারস্থলটি।

পুর্বস্থলীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে সামিল এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ।

ছবি ও সংবাদ : মোল্লা জসিমউদ্দিন

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER