জাহাঙ্গীর বাদশা
রসগোল্লা উপর অধিকার বাংলার। তার কারন বাংলায় রসগোল্লারর সৃষ্টি হয়েছিল।মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি।বাংলার মানুষের এটা একম নিজস্ব, আর একটা বড় সেন্টিমেন্ট। যেটা আজ মহামান্য আদালত মান্যতা দিয়েছেন, তাই বাংলার সব মানুষকে অভিনন্দ জানাই যে রসগোল্লা আমাদের। মঙ্গলবার বিকেলে দিঘায় এক অনুষ্ঠানে এসে বাংলার এই জয় নিয়ে বাংলার মানুষের কাছে জয়ের বার্তা তুলে ধরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রসগোল্লা নিয়ে বাংলা ও উড়িশার মধ্যে মতভেদ তৈরি হয়েছিল। তবে উড়িশার তোলা অভিযোগকে নস্যাৎ করে আজ রসগোল্লা যে বাংলারই তার রায় ঘোষনা করেছেন মহামান্য আদালত। সেই রায় ঘোষনার পর বাংলায় খুশির জোয়ার। উড়িশার পাশেই বাংলার পর্যটন কেন্দ্র দিঘা সেখানেও আনন্দ উল্লাসে মেতে উঠেছে পর্যটক থেকে স্থানিয় মানুষজন।