শুক্রবার, জানুয়ারী ১৯, ২০১৮

পিংলায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন




আজ পশ্চিম মেদনীপুরের পিংলার বসন্তপুর হরিনা হাইস্কুলের
সূবর্ন জয়ন্তী অনুস্টানের শুভ সূচনা করলেন মন্ত্রী ডা: সৌমেন কুমার মহাপাত্র।

posted from Bloggeroid

খড়গপুর ২ ব্লকে ছাত্র যুব উৎসব




আজ পশ্চিম মেদনীপুরের খড়গপুর ২ ব্লকে শুরু হল ছাত্র যুব উৎসব।উদ্বোধক ছিলেন রাজ্যসরকারের মন্ত্রী ডা: সৌমেন কুমার মহাপাত্র।

posted from Bloggeroid

গয়েসপুর হাই মাদ্রাসায় প্রতিবন্ধীদের চেকআপ ক্যাম্প

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লক প্রশাসনের উদ্যোগে উখরিদ অঞ্চলের গয়েসপুর হাই মাদ্রাসায় প্রতিবন্ধীদের চেকআপ ক্যাম্প করা হল।এতে অভিবাবকরা খুব খুশি।

posted from Bloggeroid

বাঁকুড়া পুরসভায় ছাত্র যুব উৎসব



ব্যাসদেব চক্রবর্তী

আজ বাঁকুড়া পৌরসভা ছাত্র যুব উৎসব ২০১৮ শুরু হল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় চত্বরে।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

তুফানগঞ্জ ১ ব্লকে ছাত্র যুব উৎসব




সুজিত ঘোষ


আজ তুফানগঞ্জ ১ ব্লকে মারুগঞ্জ হাইস্কুলে ছাত্র যুব উৎসবের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

posted from Bloggeroid

কোচবিহারে তৃনমূল মহিলা কংগ্রেসের প্রশিক্ষণ শিবির




সুজিত ঘোষ

আজ রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের প্রশিক্ষণ শিবির হল। প্রধান বক্তা হিসেবে ছিলেন রাস্ট্রমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য্য ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

posted from Bloggeroid

মেমারি পুরসভার ছাত্র যুব উৎসব


সেখ সামসুদ্দিন

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে মেমারি পুরসভা ছাত্র-যুব উৎসব কমিটির পরিচালনায় মেমারি কলেজে ছাত্র-যুব উৎসবের উদ্বোধন করেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক

অনির্বাণ কোলে। মেমারি চকদিঘি মোড়ে বিবেক মূর্তিতে মাল্যদান ও মশালে অগ্নিসংযোগ করে মশাল দৌড়ের সূচনা করেন মহকুমা শাসক, পুরপ্রধান স্বপন বিষয়ী ও উপপ্রধান সুপ্রিয় সামন্ত। কলেজে পতাকা উত্তোলন, বিবেক মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবর্গ। উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, বিডিও, কাউন্সিলরবৃন্দ, সমাজসেবী এম এম মুন্সী, এম আই সি মেম্বার, অধ্যক্ষ, যুব কল্যাণ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে অঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা চলে।

posted from Bloggeroid

উখরিদে তৃনমূলের কর্মী সম্মেলন


কৃষ্ণ সাহা

আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন কে সামনে রেখে খন্ডঘোষের উখরিদ অঞ্চলে একটি কর্মী সভা করলো তৃনমূল কংগ্রেস।

posted from Bloggeroid

খন্ডঘোষে ছাত্র যুব উৎসব



কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমানের খণ্ডঘোষের পলেমপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল ছাত্রযুব উৎসব। প্রদীপ উজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ,জেলা পরিষদের ,সহ সভাধিপতি সম্পা ধারা, জেলা পরিষদের

সদস্য অপার্থিব ইসলাম। বিডিও কমল কান্তি , পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবি রায়, এছাড়াও যুবকল্যান দপ্তরের আধিকারিক।

posted from Bloggeroid

খন্ডঘোষের কুমিরকোলায় রাধাগোবিন্দ মিলন মেলা



কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলা রাধাগোবিন্দ মিলন মেলা উদ্বোধন হল আজ। ১৫০তম বর্ষে মেলার উদ্বোধন করলেন রাজ্যে মন্ত্রী শ্যামল সাঁতরা।

উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমেতির সভাপতি বাসবি রায়, পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দত্ত এছাড়া খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন প্রধান উপপ্রধানরা।

posted from Bloggeroid

পুরুলিয়ায় হোলসেল কঞ্জুমার কমিটি গঠন

সঞ্জয় হালদার

আজ 19শে জানুয়ারী 2018 পুরুলিয়া সমবায় ভবনে পুরুলিয়া জেলা

হোলসেল কঞ্জুমার কোপারেটিভ এর বোর্ড অফ ডায়রেক্টারস গঠন হলো।চেয়ারম্যান হলেন শ্যামল চ্যাটার্জীএবং ভাইস চেয়ারম্যান কৃত্যন চন্দ্র মাহাত।

posted from Bloggeroid

মেমারি বিধায়িকার দুর্ব্যবহারের প্রতিবাদে পোস্টার

সেখ সামসুদ্দিন

মেমারি পুর শহরে বিধায়িকা নার্গিস বেগমের স্বৈরাচারী ব্যবহারের প্রতিবাদে পোস্টার পড়েছে। কে বা কারা রাতের অন্ধকারে মেমারি কলেজ, পুরসভার সামনে সহ শহরের বিভিন্ন স্থানে পোস্টার

