ব্যাসদেব চক্রবর্তী
বাঁকুড়া শহরে রবীন্দ্রভবনে শিশুর অধিকার সপ্তাহ উদযাপন হলো।উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।এছাড়া জেলাপ্রশাসনের আধিকারিকগন ছিলেন এই সেমিনারে।
ব্যাসদেব চক্রবর্তী
বাঁকুড়া শহরে রবীন্দ্রভবনে শিশুর অধিকার সপ্তাহ উদযাপন হলো।উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।এছাড়া জেলাপ্রশাসনের আধিকারিকগন ছিলেন এই সেমিনারে।
সন্দীপ সিংহ
শালবনী থানার উদ্যোগে জঙ্গলমহল প্রতিযোগিতা শুরু হল।পুরুষ এবং মহিলা বিভাগের ফুটবল ছাড়াও কবাডি, তীরন্দাজী, খোখো, আদিবাসী নৃত্য এবং ছৌ নৃত্যের প্রতিযোগিতা হবে এই জঙ্গলমহল প্রতিযোগিতার মধ্যে।
বৃহস্পতিবার মহিলা এবং পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের মধ্য দিয়েই জঙ্গলমহল প্রতিযোগিতার শালবনী থানা স্তরের প্রতিযোগিতার সূচনা হল।ফুটবল প্রতিযোগীতায় ৭১ টি পুরুষ ফুটবল দল এবং ৬৮ টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করছে।শালবনীর নেতাজী স্টেডিয়াম, শালবনীর রানাপাড়া রেলময়দান এবং পিড়াকাটার দুটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতার সমস্ত বিভাগের প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হবে।
মোল্লা জসিমউদ্দিন
২৩ তম চলচিত্র উৎসবে বেশকিছু ছবি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজ যে সমস্ত ছবি দেখানো হবে তারমধ্যে যে সর্টফিল্মটি দর্শকদের নজর কাড়বে বলে বিশেষজ্ঞদের ধারনা তা হল রাজকুমার দাস ও বিনীতা ভট্টাচার্য্যর যুগ্ম পরিচালিত স্বল্প দৈর্ঘের ছবি - 'AN INDIAN WOMEN'. গল্পের কাহিনি সংক্ষেপে এমন-চম্পা তার সাত বছরের ছেলেকে নিয়ে বস্তির এক চিলেকোঠার ঘরে বহু কষ্টে বসবাস করে। ফুল বিক্রী করে একমাত্র ছেলেকে মানুষ করার লড়াইয়ের প্রয়াস চালিয়ে যাচ্ছে মাত্র। স্বামী তাকে ছেড়ে চলে গেছে কয়েক বছর আগে অন্য নারীর সংস্পর্শে। তাই ছেলেকে, 'বাবা কোথায়' প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হয় চম্পাকে। কোথাও সামাজিক ন্যায়নীতির বাইরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে চলা জীবনযাপন কিছুটা হলেও স্থিত। এক দিন হঠাৎ-ই ফুল বিক্রী করে বাড়ী ফেরার পথে রাস্তার মাঝখানে সে ভিখারীর বেশে তার চলে যাওয়া স্বামীকে পরিত্যক্ত ভাবে পড়ে থাকতে দেখে। থমকে দাঁড়ায় চম্পা। কিন্তু সে কি তার স্বামীকে পুনরায় তার জীবনে ফিরিয়ে আনবে? একজন ভারতীয় নারী তার স্বামী অপরাধী জেনেও তাকে কি আপন করতে স্বক্ষম হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিনীতা ভট্টাচার্য্য-র কাহিনী নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘের ছবি - 'AN INDIAN WOMEN' -এ। 'প্রিয় চিত্রসাথী' - সিনে পত্রিকার নিবেদনে রাজকুমার দাস ও বিনীতা ভট্টাচার্য্যর যুগ্ম পরিচালনায়। ছবিতে অভিনয় করেছেন বিনীতা, রাজদীপ রায়, রাজকুমার দাস, মাস্টার অগ্নিতনয় ও মাস্টার পুষ্পেন্দু মন্ডল।
চিত্রগ্রহণ - সুমিত বিঞ্জোলা, সম্পাদনা - কুন্তল সিং, রূপসজ্জায় - মৌসুমি দাস।
ছবিটি ২৩তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে ১৬ নভেম্বর ২০১৭ নন্দনে দেখানো হবে। সোসাল মিডিয়াতে আগেই ছবিটি মুক্তি পেয়েছে।
সময় -- ১১ মিনিট প্রায়, ভাষা - বাংলা (ইংরাজী সাবটাইটেল সহ)।
যোগাযোগের ঠিকানা
রাজকুমার দাস, ১০/১, মুলেন স্ট্রিট, পোঃ - এলগিন, কোলকাতা - ৭০০০২০, পঃবঃ (ভারত), চলমান - ৯৬৮১৪৭৯৫৯০(হোয়াটসআ্যাপ), ৯৪৩৩৫৪৭০৮৯, ৮৯১০৩৭০১৭৬, ইমেল - chitro.sathi@gmail.com
সাধন মন্ডল
কেন্দ্রীয় সরকারের অম্রুত প্রকল্পে নবরূপে সজ্জিত মোহনবাগান উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শম্পা দরিপা। ১৯ লক্ষ টাকা ব্যায়ে শিশু ও বয়স্কদের জন্য এই উদ্যান বলে জানান পৌরপ্রধান।
জাহাঙ্গীর বাদশা
হলদিয়া উন্নয়নপর্ষদের আর্থিক আনুকুল্যে মহিষাদলের গেঁওখালী থেকে ইটামগরা পর্যন্ত ১৬ কিমি হিজলী টাইডাল ক্যানাল সংস্কারের শুভ সূচনা করেন রাজ্যে পরিবহনমন্ত্রী তথা হলদিয়া উন্নয়নপর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। সেইসাথে উপস্থিত ছিলেন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক উজ্জল সেনগুপ্ত, তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী, জেলাপরিষদের সভাধিপতি মধুরীমা মন্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, সহ সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। মহিষাদলের গেঁওখালী থেকে ইটামগরা পর্যন্ত ১৬ কিমি খালের সংস্কার এর আগে ২০১২ সালে করা হয়েছিল তার পর এলাকার মানুষ খালটি সংস্কার করার আবেদন জানিয়েছিল। সেই আবেদন মত খাল খননের কাজ আজ থেকে শুরু হল। খাল খননের পাশাপাশি ৩ টি পাকার সেতু ও ২২টি কাঠের সেতু নির্মান করা হবে। এদিন শুভেন্দুবাবু বলেন, ১৮৬৮ সালে ব্রিটিশরা এই খালটি খনন করেছিল। তার পর আমি সাংসদ থাকাকালিন ২০১২ সালে একবার খুলেছিলাম। মনে হয়েছিল কাজটি ঠিকমত হয়নি তাই আবার নতুন করে খুলছি। আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের ক্ষমতায় থেকে এলাকায় উন্নয়ন না করে জোর করে নন্দীগ্রামের কৃষকদের জমি দখল করার কাজ করেছিল। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হয়ে কাজ করে চলেছি।।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার সারেঙ্গা - রাইপুর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।এই খেলা অঞ্চল, সার্কেল, মহকুমা, জেলা পর্যায়ে চলবে।
বুধবার দুপুরে জলপাইগুড়ির লাটাগুঁড়িতে পর্যটন প্রকল্পের কাজের পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।ইমারত সামগ্রীর গুনগত মান পরীক্ষা করে দেখার সাথে প্রকল্পের সাথে যুক্ত কর্মীদের দ্রুত প্রকল্পটি শেষ করতে নির্দেশ দেন তিনি।
তথ্য ও ছবি সুজিত ঘোষ
বুধবার উত্তরবঙ্গের তিস্তা নদীর ওপর বাঁধের শুভ সূচনা করলেন সেচমন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই প্রকল্প এলাকার চাষাবাদে খুব কাজে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মানস দাস, মালদা
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহড়ের রথবাড়ি মোড়ে হানা দিয়ে একটি চোরাই মোটরবাইক সহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ইংরেজবাজার থানার এসআই সত্য ভট্টাচার্যর নেতৃত্ব রথবাড়ি এলাকায় হানা দেয়।সেখান থেকেই গেপ্তার করা হয় ৩ কুখ্যাত মোটরবাইক চোরকে।ধৃত যুবকদের নাম হাসিব শেখ ১৭, মোজাফার হক ১৬,রজু শেখ ১৭।এদের সকলেই কালিয়াচকের সুজাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।ধৃতরা দীর্ঘদিন ধরে চোরাই বাইকের সাথে যুক্ত।বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের রিমান্ডে পাওয়ার পর আরও বেশ কিছ চোরাই মোটরবাইক ও দুষ্কৃতীদের খবর পাওয়া যাবে বলে অনুমান।
মানস দাস, মালদা
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ চলছে। দশ দফা দাবিতে গতকাল বিকেল পাঁচটা থেকে পড়ুয়াদের আন্দ্রোলন শুরু হয়েছে। এখনও অনুপস্থিত উপাচার্য গোপালচন্দ্র মিশ্র। বুধবার উপাচার্যের অপসারণ চেয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের দুই আধিকারিককে ঘেরাও করে রাখা হয়। রাত একটা নাগাদ তাঁদের উদ্ধার করে পুলিশ। ডেভেলপমেন্ট অফিসার ও অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার রাজীব পুততুণ্ড ও অডিট অফিসার ও অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত ফিন্যান্স অফিসার বিনয়কৃষ্ণ হালদার। এই দুই কর্তাকে উদ্ধার করতে গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা আলোচনায় বসেন আন্দোলনকারীদের সঙ্গে। কিন্তু নিজেদের দাবিতে অনড় পড়ুয়ারা পুলিশের কোনও কথা শুনতে চাননি। অবশেষে রাত ১টা নাগাদ দুই আধিকারিককে উদ্ধার করে পুলিশ। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ফলপ্রকাশে দেরি, সার্টিফিকেট ফি কমানো, বন্ধ হয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দ্রুত চালু করা। এরকম ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করে পড়ুয়ারা। দাবিগুলো আগেই উপাচার্যকে জানায় ছাত্ররা। কিন্তু উপাচার্য ১৪ দিন ধরে ছুটিতে আছেন বলে অভিযোগ। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংকটের মুখে পড়ছে। গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। এবার আন্দোলনের অভিমুখ পালটাতে শুরু করেছে। আজ উপাচার্য গোপালচন্দ্র মিশ্রের অপসারণ দাবি তোলা হয়েছে। শিক্ষামন্ত্রী ও খোদ মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়ে বার্তা পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।শিক্ষামহলের একাংশ মনে করছে, এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী।
সাধন মন্ডল
বুধবার বীরযোদ্ধা বীরসা মুন্ডার জন্মদিন পালন করা হয় বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের চাতরি প্রাথমিক বিদ্যালয়ে।জঙ্গলমহলের মানুষ এই আদিবাসী নেতা কে খুব কাছের মানুষ ভাবেন।
মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলকোটে একশো আশি গ্রামে হাজারের কাছাকাছি রয়েছে পানীয় জলের জন্য সিলিন্ডার কল। মূলত গ্রামগুলির প্রধান পানীয়জলের উৎস এই সিলিন্ডার গুলি।বেশিরভাগ অকেজো থাকায় ভীষন সমস্যায় এলাকার বাসিন্দারা।ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত গুলিতে বারবার জানিয়েই কল মেরামতির কোন উদ্যোগ চোখে পড়েনা বলে অভিযোগ। উন্নত প্রযুক্তিতে করা জার্মান কলগুলিতে জলের ধারা সরু।এইবিধ জার্মান কল একবার খারাপ হলে পুনরায় মেরামতি অসম্ভব বলে দাবি কলমিস্ত্রিদের।মঙ্গলকোটের পনেরোটি অঞ্চলের মধ্যে তিন থেকে চারটি অঞ্চলের একাংশ এলাকাবাসী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তিনবেলা জল সরাবরাহের সুবিধা পেতেন।বর্তমানে সেই 'টাইম কল' এর পরিষেবা একপ্রকার বন্ধ বলা যায়।মাঝীগ্রাম কেন্দ্রের দুটি পাম্প প্রায় খারাপ থাকে। অন্যদিকে সদর মঙ্গলকোটে নুতনহাটে এক কোটির কাছাকাছি অনুদানে ঝা চকচকে জলাধার প্রকল্প নির্মান অনেকদিন পুর্বে শেষ হলেও চালু হয়নি।মূলত পুরানো পাইপলাইন এর আধুনিকরণের কাজ না হওয়ায় এই বিপত্তি।কবে চালু হবে? তার কোন উত্তর মেলেনি প্রশাসন সুত্রে।টাইম কলগুলির ট্যাপ না থাকায় বেশিরভাগ সময় জল অপচয় ঘটে।তাহলে দেখা যাচ্ছে গ্রামীনস্তরের সিলিন্ডার কল আবার কোথাও জার্মাল কল গুলির ষাটভাগের বেশি অকেজো হওয়ার দরুন পানীয়জল পেতে ভীষন সমস্যায় স্থানীয়রা।অপেক্ষাকৃত মফস্বল এলাকায় তিনটি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্প হাউসের মধ্যে একটিতে জলসরবরাহ বন্ধ আছে।মঙ্গলকোটের এহেন পানীয়জল সংকট মেটাতে বিশেষজ্ঞ মহলে দুধরনের প্রকল্প দ্রুত নেওয়ার দাবি উঠছে।দশ বছর পুর্বে ভূগভস্ত জলস্তর পাওয়া যেত ৫৫ থেকে ৬০ ফুটের মধ্যে।বর্তমানে সেটা ২২০ থেকে ২৩০ ফুটের নিচে কমপক্ষে দাঁড়িয়েছে। সুইটস সংস্থা মঙ্গলকোটের ভুগর্ভস্ত জলস্তর কে 'গ্রে' অর্থাৎ বিপদজনক অবস্থায় পেয়েছে।তাই নুতন করে চাষাবাদের জন্য সাবমারসেবল অনুমোদন প্রায় বন্ধ আছে মঙ্গলকোটে।বেসরকারিভাবে জানা গেছে গত দশ বছরের মঙ্গলকোটে চাষাবাদের জন্য তিনহাজারের বেশি সাবমারসেবল চালু রয়েছে।তিনটি নদী থাকা সত্বেও নিয়মিত ভুগর্ভস্ত মিস্ট পানীয়জল শোষন হচ্ছে কৃষিকাজে।সেখানে কুনুর - ব্রাক্ষ্মনী- অজয় নদীতে চেকড্যাম গড়লে পানীয়জল শোষন অনেকটাই কমবে।ইটভাঁটা, গৃহস্তকাজে পাঁচ হাজার মিনি সাবমারসেবল চলছে।সেখানে বিশেষজ্ঞ মহল জানাচ্ছে - বর্ষাকালে 'আন্ডার ওয়াটার রিচার্জ সিস্টেম ' চালু করতে পারলে বর্ষার জল অনেকাংশ পুনরায় মাটির নিচে পাঠালে ভূগর্ভস্থ জলস্তর উন্নত হবে মঙ্গলকোটের বুকে।এছাড়া অজয়ের মত সারাবছর জল থাকা নদীতে জলশোধন প্রকল্প নিলে মাটির নিচে জলরাশি লুট কমবে।যেভাবে কাটোয়া পুরসভা ভাগীরথী নদীর উপর এইরুপ জলশোধন প্রকল্প নিয়ে কাটোয়া শহরবাসীর পানীয়জল সংকট মেটাতে সক্ষম হয়েছে।ঠিক সেইভাবেই অজয় কুনুর নদীর সঙ্গমস্থল নুতনহাট সংলগ্ন বড়বাজার গ্রাম এলাকায় নদী উপকূলে এই প্রকল্প যথাযথ বলে বিশেষজ্ঞ মহলে দাবি উঠেছে।'গ্রে' পর্যায় ভুক্ত মঙ্গলকোটে কোন আইনে তিনটি বেসরকারি সংস্থা নিয়মিত পানীয়জলের কারখানা করেছে, তা নিয়েও উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন। কৈচর, ইছাবটগ্রাম এবং নুতনহাটে মিনারেল ওয়াটার প্রকল্পগুলি ঘিরে প্রশ্নচিহ্ন রয়েছে।এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় মঙ্গলকোটের ভুগর্ভস্ত জলস্তর বৃদ্ধিতে?
মোল্লা জসিমউদ্দিন
কলকাতা মহানগর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে মাঝারি ধরণের বৃষ্টিপাত। আজ ভোর থেকেই এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে।আবহাওয়াবিদরা জানাচ্ছেন - এবার শীতের আগমন ঘটছে তাড়াতাড়ি।
মোল্লা জসিমউদ্দিন
রাজ্যে পালাবদলের সপ্তম বর্ষপূর্তিতেও পুর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকা আগুনের গোলার উপর দাঁড়িয়ে রয়েছে।হিংস্বার বিরাম নেই এখানে।খুন রাহাজানি প্রতিনিয়ত লেগেই আছে।রোজকার বোমাবাজি জলভাত যেন মঙ্গলকোটবাসির কাছে। সম্প্রতি মঙ্গলকোটের বকুলিয়ায় বোমায় হত প্রশান্ত ধীবরে ঘটনা, সেই ট্রাডিশনের অংশ মাত্র।বামজমানা পরবর্তীতে মঙ্গলকোটের আজাদ মুন্সি সহ দশের বেশি রাজনৈতিক খুন হয়েছে।অতীতে সিপিএমের সশস্ত্র বাহিনীর মত বহর দেখা যায় তৃণমূল শিবিরেও।কেন পরিবর্তন হয়নি এই রাহাজানিমুলক পরিস্থিতির? বারুদের স্তুপের উপর কেনই বা দাঁড়িয়ে মঙ্গলকোট? ২০১১ সালের পুর্বে অর্থাৎ ২০০৬ থেকে ২০১০ সাল অবধি মঙ্গলকোটের রাশ ছিল সিপিএম নেতা ডাবলু আনসারীর হাতে।একাধারে বেনামে অজয় নদের দশ থেকে বারোটি বালিঘাটের কারবারি, থানার বকলমে 'ডাকমাস্টার' ডাবলু শুধু মঙ্গলকোট নয় সীমান্তবর্তী নানুর, কেতুগ্রাম, আউশগ্রাম,ভাতার প্রভৃতি এলাকায় সশস্ত্র বাহিনী পাঠাবার ওস্তাদ ছিলেন সেসময়। অভিযোগ পুলিশের কালিপুজোর যাত্রা থেকে খেলাধুলারর টুর্নামেন্ট আয়োজন। সবই দেখত ডাবলু।তাই বিপুল বেআইনী অস্ত্র সমৃদ্ধ বাহিনীর প্রতি পুলিশ নিষ্ক্রিয়তা দেখাতো বলে বিরোধী শিবিরে দাবি উঠত।রাজ্যের পালাবদলের পর ডাবলু বাবলু আনসারী মঙ্গলকোটের রাজনীতিতে বিদায় হলেও, তাদের সশস্ত্র বাহিনীর সিংহভাগ চলে আসে তৃনমূলের দখলে।এই বাহিনী পোষবার এবং পুলিশের একাংশ কে আর্থিকভাবে সহযোগিতা করবার আয়ের মূল উৎস হচ্ছে অজয় নদীর বেআইনী বালিঘাট গুলি।কোগ্রামের মত বালিঘাটে প্রতিদিন আয় যেখানে সর্বনিম্ন কয়েক লক্ষ টাকা।এই বিপুল আয়ের ভাগাভাগি নিয়ে চলে শাসক শিবিরের অন্তদ্বন্ধ।যার পরিণতি গোলাগুলি, বোমাবাজি। পুলিশের একাংশের মদতে বেপরোয়া হয়ে উঠে শাসক দলের মদতপুস্ট বালিমাফিয়ারা।একে অপরের দখল বেদখল অভিযানে মজুত থাকে অবৈধ অস্ত্রভাণ্ডার। অজয়ের বত্রিশ কিমি নদীপথে থাকা এপারে ওপারে মিলিয়ে পঞ্চাশের বেশি বালিঘাটে পুর্ব বর্ধমান ও বীরভূম জেলাপুলিশ একযোগে অভিযান চালালে বিপুল বেআইনী অস্ত্র মিলতে পারে।অজয়ের উপকূলে থাকা লাখুরিয়া কল্যানপুর কোগ্রাম বকুলিয়া প্রভৃতি গ্রাম গুলি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে।তাই বকুলিয়ার প্রশান্ত ধীবর মারা যায় মজুত বোমা থেকে।মঙ্গলকোটের রাজনীতিতে অজয়ের বালিঘাট কতটা গুরুত্বপূর্ণ। তা পঞ্চায়েত সমিতির কিছু কর্মকর্তা,বেশ কিছু গ্রামপ্রধান - উপপ্রধানের সরাসরি বালিখাদ চালানো নিয়ে প্রশ্ন উঠে।থানায় এইরুপ নেতাদের অহরহ যাতায়াত দেখে স্থানীয়রা অনেকেই আতংকিত থাকে।পুলিশের নানান অনুষ্ঠানে এদের ঝলমলে উপস্থিতি দেখা যায়।স্থানীয়রা অনেকেই এদের দৌরাত্ম্যতে ভয়ে সিটিয়ে থাকে।বারুদের স্তুপের উপর কেমন দাঁড়িয়ে আছে মঙ্গলকোট, তা পুলিশের দেওয়া সর্বক্ষণ নিরাপত্তারক্ষী পাওয়া ব্লক তৃণমূল নেতাদের নিরাপত্তা রাখার মেয়াদকাল বাড়ানো বিষয়টি সেই বারুদের স্তুপকে জানান দেয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রীতম দাস
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা কে মারধরের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। আহত মা কে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে তারাপীঠ থানায়। ঘটনাটি ঘটেছে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সুদাম ডাঙ্গাপাড়ায়।
মাড়গ্রাম থানার বাতিনা গ্রামের বাসিন্দা বীরেন মজুমদার ও অসীমা মজুমদার কয়েক বছর আগে গ্রাম ছেড়ে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সুদামডাঙ্গা পাড়ায় চার কাঠা জায়গা কিনে পাকা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়িতেই দুই ছেলে, বৌমা, নাতি নাতনি নিয়ে বসবাস শুরু করেন। কিছুদিন আগে দুই ভাই পৃথক হন। অভিযোগ, দুই ভাই সমান সমান ভাগ পাওয়ার কথা থাকলেও ছোটো ভাই জগন্নাথকে বঞ্চিত করেছে বড় ভাই। এনিয়ে বলতে গেলে বড় ছেলে তাঁকে মারধোর করে বলে অসীমাদেবীর অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে অসীমাদেবী বলেন, “বড় ছেলে ছোট ছেলেকে বঞ্চিত করেছে। তাকে সম্পত্তির সম্পত্তির ভাগ দেয়নি। এনিয়ে বলতে গেলে বড় ছেলে বদ্যিনাথ মজুমদার ও বৌমা চেয়ের দিয়ে মারধোর করে”। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বদ্যিনাথ। তিনি বলেন, “মা আমার বাড়িতে এসেছিল। আমি মায়ের গায়ে হাত তুলিনি। আমি এলাকার মানুষের মীমাংসা মেনে নিয়েছি। তারপরও মা আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছে”।
পুলকেশ ভট্টাচার্য
পুর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন অজয় নদের চরকি সেতুর নিচে অবাধে চলছে বালি লুট।অজয়ের এপারে কেতুগ্রাম, অপারে কাটোয়া থানা এলাক পড়ছে।গত বছর ৬ ডিসেম্বর এই এলাকায় বালি লুট রুখতে কাটোয়ার ডেপুটি ম্যাজিস্টেট বিপ্লব সরকার আক্রান্ত হয়েছিলেন।অভিযোগ এই দুই থানার প্রভাবশালী আধিকারিকদের নিস্ক্রিয়তায় এই ঘটনা ঘটেছিল।
পুর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের দুবরাজহাট সেবক সংঘ মঙ্গলবার সাংস্কৃতিক অনুস্থানের মাধ্যমে শিশুদিবস পালন করলো।উপস্থিত অতিথিদের মধ্যে 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম ছিলেন অন্যতম।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...