সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা এলাকায় গত বোরো মরসুমে শিলাবৃষ্টিতে ক্ষতির কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠান ২০১৭-১৮ অনুষ্ঠিত হয় মন্তেশ্বর কিষাণ মান্ডিতে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা সহ অতিথিবর্গ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী, মহঃ ইসমাইল, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গুফরাণা ইয়াসমিন, সহসভপতি স্বপন ঘোষ সহ কর্মাধ্যক্ষবৃন্দ, কৃষি আধিকারিক সহ বিভাগীয় কর্মীবৃন্দ। কৃষকদের ক্ষতি পূরণের চেক প্রদান অনুষ্ঠান ধারাবাহিক অঞ্চল ভিত্তিক চলবে, শুক্রবার তারই আনুষ্ঠানিক সূচনা করা হয়।