জুলফিকার আলি
"মে দিবসে অসহায় শ্রমিকদের পাশে নবধারা ট্রাস্ট"
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামে পরিচিত।করোনার প্রভাবে সারা বিশ্ব এক গভীর সংকটের মধ্যে উপস্থিত হয়ে পড়েছে। এক ক্ষুদ্র অণুজীবের ভয়ে যখন সারা বিশ্ব গৃহবন্দী। এই গৃহবন্দি অবস্থায় সবথেকে কঠিন সময় কাটাচ্ছেন আমাদের গরিব ও খেটে খাওয়া মানুষেরা। এখন রেড জোনে থাকা পূর্ব মেদিনীপুরের
খেজুরীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে বহু পরিবার আছেন যারা ভিক্ষাবৃত্তি করে, কেউ রিকশা টেনে, 100 দিনের কাজ করে, আবার কেউবা বাড়ি বাড়ি কাজ করে , তাদের সবার আর্থিক দিক গুলো এখন বন্ধ।
মে দিবসকে স্মরণ করে খেজুরির প্রত্যন্ত গ্রামে নবধারা ট্রাস্ট সেই সব অসহায় মানুষদের হাতে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল আলু ,সোয়াবিন ,বিস্কিট, সাবান ইত্যাদি তুলে দিলো।সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম তারা করে থাকে।
নবধারার এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন ব্যক্তিগতভাবে বহু মানুষ,ক্লাব, গ্রামের মানুষেরা।নবধারার তরফ থেকে জানা যায় যে, তারা তাদের এই কর্মকাণ্ড আরও খেজুরির বিভিন্ন প্রান্তিক এলাকায় ছড়িয়ে দিতে চায়। তারা দৈনন্দিন খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে চায়।একদিন সারাবিশ্ব করোনা মুক্ত হবে এবং নতুন ভোরের আলো ফোটার আশায় আমরা সবাই।