লাগিয়ে দেয়। সম্প্রতি ব্ইমেলা, শ্রমিক মেলা সহ বিভিন্ন মঞ্চে এমপি সহ জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের সঙ্গে বিধায়িকার দুর্ব্যবহারে সাধারণ মানুষ ক্ষুব্ধ বলে জানা গেছে।

posted from Bloggeroid

চলে গেলেন ঝুমুর শিল্পী মিহির লাল সিংদেও

সঞ্জয় হালদার

চলে গেলেন ঝুমুর শিল্পী মিহির লাল সিংদেও। টুসু গীতের অনুরণন যখন কানে বাজছে, আমনকাটা রিক্ত ক্ষেতে কন্যা

বিদায়ের করুণ সুর খেলে যাচ্ছে- ঠিক তখনই থমকে গেল রুখাভূমির সাংগীতিক প্রাণ স্পন্দনটি, মানভূমের কোল খালি করে চিরতরে চলে গেলেন কৃতী সন্তান ঝুমুর শিল্পী মিহির লাল সিং দেও।
মিহির লাল সিংদেও-এর জন্মভুমি পুরুলিয়া জেলার কেন্দা থানার রাজনোয়াগড় গ্রাম। পিতৃকুল পঞ্চকোট রাজবংশ। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র থেকে বি-মিউজ করে মাটির গান ঝুমুরকে আঁকড়ে ধরে রাঢ় ভূমিতে পরিচিত হয়েছিলেন ঝুমুর সম্রাট হিসেবে। বিরল সংগীত প্রতিভার জন্য 'বিড়লা একাডেমী অব আর্টস এন্ড কালচার' কর্তৃক 'পুরুলিয়ার পরশমণি' ও 'মানভুম রত্ন' উপাধি পেয়েছিলেন । মাত্র কয়েক বছর আগে (২০১৩) শিল্পীকে লালন পুরস্কারে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার।

posted from Bloggeroid

বৃহস্পতিবার, জানুয়ারী ১৮, ২০১৮

উচালন উৎসবের সূচনায় অভিনেতা অরিন্দম



কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের উচালনে শুরু হল সাত দিনের উচালন উৎসব। উদ্বোধন করলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলী।প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসব প্রাঙ্গনে।

posted from Bloggeroid

ভিন রাজ্যে মৃত মাধবডিহির যুবক



কৃষ্ণ সাহা

পুর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার কামারহাটির বাসিন্দা অমিত বাগ (২৩), ভীনরাজ্যে কাজ করতে গিয়ে মারা যায়।আজ তার দেহ এলো গ্রামে।এলাকায় শোকের ছায়া।

posted from Bloggeroid

মেমারিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

সেখ সামসুদ্দিন

মেমারি পুরসভার ইছাপুর ফুটবল মাঠে মেমারি ১ বিডিও একাদশ বনাম পঞ্চায়েত সমিতি একাদশ ক্রিকেট প্রতিযোগিতায় পঞ্চায়েত সমিতি জয়ী হয়। খেলোয়াড়দের উৎসাহিত করতে ও পুরস্কার বিতরিণী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, সভাপতি সহ কর্মাধ্যক্ষবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

posted from Bloggeroid

মেমারি বইমেলা কমিটির রক্তদান শিবির


সেখ সামসুদ্দিন

মেমারি বইমেলা কমিটির উদ্দোগে বিশ্বশ্রী কন্যাশ্রী মঞ্চে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়। এদিন ১৫ জন মহিলা সহ মোট ৫৫জন রক্ত দেন। রক্তদাতাদের উৎসাহিত করতে সব সময়ের জন্য উপস্থিত ছিলেন মেমারি বইমেলা কমিটির সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী।

posted from Bloggeroid

মেমারি ১ ব্লকে শিবির করে শংসাপত্র বিলি

সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বান কোলের উদ্যোগে মেমারি ১ ব্লকের ব্যবস্থাপনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মেমারি ১ ব্লক অফিস প্রাঙ্গনে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির করা হয়। মহকুমা শাসক এবং বিডিও জানান - এই ব্লকের প্রতিবন্ধীদের আজকে

