মানস দাস, মালদা
রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর সোমবার সাত সকালে জমি থেকে কিশোরের ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার।কুপিয়ে খুন অভিযোগ পরিবারের লোকেদের।ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার সাহাবাজচক এলাকায়।জানা যায়, মৃত কিশোরের নাম রমজান আলী (১৭ )। বৈষ্ণবনগর থানার সাহাবাজচক অঞ্চলের নতুন সিকর্ষী গ্রামের বাসিন্দা ।পরিবারের লোকেরা জানান, রবিবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা রমজানকে । আজ সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাঠের মধ্যে ক্ষত বিক্ষত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । ঘটনার খবর পেয়ে পরিবারের লোকেরা সহ ঘটনা স্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশও ।পরিবারের অভিযোগ কেউ বা কারা খুন করেছে রমজানকে । স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন জানান, একজন নিরীহ কিশোরকে নৃশংস ভাবে যারা খুন করেছে তাদের পুলিশ গ্রেপ্তার করে উচিত শাস্তি দিক । ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঠিক কি কারণে খুন তার তদন্তে নেমেছে পুলিশ।