সোমবার, ডিসেম্বর ২৫, ২০১৭

বর্ধমান শহরে ৪৪ তম জুনিয়ার ভলিবল চ্যাম্পিয়নশিপ


সুরজ প্রসাদ


আজ বর্ধমানে ৪৪ তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের আসরের উদ্বোধন করতে আসেন ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লা।গোটা দেশ থেকে

২৬ টি পুরুষ ও ২২ টি মহিলাদল খেলায় অংশ নেবে। শহরের অরবিন্দ স্টেডিয়াম সহ বেশ কয়েকটি মাঠে খেলাগুলি চলছে। প্রতিযোগিতা চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।

posted from Bloggeroid

'নূতন গতি' পত্রিকার ২০ তম বর্ষপূর্তি

কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিকী 'নূতন গতি' পত্রিকার ২০ তম বর্ষপূর্তি অনুস্থান হল।ছিলেন গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।এই পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর জানিয়েছেন - প্রতিবছর বর্ষপূর্তিতে আমরা গুনীজনদের সম্মান জানাই।

posted from Bloggeroid

রবিবার, ডিসেম্বর ২৪, ২০১৭

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল্য ঘোষের ১২৭ তম জন্মদিন পালন


জাহাঙ্গীর বাদশা

রবিবার ছিল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ এর জন্মদিন। তিনি জীবনের বেশকিছুটা সময় কাটিয়েছিলেন হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেবপুরে।সেই মহান মানুষের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী পফুল্ল ঘোষ স্মারক কমিটির উদ্যোগে পালিত হল ১২৭ তম জন্মদিবস। তিনি হলদিয়ার সুতাহাটার

বাড়বাসুদেবপুরে থাকাকালিন গড়ে তুলেছিলেন লোকভারতী নামে এক প্রতিষ্ঠান। সেই ভগ্নপ্রায় প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা উত্তলন, ২০ পাউন্ড কেক কেকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষে জন্মদিন পালন করল হলদিয়ার মানুষ। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুজন বালা ও স্থানিয় দেউলপোতা গ্রামপঞ্চায়েত প্রধান রীনা কুইতির হাত দিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সমসাময়িক বেশকিছু প্রবীন মানুষ।এদিন প্রফুল্ল ঘোষের জীবন কাহিনী নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়।এলাকাবাসীদের কাছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সম্পকে অনেক অজানা তথ্য তুলে ধরা হয় এদিন।

posted from Bloggeroid

সবং উপনির্বাচনে বিজেপির ভোটবৃদ্ধি গলার কাঁটা শাসকদলের কাছে


জাহাঙ্গীর বাদশা

প্রত্যাশামতোই সবংয়ে জয়ী হলেন মানস ভুঁইঞার স্ত্রী গীতারানি ভুঁইঞা। শুধু জিতলেন না, মানস ভুঁইঞার জয়ের ব্যবধানকে টপকে গেলেন। ৪৯ হাজার ১৬৭-কে টপকে নিয়ে গেলেন ৬৪

হাজারের উপরে। স্বাভাবিকভাবেই সবংয়ের আকাশে উড়ছে সবুজ আবির। তারই মাঝে তৃণমূলের গলার কাঁটার মতো বিঁধছে BJP-র ভোটবৃদ্ধি। বহু ভোটযুদ্ধের সৈনিক মানসেরও নজর এড়ায়নি বিষয়টা। তাই জয়ের আনন্দের মাঝেই বললেন, “আমি অবাক হচ্ছি BJP এতটা ভোট পেল কেন? সেই ভেবে।”

আশঙ্কাটা ছিলই। লড়াই ছিল তৃণমূলের অন্দরে। এই নির্বাচন জিতে তৃণমূলের একাংশ দেখিয়ে দিতে চেয়েছিল মুকুল রায়কে। মুকুলকে গুরুত্বহীন প্রমাণ করতে আদাজল খেয়ে নেমেছিলেন রাজ্য নেতারাও। কিন্তু, EVM বলছে BJP-র ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বিধানসভা ভোটে সবংয়ে তারা মাত্র ৫ হাজার ৬১০টি ভোট পেয়েছিল। এবারের উপনির্বাচনে BJP-র প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৭ হাজার ৪৭৬। অর্থাৎ ভোট বেড়েছে প্রায় ৭ গুণ। স্বাভাবিকভাবে বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে প্রশ্নটা। মুকুল ম্যাজিকেই কি তবে ভোটবৃদ্ধি?বিজেপির এহেন ভোট বৃদ্ধি নিয়ে চিন্তিত শাসক শিবির।

posted from Bloggeroid

মঙ্গলকোটে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে



গত দুবছরে কুড়ির বেশি এলাকাবাসী মারা পড়েছে সড়ক দুর্ঘটনায়।আহত শতাধিক।ঠিক এইরকম পরিস্থিতিতে রবিবার মঙ্গলকোটের আলাদিন সুপার মার্কেট পেরিয়ে ব্লক মোড়ের কাছাকাছি এক পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারল এক দোকানে।এই ঘটনায় দুজন গুরতর জখম হয়।

posted from Bloggeroid

মেচেদায় তৃনমূলের বিজয় মিছিল


সবং কেন্দ্রে উপনির্বাচনে দলীয় প্রার্থীর অভাবনীয় জয়ে পূর্ব মেদনীপুরে মেচেদায় বিজয় মিছিল করলো স্থানীয় তৃনমূল কমিটি।

posted from Bloggeroid

স্বরুপনগরের টাইগার বয়েজ ক্লাবের টুর্নামেন্ট

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগরে ফুটবল প্রতিযোগিতা। আজ বিকালে স্বরুপনগর তেতুলিয়া ফুটবল ময়দানে ৮দলীয় ফুটবলপ্রতিযোগীতার শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতিরর

সভাপতি ঝুমা সাহা। তেতুলিয়া টাইগার বয়েজ ক্লাব এর উদ্যোগে এই ফুটবল টুর্নমেন্ট শুরু হয়।

posted from Bloggeroid

ডাকাতির তদন্তভার নিয়ে সিআইডি এল আসানসোলে

মোহন সিং

আসানসোলে বেসরকারী ঋনদানকারী সংস্থায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। শনিবারই আসানসোল

দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ন মিনা ঘটনাস্থানে পৌঁছে জানিয়েছিলেন, তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। সেইমত শনিবার কলকাতা থেকে আসানসোলে পৌঁছায় সিআইডির দল। তারা সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে। যদিও ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কোন সুত্র পাওয়া যায়নি। পুলিশের অনুমান আন্তঃরাজ্য কোন দুস্কৃতি চক্র যুক্ত আছে এই ডাকাতির ঘটনার সাথে। অন্যদিকে বেসরকারী ওই ঋণদানকারী সংস্থার আসানসোল দফতরটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

posted from Bloggeroid

সর্ষে ক্ষেতে চলছে স্প্রে করার কাজ

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের গোয়ালডাঙ্গা এলাকায় পোকামাকড় থেকে সর্ষে ক্ষেত বাচাতে চলছে কীটনাশক স্প্রে করার কাজ।

posted from Bloggeroid

বর্ধমান ২ ব্লকে তৃনমূলের রক্তদান শিবির


কৃষ্ণ সাহা

বর্ধমান 2 নং ব্লকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি

প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির করা হল। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক।