আবেদন জমা নিয়ে ডাক্তারী পরীক্ষা সহ নথীপত্র যাচাই করে আজকেই শংসাপত্র প্রদান করা হবে। এছাড়াও নিউরো, অর্থো, শিশু সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তদারকিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, বিডিও, জয়েন্ট বিডিও, বিএমওএইচ, সিডিপিও সহ কর্মাধ্যক্ষবৃন্দ।

posted from Bloggeroid

বান্দোয়ানে ছাত্র যুব উৎসব

সঞ্জয় হালদার



বান্দোয়ান ব্লক এর মুক্তমঞ্চে শুভ উদ্বোধন হল ছাত্র-যুব উৎসব ২০১৭-১৮। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলেন এলাকার বিধায়ক রাজীবলোচন সরেন মহাশয়, উপস্থিত ছিলেন বিডিও মহাদ্যুতি অধিকারী মহাশয়, এলাকার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রঘুনাথ মাঝি মহাশয়, জেলাপরিষদ সদস্যা ভাস্বতী মাঝি মহাশয়া, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্য্যকরি সভাপতি বঙ্কিম সিং ও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

posted from Bloggeroid

ইন্দপুর থানার পুরস্কার বিতরণী


শুভেন্দু তন্তুবায়


বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দপুর থানার ব্যবস্থাপনায় পথ সচেতনতা সপ্তাহের শেষ দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল ।গত বুধবার সকালে এলাকার স্কুল ছাত্রীদের নিয়ে ইন্দপুর -বাংলা বাজারে পথ পরিক্রমার মাধ্যমে পথ সচেতনতার প্রচার নিয়ে একটি শোভাযাত্রা হয় । এদিন বিকেলে দৌড় প্রতিযোগিতা ও ভলিবল প্রতিযোগিতার পুরষ্কার দেওয়া হয় ।এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, এস ডি পি ও খাতড়া বিশপ সরকার, ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল, শিক্ষক অসিত লায়েক, অম্বুজ দাস প্রমুখ ।

posted from Bloggeroid

মুক্তবাংলা পত্রিকার বেবি শো



বর্ধমান শহরের টাউনে হলে জেলার অন্যতম প্রাচিন দৈনিক পত্রিকা মুক্তবাংলার উদ্যোগে একটি বেবি শো এর আযোজন করা হয় । মুক্তবাংলার পক্ষে প্রসেনজিৎ সামন্ত জানিয়েছেন , এ বছর এই বেবি শো ২য় বর্ষে পদার্পণ করল । জেলার ১৫ জন শিশু কে নিয়ে অনুষ্ঠিত হয় এই বেবি শোটি ।বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তবাংলার প্রকাশক শ্যমলী সামন্ত , সেন্ট পলস একাডেমির প্রিন্সপাল জন মজুনদার , আইনজীবি কমল দত্ত , বিউটি সিযান সুহিরা ব্যাজার্জী , সামাজ সেবী সুশীল দত্ত এবং বিশিষ্ট ফটো গ্রাফার শনু সেন প্রমুখ ।প্রতিযোগিতায় প্রথম হয় শরন্যা মোদক দ্বিতীয় গুলনাজ সুলতানা এবং তৃতীয় হয় হয় স়্ঞ্জিদা নিগর একই সাথে ৬ টি আলাদা আলাদা বিভাগে ৬ জন কে পুরস্কৃত করা হয় ।বিভিন্ন রকম পারফমেন্সে মঞ্চ মাতিয়ে দেয় কচিকাচারা । নজর কারে তৃতীয় রাউন্ডে বাবা – মা কে নিয়ে মঞ্চে হাজির হওয়া খুদের পারফমেন্স । এই রাউন্ডে ১৫ জন প্রতিযোগিতাদের বাবা মার হাত ধরে মঞ্চে ওঠে এবং প্রত্যের হাতে ছিল বিভিন্ন সামাজিক বার্তাম্বলীত প্লাকেড ।সফল প্রতিযোগিদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন ।

posted from Bloggeroid

মেমারিতে ৩০০ জন কে মুরগীর বাচ্চা বিলি

সেখ সামসুদ্দিন


পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। বিএলডিও ডা. মনোতোষ মন্ডল জানান দলুইবাজার ১ অঞ্চলে ১৩০ জন, গন্তার ১ অঞ্চলে ১৩০ এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ জন মোট ৩০০ জনের হাতে ১০ টি করে ২৮ দিনের বাচ্চা দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার,

কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সমাজসেবী এম এম মুন্সী, প্রাণীমিত্রাবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

posted from Bloggeroid

মেমারিতে ছাত্র যুব উৎসব

সেখ সামসুদ্দিন

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি ১ ও ২ ব্লকে ১৭ থেকে ১৮ জানুয়ারী ছাত্র যুব উৎসবের উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম। মেমারি ১ বিডিও অফিসের উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, যুব কল্যান আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মুদি, সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ কর্মাধ্যক্ষবৃন্দ। মেমারি ২ এর সাতগেছিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হয় এবং মেমারি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডা. রেখা পাত্র সহ অন্যান্য কর্মাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় স্থানেই নানান বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।

posted from Bloggeroid

বুধবার, জানুয়ারী ১৭, ২০১৮

জামালপুরে বাস দুর্ঘটনায় জখম ৪০

আজ সকালে যাত্রী বোঝাই বেসরকারী বাস উল্টে জখম ৪০ ।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। বেসরকারী বাসটি জামালপুর থেকে তারকেশ্বর যাওয়ার পথে জোড়বাঁধের কাছে উল্টো যায়। খারাপ রাস্তার কারণে বাসের পাতি ভেঙে গিয়েই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER