সোমবার সকালে বাঁকুড়া জেলাপুলিশের পক্ষ থেকে বেআইনী পোস্তু চাষের বিরুদ্ধে সচেতনতা মিছিল হয় গঙ্গাজলঘাটি থানায়।বিভিন্ন সড়ক ধরে চলে এই পুলিশের পদযাত্রা।
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
posted from Bloggeroid
জাহাঙ্গীর বাদশা
পারিবারিক অশান্তির কারনে ১ মাসের মেয়ে বিদিপ্তা সামন্ত ও মা কৃষ্ণ সামন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার টুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজন সামন্ত তার শশুরবাড়িতেই থাকত। কাজের সূত্রে সনাতন বাইরে থাকত। শনিবার ভোরে বাড়ির মধ্যে ১ মাসের শিশু ও তার মা গায়ে কেরোসির তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পড়শিরা জানতে পেরে তমলুক থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু কেস রুজু করে তদন্ত শুরু করেছে। মা ও মেয়ের এই ধরনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মোল্লা জসিমউদ্দিন
রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা আদালতে 'আইনী পরিষেবা কেন্দ্র' রয়েছে।মূলত অসহায় মানুষদের বিনামূল্যে আদালতে আইনী লড়াই তে পাশে থাকার জন্য।সেইসাথে বিভিন্ন এলাকায় আইনী শিবিরের আয়োজন করেন এরা।চুক্তিভিক্তিক নিয়োগের পর ২০১৬ সালের বেতনক্রম বাড়েনি।তাই রাজ্যের ৩০০ জন আইনী পরিষেবা কেন্দ্রের কর্মীরা আগামী ২০, ২১, ২২ নভেম্বর আদালত গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন।কাটোয়া মহকুমা আদালতের আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন বন্দ্যোপাধ্যায় জানান " আমরা একপ্রকার বাধ্য হয়েই এই আন্দ্রোলনে যোগ দিচ্ছি।"
সোমনাথ ভট্টাচার্য
শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক শিক্ষামূলক অনুস্থান চলে।বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীদের পাশাপাশি রাজ্যসরকারের কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।মন্ত্রীদের মধ্যে সৌমেন কুমার মহাপাত্র, আশীষ বন্দ্যোপাধ্যায় অন্যতম ছিলেন এই অনুস্থানে।
সাধন মন্ডল
শুক্রবার ২১ত ম জেলা প্রাণী সপ্তাহ উদযাপন অনুষ্ঠান হল সিমলাপাল কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুুড়া জেলাপরিষদের সভাধিপতি অরুপ চক্রবর্তী, তালডাংরা বিধানসভার বিধায়ক সমীর চক্রবর্তী, যুগ্ম প্রানী অধিকর্তা নিখিল কুমার সিট, জেলা আধিকারিক ডঃ সোমনাথ মাইতি।এদিনের অনুষ্ঠানে ৩৫০ জনকে মুরগিবাচ্চা বিলি করা হয় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের কে।
জাহাঙ্গীর বাদশা
নারী পাচারের ঘটনায় এক যুবককে আটক করল তমলুক থানার পুলিশ। ধৃতের নাম স্বদেশ দাস। বাড়ি নন্দকুমার থানার খঞ্চিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারো টা নাগাদ তমলুক থানার নিমতৌড়ি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির আশেপাশে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করার সময় সংগঠনের প্রতিনিধিরা তাকে আটকে রাখে ঘরের মধ্যে। তার কথার মধ্যে অসংগতি দেখে সমিতির মহিলারা গণধোলাই দিতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে যুবককে আটক করে তমলুক থানায় নিয়ে যায়।সম্প্রতি মহিষাদলের কাপাসএড়ার হোটেল সাথে যুক্ত বাংলাদেশের যুবতী হামিদা সংস্থার এম্বুলেন্স চালকের কাজে যুক্ত হয়েছিল।আর ধৃত যুবক মহিষাদলেত কাপাসএড়ায় হোটেলে ম্যানেজারের কাজ করত। হোটেলে দেহব্যবসার কাজ করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কিছুদিন হল যুবক জামিনে ছাড়া পেয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর হামিদার খোঁজখবর নিয়ে তাকে সহ কয়েকজন যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু সংগঠনের প্রতিনিধিদের হাতে ধরাপড়ে যায় সে।সংগঠনের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান -আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে যুবককে আটক করা হয়। তার কথাতে অসংগতি দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে আটক করে নিয়ে যায়।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...