posted from Bloggeroid

শনিবার, ডিসেম্বর ২৩, ২০১৭

নদীয়ায় নিহত তৃনমূল কর্মীর বাড়ীতে পার্থ চট্টপাধ্যায়



শফিকুল ইসলাম, নদিয়া


নদিয়ার হাঁসখালি থানার বড়চুপড়িয়া গ্রামে এক তৃণমূল কর্মীকে বোমা মেরে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে। মৃতের নাম আলিবদ্দিন মণ্ডল ওরফে বদ্দিন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মি. নাগাদ ওই ব্যক্তি স্থানীয় বাজারের একটি দোকানে বসেছিলেন। আচমকাই কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমাবাজি করে। পরে আলিবুদ্দিনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁরা। এমনকি তাঁকে কোপানো হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীরা পালিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে বগুলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে খুন? তদন্তে নেমেছে পুলিশ।নিহত তৃণমূল কর্মী এলাকায় সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। যেকোনও অন্যায় দেখলেই রুখে দাঁড়াতেন। খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছে পরিবার। তাঁদের অভিযোগ, যারা খুন করেছে, তারা সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে।
স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার এই খুনের ঘটনায় সিপিএম-বিজেপির দিকে আঙুল তুলেছেন। কিন্তু সিপিএম ওই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে।নদিয়া জেলা তৃণমূল সভাপতি গৌরিশঙ্কর দত্তের দাবি, দলে ঢুকিয়ে দেওয়া মুকুল রায়ের আবর্জনাদের কাজ এই হত্যাকাণ্ড।বিকেল পৌনে ৩টে নাগাদ হাঁসখালির বড়চুপড়িয়ায় আসেন দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, দল আলিবদ্দিনের পরিবারের পাশে রয়েছে। আলিবদ্দিনকে রাজনৈতিক উদ্দেশে খুন করা হয়েছে। দোষীদের কেউ ছাড়া পাবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
তিনি অারও বলেন,এই মৃত্যু সাংগঠনিক ক্ষতি৷মমতা ব্যানার্জির নির্দেশে তিনি বড়চুপড়িয়া ও গাংনাপুরে এসেছেন৷নৃশংস খুন, কাপুরুষতার কাজ৷ভাবা যায়না৷ পরিকল্পিতভাবে করা হয়েছে৷অামি এলাকার মানুষদের শান্তি ও সম্প্রীতি নিয়ে বসবাস করার অনুরোধ জানাই ৷ শনিবার বড়চুপড়িয়ায় যান জেলা তৃণমূল সভাপতি গৌরিশঙ্কর দ্ত্ত, তৃণমূল নেতৃত্ব বাণীকুমার রায়,অাবির বিশ্বাস,সত্যরঞ্জন বিশ্বাস প্রমুখ৷বদ্দিনকে এর অাগে রামনগর বাজারে খুনের চেষ্টা হয়৷ সেসময় প্রাণে বাঁচলেও এবার অার সে বাঁচতে পারল না৷

posted from Bloggeroid

অবৈধ্য প্রেমের বলি স্ত্রী, স্বামী গ্রেপ্তার রায়নায়

সুরজ প্রসাদ

স্বামীর বিবাহ বহিঃভৃত সম্পর্কের প্রতিবাদ করায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের

রায়নায়। মৃতার নাম দীপালি মল্লিক। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের স্বামী রঞ্জিতকে গ্রেফতার করেছে।

posted from Bloggeroid

বর্ধমান উৎসব শুরু হলো



সুরজ প্রসাদ

শনিবার থেকে বর্ধমান পৌর উৎসব ২০১৭ শুরু হল বর্ধমানের উৎসব ময়দানে। উৎসবের উদ্বোধন করেন বিখ্যাত চিকিৎসক সুকুমার মুখার্জী। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ,পৌরপিতা

স্বরূপ দত্ত,জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এবং অভিনেত্রী সুপ্রিয়াদেবী।

posted from Bloggeroid

চুরি অব্যাহত বর্ধমান শহরে


সুরজ প্রসাদ

এবার চুরি পুলিশের বাড়ীতে। গত সাত মাস ধরে লাগাতার বর্ধমান শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে।কখনো গৃহস্থের বাড়িতে তো কখনো মন্দিরে। বাদ যাচ্ছে না প্রাক্তন পুলিশ অফিসার

থেকে কর্মরত পুলিশ কর্মীও। শুক্রবার রাতে এক পুলিশ কর্মীর বাড়ির দরজার তালা ভেঙে ১২ ভরি সোনার গহনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ১১ নম্বর ওয়ার্ডের হ্যাচারী রোডের ক্ষুদিরাম পল্লীতে ।লাগাদার চুরি হওয়ায় বর্ধমান থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন।

posted from Bloggeroid

স্বাস্থ্য বিষয়ক সেমিনার বর্ধমান শহরে

সুরজ প্রসাদ

শনিবার মহিলা ও

স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। বর্ধমান উৎসবের অঙ্গ হিসাবে এই সেমিনার অনুষ্ঠিত হল।বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখার্জী এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন। উপস্থিত ছিলেন পুরপতি স্বরূপ দত্ত।

posted from Bloggeroid

সংখ্যালঘু সেলের জনসভা মেচেদায়




সংখ্যালঘু সেলের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সইদুল খান,

সেলিম আলি, তনুশ্রী জানা, দিবাকর জানা প্রমুখ।

posted from Bloggeroid

খন্ডঘোষে রাসবিহারী ঘোষের ১৭৩ তম জন্মদিবস

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কনায় শুরু হল দানবীর রাসবিহারী

ঘোষের 173তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শুরু হল সাংস্কৃতিক ও কৃষি মেলা।

posted from Bloggeroid

হলদিয়া বন্দরে নদীতে নিখোজ শ্রমিক

জাহাঙ্গীর বাদশা

হলদিয়া বন্দরের কর্মরত এক অস্থায়ী শ্রমিক নদীর জলে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের নিখোঁজ অভিযোগে

র ভিত্তিতে পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি কাজ শুরু করেছে। নিখোঁজ যুবকের নাম সঞ্জিত হালদার। বাড়ি হলদিয়া থানার গান্ধীনগরে।এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।

posted from Bloggeroid

জঙ্গলমহলের পার্শী হেমব্রম রাজ্যের ক্রীড়ায় দ্বিতীয়

সাধন মন্ডল

প্রাথমিক ও নিম্নবুনিয়াদি বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলম্ফনে রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে জঙ্গলমহলের মুখ উজ্বল করল বাঁকুড়ার

রাইপুর চক্রের মুড়কুম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পার্শী হেমব্রম

posted from Bloggeroid

কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধিত যাঁরা

পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন পালনে বিগত ৬ বছরে আমরা ৫০ এর বেশি গুনীজনদের সংবর্ধনা জানিয়েছি।যাঁদের সম্মান জানিয়েছি তাঁরা হলেন - সুনীল চৌধুরী(যাত্রাকার), বিবেকানন্দ সেনগুপ্ত(কবি), কেশব বন্দ্যোপাধ্যায়(প্রত্নবিদ),অমরেশ সিংহ(সমাজসেবী), অসিত বন্দ্যোপাধ্যায় (আলোকচিত্রি), রাজকুমার দাস(চিত্র পরিচালক), তাপস মন্ডল(মানবাধিকার কর্মী), সুকুমার ঘোষ(শিক্ষক),মুকুল রহমান(আলোকচিত্রি), হারাধন মাহান্ত(শিক্ষক), মলয় ঘোষ(নাট্যকার), সদানন্দ দাস(সাংবাদিক), তাপসী ঘোষ(সাহিত্যিক), সৈয়দ আজাহার আলী (কবি),অসিকার রহমান(লেখক),বিকাশ বন্দ্যোপাধ্যায়(আলোকচিত্রি), রেজাউল করিম(চিকিৎসক), অশোক মাহান্ত (কবি), আহমদ হাসান ইমরান (সাংবাদিক), চন্দ্রগোপাল ঘোষ(কবি), সম্রাট মুন্সি(সমাজসেবী), বংশগোপাল দাস(কবি), শ্যামলাল মকদমপুরী(কবি), খায়রুল আনাম(সাংবাদিক), ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় (সাংবাদিক), মতিলাল মুখোপাধ্যায়(সাহিত্যানুরাগী), চুনীলাল মুখার্জী(সাংবাদিক), রণদেব মুখার্জী(সাংবাদিক), আয়ুব হোসেন(প্রত্নবিদ), সাধন মন্ডল(আলোকচিত্রি), উদয় চাঁদ ঘোষাল(সাহিত্যিক) , মনোজিত মন্ডল(কবি) প্রবীর চট্টপাধ্যায়(সাংবাদিক)

প্রমুখদের আমরা সম্মান জানিয়েছি। আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবির বসতবাড়িতে আসুন কুমুদ সাহিত্য মেলায় অংশগ্রহন করতে। মোল্লা জসিমউদ্দিন(সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)

posted from Bloggeroid


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER