মঙ্গলবার, নভেম্বর ০৭, ২০১৭

আসানসোল পুরপরিষদের বৈঠকে একগুচ্ছ প্রকল্প

মোহন সিং

মঙ্গলবার দুপুরে আসানসোল পুরসভায় উন্নয়ন বিষয়ক মেয়র পরিষদ বৈঠক হয়।সেখানে মিউজিয়াম, পেক্ষাগৃহ, সংখ্যালঘু আবাসন নির্মাণ সহ একগুচ্ছ প্রকল্প গড়ার সির্দ্ধান্ত হয়।

শালবনীতে ভগিনী নিবেদিতা গোল্ড কাপ

সন্দীপ সিংহ

ভগিনী নিবেদিতা ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং নিজেদের ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে শালবনীর সাতপাটি নেতাজী স্পোর্টিং ক্লাব, শালবনী জাগরণ ফুটবল কোচিং এক্যাডেমির উদ্যোগে এবং শালবনী সৃষ্টি সোসাইটির সহায়তায় শালবনী নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে আগামী ২৩ শে নভেম্বর - ২০১৭ -- ২৫ শে নভেম্বর - ২০১৭ পর্যন্ত আয়োজন করা হয়েছে ভগিনী নিবেদিতা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা ।
কলকাতা প্রিমিয়ার লিগে খেলা  চারটি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে । আয়োজক দের অন্যতম কর্ণধার সন্দীপ সিংহ জানান যে , " বাঙ্গালীর প্রিয় খেলা ফুটবল আপামর জঙ্গলমহল বাসীর হৃদয়ে পৌঁছে দিতে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন" । অন্যতম উদ্যোক্তা আমলেশ চক্রবর্তী জানান - এই প্রতিযোগিতায় কলকাতা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী চারটি দল অংশ গ্রহণ করবে । আগামী ২৩/১১/২০১৭ এরিয়ান্স ক্লাব কলকাতা বনাম এনবিপি রেনবো ক্লাব কলকাতা এবং ২৪/১১/২০১৭ কলকাতা কাস্টমস ক্লাব বনাম পাঠচক্র ক্লাব কলকাতা প্রতিযোগীতায় অংশগ্রহন করবে । এবং আগামী ২৫/১১/২০১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

হাতির মাহুতদের তালিম জলদাপাড়ায়

শিখা ধর

জলপাইগুড়ি জেলার জলদাপাড়া বনবিভাগে হাতির মাহুতদের প্রশিক্ষণ দিচ্ছেন হাতি বিশেষজ্ঞ পার্বতী বরুয়া। এদিন এই বিষয়ে হাতি কে সামনে রেখে আধুনিক কায়দায় প্রশিক্ষণটি দেওয়া হয়।

তৃনমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মালদায়

মানস দাস, মালদা

একেই তো পিছিয়ে পড়া এলাকা।তারই মধ্যে গোদের ওপর বিষফোড়া l কোটি কোটি টাকা আত্মসাত করেছে পঞ্চায়েত প্রধান।আর এই তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হল গ্রামবাসীরা।নির্মল বাংলার সরকারী শৌচাগার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার মানিকচক ব্লকের ভূতনী চরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সারথী মাহাতো-এর বিরুদ্ধে।ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়ের সদস্যের বিরুদ্ধে গ্রামবাসীরা মিলিত ভাবে ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক উন্নয়ন আধিকারিক। এলাকাবাসীদের অভিযোগ, গোটা হিরানন্দপুর পঞ্চায়েত দুর্নীতিতে লিপ্ত।পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সারোথি মাহতো সহ মঙ্গলা মন্ডল,প্রতিমা মন্ডল,রেখা মন্ডল ,সিদ্ধার্থ মন্ডল, সুপ্রিয়া অধিকারী-এই সমস্ত তৃণমূল সদস্যরা দুর্নীতির সঙ্গে যুক্ত। গোটা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২৮০০ পরিবারের শৌচাগার নির্মাণের দুর্নীতির সাথে যুক্ত বলে সরব হিরানন্দপুরের জনসাধারণ।গ্রামবাসীদের শৌচাগার নির্মাণের নামে গ্রামের শত শত পরিবারের কাছে ১৯০০,৯০০,১২০০ টাকা করে নিয়েছে পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা।কিছু কিছু বাড়িতে শৌচাগার নির্মাণ হলেও তাও অসম্পূর্ণ পাশাপাশি অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।তাই আজও আমাদের শৌচকর্মের জন্য মাঠে ঘাটে যেতে বাধ্য বলে দাবি এলাকাবাসীর।সাড়ে তিন কোটি টাকা আত্মসাধ করেছে গ্রামপ্রধানের দলবল।ভুয়ো তথ্যপ্রমাণ দিয়ে প্রধান সারোথি মাহোত ও তার সঙ্গীরা প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ টাকার বিল পাশ করেছে।তাই আমরা বাড়ি বাড়ি শৌচাগার সহ অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর ,শৌচাগার নির্মাণের ১৪ টি বুধের প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ হয়েছিল।২০১৬ সালে আগস্ট মাস থেকে শৌচাগার নির্মাণ কাজ শুরু করা হয়। এই বিষয়ে প্রধান সারোথি মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তৃণমূলের প্রধান কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন ।ঘটনা সম্পর্কে মানিকচক ব্লক সিপিএম নেতা শ্যামল বসাক বলেন, হিরানন্দপুর প্রধান সারোথি মন্ডল ৩ কোটি ৮৪ লক্ষ টাকা নয়ছয় করছে।এই মর্মে আমরা মানিকচক সিপিএম পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী জানিয়েছি ব্লক প্রশাসনকে।অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান কে পুলিশ প্রশাসন গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দাবি জানায়।অন্যদিকে ঘটনা সম্পর্কে মানিকচক বিডিও সুরজিত পন্ডিত বলেন,"এটা প্রায় ১ বছর আগের ঘটনা আমরা ঘটনার অভিযোগ পয়েছি ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।প্রধানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মালদা জেলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা ভূতনী চর।মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা এই এলাকার মানুষের পেশা।এলাকায় উন্নয়নের বদলে তৃণমূল প্রধানের এই দুর্নীতির আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এলাকাকে এমনি মতামত এলাকাবাসীর।

সাংসদ অভিষেক কে জন্মদিনের শুভেচ্ছা সৌমিকের

জাহাঙ্গীর বাদশা

আজ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।তাই তৃনমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক ও ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন শুভেচ্ছা জানিয়ে এলেন।

তমলুকে আত্মঘাতী তাপবিদ্যুৎ কর্মী

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাঁপুর গ্রামের সুনিল বেরা বয়স (40), কয়েকমাস ধরে পেটের পেনক্রিয়াটাইটিস রোগে ভুগছিল। সুনীল কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রে কর্মরত  ছিল।দুই ছেলে ও স্ত্রী  রয়েছে পরিবারে। সুনীল নিজের পাকা বাড়ি তৈরি জন্য অনেক দেনা ও করেফেলেছিল। নিজের পেটের রোগের জন্য  চিকিত্সকদেরকে দেখিয়ে ও সুস্থ হচ্ছিল না। কয়েক দিনের মধ্যে ভেলোর নিয়ে জাওয়ার জন্য টিকিট ও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সুনীল দেনা ও অসুখে জর্জরিত হয়ে মানসিক অবসাদে গতকাল রাত্রিতে বাড়ির পিছনে আম গাছের ডালে গলায় দিয়ে আত্মহত্যা করে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তর এর জন্য পাঠিয়েছে।

সোমবার, নভেম্বর ০৬, ২০১৭

সহযোগি কলকাতা ট্রাফিক পুলিশ

সেখ সামসুদ্দিন

কলকাতা শহরের মিন্টু পার্ক এলাকায় স্টার্ট বন্ধ হয়ে যাওয়া মিনি বাসকে ফাইন কেস দেওয়ার পরিবর্তে ট্রাফিক পুলিশবৃন্দ পাবলিকের সঙ্গে হাত লাগিয়ে ঠেলে সরানোর দৃশ্য পুলিশের মানবিক মুখ ধরা পড়ল।

মেমারিতে স্বাস্থ্য বৈঠকে বিধায়িকা

সেখ সামসুদ্দিন

মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম রাজ্যে ডেঙ্গু সহ স্বাস্থ্যপরিষেবা নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে মেমারিতে রোগীকল্যাণ সমিতির মিটিং ঘন ঘন করে মেমারি বিধানসভাকে স্বাস্থ্য পরিষেবায় সমালোচনার উর্দ্ধে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার মেমারি রুরাল হাসপাতালে পুরসভা, ব্লক, প্রশাসন সহ আধিকারিকদের নিয়ে রোগী কল্যাণ সমিতির মিটিং করলেন বিধায়িকা নার্গিস বেগম ।

বাঁকুড়ার হীড়বাঁধে রাস্তা বেহাল

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার হীড়বাঁধের লালরায়ডিহি গ্রাম থেকে ব্লক সদর হীড়বাঁধ যাওয়ার রাস্তা প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে। গ্রামবাসীদের উদ্যোগে এই বাঁশের তৈরী সাঁকো দিয়ে চলছে যাতায়াত। পঞ্চায়েতে রাস্তা সারানোর আবেদন জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ।

মালদায় দ্বীনি মাদ্রাসা পড়ুয়াদের সংবর্ধনা

মানস দাস, মালদা

মালদা জেলার সমস্ত দ্বীনি মাদ্রাসার এবছরের কৃতী ছাত্রদের নিয়ে সোমবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এসআইও মালদা জেলা শাখা l  রতুয়া -১ ব্লকের অন্তর্গত সামসী রেগুলেটেড মার্কেটে প্রায় 200 জন কৃতী ছাত্রদের এদিন সংবর্ধিত করা হয় এসআইও -র পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার ছাত্রদের মধ্যে কুইজ, সংক্ষিপ্ত বক্তব্য, অনুবাদ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দ্বীনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও মাদ্রাসার ছাত্রদের সমাজ তথা দেশ পরিচালনার জন্য এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত এসআইও -র রাজ্য সম্পাদক ইমাম হুসেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের পুরষ্কার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও-র মালদা জেলা সভাপতি সাবির আহমেদ, জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি জিল্লুর রহমান, রাজ্য দ্বীনি মাদ্রাসা সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম ও বিভিন্ন নেজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকেরা ।

বাঁকুড়ায় চেক ড্যামের উদঘাটনে মন্ত্রী শ্যামল

সোমবার দুপুরে বাঁকুড়া জেলায় সলদা অঞ্চলে বাগাজোল এলাকায় চেক ড্যাম উদঘাটন হলো।প্রকল্পটির শুভ উদঘাটন করেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।মন্ত্রী বলেন " এই প্রকল্পে চাষাবাদে উপকৃত হবেন স্থানীয়রা"।

রবিবার, নভেম্বর ০৫, ২০১৭

দাঁইহাটে শেষ হলো রাসমেলা

পুলকেশ ভট্টাচার্য

পাঁচশো বছরের বেশি পুরানো গঙ্গার(ভাগীরথী) তীরে থাকা দাঁইহাটে শেষ হলো রাসমেলা।গত তিনদিন ধরে পুর্ব বর্ধমানে কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটের রাস উৎসব দক্ষীনবঙ্গের জনপ্রিয় রাস গুলির মধ্যে অন্যতম।

শেষদিনে বাঁকুড়ার রাসমেলায় ভীড় জমজমাট

সাধন মন্ডল

রবিবার ছিল রাসমেলায় শেষদিন।তাই বাঁকুড়া সদর শহরে রাসতলায় ভীড় ছিল চোখে পড়ার মত।সন্ধের পর দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে।

আর্সেনিক মুক্ত জলসরবরাহে এলো কেঁচো, চাঞ্চল্য মালদায়

মানস দাস, মালদা

আর্সেনিক মুক্ত  পানীয়   জলের সাথে  বেরিয়ে এলো ছোটো ছোটো কেঁচো । আর এই জল খাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানিকচক থানার বেশ কয়েকটি এলাকায় । ঘটনাটি ঘটে মানিকচক ব্লকের ধরমপুর গ্রামপঞ্চায়েত ঝাইটোনটোলা,কদমটোলা,সদাগরটোলা সহ আশেপাশের এলাকায়। আর্সেনিক জলের সমস্যা নতুন ঘটনা নয় মালদায় । মালদার বেশ কয়েকটি ব্লকে আর্সেনিক জলের সমস্যা রয়েছে । এই আর্সেনিক যুক্ত জল পান করে প্রাণও হারিয়েছেন মালদার বহু মানুষ । এই আর্সেনিক যুক্ত জল পান করে একই সাথে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন মানিকচক ব্লকের সেকপুরা গ্রামে । আর এই ঘটনার পর তৎকালীন বাম সরকার নড়েচড়ে বসেছিল । তার পরেই মানিকচক ব্লকের গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় গড়ে তুলা হয়েছিল আর্সেনিক মুক্ত জলের প্লান্ট । আর এই আর্সেনিক মুক্ত জলের প্লান্ট থেকেই জল সরবরাহ করা হয় মালদার মানিকচক, ইংরেজবাজার , কালিয়াচক, রতুয়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় ।কিন্তু আর্সেনিক মুক্ত জল থেকে কেঁচো বেরোনোয় রীতি মত আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানিকচকের বিস্তীর্ণ এলাকায় । আর এই জল পান করবেননা বলেই জানান এলাকার বাসিন্দারা ।
ঘটনা সম্পর্কে হেমা কর্মকার,তাপস সরকার ,রেখা পাল, সহ বেশ কিছু স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন রবিবার সকালে গ্রামের সরকারি আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জলের নলে আমরা পানীয় জল আনতে যায় সেই সময় দেখি জলের সাথে কেঁচো জাতীয় ছোটো  ছোটো জীবাণু বেড়িয়ে আস্তে থাকে।  ঘটনা জানাজানি হয়েতেই এলাকায় আতঙ্কর সৃষ্টি হয় । তারা আরো অভিযোগ করে বলেন  জলের পাইপ লাইন বেশ কয়েক জায়গায় ভাঙ্গা রেয়েছে। যার কারণে পানীয় জলেয় মধ্যে এই ধরনের জীবাণু ঢুকে পড়ছে ।আর এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। ফলে বেশকিছু দিন ধরে এলাকার  সাধারণ  মানুষ পেটের রোগ চর্ম রোগ সহ নানা রোগে আক্রান্ত হয়ছে । বারবার প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয়নি । আমাদের দাবি অবিলম্বে এলাকার সমস্ত পাইপ লাইন মেরামতি করে স্বচ্ছ আর্সেনিক মুক্ত জল সরবরাহ করুক প্রশাসন । প্রশাসন সূত্রে খবর  এই ঘটনার খবর জানাজানি হতেই  ওই সমস্ত এলাকার আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জল সরবাহ  বন্ধ করা হেয়েছে ।
যদিও ঘটনা সম্পর্কে প্রশাসনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মানিকচকে পাকরাও ভূয়ো ডাক্তার

মানস দাস, মালদা

গ্রামবাসীদের হাতে আটক ভিন জেলা থেকে গ্রামে শিবির করতে আসা ভুয়ো ডাক্তার।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরই গ্রামবাসীরাই অভিযুক্ত ডাক্তারকে তুলে দিলো পুলিশের হাতে।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার বরোবাগান এলাকায়।অভিযুক্ত চিকিৎসকের নাম সন্তোষ কুমার।উত্তর দিনাজপুর জেলার করণদীঘি এলাকার বাসিন্দা।দীর্যদিন ধরেই এই চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে শিবির করে চিকিৎসার চালাচ্ছিল।রবিবার সকাল থেকেই মানিকচকের বড়োবাগান এলাকায় শিবির শুরু করেছিল এবং চারিপাশের গ্রামে প্রচারও হয়েছিলো।এই শিবিরকে ঘিরে রোগীর ভীড়ও ছিলো চোখে পড়ার মতো।তবে গ্রামবাসীদের চিকিৎসকের ওপর সন্দেহ হয়।চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে তিনি অসঙ্গতি কথা বলতে আরম্ভ করে।গ্রামবাসীদের চেপে ধরতেই চিকিৎসক স্বীকার করেন তিনি একজন ভুয়ো ডাক্তার।তারপরই গ্রামবাসীরা খবর দেন পুলিশে।মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চিকিৎসককে আটক করে।সাথে পুলিশ আরো দুইজনকে আটক করেছে।

ওড়িষায় পথ দুর্ঘটনায় জখম চন্দননগরের মেয়র

জাহাঙ্গীর বাদশা

পুরী যাওয়ার পথে দুর্ঘটনার মধ্যে পড়েন চন্দননগরের মেয়র।বালেশ্বর জেলার জ্বলেশ্বর রোডের ঘটনা। গুরুতর আহত মেয়র রাম চক্রবর্তী সহ তার পরিবারের লোকজন।রবিবার দুটি গাড়ি করে পুরীতে বেড়াতে যাচ্ছিলেন তিনি ও তার পরিবারের মানুষ জন।হঠাৎই জ্বলেশ্বরের কাছে তাদের একটি গাড়ি খারাপ হয়ে যায়।গাড়ি সারানো সময় পিছন থেকে একটি মাছ এর  ট্রাক এসে ধাক্কা মারে।তাতেই ঘটনাস্থলে মারা যায় চালক দেবার্থ মুখাজ্জী (39),বাড়ি চন্দননগর চারমন্দির তলায়। গুরুতর আহত হন রাম চক্রবর্তী ও তার স্ত্রী ভাইয়ের পরিবারে মানুষ।প্রথমে জ্বলেশ্বরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও ।পরবর্তীতে তাদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনা গোটা চন্দননগর চন্দননগর শোকাহত ও উদ্বিগ্ন।

মুখ্যমন্ত্রীর চিঠি দুপক্ষকেই, তাই কৃতিত্বের ভাগীদার নিয়ে জটলা মঙ্গলকোটে


 মোল্লা জসিমউদ্দিন

 গত সপ্তাহে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর 'নবান্ন' থেকে মুখ্যমন্ত্রীর চিঠি এসে পৌছেছে মঙ্গলকোটের বুকে।একটি নয় দু- দুটি। বিষয় একই, তবে পেক্ষাপট ভিন্ন।একটি চিঠি পেয়েছেন মঙ্গলকোট ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরী,  অপর চিঠিটির প্রাপক মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। দুই চৌধুরীর বিবাদে গত দেড় বছর এমনিতেই উত্তপ্ত মঙ্গলকোটের বিভিন্ন এলাকা।তার উপর 'মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বেডের সংখ্যা পনেরো থেকে বাড়িয়ে ত্রিশ করার অনুমোদন হয়েছে' - মুখ্যমন্ত্রীরর এই সুখবর বার্তা দুই বিবাদমান গ্রুপের কর্তাদের পাঠানোয় বাড়তি গুরত্ব এনেছে মঙ্গলকোটের রাজনীতিতে।ওয়াকিবহাল মহল মনে করছে, মুখ্যমন্ত্রী দুপক্ষকেই সমান গুরত্ব দেন এটি তারই প্রতিফলন মাত্র।যে যা বুঝছে বুঝুক, মঙ্গলকোটের আকাশে বাতাসে দুই শিবিরের লোকেরা প্রচার চালাচ্ছে - এই স্বাস্থ্য পরিষেবার মান বৃদ্ধিতে কৃতিত্ব তাদেরই।মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর বিধায়ক তহবিলের সিংহভাগ অনুদান বরাদ্দ করেছেন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা বাড়াতে।আট লক্ষ করে সর্বমোট চব্বিশ লক্ষ টাকায় তিনটি আম্বুলেন্স দিয়েছেন তিনি।বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার সফি এসেছিলেন সিদ্দিকুল্লাহ সাহেবের আম্বুলেন্স উদঘাটনী অনুষ্ঠানে।বাইশ লক্ষ অনুদানে মঙ্গলকোট হাসপাতালে বিধায়ক তহবিলে প্রসূতি ভবন হচ্ছে। যা খুব তাড়াতাড়ি চালু হওয়ার মুখে।এছাড়া রুগী জনকল্যাণ সমিতির প্রতিটি বৈঠকে বিধায়ক সিদ্দকুল্লাহ সাহেব উপস্থিত থেকেছেন।অপরদিকে এই পরিকাঠামোর মান উন্নয়ন বৈঠকে সদস্য হিসাবে ব্লক সভাপতি ঘনিষ্ঠ মঙ্গলকোট ওসি প্রসেনজিত দত্ত গড়হাজির থেকেছেন।এমনকি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী সব বৈঠকে আসেননি।এইরুপ পরিস্থিতিতে ব্লক তৃনমূল সভাপতি বিগত ছয় বছরে এলাকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে কোথাও লিখিতভাবে জানাননি বলে বিধায়ক শিবিরের দাবি।সেইসাথে বিধায়কের বাইশ লক্ষ অনুদানে প্রসূতি ভবন নির্মাণ নিয়ে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি কৃত্রিমভাবে জটিলতা আনে।বাধ্য হয়ে বিধায়ক কাজের বরাত পূর্ত বিভাগ কে দেন। এইরুপ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর চিঠির উভয়পক্ষ প্রাপকদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে গোষ্ঠী বিবাদে উত্তপ্ত মঙ্গলকোটের বুকে।

রামপুরহাটে ডেঙ্গু রুখতে অভিযান

প্রীতম দাস

রামপুরহাট ১৪ নং ওয়ার্ডে রবিবার সকাল ১০ টা থেকে বস্তি এলাকায় বাড়ী বাড়ী ব্লিচিং বিতরণের মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতনা প্রচার করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি তুষারকান্তি রায়,  ও ১৪ নং ওয়ার্ড সম্পাদক সাহাজাদা হোসেন।

রেলকর্মীদের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা বেশ কিছু ট্রেন

মানস দাস, মালদা

বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ পদাতিক এক্সপ্রেস। রেল কর্মীদের চেস্টায় কোনক্রমে এ যাত্রায় বেচে গেল এই এক্সপ্রেস ট্রেনটি l সামসি স্টেশন পেরিয়ে শিলিগুড়িগামী দিকে চলে গেলেও নজরে পড়েনি কারও।এরপরি ট্রেন লাইনে ফাটল দেখতে পায় রেল কর্মীরা,দাড়িয়ে রয়েছে কয়েকটি দূরপাল্লার ও লোকাল প্যাসেঞ্জার ট্রেন।রবিবার সকালে সামসী রেল গেটের কাছে রেলকর্মীদের নজরে পরে আপ ট্রেন লাইনে ফাটল।এরপর খবর পেয়ে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।খবর পেয়ে ছুটে আসে নর্থ ফন্টিয়ার রেলওয়ে উচ্চ পদস্থ কর্তরা।এদিন সকাল পর্যন্ত সামসী রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দারিয়ে ছিল হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন।রেল কর্মীরা জানান, প্রায় বারো ইঞ্চির মতো ফাটল দেখা যায় ট্রেন লাইনে।তবে সঠিক সময়ে নজরে না পড়লে বড়োসড়ো দূর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন তারা।তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি লাইনের ভাঙ্গা টুকরোটি।এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।অনেকের দাবী কেউ বা কারা পরিকল্পিত ভাবেই লাইনটি ভেঙ্গে উধা করেছে। রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l

বাঁকুড়ায় হাত-পা বাঁধা অবস্থায় মহিলা উদ্ধার

শুভেন্দু তন্তুবায়

হাত -পা বাঁধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল বাঁকুড়ার  হীড়বাধ থানার পুলিশ ।ঘটনাটি ঘটেছে শনিবার রাত ন'টা নাগাদ ।এদিন হীড়বাধের বাউরিডিহা গ্রামের কাছ থেকে এই মহিলাকে উদ্ধার করা হয় ।তার শারীরিক অবস্থা খারাপ থাকায় প্রথমে হীড়বাধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বাঁকুড়া সম্মিলনী  মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।পুলিশ জানিয়েছে মহিলাটি আপাতত সুস্থ রয়েছে ।তবে এই ঘটনার সাথে মহিলার শ্বশুর বাড়ির লোকজন জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

কাটোয়া তৃনমূলপন্থী শিক্ষক সম্মেলন

কাটোয়া শহরে রবীন্দ্রপরিষদে  অনুষ্ঠিত হল তৃণমূল প্রাথমিক শিক্ষক (কাটোয়া শাখা) সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ শিক্ষক সংগঠনের নেতারা।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

কোচবিহারে আমেরিকান কনসুলেট জেনারেল

শিখা ধর

রবিবার দুপুরে কোচবিহার শহরে সার্কিট হাউসে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সাথে বৈঠক করলেন আমেরিকান কনসুলেট জেনারেল ক্রুগ হল।মূলত হেরিটেজ শহর হিসাবে কোচবিহারের দ্রুত স্বীকৃতি পাওয়া নিয়ে আলোচনা চলে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER