মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২০

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আজ অনাস্থা ভাটপাড়ায়

মোল্লা জসিমউদ্দিন (টিপু)   

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ভাটপাড়া পুরসভার অনাস্থা মামলাটি উঠে। এদিন ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গেল বেঞ্চের রায় কে খারিজ করে জানিয়ে দেয় - 'মঙ্গলবার বেলা একটা নাগাদ  নির্বাচন কমিশনের উপস্থিতিতে ডিএম - এসপির পরিচালনায় অনাস্থা ভোট হবে। পুরো অনাস্থা ভোট প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং চলবে।আগামী বৃহস্পতিবার ডিএম মুখবন্ধ খামে এই অনাস্থা ভোট নিয়ে রিপোর্ট দেবেন   '। সেইসাথে এই পুরসভার সমস্ত কাউন্সিলারের নিরাপত্তা সুনিশ্চিত করার আদেশনামা জারী হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে এই মামলার রায়দানে সেদিনকার অনাস্থা ভোট বাতিল হয়েছিল। তড়িঘড়ি শুক্রবারেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আপিল করে ভাটপাড়া পুরসভার তিন তৃনমূল কাউন্সিলার। তবে রায়ের প্রত্যায়িত কপি পিটিশনে না থাকায় শুক্রবার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়। সোমবার দুপুরে পুনরায় এই মামলাটি উঠে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখানে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে মঙ্গলবার বেলা একটার মধ্যে নির্বাচন কমিশনের উপস্থিতিতে ডিএম - এসপির পরিচালনায় অনাস্থা ভোট করার নির্দেশ জারী হয়। আগামী বৃহস্পতিবার ডিএম অনাস্থা ভোটপর্ব নিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে।      ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ - 'গত ২ জানুয়ারি পুর চেয়ারম্যানের অনাস্থাপ্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা ছিল না '। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৩৫ টি ওয়ার্ড রয়েছে। গত লোকসভা নির্বাচনে একদা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং সাংসদ হওয়ায় এই আসন টি খালি হয়। এছাড়া একজন কাউন্সিলার মারা গেছেন। অর্থাৎ ৩৩ জন কাউন্সিলার রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭ জন কাউন্সিলার। গত বৃহস্পতিবার অনাস্থা ভোটে তৃণমূলের পক্ষে ১৯ টি ভোট পড়েছিল। এই পুরসভায় একজন বামেদের কাউন্সিলার রয়েছেন। যিনি বরাবরই ভোটদানে বিরত থাকেন।  লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা পরবর্তী ২৯ জন কাউন্সিলার তৃনমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই ফিরেছেন পুরাতন দলে (তৃণমূল) । এখন দেখার দলবদলের খেলায় কারা বাজিমাৎ করে ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোটে।                                                                                                                                                            

শনিবার, জানুয়ারী ০৪, ২০২০

ভাটপাড়া পুরসভার অনাস্থার দ্রুত শুনানির আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে

মোল্লা জসিমউদ্দিন  

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহারর সিঙ্গেল বেঞ্চে ভাটপাড়া পুরসভার অনাস্থা মামলায় ধাক্কা খাওয়ার পর আজ অর্থাৎ শুক্রবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে দ্রুত আপিলের জন্য পুনরায় ধাক্কা খেল এই রাজ্যের শাসক শিবির। সিঙ্গেল বেঞ্চের  রায়ের প্রতিলিপি ছাড়াই আপিল এবং পাল্টা মামলার পিটিশন দাখিল করেন ভাটপাড়ার ৩ জন তৃণমূল কাউন্সিলার। এই 'কাগজহীন' পিটিশনে আবার দ্রুত শুনানির আর্জি রাখা হয়। তাতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় - ' কিসের ভিক্তিতে এই পিটিশন?  এত তাড়াহুড়ো করে শুনানি কেন?  আগামী সোমবার শুনানি হলে আকাশ থেকে স্বর্গ ভেঙ্গে পড়বেনা!'। বিচারপতি অবশ্য সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রতিলিপি নিয়ে সোমবার নুতন করে পিটিশন দাখিল করার পরামর্শ দিয়েছেন বলে আদালত সুত্রে প্রকাশ। সাধারণত কোন মামলার বিরুদ্ধে আপিল কিংবা পাল্টা মামলা  করতে গেলে আগেকার জাজমেন্ট এর প্রতিলিপি আবশ্যিক লাগে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে ভাটপাড়া পুরসভার অনাস্থা বিষয়ক মামলার রায়দান ঘটে। সেই মামলা কলকাতা হাইকোর্টের নিজস্ব ওয়েবসাইটে আপলোড হতে নুন্যতম একদিন সময়সীমা লাগে। সেখানে গত বৃহস্পতিবার এজলাসে রায় দেখে শুক্রবার সকাল দশটা নাগাদই ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল হয় আগেকার সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রতিলিপি ছাড়াই। এই পদ্ধতিগত বিষয়ের জন্য এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মৃদু সমালোচিত হল রাজ্যের শাসক দল।  জানা গেছে, গত বৃহস্পতিবার ২০১৬ সালে পুরুলিয়ার ঝালদা পুরসভার মামলার রায়দান উল্লেখ করে বিচারপতি অরিন্দম সিনহা ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট খারিজ করেন। উল্লেখ্য, গত   বৃহস্পতিবার কলকাতার হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার অনাস্থা বিষয়ক মামলাটি উঠেছিল। দফায় দফায় বাদী-বিবাদী পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি অনাস্থা ভোট টি বাতিল করে দেন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অরিন্দম সিনহার পর্যবেক্ষণ ছিল - 'গত ডিসেম্বর মাসের তৃনমূলের তিনজন কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব টি অবৈধ।তাই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় যে ভোটাভুটি হয়েছিল ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। সেটি অবৈধ '।গত ১৯ ডিসেম্বর পুর চেয়ারম্যান আগামী ২০ জানুয়ারি যে অনাস্থাপ্রস্তাব বৈঠক পাশ করেছেন, সেটি বৈধ বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট এর বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চ । গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯-০ ব্যবধানে ভাটপাড়া পুরসভার দখল নিয়েছিল তৃনমূল। এই অনাস্থা ভোটে বিজেপি গড়হাজির ছিল।একদিকে যেমন ভাটপাড়ায় অনাস্থা ভোট চলছিল, ঠিক তখনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে এই অনাস্থা ভোট নিয়ে দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব চলেছিল। বৃহস্পতিবার বেলা শেষে হাইকোর্ট জানিয়ে দেয় - 'তৃনমূলের তিন কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব টি অবৈধ। তাই চেয়ারম্যান অপসারণের ভোটাভুটি টি বেআইনী। সেইসাথে খারিজ হল অনাস্থা টি'। পুরআইন মেনে চলতে হবে বলেও আদেশনামায় উল্লেখ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল একদা পুর চেয়ারম্যান অর্জুন সিং কে ২২-১১ ব্যবধানে পরাজিত করে তৃনমূল। অর্জুন সিং এর তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করাতে এই রাজনৈতিক পরিণতি বলে ওয়াকিবহাল মহল মনে করে।লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় সাফল্য পেয়ে সাংসদ অর্জুন সিং তাঁর ভাইপো সৌরভ সিংহ কে পুর চেয়ারম্যান পদে বসান। এরপরে তৃনমূলের ৩ কাউন্সিলার বিজেপির পুর চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আনেন। ইতিমধ্যেই পুর চেয়ারম্যান বৈঠকের মাধ্যমে জানিয়েছেন - আগামী ২০ জানুয়ারি অনাস্থা প্রস্তাব বৈঠক আনা হবে। তড়িঘড়ি তৃনমূল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯-০ ব্যবধানে দখল নিয়েছিল ভাটপাড়া পুরসভা।একই দিনে বিজেপির কাউন্সিলাররা এই অনাস্থা ভোটের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন   । তাতে কলকাতা হাইকোর্ট এই অনাস্থা মামলায় জানিয়ে দেয় ভাটপাড়ার অনাস্থা ভোট বে আইনী। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে শুক্রবার সকাল দশটা নাগাদ সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রতিলিপি ছাড়াই আপিল এবং পাল্টা মামলার পিটিশন দাখিল হয়। সেখানে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় -' কিসের ভিক্তিতে জরুরি শুনানি? রায়ের প্রতিলিপি ছাড়া এই আবেদন গ্রাহ্য নয় '। সেইসাথে আগামী সোমবার সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রতিলিপি নিয়ে পিটিশন দাখিল করার পরামর্শ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেভাবে দ্রুত শুনানির আর্জি রাখা হয়েছিল, তা নিয়েও মৃদু সমালোচিত হয় তৃনমূল শিবির।                                                                                                                                                                                                    

শুক্রবার, জানুয়ারী ০৩, ২০২০

ভাটপাড়া পুরসভার অনাস্থার বিরুদ্ধে আপিল করার পথে শাসক শিবির

মোল্লা জসিমউদ্দিন  

বৃহস্পতিবার কলকাতার হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার অনাস্থা বিষয়ক মামলাটি উঠে। দফায় দফায় বাদী-বিবাদী পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি আজকের অনাস্থা ভোট টি বাতিল করে দেন। বিচারপতির পর্যবেক্ষণ - 'গত  ডিসেম্বর মাসের   তৃনমূলের তিনজন কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব টি অবৈধ।তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় যে ভোটাভুটি হয়েছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। সেটি অবৈধ '।গত ১৯ ডিসেম্বর পুর চেয়ারম্যান আগামী ২০ জানুয়ারি যে অনাস্থাপ্রস্তাব বৈঠক পাশ করেছেন, সেটি বৈধ বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সংবাদমাধ্যম কে এক সাক্ষাতকারে উত্তর ২৪ পরগণার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন - " পুর আইন মেনে বৃহস্পতিবারের ভাটপাড়া পুরসভার অনাস্থা টি হয়েছে। তাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হবে"। সম্ভবত শুক্রবার কিংবা সোমবার বলে জানিয়েছেন তিনি। অপরদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সংবাদমাধ্যম কে বলেন - "ভাটপাড়ার বেশিরভাগ কাউন্সিলার কে গান পয়েন্টে রেখে অনাস্থা চালিয়েছে তৃণমূল। ওরা পুলিশ প্রশাসন কে কাজে লাগিয়ে বেআইনী পদক্ষেপ নিয়েছিল। তা মহামান্য আদালত খারিজ করেছে"। তিনি সম্প্রতি ভাটপাড়ার এক কো অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান পদে রাজ্য সরকারের অপসারণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়েরও উল্লেখ করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯-০ ব্যবধানে ভাটপাড়া পুরসভার দখল নেয় তৃনমূল। এই অনাস্থা ভোটে বিজেপি গড়হাজির ছিল।একদিকে যেমন ভাটপাড়ায় অনাস্থা ভোট চলছিল, ঠিক তখনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে এই অনাস্থা ভোট নিয়ে দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব চলে। বেলা শেষে হাইকোর্ট জানিয়ে দেয় - 'তৃনমূলের তিন কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব টি অবৈধ। তাই আজকের চেয়ারম্যান অপসারণের ভোটাভুটি বেআইনী। সেইসাথে খারিজ হল অনাস্থা টি'। পুরআইন মেনে চলতে হবে বলেও আদেশনামায় উল্লেখ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল একদা পুর চেয়ারম্যান অর্জুন সিং কে ২২-১১ ব্যবধানে পরাজিত করে তৃনমূল। অর্জুন সিং এর তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করাতে এই রাজনৈতিক পরিণতি বলে ওয়াকিবহাল মহল মনে করে।লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় সাফল্য পেয়ে সাংসদ অর্জুন সিং তাঁর ভাইপো সৌরভ সিংহ কে পুর চেয়ারম্যান পদে বসান। এরপরে তৃনমূলের ৩ কাউন্সিলার বিজেপির পুর চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আনেন। ইতিমধ্যেই পুর চেয়ারম্যান বৈঠকের মাধ্যমে জানিয়েছেন - আগামী ২০ জানুয়ারি অনাস্থা প্রস্তাব বৈঠক  আনা হবে। তড়িঘড়ি তৃনমূল আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯-০ ব্যবধানে দখল নেয় ভাটপাড়া পুরসভা।একই দিনে বিজেপির কাউন্সিলাররা এই অনাস্থা ভোটের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন   । তাতে কলকাতা হাইকোর্ট এই অনাস্থা মামলায় জানিয়ে দেয় ভাটপাড়ার আজকের অনাস্থা ভোট বে আইনী। তবে হাল ছাড়েনি এই রাজ্যের শাসকদল। খাদ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন - এই মামলার রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হবে।                                                                                                                                                                                                       

    

বার কাউন্সিলের কাছে অসুস্থ আইনজীবীর পাশে দাঁড়ানোর আর্জি

মোল্লা জসিমউদ্দিন  

দীর্ঘ ৩৫ টা বছর জেলা আদালতে দাপটের সাথে আইনজীবী হিসাবে কাজ করে গেছেন। বছর ৫ হলো শারীরিক অসুস্থতায় কর্মস্থল হাওড়া আদালতে পা পড়েনি। কেননা তিনি নানান শারীরিক রোগে আক্রান্ত। একপ্রকার শয্যাশায়ী বলা যায়। হ্যা হাওড়া জেলা আদালতে আইনজীবী বরুণ দে সরকার  হার্ট সহ রক্তের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরবন্দী এখন। আইনী পেশার বাইরে দীর্ঘদিন চলে যাওয়ায় সাংসারিক খরচ আসে না। চিকিৎসার পেছনে  অনেক অর্থকড়ি চলে গেছে। বিকল্প আয়ের সূযোগ নেই, তাছাড়া একদা 'বুনিয়াদিয়ানা' থাকলেও আর্থিক হালে বেহাল তাঁর পরিবার।দাবি,  বারবার 'বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল' কে লিখিত জানিয়ে আর্থিক সহযোগিতা পাননি তিনি। যদিও বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধি আনসার মন্ডল জানান - "আমাদের কে মেডিক্যাল বিল সহ আবেদন করলে, তা আমরা কর্মসমিতির বৈঠক করে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করবো"। গত মঙ্গলবার বিকেলে সতীর্থ আইনজীবী বন্ধুরা গিয়েছিলেন বরুণ বাবুর হাওড়ার বাড়িতে। সিটি সেশন কোর্টের বর্ষীয়ান আইনজীবী অলোক কুমার দাস বলেন - " আমরা আমাদের মত পাশে থাকি, তবে বার কাউন্সিল পাশে দাঁড়ালে খুব ভালো হত"। এলাকা সুত্রে প্রকাশ, অভিজাত পরিবারের সন্তান বরুণ দে সরকার হাওড়া জেলা আদালতে সিভিল ও ক্রিমিনাল বিভাগে প্রায় ৩৫ বছর দাপিয়ে আইনজীবী হিসাবে কাজ করে গেছেন। ২০১৪ সালের পর শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় আর আদালত মুখি নেই বললেই চলে। এই পরিবারের মূলত আয় আসত আইনী পেশা থেকে। সেটি প্রায় ৫ বছর বন্ধ থাকায় জমানো অর্থ চিকিৎসার পেছনে খরচ হয়েছে। সেইসাথে সাংসারিক খরচ তো আছেই। ঠিক এইরকম পরিস্থিতিতে একপ্রকার চরম আর্থিক দুর্দশায় রয়েছে বরুণ বাবুর পরিবার। তাই বার কাউন্সিল অন্ততঃ মেডিক্যাল খরচ বহন করুক, তা চাইছেন হাওড়া জেলা আদালত সহ কলকাতার বিভিন্ন আদালতের আইনজীবীদের একাংশ। রাজ্য সরকার যদি এগিয়ে আসে এই আইনজীবী পরিবারের পাশে, তার থেকে ভালো কিছু হবেনা। তা মনে করছেন স্থানীয়রা।                                                                                                                            
     

বৃহস্পতিবার, জানুয়ারী ০২, ২০২০

মঙ্গলকোট কোনদিন ভূলবেনা রাজু ডাক্তার কে

মোল্লা জসিমউদ্দিন  

মঙ্গলকোটের প্রখ্যাত চিকিৎসক রেজাউল করিম চৌধুরী ওরফে রাজু ডাক্তার (৫৯) মারা গেলেন। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন বড়বাজারে নিজ বাসভবনে শ্বাসজনিত কারণে মারা যান। বুধবার বেলা বারোটায় বড়বাজারের হোসেন শাহের মসজিদে তাঁর জানাযা সম্পন্ন হয়। হাজারের বেশি ব্যক্তি এই জানাযায় যোগ দেন। এরপর তাঁর মৃতদেহ পৈতৃক ভিটা পালিশগ্রামে দাফন করা হয়। মঙ্গলকোট ব্লক হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিডিও মুস্তাক আহমেদ, ওসি মিঠুন ঘোষ, বিএমওএইচ  ডঃ জুলফিকার আলি,ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী প্রমুখ শোকপ্রকাশ করেছেন। যারা একদা মঙ্গলকোটে ওসি/বিডিও/বিএমওএইচ পদে কর্মরত ছিলেন সেইসব অফিসাররাও শোক প্রকাশ করেছেন। গরিব মানুষজনদের কাছে 'কাছের' ডাক্তার হিসাবে সুপরিচিত ছিলেন মঙ্গলকোট সহ সীমান্তবর্তী বীরভূমের নানুর থানা এলাকায়। গভীর রাতে কেউ অসুস্থ হলে নিজেই স্কুটার চালিয়ে হাজির হয়ে যেতেন রোগীর পরিবারের বাড়ীতে। তাঁর বাবাও ছিলেন অনুরূপ সুচিকিৎসক।তিনি কলকাতা  হাইকোর্টের  স্বনামধন্য  সার্ভিস  ম্যাটার সংক্রান্ত বর্ষীয়ান আইনজীবী  এক্রামূল বারির নিকটাত্মীয়। এই চিকিৎসক কে  ২০১৭ সালে ৩ রা মার্চ  কুমুদ সাহিত্য  মেলায় 'মঙ্গলকোট রত্ন' সম্মান জানানো হয়েছিল তাঁর চিকিৎসায় নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করার জন্য। 

বুধবার, জানুয়ারী ০১, ২০২০

বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় হাইকোর্টের দারস্থ মুকুল রায়

মোল্লা জসিমউদ্দিন  

চলতি সপ্তাহে সম্ভবত ৩ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে তৃণমূল বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়ের আগাম জামিনের মামলায় শুনানি হতে পারে। নিহত বিধায়কের স্ত্রীর নিম্ন আদালতে পুনরায় তদন্তের আবেদন মঞ্জুর হওয়ায় মুকুল রায় তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন বলে প্রকাশ। ২০১৭ সালে নভেম্বর মাসের পর একদা তৃনমূলের 'চাণক্য' মুকুল রায়  দলবদলের পর রাজনৈতিক আক্রোশে ২৫ টি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ১২ টি মামলা আদালতের তরফে খারিজ হয়েছে। এইমুহূর্তে  সরশুনায় রেলবোর্ড প্রতারণা মামলা, বড়বাজারে তোলাবাজির মামলার পাশাপাশি বীরভূমের লাভপুরের তিনভাই খুনের মামলার সাথে নদীয়ার তৃনমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নাম জড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের। প্রায় মামলায় আইনী রক্ষাকবচ মিললেও নদীয়ার বিধায়ক খুনে আইনী রক্ষাকবচ মিলেনি। উল্লেখ্য, এই খুনের মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি নিম্ন আদালতে দ্বিতীয় পয্যায়ে পুনরায় তদন্তের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। সেসময় অভিযুক্ত মুকুল রায় কলকাতা হাইকোর্টের দারস্থ হলেও তা খারিজ হয়। কেননা নিম্ন আদালতে সিআইডির আবেদন টি খারিজ হয় বলে। তবে সম্প্রতি নিহত বিধায়কের স্ত্রী দিপালী  বিশ্বাস নিম্ন আদালতে সত্যজিৎ বিশ্বাস খুনে পুনরায় তদন্তের আর্জি রাখেন। তাতে সংশ্লিষ্ট এজলাসের বিচারক সেই আর্জি মঞ্জুর করায়,  মুকুল রায়ের গ্রেপ্তারির সম্ভাবনা বেড়ে যায়। তাই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন রাখেন টি মুকুল রায়।  উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন সন্ধেবেলায় নদীয়ার  হাঁসখালি এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই খুনে সুজিত মন্ডল এবং কার্তিক মন্ডল নামে   দুজন এলাকাবাসী  গ্রেপ্তার হয়। এই দুজন ছাড়াও নদীয়ার বিজেপির জেলা সভাপতি জগন্নাথ সরকার এবং বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের নাম জড়ায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে। এই খুনে পুলিশি নিস্ক্রিয়তার জন্য তৎকালীন ওসি অনিন্দ বসু সাময়িক বরখাস্ত হন। সেইসাথে নিহত বিধায়কের দেহরক্ষীও বরখাস্ত হন। বর্তমানে এই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।খুনের দিন নিহতের বিধায়কের সাথে দেহরক্ষী ছিলেন না। কেননা সেসময় ছুটিতে ছিলেন দেহরক্ষী। কেন দেহরক্ষীর ছুটি মঞ্জুর করা হয়েছিল। তাও পুলিশের বিভাগীয় তদন্তে বারবার উঠে এসেছে। এই খুনের মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি নিম্ন আদালতে চার্জশিট দাখিল করে থাকে। এরপর দ্বিতীয় পয্যায়ে পুনরায় তদন্তের পিটিশন জানায় সংশ্লিষ্ট এজলাসে। সেসময় সেই পিটিশন খারিজ হয়। সম্প্রতি নিহতের স্ত্রী নিম্ন আদালতে পুনরায় তদন্তের আবেদন রাখেন। তাতে সেই আবেদন মঞ্জুর হয়। আর এতেই সিঁদুরে কালো মেঘ দেখে মুকুল শিবির। সেজন্য আগাম জামিন পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ হন মুকুলের আইনজীবী। চলতি সপ্তাহে সম্ভবত ৩ জানুয়ারি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।                                                                                                                                                                                                                        

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

মারা গেলেন মঙ্গলকোটের রাজু ডাক্তার

মারা গেলেন  মঙ্গলকোটের  বিখ্যাত  চিকিৎসক রেজাউল  করিম  চৌধুরী ওরফে রাজু ডাক্তার। মঙ্গলকোটের  নুতনহাট (বড়বাজার) এলাকায় বাড়ি। মঙ্গলকোটের পাশাপাশি সীমান্তবর্তী বীরভূমের নানুর এলাকায় জনপ্রিয় চিকিৎসক ছিলেন তিনি। গরিবদের কাছে কোন ফি নিতেন না। মঙ্গলকোট ব্লক হাসপাতালে দীর্ঘদিন ধরে  চিকিৎসা করেছেন তিনি। তাঁর বাবাও ছিলেন  সু চিকিৎসক। তিনি কলকাতা  হাইকোর্টের  স্বনামধন্য  সার্ভিস  ম্যাটার সংক্রান্ত আইনজীবী  এক্রামূল বারির নিকটাত্মীয়। ২০১৭ সালে ৩ রা মার্চ এই চিকিৎসক কে আমরা কুমুদ সাহিত্য  মেলায় 'মঙ্গলকোট রত্ন' সম্মান জানিয়েছি। আমার প্রয়াত বাবা ( বিচারক - মোল্লা নুরুল হোদার কাছের ব্যক্তি ছিলেন) । নানান স্মৃতি রইছে উনা কে ঘিরে। উনার আত্মার শান্তি কামনা করি। 

💐🙏 মোল্লা  জসিমউদ্দিন

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

পূর্ব বর্ধমানে আলু চাষে ক্ষতি এই আবহাওয়া

মোল্লা জসিমউদ্দিন  

কুয়াশার দাপট সপ্তাহভর অব্যাহত থাকলেও গত বৃহস্পতিবার ঝিরিঝিরি বৃষ্টি শস্যগোলা বর্ধমানে আলু চাষিদের বাড়িয়েছে দুশ্চিন্তা। নবি ধসার প্রকোপে পূর্ব বর্ধমানে ক্ষতিগ্রস্ত মাঠের পর মাঠ।গতবারে ৫২ হাজার হেক্টর কৃষি জমিতে আলু চাষাবাদ হয়েছিল। এবার সেটা ৭০ হাজার হেক্টর জমি ছাড়িয়েছে আলু চাষে। আলু চাষের প্রথম পয্যায়ে  বুলবুল ঝড়ে ক্ষতিগস্ত হলেও মাঠ থেকে আলু তোলার আগে এইরুপ দশদিন রোদবিহীন প্রতিকূল আবহাওয়া আলু চাষীদের দুশ্চিন্তা কে বাড়িয়েছে বহুগুন৷ গত দশদিন বেশিরভাগ সময়ই ছিল কুয়াশাময়। তার উপর গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলে অকাল বৃষ্টিপাত। এই বৃষ্টি আলুর নবি ধসা প্রকোপের মধ্যে ফেলেছে বলে কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন। দিনের প্রায় সময় রোদ না থাকায় এই প্রকোপ ক্রমশ বাড়বে। জানুয়ারি মাসে শেষের দিকে মাঠ থেকে আলু তোলার কাজ শুরু হয়ে থাকে। এখন যা পরিস্থিতি তাতে মাঠে আলুর পচনশীলতা বেড়েই যাবে, যদি এই প্রতিকূল আবহাওয়া উন্নত হয়। তাহলে ক্ষতির পরিমাণ কমতে পারে। বিভিন্ন বাজারে আলুর দর কেজি প্রতি ২৫ টাকা। তাতে নুতন আলু ওঠা না অবধি দাম বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা এই মুহুর্তে বেশিরভাগ হিমঘরে মজুত পুরাতন আলু নেই বললেই চলে। এই রাজ্যের বেশিরভাগ আলু উৎপাদিত হয় পূর্ব বর্ধমান জেলায়। তাতে পূর্ব বর্ধমানে আলু চাষে ক্ষতি হলে তার রেশ পড়বে গোটা বাংলা জুড়ে। পূর্ব বর্ধমানের শক্তিগড়, মেমারি, রায়না, খন্ডঘোষ, কেতুগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া, কালনা, পূর্বস্থলী,ভাতার প্রভৃতি থানা এলাকায় ব্যাপক হারে আলু চাষ হয়। গতবারে সারা জেলায় ৫২ হাজার হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছিল। এবার সেটা ৭২ হাজার হেক্টরর মত। বুলবুল ঝড়ে সাময়িক ক্ষতি সহে এখন টানা দশদিনের প্রতিকূল আবহাওয়া সেইসাথে গত বৃহস্পতিবারের বৃষ্টি আলুচাষীদের দুশ্চিন্তা কে বাড়িয়েছে বহুগুণ। ঝলমলে রোদ না উঠলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। আলু চাষের পাশাপাশি সবজি চাষেও অনুরূপ বেহাল অবস্থা দেখা গেছে। ফুলকপি থেকে বেগুন সবেতেই পচনশীলতা দেখা যাচ্ছে।  মঙ্গলকোটের অজয় নদের উপকূলে থাকা কোগ্রাম - সাগিরা - কূলে গ্রামগুলিতে সবজি চাষ নির্ভর চাষীদের মাথায় হাত। বিভিন্ন সবজি ফলনে এই গ্রাম গুলি সবজি রপ্তানি  করে থাকে। সেখানে বেশিরভাগ মাঠে সবজির একাংশ পচে গেছে। এখন গ্রামীণ হাট গুলিতে যা বাজারদর পান চাষিরা,  তাতে ফসল ফলানার খরচ উঠবে কিনা সন্দেহ। সবজি চাষিরা বেগুন কেজি প্রতি ৫ টাকায় বিক্রি করেন স্থানীয়  আড়তদারের কাছে। যেটা কলকাতায়  বিভিন্ন বাজারে বেগুনের কেজি ৫০ টাকার মত পৌঁছে যায় দশগুন বাজার মূল্যের একভাগ পান স্থানীয় চাষি। সেখানে প্রতিকূল আবহাওয়া যা, তাতে এই একভাগ আগামীতে মিলবে কিনা বোঝা মুস্কিল।                                                                                                                           

বিধান শিশু উদ্যানে বড়দিন মেলায় প্রবেশমূল্য নেই

পারিজাত মোল্লা   

প্রতি বছরের মতো এবছরেও কলকাতার হাডকো মোড় সংলগ্ন 'বিধান শিশু উদ্যান' চত্বরে সকাল থেকে কয়েকশো শিশু - কিশোরের কলকাকলিতে মুখরতি হল শিশু উদ্যান এলাকা । এইসব ক্ষুদেদের সাথে অবশ্যই ছিল তাদের বাবা মায়েরা। বড়দিন উৎসব উপলক্ষে উদ্যান জুড়ে উৎসবের আমেজ। গত ২৫ ডিসেম্বর শুরু হয়েছে, চলবে ১ লা জানুয়ারী পর্যন্ত। অনেকেই বাড়ি থেকে তৈরি করা খাবার নিয়ে সবুজ ঘাসের ওপর শতরঞ্জি বিছিয়ে শীতের আমেজ উপভোগে ব্যস্ত। যাদের বাড়ির তৈরি খাবার নেই তাদের জন্য তো বিধান শিশু উদ্যান জুড়ে রয়েছে ফুচকা,ভেলপুরী, ঘুঘনি সহ হরেক রকমের খাবারের আয়োজন। এইসব উৎসবের দিনগুলি বিধান শিশু উদ্যান হয়ে ওঠে সাধারণ ঘরের মানুষদের সত্যিকারের বেড়ানোর জায়গা। এখানে নেই কোনো প্রবেশ মূল্য। সপরিবারে যেমন হাজার হাজার মানুষ আসেন, তেমনি আবার বিভিন্ন বয়সের বন্ধুরা সব দল বেঁধে এসে আড্ডায় মেতে থাকে। ছোটোরা দৌড়দৌড়ি করছে সারা মাঠ জুড়ে। কেউ খেলছে ক্রিকেট। আবার অন্য কেউ বা র‍্যাকেট। অনেকেই খেলার উপকরণ হাতি কিংবা সিংহের পিঠে চেপে বসে আছে। বাবা মায়েরা মোবাইলে ফটাফট ছবি তুলছেন।দিচ্ছেন ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপে আপডেট।
এতো গেল শুধু বিধান শিশু উদ্যানের চিত্র। কিন্তু এর পাশাপাশি চলছে বিধান শিশু উদ্যান পরিচালিত সারা রাজ্যজুড়ে ২০২০ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের প্রস্তুতির হিসেবে বিএসইউ প্রয়াসের মক টেস্ট এর আয়োজন। এই মক টেস্ট চলবে ৩১ ডিসেম্বর পযর্ন্ত।এরপর ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস শুরু হচ্ছে । এই মকটেস্টের পর্ব শেষ হতে হতেই এসে যাবে মহাকাশ প্রদর্শনী ইসরোর সহযোগিতায়। ভারতবর্ষে মহাকাশ গবেষণার জনক ড.বিক্রম আম্বালা সারাভাইয়ের জন্মশতবর্ষ উৎযাপনের অঙ্গ হিসাবে বিধান শিশু উদ্যানে এই প্রদর্শনীর অন্য গুরুত্ব রয়েছে। আর অন্যান্য বছরের মতো প্রদর্শনীর পাশাপাশি চলবে কুইজ,বিতর্ক এবং তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা। অংশগ্রহণ করবে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা।২২ থেকে ২৪ জানুয়ারি চলবে এই আয়োজন। অবশ্যই থাকবে মডেল তৈরীর প্রতিযোগিতা। থাকছেই প্রতি বিভাগে প্রথম হওয়া ছাত্র ছাত্রীদের শিক্ষক শিক্ষিকাসহ নিঃখরচায় শিক্ষামূলক ভ্রমনের ব্যাবস্থা।উল্লেখ্য, বাংলার রুপকার মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত বিধান চন্দ্র রায় স্মরণে তাঁর একদা ডানহাত সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা কাঁনাদাদু খ্যাত অতুল্য ঘোষ এই বিধান শিশু উদ্যোন টি গড়েন। মূলত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য। এখানে ছবি আঁকা, সাঁতার শেখা থেকে বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন থাকে। নামমাত্র খরচে এই বিপুল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিধান শিশু উদ্যান সংস্থাটি। এই সংস্থার সম্পাদক গৌতম তালুকদার জানান - "বড়দিন উপলক্ষে ক্ষুদেদের বিনোদনের সমস্ত উপকরণ রয়েছে এই শিশু উদ্যানে, কোন প্রবেশমূল্য নেই "।



বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯

হাড়োয়ায় মহাসমারোহে পালিত হল উলগুলান


হাড়োয়ায় উলগুলান দিবস পালন 



নিজস্ব প্রতিনিধি,   

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া মাঝেরাইট এলাকায় (রাখাল পল্লী) পশ্চিমবঙ্গ আদিবাসী চেতনা সমিতি ও সংগ্রামী আদিবাসী মঞ্চের যৌথ উদ্যোগে মহান উলগুলান দিবস উদযাপিত হয়। বর্তমান সময়ে দেশের আদিবাসী দলিত ও সংখ্যালঘু মুসলিমদের অবস্থা নিয়ে আলোচনা হয়।।উপস্থিত প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন - "দেশের সংখ্যালঘুদের সাথে সাথে আদিবাসীরাও সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। বিভিন্ন জায়গাতে মব লিঞ্চিং এর শিকার হতে হয়েছে এই সমস্ত সম্প্রদায়ের মানুষদের কে। বর্তমান দেশের যে অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে তা বেশ কয়েক বছর ধরেই  পাওয়া যাচ্ছিল। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে অসহিষ্ণুতার মধ্য দিয়ে হিংসা ছড়িয়ে বিভেদ তৈরি করা। যা দেশের ঐতিহ্যের বিপরীত। আমাদের দেশ বৈচিত্রের মধ্যে ঐক্য এভাবেই আমরা চলতে শিখেছি"।পীরজাদা জনাব মহিবুল্লাহ হোসাইনী  বলেন - "১৯১৯ সালের ৯ জুন ইংরেজ কারাগারে বিষ প্রয়োগ করে বিরসা মুন্ডা কে মেরে ফেললেও তার উলগুলান আজও চলছে শুধুই ভারতবর্ষে নয় বিশ্বের দেশে দেশে মহাবিপ্লবী বিরসা মুন্ডা তার মতোই বেঁচে আছেন এবং চিরকাল বেঁচে থাকবেন বিশ্বের সংগ্রামী মানুষের মনের মনিকোঠা "। পি ওয়াই এফ এর রাজ্য সম্পাদক শিক্ষাবিদ জাকির হোসেন তিনি আদিবাসীদের ধর্ম সারনা অর্থাৎ প্রকৃতি পূজারী সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করলেন এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের তুলোধোনা করলেন। সংগ্রামী আদিবাসী মঞ্চের রাজ্য সম্পাদক শিক্ষক সুবোল সরদার বলেন -"  বিরসা মুন্ডা উলগুলান অনেক কিছু জ্বালাতে চেয়েছিলেন' উলগুলান এর আগুনে জঙ্গল জ্বলেনা শোষিত-বঞ্চিত মানুষের হৃদয় আর রক্ত জ্বলে"। এই সভায় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আখের আলী বৈদ্য, দেবু সরদার, সুকুমার সরদার, মৃত্যুঞ্জয় কুন্ডু, গণেশ সরদার, শুকদেব দাস প্রমুখ।

অন্যরকম বড়দিন পালনে মেমারি ফুড ক্লাব

সেখ সামসুদ্দিন
 
 আমীর - মধ্যবিত্ত বাড়িতে যেখানে বড় দিনে বড় বড় কেক কেটে আনন্দ করে, সেখানে দুঃস্থ পরিবারের  বাচ্চাগুলো পারে না" এই চিন্তা নিয়েই রৌনক প্রামাণিক এবং স্বাগতা বোস দুই কলেজ পড়ুয়া গত দুই বছর ধরে ২৫শে ডিসেম্বর মেমারির পিছিয়ে পড়া এলাকাগুলিতে গিয়ে বাচ্চাদের কেক চকলেট খাইয়ে আসেন। প্রচার বিমুখ মানসিকতা থাকলেও কিছু বেশি সংখ্যক বাচ্চাদের দেওয়ার জন্য "মেমারি ফুড ক্লাব" নামক ফেসবুক গ্রুপ তৈরি করে সেখান থেকে ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ অথবা সামগ্রী নিয়ে বাচ্চাদের মধ্যে তুলে দেন । আজ তারা ২০০ জনের অধিক বাচ্চাদের এই কেক চকলেট তুলে দেন । বাচ্চাদের মুখের হাসিই ওদের এই সামাজিক কাজের রসদ । আজকের প্রজন্মের স্যান্টাক্লজদের দেখে এলাকাবাসী খুশি তাই বেশকিছু মানুষও ওনাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছিলেন। উদ্যোগতারা জানিয়েছেন, এই কাজ প্রতি বছরই সাধ্যমত চালিয়ে এগিয়ে নিয়ে যাবেন ।

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

আবার রাজ্যসরকার পিছু হটলো, হাইকোর্টের নির্দেশে পদে ফিরলেন সাংসদ অর্জুন সিং

মোল্লা জসিমউদ্দিন  

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিজেপি সাংসদ অর্জুন সিং এর কো অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান পদে থাকা নিয়ে মামলা উঠে। বিজেপি সাংসদ অর্জুন সিংকে ভাটপাড়ার কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদে পূর্ণবহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ এই  নির্দেশ টি দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গল বেঞ্চ। অবিলম্বে প্রশাসক সরিয়ে সাংসদকে চেয়ারম্যান পদে পূর্ণবহালের নির্দেশ দিয়েছে উচ্চআদালত। আদালতের পর্যবেক্ষণ - কোন  কো অপারেটিভ ব্যাংকের বোর্ড ভাঙার রাজ্যের কোনও এক্তিয়ার নেই , যেখানে সরকারের কোনও অংশীদারিত্ব নেই। তাছাড়া কোনও আর্থিক সাহায্যও দেয়না সরকার'। হাইকোর্টে  সরকারপক্ষ দাবি করে - 'বোর্ডের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ছিল, সেকারণে বোর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সরকার'। তবে এই যুক্তি সন্তুষ্ট করতে পারেনি হাইকোর্ট কে। গত ১৪ মার্চ তৃণমূল ছেড়ে  বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। দলবদলের ৫ দিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ সরকার ওই ব্যাংকের বোর্ড ভেঙে রাজ্য সরকার  মনোনীত প্রশাসক নিযুক্ত করে। এর বিরুদ্ধে ২৫ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন  অর্জুন সিং। ১৪ মার্চ বিজেপিতে যোগদানের পর আর্থিক দুর্নীতির অভিযোগ এনে এই কো অপারেটিভ ব্যাংকের বোর্ড ভেঙে দেয় প্রশাসন। সেখানে প্রশাসক নিয়োগ করা হয় রাজ্যের তরফে। বেশ কয়েকটি শুনানির পর আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় - ভাটপাড়া কো অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান পদেই থাকবেন অর্জুন সিং। রাজ্য সরকারের এইভাবে বোর্ড ভাঙ্গা বেআইনী তাও জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।                         

রোহিঙ্গা দম্পতি কে এখনই বিতাড়িত করা যাবেনা , নির্দেশ হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এক রোহিঙ্গা দম্পতি কে ফেরত পাঠানো বিষয়ক মামলা উঠে। যেখানে বিচারপতি নির্দেশ দিয়েছেন - ' এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত রোহিঙ্গা দম্পতি কে বিতাড়িত করা যাবেনা '। সেইসাথে রোহিঙ্গাদের নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্যসরকারের কি অবস্থান?  তা জানাতে উভয় পক্ষকেই  আগামী ৮ জানুয়ারির মধ্যে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সুত্রে প্রকাশ, ২০১৭ সালে মায়ানমার থেকে প্রাণভয়ে ভারতে চলে আসে এক রোহিঙ্গা দম্পতি। সেসময় উত্তর ২৪ পরগণা জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। সংশ্লিষ্ট মহকুমা আদালতের নির্দেশে বেআইনী অনুপ্রবেশের দায়ে দু বছরের সাজা ঘোষণা হয়। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে তারা বিচারধীন বন্দি ছিলেন। সম্প্রতি এই রোহিঙ্গা দম্পতির সাজার মেয়াদ শেষ হলে রাজ্য সরকারের তরফে মায়ানমার সরকারের হাতে তুলে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তি কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয় এই রোহিঙ্গা দম্পতি। মঙ্গলবার দুপুরে এই মামলার শুনানি চলে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। সেখানে রোহিঙ্গা দম্পতির আইনজীবী বিচারপতির কাছে মানবিকতার অনুরোধে এই রোহিঙ্গা দম্পতি কে ভারত থেকে বিতাড়িত না করার আবেদন জানান। কেননা রোহিঙ্গা দম্পতি ওই দেশে গেলে তাদের মৃত্যু অনিবার্য। যেখানে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে রোহিঙ্গাদের নিয়ে মামলা বিবেচনাধীন। সর্বপরি 'ইউনাইটেড নেশন হাইকমিশনার ফর রিফিউজি' সংস্থার তরফে এই রোহিঙ্গা দম্পতি কে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এইবিধ সওয়াল-জবাব শোনার পর বিচারপতি রাজ্য সরকারের জারি করা দেশ থেকে বিতাড়িত করার বিজ্ঞপ্তি খারিজ করে দেন। এই মামলা শেষ না হওয়া পযন্ত রোহিঙ্গা দম্পতি এদেশেই থাকবেন তা নির্দেশে উল্লেখ করেন বিচারপতি । সেইসাথে রোহিঙ্গাদের নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কি অবস্থান তা লিখিতভাবে হলফনামা পেশের নির্দেশ দেন আগামী ৮ জানুয়ারির মধ্যে   । এছাড়া বিচারধীন রোহিঙ্গা দম্পতিদের সাথে আইনজীবীর সংশোধনাগারে সাক্ষাতের অনুমতি দেন বিচারপতি।                                                                                                                                                

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

কলকাতা হাইকোর্টে জারী হল মুখ্যমন্ত্রীর এনআরসির বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রীর এনআরসি বিষয়ক সরকারি বিজ্ঞাপনে অন্তবর্তী নিষেধাজ্ঞা জারী করলো। গত ১৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের পাশে বসিয়ে রাজ্যে এনআরসি  এবং ক্যাএএ নিয়ে যে ভিডিও বিজ্ঞাপন এবং পরবর্তীতে প্রিন্ট বিজ্ঞাপন করেছিলেন। তার উপর অন্তবর্তী নিষেধাজ্ঞা জারী করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ ৯ জানুয়ারি এই সরকারি বিজ্ঞাপনের সপক্ষে রাজ্য সরকারের বক্তব্য শুনবে হাইকোর্ট। সেইসাথে কেন্দ্র এবং রেল দপ্তর কে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে এদিন। যার রিপোর্ট পেশের সময়সীমা আগামী ৯ জানুয়ারি অবধি।  'এনআরসি এবং ক্যাএএ আইন মানছি না এবং এই রাজ্যে কার্যকর হবেনা' এহেন মুখ্যমন্ত্রীর সরকারি বিজ্ঞাপনটি সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক, পোর্টাল সহ সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এদিন রাজ্যের তরফে এজি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানিতে জানিয়েছেন - 'গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক'।অপরদিকে এনআরসি এবং ক্যাএএ আন্দ্রোলনের ফলে যেসব হিংস্বাত্মক ঘটনাগুলিতে রেলের সম্পত্তি নষ্ট হয়েছে, তার পূর্নাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে রেল এবং কেন্দ্র কে। সম্প্রতি দেশের সাংসদের দুটি কক্ষে ( লোকসভা ও রাজ্যসভা)  প্রথম পয্যায়ে এনআরসি এবং পরবর্তী পয্যায়ে ক্যাএএ আইন পাশ হয়। তা রাস্ট্রপ্রতির অনুমোদনে আইন হিসাবে মান্যতা পায়। তাই দেশের সাংসদ জনপ্রতিনিধিদের পাশ করা এই আইন কিভাবে এক রাজ্যের মুখ্যমন্ত্রী তা মানছিনা এবং এই রাজ্যে কার্যকর হবেনা, বলেন তা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৮ টি মামলা দাখিল হয়। মূলত সরকারি খরচে কিভাবে মুখ্যমন্ত্রী এইধরনের বিজ্ঞাপন করলেন, সেইসাথে রাজ্যে বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা গুলি মুখ্যমন্ত্রীর প্ররোচনায়  ঘটলো, এই দাবিগুলি কে সামনে রেখেই মামলা গুলি হয়। সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে  কে রিপোর্ট দিতে নির্দেশ জারী হয়। রাজ্য অবশ্য একপাতার রিপোর্ট পেশ করে। এতে চরম অসন্তুষ্ট হয় কলকাতা হাইকোর্ট। এরপরই আজ অর্থাৎ সোমবার রাজ্যের এনআরসি এবং ক্যাএএর বিরুদ্ধে   সরকারি বিজ্ঞাপনটি তে  অন্তবর্তী নিষেধাজ্ঞা জারী করা হল। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের তরফে বিজ্ঞাপনটির সপক্ষে বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি  কেন্দ্রীয় এক প্রতিমন্ত্রী যেখানে রেলের সম্পত্তির নষ্ট রুখতে হামলাকারীদের গুলি চালাবার হুশিয়ারী দিয়েছিলেন। বিজেপির এক সর্বভারতীয় নেতা এই রাজ্যে রাস্ট্রপ্রতি শাসন জারীর মত পরিস্থিতি হয়েছে বলে দাবি রাখেন। বাংলার এক বিজেপির সাংসদ আবার অশালীনতা ছাড়িয়ে পুলিশের গুলিতে 'নিরোধ' লাগানো আছে ক্যাব পরবর্তী হিংস্বা রুখতে বলে তির্যক অভিযোগ আনেন। রাজ্যের রিপোর্টে দেখা যাচ্ছে ১৩ ডিসেম্বর এর পর থেকে গোটা রাজ্যের ৭১৫ টি রেলওয়ে স্টেশনের মধ্যে মাত্র ৫ থেকে ৬ টি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। শতকরা দশিভাগও ক্ষতিগ্রস্ত হয়নি তাতে। ক্যাবের হিংস্বা নিয়ে ৬৪ টি মামলা দাখিল হয়েছে, যেখানে ৯৩১জন গ্রেপ্তার হয়েছেন। ক্যাবের হিংস্বায় রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ৮ টি মামলা দাখিল হয়েছে। বেশিরভাগই বিজেপির নেতা কর্মীদের দায়ের করা এইসব মামলা। উল্লেখ্য, বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষত মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার একাংশে ক্যাব বিরোধী আন্দ্রোলনকারীদের হাতে একের পর এক হিংস্বাত্মক ঘটনা ঘটে। এইসব আন্দ্রোলনকারীদের নিদিষ্ট কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের পতাকা সেসময় ছিলনা বলে প্রকাশ। ইতিমধ্যেই ৩৮ টি সরকারি বাস ভাঙচুর হয়েছে। এর মধ্যে ১৪ টি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনুরুপভাবে ৬০ টির মত বেসরকারি বাস ভাঙচুর হয়েছে। দক্ষিণপূর্ব এবং পূর্ব রেলের প্রায় ১০০ কোটি সম্পত্তি নষ্ট হয়েছে ক্যাব আন্দ্রোলন ঘিরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হাওড়ার উলুবেড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ঠিক এইরকম পরিস্থিতিতে, চলতি মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক বিজেপি কর্মী সুরজিত সাহার পক্ষে আইনজীবী সুরজিত রায় চৌধুরী দ্রুত শুনানির আর্জি নিয়ে এক জনস্বার্থ মামলা দাখিল করেন। মামলাকারীর দাবি - "পশ্চিমবাংলা সরকারের  লোগো ব্যবহার করে রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন মানবেন না বলে বিজ্ঞাপন চালাছেন, তা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। তাও বেআইনী।মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র বিরোধী অবস্থানের জন্যই রাজ্যজুড়ে হিংস্বাত্মক ঘটনাগুলি ঘটছে"। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সরকারি বিজ্ঞাপনটি তে সাময়িক স্থগিতাদেশ জারী হল। সেইসাথে রেলের সম্পত্তি নষ্ট নিয়ে পূর্নাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে রেল এবং কেন্দ্র থেকে। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তীশুনানি রয়েছে।                                                                                                                                                              


ক্যাএএ বিরোধী সভায় কুলপিতে সিয়ামত আলি

সুকান্ত ঘোষ 

অসাংবিধানিক সিএএ-নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভা কুলপিতে।দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের নাগনন এলাকায় অসাংবিধানিক সিএএর -নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করেন শান্তি সেবা ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি  সিয়ামত আলী, তিনি সিএএ আইন কে রাওলাট আইনের সঙ্গে তুলনা করে বলেন - "সিআইএ সংশোধনী আইন পাস হওয়ার পর থেকে গোটা দেশ উত্তাল। পথে নেমেছে রাজ্যবাসী থেকে শুরু করে লক্ষ্য লক্ষ্য ভারতের মানুষ পথে নেমেছেন মিছিল বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছে। এই সমাবেশ থেকে সংবিধান বিরোধী সাম্প্রদায়িক বিল প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন আজ স্বাধীনতার ৭২ বছর পর আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবাসী এর থেকে বড় লজ্জা অপমান আর কিছু নেই। এই কালাকানুন শুধু রাজ্য নয় গোটা দেশজুড়ে অস্থির পরিবেশ তৈরি করেছে। বিজেপি এই পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ কে দায়ী করেন। বাংলার মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। ভারতের সর্ব ধর্মের মানুষের কথা মাথায় রেখে যে সংবিধান রচনা করা হয়েছিল আজ বিজেপিতে অপমান করছে। বাংলার মানুষ এটাকে কখনো মেনে নেবে না। তাই অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর যতদিন প্রত্যাহার না হবে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে"। এছাড়া উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষক জনাব জাকির হোসেন সাহেব। তিনি বলেন - "আজকে ভাবতে অবাক লাগে যারা প্রতিবেশী দেশ থেকে এ দেশে আশ্রয় নিয়েছেন তারা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট নিয়ে কয়েক পুরুষ ধরে বসবাস করছেন তারা কি করে এতদিন দেশের নাগরিক ছিল না। এই সি এর মাধ্যমে তারা নাগরিত্ব পেলে কোন অসুবিধা নেই। কিন্তু সে নাগরিকদের যদি মুসলিম নাগরিকের বুকের উপর পা রেখে দেওয়া হয় তাহলে তারা তা মানবে কেন? রাষ্ট্রীয় সন্ত্রাস যদি একটি সম্প্রদায়ের উপর নেমে আসে তবে অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত মানুষগুলো এবং শুভবুদ্ধি সম্পন্ন অমুসলিম মানুষজন যদি পথে নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায় তাতে কিসের আপত্তি"?এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি পূর্ণিমা হাজারী, কুলপি ব্লক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সুপ্রিয়া হালদার শান্তি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবায়দুল্লাহ সরদার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার প্রমূখ। 

দুস্থ শিশুদের বড়দিনের আনন্দ দিলো সুসম্পর্ক

সুকান্ত ঘোষ 


২২ ডিসেম্বর 'সুসম্পর্ক'  বড়দিন উৎসব উপলক্ষে ৫০ টিরও বেশি দুস্থ বাচ্চাকে নিয়ে কেক কাটার মাধ্যমে সুচনা হয় আগাম বড়দিন উৎসব।   তারপর তাদের  হাতে তুলে দেওয়া হয়  শীতের কম্বল এবং মশারি।পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের চারাগাছ । এই মহৎ উদ্যোগের সুসম্পর্কের পাশে এসে দাঁড়িয়েছেন চিকিৎসক নীলাদ্রি শেখর দোলুই। কলকাতার ঠাকুরপুকুর জেমসলং সরণি  সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান । 
অনুষ্ঠানের আয়োজক 'সুসম্পর্কে'র সম্পাদক  শ্রী অরবিন্দ সিংহ জানান - পথশিশু সহ দুস্থ শিশুদের নিয়ে আমরা সারাবছর এই ধরনের কাজ করি।       

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হল রাজকুমার দাসের 'এক দিনের স্বাধীনতা '

শহীদ স্মৃতি সংঘ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হলো রাজকুমার দাসের ছবি "এক দিনের স্বাধীনতা":

নিজস্ব প্রতিবেদক:

আবারো একবার নতুন পালক সংযুক্ত হলো পরিচালক রাজকুমার দাসের স্বল্প দৈর্ঘ্যের ছবি "এক দিনের স্বাধীনতা"-র মাধ্যমে।ছবিটি ২২শে ডিসেম্বর যাদবপুরের  চতুর্থ শহীদ স্মৃতি সংঘ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পাশাপাশি দর্শকদের কাছে উচ্চ প্রশংসিত লাভ করে।এদিন ছবিতে ব্যবহৃত জাতীয় সংগীত শুনে দর্শকরা উঠে দাঁড়ান।যা সত্যি সত্যি মানুষের অন্তরের ভাব ধারাকে বহিঃ প্রকাশ করে।
 ছবিটিতে অভিনয় করে ছোট্ট শিল্পী মাস্টার ঋক দাস।এদিন তাঁর হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয় কতৃপক্ষের তরফে।পাশাপাশি অভিনয় করেন পুষ্পেন্দু মন্ডল,নীল আকাশ ।
ছবির সম্পাদনা ও আবহ অনিতেশ অধিকারী। চিত্রগ্রহনে প্রেম কুমার। ছবিতে এক অনাথ পথ শিশুর জীবন যাপন কে তুলে ধরা হয়েছে।উক্ত ফিল্ম ফেস্টিভ্যালে সবার কাছেই ভালো লেগেছে ছবিটি।
আগামীর কাছে এক সামাজিক বার্তা তুলে ধরতে প্রয়াস করেছেন পরিচালক রাজকুমার দাস।পরিচালক জানান এটি ছোটদের নিয়ে তার প্রথম কাজ।আগামী দিনে আরও ভালো ভালো ছবি তিনি করে যেতে চান।
রাজকুমার বাবু শুধুই ছবি পরিচালনার সাথে যুক্ত নন,তিনি একাধারে সাহিত্য প্রেমী,সাংবাদিক ও সু অভিনেতা ও বটে।তার আগামী দিনের পথ চলাটা আরও সুমসৃণ ভাবে এগিয়ে চলুক,চিত্রসাথী ফিল্মসের ব্যানারে ১৩মিনিটের ছবিটির প্রযোজনা করেছেন শ্রীমতী মৌসুমী দাস। বর্তমান পরিস্থিতি র কিছুটা ঘটনা ছবিতে ফুটে উঠেছে।তাই "এক দিনের স্বাধীনতা"- কতটা জনগণের কাছে স্বাধীনতা দিতে পারলো তা বোঝা যাবে আগামী দিনে।ছবিটির সার্বিক সাফল্য কামনা করি।

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯

নদীয়ার সন্ন্যাসী গণধর্ষণ মামলায় বেকসুর খালাস ১




মোল্লা জসিমউদ্দিন  

শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে রানাঘাটে সন্ন্যাসী গণধর্ষণ মামলার ক্রিমিনাল আপিলের রায়দান  ঘটলো। তাতে ডিভিশন বেঞ্চ তদন্তকারী সংস্থা সিআইডির চার্জশিট সহ অন্যান্য রিপোর্ট গুলি পর্যবেক্ষণ করে অভিযুক্ত  গোপাল সর্দার কে বেকসুর খালাস রায়দান দিল। উল্লেখ্য, ২০১৭ সালে নভেম্বর মাসে কলকাতার সিটি সেশন কোর্টে রানাঘাটে সন্ন্যাসী গণধর্ষণ মামলায় রায়দানে ৬ জন আসামির মধ্যে মূল আসামি নজরুল সেখের ১২ বছর সশ্রম কারাদণ্ড এবং বাকি ৫ জনের ১০ বছরের কারাদণ্ড হয়। আসামিদের ৬ জনের মধ্যে ৫ জনই বাংলাদেশের নাগরিক। একমাত্র ভারতীয় হিসাবে ছিলেন উত্তর ২৪ পরগণার গঙ্গারামপুরের বাসিন্দা গোপাল সর্দার। তদন্তকারী সংস্থা সিআইডি তদন্ত রিপোর্টে অভিযোগ তুলেছিল এই গোপাল সর্দারের বাড়ীতেই আসামিরা এই মামলার ব্লুপ্রিন্ট করেছিল। তবে সেটার প্রতিস্টার ক্ষেত্রে সিআইডি   উপযুক্ত তথ্য ও প্রমাণ দেখাতে পারেনি বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে এসেছে।২০১৫ সালে মার্চ মাসে রানাঘাটে ৭২ বছর বয়স্কা এক সন্ন্যাসীনির উপর গণধর্ষণের অভিযোগ উঠে। রাজ্য রাজনীতি তোলপার হয়ে উঠে। রাজ্য সরকার জেলা পুলিশের হাত থেকে তদন্তভার দেয় সিআইডির হাতে।কলকাতার সিটি সেশন কোর্টে মামলার রায়দানে ৬ জন আসামিদের মধ্যে ৫ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং মূল আসামির ১২ বছরের সশ্রম কারাদণ্ড রায়দান দেয়। এই রায়ের বিরুদ্ধে ক্রিমিনাল আপিল রাখে দন্ডপ্রাপ্ত আসামি গোপাল সর্দার এর আইনজীবী। আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সিআইডির তদন্ত রিপোর্টে ব্যাপক গড়মিলের জন্য আসামি গোপাল সর্দার কে বেকসুর খালাস রায়দান দিল। অভিযোগ প্রমাণের ক্ষেত্রে যেসব তথ্য ও প্রমাণ, সাক্ষ্যের দরকার সেগুলি এই মামলায় ঠিকঠাক তদন্ত করতে পারেনি বলে ডিভিশন বেঞ্চের  পর্যবেক্ষণে উঠে এসেছে।                                                                                                                                 

মেট্রোরেল সম্প্রসারণ করতে গেলে রাজ্যের অনুমতি আবশ্যিক, কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন  

শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মেট্রোরেল সম্প্রসারণ বিষয়ক মামলার শুনানি চলে। এদিন মেট্রোরেল অধীনস্থ কেএমআরসিএলের পক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্প্রসারণ করতে অনুমতি চাওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। উক্ত সংস্থা কে মেট্রোরেল সম্প্রসারণ করার রিপোর্ট টি রাজ্য কে জানাবার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। রাজ্য সেটি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে জানাবে পুনরায় মেট্রোরেল সম্প্রসারণ করা যাবে কিনা। রাজ্যের আওতাধীন বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি কেএমআরসিএলের রিপোর্ট টি পর্যবেক্ষণ করবে। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে আগামী ৭ জানুয়ারি। অর্থাৎ রাজ্যের অনুমতি নিয়েই মেট্রোরেল সম্প্রসারণ করতে হবে, তা পরিস্কার করে দিল কলকাতা হাইকোর্ট। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেট্রোরেলের নির্মাণকাজে ৫ মিটার বোরিং করার ছাড়পত্র দিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ কে। বোরিং করার দ্বিতীয় মেশিন টি এই ৫ মিটার বোরিং করার ছাড়পত্র পায়। মেট্রোরেল কর্তৃপক্ষ ইতিপূর্বে মৌখিকভাবে জানিয়েছিল - 'গত ৩১ আগস্ট কলকাতার ৪৮ নং ওয়ার্ডে যে ঘরবাড়ি ভেঙ্গে পড়েছিল।সেখানে ওই এলাকা থেকে ৭৮ টি পরিবারেরর ৬৮২ জন কে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। আর্থিক ক্ষতিপূরণ হিসাবে ৮৩ টি পরিবার কে গড়ে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে '। উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষের দিকে মেট্রোরেলের ইস্ট ওয়েস্ট রেললাইন  নির্মাণে  বড়বাজার এলাকায় বেশ কিছু বাড়ী ভেঙ্গে পড়ার ঘটনায় তোলপাড় হয় মহানগর। বড়বাজারের দূর্গা পিতুরি লেনের তিনতলা এক বাড়ী ভেঙ্গে পড়ে, আরও বেশ কয়েকটি বাড়ি ধসে যায় ।কোন প্রাণহানি না ঘটলেও প্রথম পয্যায়ে স্থানীয় ৩২৩ জন কে ঘটনাস্থলের বাড়ী গুলি থেকে সরিয়ে নেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। নিজ বাড়ী ঢুকতে না পারা এবং বিশেষজ্ঞ মহলের রিপোর্ট নিয়ে যৌক্তিকতা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জরুরি কালীন শুনানির পিটিশন দাখিল করে এক সমাজসেবী সংস্থা।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল নায়ার রাধাকৃষ্ণন এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর এজলাসে মামলাটি উঠে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেট্রোরেলের এই কাজ বন্ধে স্থগিতাদেশ জারী করে ছিলেন। প্রথম পয্যায়ে ১৬ সেপ্টেম্বর অবধি কোন কাজ করতে পারবেনা মেট্রোরেল কর্তৃপক্ষ বলে নির্দেশজারী হয় এবং দ্বিতীয় পয্যায়ে ৭ নভেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ জারী ছিল। । এরেই মধ্যে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং মেট্রোরেলের রিপোর্ট জমা দেওয়ার আদেশনামা থাকে । মেট্রোরেল কর্তৃপক্ষ কে এও জানিয়ে দেওয়া হয়েছিল - যেসব বাড়ী মেট্রোরেল কর্তৃপক্ষ কাজের জন্য সিল করে রেখেছে, সেই বাড়ীগুলিতে মালিকপক্ষ একজন করে ঢুকতে পারবেন জিনিসপত্র নেওয়ার জন্য। এই মামলায় আবেদনকারীর আইনজীবী ঋজু ঘোষাল রয়েছেন। শুনানিতে মেট্রোরেলের আইনজীবী জানিয়েছিলেন - "ইস্ট ওয়েস্ট পাতাল রেলপথের ১০.৮ কিমি রেলপথের মধ্যে ইতিমধ্যেই ৯.৮ কিমি রেলপথের কাজ শেষ হয়েছে। শুধুমাত্র ১ কিমির পথ বাকি রয়েছে।  যার কাজ চলছিল"। মূলত বিবাগী মোড় থেকে ভায়া বড়বাজার হয়ে হাওড়া স্টেশন যাওয়ার পথটি। টানা বর্ষণে ভূ-গর্ভস্থ ট্যানেলে জল ঢোকে যাওয়াতেই এই বিপত্তি বলে কেউ কেউ দাবি করছেন। ইতিমধ্যেই প্রস্তাবিত  ভূ-গর্ভস্থ রেলপথের উপরে থাকা বাড়ী গুলিতে প্রথম পয্যায়ে ৩২৩ জন কে সরিয়ে রাখে মেট্রোরেল কর্তৃপক্ষ। গতমাসে বড়বাজারে বেশ কিছু বাড়ী ভেঙ্গে পড়েছিল। সেইসাথে ওই এলাকায় সিংহভাগ বাড়ীগুলিতে ফাটল দেখা যায়। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ এইসব বাড়ীর মেরামতির পুরো দায়িত্ব নিয়েছে। তবে যখনতখন বিপর্যয় ঘটে যেতে পারে। সেইসাথে হতে পারে প্রাণহানি। তাই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জরুরি কালীন শুনানির জন্য পিটিশন দাখিল হয়েছিল। এই মামলার প্রথম শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল - ১৬ সেপ্টেম্বর অবধি মেট্রোরেল কর্তৃপক্ষ কে কাজ বন্ধ রাখতে হবে ।এর পর ৭ নভেম্বর পর্যন্ত নির্মাণকাজে স্থগিতাদেশ জারী ছিল। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে মামলাটি পুনরায় উঠেছিল। তখন মেট্রোরেল কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে আবেদন রাখে দ্বিতীয় বোরিং মেশিন টি যাতে ৫ মিটার খনন করার অনুমতি পায়। এই আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।৫ মিটার বোরিং করার পর পুনরায় মেট্রোরেল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দারস্থ হয় ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্প্রসারণ করতে। শুক্রবার এই মামলায় শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশনবেঞ্চ জানিয়ে দেয় - কেএমআরসিলের রিপোর্ট টি দেখবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর। দুপক্ষের আলোচনায় অনুমতি নিয়ে পর্য্যালোচনা চলবে। রাজ্য সম্মতি দিলেই বোরিং করার ছাড়পত্র মিলবে। আগামী ৭ জানুয়ারী এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে।                                                                                                                                                                

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৯

কাটোয়ায় প্রতিবেশী খুনে যাবৎজীবন জেল

মোল্লা জসিমউদ্দিন  


বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরীর এজলাসে এক খুনের মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির যাবৎজীবন কারাগারের রায়দান ঘটে। ৩০২ এবং ৩২৮ ধারায় ১৭ জন সাক্ষ্যির সাক্ষ্যদানে এই মামলাটির রায়দান ঘটে বলে জানান সরকার পক্ষের আইনজীবী তাপস কুমার মুখোপাধ্যায়। আসামি দীপঙ্কর ঘোষের আইনজীবী অবশ্য এই রায়ের বিরুদ্ধে তিনমাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এদিন বিচারক তাঁর রায়ে যাবৎজীবনের পাশাপাশি ১০ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০০৫ সালে ৬ ডিসেম্বর রাতে  কাটোয়ার ছোট কুলগাছি গ্রামে পরাণ ঘোষ এক প্রতিবেশী তথা কাটোয়া কলেজের কর্মচারী দীপঙ্কর ঘোষ এর হাতে ধারালো অস্ত্রে খুন হন। নিহতের স্ত্রী ঘটনার পরের দিন কাটোয়া থানায় লিখিত অভিযোগ করেন।  বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত।জেলা।ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী আসামি দীপঙ্কর ঘোষের যাবৎজীবন জেল এবং দশ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ড রায়দান দেন। আজ অর্থাৎ শুক্রবার একই এজলাসে আরও একটি খুনের মামলায় রায়দান ঘটতে পারে বলে আদালত সুত্রে প্রকাশ।                                                                                        

অবশেষে ক্যাব পরবর্তী হিংস্বার রিপোর্ট দাখিল কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন  

চলতি সপ্তাহে কেন্দ্রীয় এক প্রতিমন্ত্রী যেখানে রেলের সম্পত্তির নষ্ট রুখতে হামলাকারীদের গুলি চালাবার হুশিয়ারী দিয়েছিলেন। বিজেপির এক সর্বভারতীয় নেতা এই রাজ্যে রাস্ট্রপ্রতি শাসন জারীর মত পরিস্থিতি হয়েছে বলে দাবি রাখেন। বাংলার এক বিজেপির সাংসদ আবার অশালীনতা ছাড়িয়ে পুলিশের গুলিতে 'নিরোধ' লাগানো আছে ক্যাব পরবর্তী হিংস্বা রুখতে বলে তির্যক অভিযোগ আনেন। ঠিক এইরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে ক্যাব পরবর্তী হিংস্বা নিয়ে রিপোর্ট পেশ করা হল। এই রিপোর্ট পেশের নির্দেশিকা টি গত সোমবার দুপুরে মামলা দায়ের করার দিনেই জারি করা হয়েছিল। বুধবার নির্ধারিত সময়ে তা হলফনামা আকারে জমা রাখার কথা ছিল। তবে প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলির মৃত্যুতে বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি হয়নি। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যেভাবে কেন্দ্রীয় সরকারের একাংশ জনপ্রতিনিধিরা 'বাংলা জ্বলছে' বলে রে রে করে গোটা দেশ তুলকালাম করছেন। তার বাস্তবিক প্রতিফলন সেভাবে নেই কলকাতা হাইকোর্টের পেশ করা রাজ্যের রিপোর্টে । যদিও মামলাকারীরা রাজ্যের রিপোর্ট কে 'টেবিল রিপোর্ট' বলে কটাক্ষ করেছেন।রাজ্যের পক্ষে এদিন যে রিপোর্ট টি পেশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ১৩ ডিসেম্বর এর পর থেকে গোটা রাজ্যের ৭১৫ টি রেলওয়ে স্টেশনের মধ্যে মাত্র ৫ থেকে ৬ টি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। শতকরা দশিভাগও ক্ষতিগ্রস্ত হয়নি তাতে। ক্যাবের হিংস্বা নিয়ে ৬৪ টি মামলা দাখিল হয়েছে, যেখানে ৯৩১জন গ্রেপ্তার হয়েছেন। ক্যাবের হিংস্বায় রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ৮ টি মামলা দাখিল হয়েছে। বেশিরভাগই বিজেপির নেতা কর্মীদের দায়ের করা এইসব মামলা। উল্লেখ্য, গত সপ্তাহে বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষত মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার একাংশে ক্যাব বিরোধী আন্দ্রোলনকারীদের হাতে একের পর এক হিংস্বাত্মক ঘটনা ঘটে। এইসব আন্দ্রোলনকারীদের নিদিষ্ট কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের পতাকা সেসময় ছিলনা বলে প্রকাশ। ইতিমধ্যেই ৩৮ টি সরকারি বাস ভাঙচুর হয়েছে। এর মধ্যে ১৪ টি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনুরুপভাবে ৬০ টির মত বেসরকারি বাস ভাঙচুর হয়েছে। দক্ষিণপূর্ব এবং পূর্ব রেলের প্রায় ১০০ কোটি সম্পত্তি নষ্ট হয়েছে ক্যাব আন্দ্রোলন ঘিরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হাওড়ার উলুবেড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ঠিক এইরকম পরিস্থিতিতে,গত সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক বিজেপি কর্মী সুরজিত সাহার পক্ষে আইনজীবী সুরজিত রায় চৌধুরী দ্রুত শুনানির আর্জি নিয়ে এক জনস্বার্থ মামলা দাখিল করেন।পিটিশনের শুনানি গ্রহণ করে সেদিন বেলা  দুটো নাগাদ মামলাকারী এবং সরকার পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব চলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি - "পশ্চিমবাংলা সরকারের  লোগো ব্যবহার করে রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন মানবেন না বলে বিজ্ঞাপন চালাছেন, তা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। তাও বেআইনী।মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র বিরোধী অবস্থানের জন্যই রাজ্যজুড়ে হিংস্বাত্মক ঘটনাগুলি ঘটছে"। গত সোমবার এই মামলার শুনানি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবী কে বুধবারের মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করেছিল। এখনও অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাও জানতে চাওয়া হয়েছিল এই নির্দেশে। বুধবার কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের প্রবীণ সদস্য আইনজীবী গীতানাথ গাঙ্গুলির প্রয়াণের জন্য শুনানি মুলতবি ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলায় শুনানি চলে। সেখানে রাজ্যের তরফে ক্যাব নিয়ে হিংসাত্মক ঘটনা বলতে ৭১৫ টি রেলওয়ে স্টেশনের মধ্যে ৫ থেকে ৬ টি স্টেশন ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। ১৩ ডিসেম্বরের পর থেকে ৯৩১ জন গ্রেফতার হয়েছে। ৬৪ টি মামলা রুজু করা হয়েছে।                                                                                                                                                              


এনআরসি নিয়ে অশান্তির প্ররোচনা রুখতে তৎপর মঙ্গলকোট ওসি

মোল্লা জসিমউদ্দিন  
 
; এনআরসি এবং ক্যাব আইন ঘিরে সারা বাংলায় যখন অশান্তির বাতাবরণ বইছে। যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যন্ত রাজ্যের কাছে আইনশৃঙ্খলার রিপোর্ট তলব করে নেয় । ঠিক এইরকম পরিস্থিতিতে 'এমএসডিপি' ব্লক পরিচিত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে উদ্যোগী হলেন স্বয়ং ওসি।এখনও তাঁর মঙ্গলকোটে ওসি পদে দায়িত্ব নেওয়া একমাস হয়নি। তার মধ্যেই তিনি এলাকার সমস্ত মসজিদ - মাদ্রাসার কর্মকর্তাদের পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক সারেন। চলতি সপ্তাহে এই বৈঠকে শতাধিক ইমাম - মোয়েজ্জেন এবং পঞ্চাশের কাছাকাছি জনপ্রতিনিধি আসেন এই সভায়।সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এনআরসি এবং ক্যাব নিয়ে যাতে এলাকায় অশান্তি না ঘটে সেই ব্যাপারে সবার সহযোগিতা চান নবাগত মঙ্গলকোট ওসি মিঠুন ঘোষ। সর্বভারতীয় এক সংখ্যালঘু সংগঠনের ব্লক সম্পাদক হাফেজ সাবির আলি বলেন - "ওসি সাহেবের বিনয়ী আবেদনে আমরা সাড়া দিয়েছি, কোথাও হিংস্বাত্মক প্ররোচনায় পা দিতে বারণ করেছি কর্মী সমর্থক সর্বপরি সাধারণ মানুষদের কে" । মঙ্গলকোট কে অশান্ত করতে বরাবরই তৎপর এক শ্রেণির কুমতলবি।মঙ্গলকোটের  সদর শহর নুতনহাটে এক পুজো কমিটির বিসর্জন ঘিরে তুমুল উত্তেজনা ঘটেছিল একসময়। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন বিসর্জন ঘিরে  । আবার বর্ধমান শহরে খাগড়াগড় বিস্ফোরণে যোগসুত্র পাওয়া গিয়েছিল মঙ্গলকোটের শিমুলিয়ার। হাতেগোনা কিছু মানুষদের সামনে রেখে  বিভেদ সৃষ্টি করার প্রয়াস নেওয়া হলেও বারবার তা নিস্তেজ হয়েছে মঙ্গলকোটের বুকে। এখনও পল্লিবাংলায় হিন্দু বাড়িতে নবান খেতে যায় প্রতিবেশী মুসলিমরা। আবার মঙ্গলকোটে প্রায় মসজিদে সন্ধেবেলায় ইমাম সাহেবদের কাছে 'ইশ্বরের করুণা' পেতে মাদুলিতাবিজ নিতে আসেন হিন্দু মানুষরা।একে অপরের প্রতি   বিশ্বাস আরও বাড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধন কে আরও মজবুত করতে উদ্যোগী হলেন ওসি মিঠুন ঘোষ মহাশয়। মঙ্গলকোটের ইতিহাস বলছে - এই মঙ্গলকোটেই মুঘল সম্রাট শাহজাহানের শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল দানেশখান্দ হামিদ ( হামিদ বাঙ্গালী) সম্প্রীতির অটুট নিদর্শন রেখেছেন  সুদুর পারস্য থেকে পায়ে হেঁটে এসেও । আবার "মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান " কবিতার সৃষ্টিকর্তা বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের মামারবাড়ি এই মঙ্গলকোট। এহেন মঙ্গলকোটে এনআরসি  নিয়ে যাতে  কোন বিভ্রান্তি না হয় সেজন্য এইধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি মিঠুন ঘোষ মহাশয়।                                                                                                                              

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

হাবড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন সিয়ামত আলি

মোল্লা জসিমউদ্দিন  
 

আশ্রমে  সাংস্কৃতিক মঞ্চে মানবপ্রেমের আহ্বান জানানো হল।উত্তর 24 পরগনা হাবরা বানিপুর আশ্রমে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত গুণীজনদের মধ্যে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন - "মানবপ্রেমের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এদেশ এমনই বৈচিত্রের মধ্যে ঐক্য, এটাই আমাদের সম্পদ। এই সম্পদ আমরা মানুষের স্বার্থে দেশের স্বার্থে কখনোই আমরা নষ্ট হতে দেব না"। পীরজাদা মোহেব্বুল্লাহ হোসাইনী বলেন -"নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান। সেটাই হলো আমাদের এই মহান ভারত বর্ষ। দেশের অখন্ডতা রক্ষা করা আমাদের উচিত"। স্বামী সত্যরূপ আনন্দ মহারাজ বলেন - "মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসার মধ্য দিয়ে সমস্ত কিছু জয় করা সম্ভব। এটাই তো আমাদের সম্প্রীতির বাংলা সম্প্রীতির দেশ"। প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য কোষাধক্ষ্য কাজী তৈয়ে বুললা বলেন - "স্বামীজীর ভাষায় জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এভাবেই সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে আসা সম্ভব"।এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা টি সমসাময়িক সময়ে খুবই দরকার বলে মনে করেন অনেকেই।           

আজ ক্যাবের হিংস্বা নিয়ে মামলার শুনানি কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন  

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ক্যাব পরবর্তী হিংস্বা নিয়ে রিপোর্ট পেশ করার কথা ছিল রাজ্যের। তবে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের বর্ষীয়ান মেম্বার গীতানাথ গাঙ্গুলির প্রয়াণে বুধবার হাইকোর্টে কোন মামলার শুনানি হলনা। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।" কলকাতার সিটি সিভিল আদালতের প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলি গত মঙ্গলবার মারা যান। তিনি দূষণ মামলাগুলির প্রখ্যাত আইনজীবী ছিলেন। সেইসাথে রাজ্যে লোক আদালত প্রসারে এক ভূমিকা নিয়ে গেছেন" বলে জানান বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল। গীতানাথ গাঙ্গুলি সিটি সিভিল আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও প্রাকটিস করতেন। তাই বুধবার এই দুটি আদালতে আইনজীবী স্মরণে এজলাস খোলা থাকলেও কোন বিচার প্রক্রিয়ায় সেভাবে শুনানি হয়নি।  গত সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ক্যাব পরবর্তী হিংস্বা নিয়ে বুধবার  রিপোর্ট পেশের নির্দেশ ছিল।ইতিমধ্যেই রাজ্যের তরফে ক্যাব বিরোধী আন্দ্রোলনে হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে চারশোর বেশি ব্যক্তি ধরা পড়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষত মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার একাংশে ক্যাব বিরোধী আন্দ্রোলনকারীদের হাতে একের পর এক হিংস্বাত্মক ঘটনা ঘটে। এইসব আন্দ্রোলনকারীদের নিদিষ্ট কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের পতাকা সেসময় ছিলনা বলে প্রকাশ। ইতিমধ্যেই ৩৮ টি সরকারি বাস ভাঙচুর হয়েছে। এর মধ্যে ১৪ টি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনুরুপভাবে ৬০ টির মত বেসরকারি বাস ভাঙচুর হয়েছে। দক্ষিণপূর্ব এবং পূর্ব রেলের প্রায় ১০০ কোটি সম্পত্তি নষ্ট হয়েছে ক্যাব আন্দ্রোলন ঘিরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হাওড়ার উলুবেড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ঠিক এইরকম পরিস্থিতিতে,গত সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক বিজেপি কর্মী সুরজিত সাহার পক্ষে আইনজীবী সুরজিত রায় চৌধুরী দ্রুত শুনানির আর্জি নিয়ে এক জনস্বার্থ মামলা দাখিল করেন।পিটিশনের শুনানি গ্রহণ করে সেদিন বেলা  দুটো নাগাদ মামলাকারী এবং সরকার পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব চলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি - পশ্চিমবাংলা সরকারের  লোগো ব্যবহার করে রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন মানবেন না বলে বিজ্ঞাপন চালাছেন, তা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। তাও বেআইনী।মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র বিরোধী অবস্থানের জন্যই রাজ্যজুড়ে হিংস্বাত্মক ঘটনাগুলি ঘটছে"।প্রসঙ্গত বিজেপির এহেন সূর পাওয়া গেছে রাজ্যপালের গলাতেও! গত সোমবার এই মামলার শুনানি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবী কে বুধবারের মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করেছিল। এখনও অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাও জানতে চাওয়া হয়েছিল এই নির্দেশে। বুধবার কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের প্রবীণ সদস্য আইনজীবী গীতানাথ গাঙ্গুলির প্রয়াণের জন্য শুনানি মুলতবি ছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলায় শুনানি রয়েছে। ক্যাব পরবর্তী হিংসাত্মক ঘটনা নিয়ে রাজ্য আরও একটি দিন বেশি সময় পাওয়ায়, প্রস্তাবিত রিপোর্ট টি আরও তথ্যসমৃদ্ধ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।                                                                                                                                                              


বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

মৌলালীর মামলায় বেকসুর খালাস বঙ্গ সিপিএমের শীর্ষ নেতৃত্ব

মোল্লা জসিমউদ্দিন  

মঙ্গলবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে ২০ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে এক পুলিশি মামলায় অব্যাহতি পেলেন বঙ্গ সিপিএমের হেভিওয়েট নেতৃত্ব। এদিন তালতলা থানার স্বতঃস্ফূর্ত করা মামলায় ব্যাংকশাল আদালতে সশরীরের হাজির ছিলেন এই রাজ্যের বামেদের শীর্ষ নেতৃত্ব। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অনাদি সাহু, মানব মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী প্রমুখ ছিলেন ব্যাংকশাল আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মায়া চক্রবর্তীর এজলাসে। এই মামলায় অভিযুক্ত ক্ষিতি গোস্বামী সম্প্রতি মারা গেছেন।এদিন এগারোজন  অভিযুক্তদের খালাসদানে ম্যাজিস্ট্রেটের পর্যবেক্ষণ - " এই মামলায় দোষী প্রমাণে উপযুক্ত তথ্য ও প্রমাণ কলকাতা পুলিশ দেখাতে পারেনি, যে তথ্য প্রমাণ পেশ হয়েছে, তা যথেষ্ট নয় অভিযুক্তদের বিপক্ষে"। এই মামলায় ১১ জন পুলিশ কর্মী সাক্ষ্যদান করেছেন। যারা অভিযোগকারী তারা কিভাবে সাক্ষী হয় অভিযুক্তদের দোষী প্রমাণে?  এহেন প্রশ্ন উঠেছে এই মামলায়। আদালত সুত্রে প্রকাশ, ২০১৮ সালে মে মাসে শিয়ালদহ সংলগ্ন মৌলালী মোড়ে বামেদের এক প্রতিবাদ মিছিল ঘিরে সংশ্লিষ্ট থানা  অর্থাৎ তালতলা থানা স্বতঃস্ফূর্তভাবে মামলা দাখিল করে। বিভিন্ন সড়কমোড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং এগারোজন পুলিশ কর্মীর সাক্ষ্যে রাস্তা আটকে বেআইনী জমায়েত, আইনশৃঙ্খলা অবনতি বিষয়ক তথ্য উঠে আসে চার্জশিট দাখিলে। প্রায় দেড় বছর পর ব্যাংকশাল আদালতে এই মামলায় দশজন শীর্ষ  বাম নেতৃত্ব  এই মামলায় খালাস পেলেন।                                                                                               

খুনের মামলায় রক্ষাকবচ পেলেও মুকুলের বীরভূমে যাওয়াতে নিষেধাজ্ঞা


মোল্লা জসিমউদ্দিন
   
মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে লাভপুরের খুনের মামলায় মুকুলের আগাম জামিনের আবেদন নিয়ে শুনানি চলে। সেখানে ডিভিশন বেঞ্চ তদন্তে সহযোগিতার শর্তে বিজেপি নেতা মুকুল রায় কে ৮ ফেব্রুয়ারি অবধি আইনী রক্ষাকবচ দিললো। তবে বীরভূম জেলায় লাভপুর বোলপুর এবং শান্তিনিকেতন থানায় যাওয়ার ব্যাপারে আদালত নিষেধাজ্ঞা জারী করেছে। কলকাতা হাইকোর্টের শীতকালীন ছুটি শেষ হওয়ার পর এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। গত ৪ ডিসেম্বর লাভপুরের তিন ভাই খুনে বীরভূম জেলা পুলিশের সাপ্লিমেন্ট চার্জশিট দাখিলে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের নাম উঠে আসে। খুনের প্ররোচনায় ধারায় চার্জশিটটি পেশ হয়েছে। ৩০২ এর মত খুনের ধারায় চার্জশিট দাখিল বিষয়টি গুরত্ব অনুভব করেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের পিটিশন টি করেন মুকুল রায়। প্রথমে ত্রুটিপূর্ণ আবেদনের জন্য আগাম জামিনের আবেদন বাতিল হয়।দ্বিতীয় পযার্য়ের শুনানি হয় আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে। মুকুল শিবিরের দাবি - "২০১০ সালে বীরভূমের লাভপুরের খুনের সময় মূল অভিযুক্ত মনিরুল ইসলাম তখন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন। তখন মুকুল রায় তৃণমূলের দু নাম্বার ব্যক্তি। রাজ্যসরকারে শাসক দল হিসাবে ছিল বামেরা। তৃনমূল তখন মূল প্রতিপক্ষ। তাই তৎকালীন বাম বিধায়ক কে তৃনমূল নেতা মুকুল রায়ের প্ররোচিত করার কোন ভূমিকা থাকতে পারেনা"? লাভপুরের খুনের মামলায় একদা তৃনমূল বিধায়ক তথা অধুনা গেরুয়া নেতা মনিরুল ইসলামের নাম চার্জশিটে আসাটা স্বাভাবিক হলেও বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের নাম আসবে তা রাজনৈতিক মহলে অপ্রত্যাশিত ছিল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল হইচই। সম্প্রতি কলকাতা হাইকোর্টে বীরভূমের লাভপুরে এলাকার খুনের এক মামলার পুনরায় তদন্তের নির্দেশ জারি করা হয়েছিল। ৯ বছর পূর্বে এই মামলার যিনি তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন। তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল মামলার পুনরায় তদন্তের। তবে বীরভূমের পুলিশসুপারের নজরদারিতে তিনমাসের মধ্যেই তদন্তের কাজ শেষ করে ফেলতে হবে বলে আদেশনামায় উল্লেখ ছিল। কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশে ভীষন চাপে পড়ে যান লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। কেননা এই মামলায় তিনি মূল অভিযুক্ত হিসাবে রয়েছেন। মামলার তদন্তে প্রথমভাগে এই স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম সহ ২২ জন অভিযুক্তদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিলেন তদন্তকারী পুলিশ অফিসার। সেসময় লাভপুর বিধায়ক শাসকদলের প্রভাবশালী বিধায়ক হিসাবে ছিলেন। বর্তমানে তিনি 'ঘরপোড়া গরু'র মত রাজনৈতিক ময়দানে বিচরণ করছেন। দিল্লি গিয়ে দলবদল করলেও বিজেপিতে অচ্ছুৎ অবস্থায় আছেন। তাই রাজ্য পুলিশের তদন্তে দলত্যাগী তৃনমূল বিধায়ক কে নিয়ে নানান জল্পনা জেলা রাজনীতিমহলে। আদালত সুত্রে জানা যায়, ২০১০ সালে লাভপুরে একই পরিবারে ৩ ভাই খুন হয়েছিলেন।নিহতেরা হল ধানু সেখ, কাটুন সেখ এবং তুরুক সেখ।  এই খুনে অভিযোগকারী এলাকার বিধায়ক মনিরুল ইসলাম সহ ৫২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।মামলার প্রথম পয্যায়ে পুলিশি তদন্তে চার্জশিট পেশে দেখা যায়,  বিধায়ক মনিরুল ইসলাম সহ ২২ জন কে তাদের বিরুদ্ধে উঠা খুনের অভিযোগ থেকে নিস্কৃতি দেওয়া হয়েছে। এহেন পুলিশি তদন্ত রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ২০১৫ সালে ডিসেম্বর মাসে সিউড়ি জেলা আদালতে মামলাকারী পুনরায় তদন্তের জন্য পিটিশন দাখিল করেন। সেই পিটিশন গ্রহণ না হওয়ায় কলকাতা হাইকোর্টের দারস্থ হয় নিহতের পরিবার। এরপর, সম্প্রতি কলকাতা হাইকোর্ট এর বিচারপতি মধুমতী মিত্রের বেঞ্চ    জানিয়ে দেয় - ২০১০ সালের এই খুনের মামলায় পুনরায় তদন্ত করবেন আগেকার তদন্তকারী পুলিশ অফিসার। পুলিশসুপারের নজরদারিতে এই তদন্ত চলবে। এবং তা শেষ করতে হবে তিনমাসের মধ্যেই। সেইসাথে ২০১৮ সালের সাক্ষী সুরক্ষা প্রকল্প আইনে মামলাকারী এবং নিহতের পরিবার কে পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।  ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা  উচ্চ আদালতের  নির্দেশে ফের লাভপুর হত্যা মামলার চার্জশিট জমা পড়ল। আর সেই চার্জশিটে স্বাভাবিক ভাবেই নাম উঠে এল বিজেপি নেতা মণিরুল ইসলামের নাম। এছাড়া আরেকটি  গুরুত্বপূর্ণ নাম উঠে এল দ্বিতীয় পয্যায়ের চার্জশিটে । প্রাক্তন তৃণমূল নেতা ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায় এর নাম উঠে এল   ।  প্ররোচনার দায়ে তাঁর নাম জড়িয়েছে বীরভূম জেলা পুলিশ। চলতি ৪ ডিসেম্বর বোলপুর আদালতে ২০১০ সালের ঘটনার পুনর্তদন্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিট গৃহীত হয় আদালতের তরফে  ।জেলা পুলিশ সুপার শ্যাম সিং সাংবাদিকদের জানিয়েছিলেন -  "হাইকোর্টের নির্দেশে ফের তদন্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। সেই চার্জশিট গৃহীত হয়েছে ।" বালিরঘাটের দখলদারির দ্বন্দ্ব মেটাতে ২০১০ সালের ৪ জুন লাভপুরের নবগ্রামে নিজের বাড়ির উঠানে সালিশি সভা ডেকেছিলে সেসময়কার দাপুটে  নেতা   মণিরুল ইসলাম । তখন তিনি ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন । সেই সালিশি সভায় বচসার জেরে পিটিয়ে মারার অভিযোগ ওঠে কটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে । মণিরুল ইসলাম সহ ৫২ জনের নামে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনার পরে পরে আইনের হাত থেকে রক্ষা পেতে তৃণমূলে যোগ দান করেন তিনি বলে অভিযোগ । পরে লাভপুর বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জয়ীও  হন । ২০১১ সালে সাঁইথিয়ার একটি জনসভা থেকে "তিনজনকে পা দিয়ে পিষে মেরে  দিয়েছি" বলে বিতর্কে জড়িয়েছিলেন মণিরুল ইসলাম। ২০১৫  সালে এই মামলায় পুলিশ বোলপুর আদালতে ৩০ জনের নামে চার্জশিট জমা দেয় । সেই চার্জশিটে নাম বাদ যায় এই মণিরুলের। তখন অবশ্য শাসক দলের বিধায়ক  ছিলেন তিনি।  নিহতের পরিবার তদন্ত চেয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন । এই বছরের ৪ সেপ্টেম্বর ঘটনার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ।  ইতিমধ্যে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন মণিরুল।  দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের মাধ্যমে বিজেপিতে যোগ দান করেন মণিরুল।সেখানেও তাঁকে নিয়ে দলের অস্বস্তি বাড়ে। তাই  তাঁকে একপ্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়। হাইকোর্টের  নির্দেশে ফের তদন্ত শুরু করে বীরভূম পুলিশ ।গত ৪ ডিসেম্বর বোলপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । জানা গিয়েছে, এই চার্জশিটে নাম রয়েছে মণিরুল ইসলামের । ২০১০ সালে ঘটনার সময় তৃণমূলের অন্যতম নেতা ছিলেন মুকুল রায় । প্ররোচনা দেওয়ার অভিযোগে চার্জশিটে স্থান পেয়েছে মুকুল রায়ের নাম।তবে মুকুল বাবু সংবাদমাধ্যম কে জানিয়েছেন - "বিগত বাম আমলে শেষের দিকে সিপিএম যেমন পুলিশ নির্ভর ছিল, এখন তৃনমূল সেই ভূমিকাটা নিয়েছে। এহেন মিথ্যা মামলার  ষড়যন্ত্রের বিরুদ্ধে আদালতেই সুবিচার পাব"।মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চে মুকুল রায়ের আগাম জামিনের মামলায় শুনানিতে পাঁচ সপ্তাহ পর্যন্ত পুলিশ কোন কড়া পদক্ষেপ ( গ্রেপ্তার) করতে পারবেনা বলে নির্দেশিকাজারী হয়। তবে তদন্তের পূর্ন সহযোগিতার শর্তে এবং বীরভূমের তিনটি থানা এলাকায় যাওয়াতে নিষেধাজ্ঞাজারীও হয়েছে ডিভিশন বেঞ্চের তর।                  

ক্যাব নিয়ে রাজপথে নামলো তৃণমূল লিগ্যাল সেল

মোল্লা জসিমউদ্দিন  

মঙ্গলবার দুপুরে  কলকাতা হাইকোর্টের এফ গেট থেকে রাজভবন ভায়া সিটি সিভিল আদালতের গেট অবধি এনআরসি এবং ক্যাব  আইনের বিরুদ্ধে মিছিল করলো তৃনমূল লিগ্যাল সেল। লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্কর বৈশ্য জানান - "দলনেত্রীর নির্দেশে আজ আমরা প্রতিবাদ মিছিল করলাম "।                          

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে জরুরি রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ক্যাব পরবর্তী বাংলায় হিংস্বার রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছ থেকে। আগামী বুধবার সবিস্তারে তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশিকা জারী করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। উল্লেখ্য, গত চারদিনে বাংলার বিভিন্ন প্রান্তে বিশেষত মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার একাংশে ক্যাব বিরোধী আন্দ্রোলনকারীদের হাতে একের পর এক হিংস্বাত্মক ঘটনা ঘটে। এইসব আন্দ্রোলনকারীদের নিদিষ্ট কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের পতাকা সেসময় ছিলনা বলে প্রকাশ। ইতিমধ্যেই ৩৮ টি সরকারি বাস ভাঙচুর হয়েছে। এর মধ্যে ১৪ টি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনুরুপভাবে ৬০ টির মত বেসরকারি বাস ভাঙচুর হয়েছে। দক্ষিণপূর্ব এবং পূর্ব রেলের প্রায় ১০০ কোটি সম্পত্তি নষ্ট হয়েছে ক্যাব আন্দ্রোলন ঘিরে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হাওড়ার উলুবেড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোন এফআইআর  দায়ের করা হয়নি বলে জানা গেছে।ঠিক এইরকম পরিস্থিতিতে, সোমবার সকাল দশটা নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চে এক বিজেপি কর্মী সুরজিত সাহার পক্ষে আইনজীবী সুরজিত রায় চৌধুরী দ্রুত শুনানির আর্জি নিয়ে এক জনস্বার্থ মামলা দাখিল করেন।পিটিশনের শুনানি গ্রহণ করে এদিন বেলা  দুটো নাগাদ মামলাকারী এবং সরকার পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব চলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি - পশ্চিমবাংলা সরকারের  লোগো ব্যবহার করে রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আইন মানবেন না বলে বিজ্ঞাপন চালাছেন, তা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন। তাও বেআইনী।মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র বিরোধী অবস্থানের জন্যই রাজ্যজুড়ে হিংস্বাত্মক ঘটনাগুলি ঘটছে"।প্রসঙ্গত বিজেপির এহেন সূর পাওয়া গেছে রাজ্যপালের গলাতেও! সোমবার এই মামলার শুনানি শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবী কে আগামী বুধবারের মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করে। এখনও অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাও জানতে চাওয়া হয়েছে এই নির্দেশে। অপরদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় এক বিতর্কিত মন্তব্য ঘিরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করা হয়েছে। সুমন ভট্টাচার্য নামে এক মামলাকারীর পক্ষে আইনজীবী তরুনজ্যোতি তেওয়ারী এই মামলাটি করেছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করলেও আজ অবশ্য কোন শুনানি হয়নি। চলতি সপ্তাহে শুনানি হতে পারে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যর পরিপেক্ষিতে এই মামলা।                                                                                                                                                                     

সোমবার, ডিসেম্বর ১৬, ২০১৯

ডের্থ সার্টিফিকেট পেতে অচল রেশন কার্ড চায়, আজব ফরমান মঙ্গলকোটে


মোল্লা জসিমউদ্দিন  

 সাধারণ মানুষের  প্রশাসনিক হয়রানি কমাতে রাজ্য সরকার বিভিন্ন জনহিতকর উদ্যোগ নিয়েছে। কখনো রাতে প্রত্যন্ত গ্রামে নিশিযাপন করছেন জেলাপ্রশাসনের আধিকারিকরা। আবার কখনো বা সরাসরি মুখ্যমন্ত্রীর সংযোগ পেতে অভাব-অভিযোগ শুনতে 'দিদি কে বলো' কর্মসূচি চলছে। ঠিক এইরকম পরিস্থিতিতে চরম প্রশাসনিক হয়রানির অভিযোগ উঠলো মঙ্গলকোটে।গত ১১ ডিসেম্বর মঙ্গলকোট বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা পড়েছে এই প্রশাসনিক হয়রানি নিয়ে। সেইসাথে মৃত্যুর শংসাপত্র পেতে অচল রেশন কার্ড এর   আবশ্যিকতা কিনা সেই বিষয়ে সরকারি নির্দেশনা আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। অচল রেশন কার্ড এর প্রয়োজনীয়তা নিয়ে  যা প্রশাসনের আধিকারিকদের কাছে সদুত্তর মেলেনি, এমনকি কলকাতা  আইনজীবীদের একাংশের কাছে যেটা বেআইনী  বলে দাবি করা  হয়েছে।  হ্যাঁ, কখনো শুনেছেন কোন সরকারি পরিষেবা পেতে গেলে অচল রেশন কার্ড এর আবশ্যিক প্রয়োজনীতা আছে?  কেননা সচল রেশন কার্ডই তো কোন কিছু সরকারি ক্ষেত্রে দরকার পড়ে। সবথেকে বড় ব্যাপার, অচল রেশন কার্ড না দিলে চালু (সচল) রেশন কার্ড মেলেনা। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের অদ্ভুত নিয়মাবলি নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন দেখা গেছে মঙ্গলকোটে। তবে মৃত্যুর শংসাপত্র পেতে  কোন সরকারি গাইডলাইন (অচল রেশনকার্ড এর আবশ্যিকতা)  আছে কিনা, সেই প্রশ্নেরও উত্তর মেলেনি জেলার প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে। স্থানীয় সুত্রে প্রকাশ, গত ১০ নভেম্বর মঙ্গলকোটের গোতিস্টা গ্রামে নিজ বাসভবনে বয়সজনিত কারণে মারা যান পার্বতীচরণ ঘোষ মহাশয়। মৃত্যুর সাতদিন পর অর্থাৎ ১৮ নভেম্বর মৃতের পুত্র সুকান্ত ঘোষ প্রয়াত বাবার মৃত্যুর শংসাপত্র পেতে লিখিত আবেদনপত্র নিয়ে যান সংশ্লিষ্ট গোতিস্টা পঞ্চায়েতের অফিসে। পঞ্চায়েত কর্তৃপক্ষ শংসাপত্র পেতে নিদিষ্ট ফর্ম দেয় আবেদনকারী কে।যেখানে রেশন কার্ড জমা দেওয়ার উল্লেখ রয়েছে। এতটা অবধি সব ঠিকঠাক ছিল।আবেদনকারীর অভিযোগ - "প্রয়াত বাবার পুরাতন রেশন কার্ড না দিলে মৃত্যুর শংসাপত্র মিলবেনা বলে জানিয়ে দেন গ্রাম প্রধান"। এরপরে এই আবেদনকারী স্থানীয় রেশন ডিলারের কাছে যান এইরুপ রেশন কার্ডের নিয়মাবলি জানতে। ওই রেশন ডিলার জানিয়েছেন - " সরকারি রেশন ভর্তুকিতে দূর্নীতি রুখতে সচল অর্থাৎ বর্তমান রেশন কার্ড টি জমা দিতে হয় আবেদনকারী কে, এর বাইরে কিছুই জানিনা "। গত ৯ ডিসেম্বর ওই আবেদনকারী মঙ্গলকোট ব্লক প্রশাসনের ফুড ইন্সপেক্টরের কাছে যান মৃত্যুর শংসাপত্র পেতে অচল রেশন কার্ড লাগে কিনা, তা জানতে। মঙ্গলকোট ফুড ইন্সপেক্টর সরকারি কোন আদেশনামা দেখাতে না পারলেও বলে দেন -  লাগবেই লাগবে পুরাতন রেশন কার্ড টি,সেইসাথে পুরাতন রেশন কার্ড হারিয়ে গেছে বলে স্থানীয় থানায় জেনারেল ডাইরি করার পরামর্শ দেন  । রাজ্য খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান - " আমরা যখন নুতন রেশন কার্ড দিই গ্রাহকদের, তখন পুরাতন রেশন কার্ডটি বাজেয়াপ্ত করে নেয় স্থানীয় খাদ্য দপ্তরের লোকজন। তাছাড়া মৃত্যুর শংসাপত্র পেতে সচল রেশন কার্ডই লাগে, পুরাতন টি নয় "। মঙ্গলকোট বিডিও মুস্তাক আহমেদ বলেন - " এই বিষয়ে আমার জানা নেই, স্থানীয় খাদ্য দপ্তর বলতে পারবে বিষয়টি "। অনুরূপভাবে কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল জানান - " মৃত্যুর শংসাপত্র পেতে অচল রেশন কার্ড লাগে কি লাগেনা সেটা ফুড ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে "। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল জানান - " মৃত্যু ব্যক্তির রেশন সামগ্রী কেউ নিতে না পারে, সেজন্য নুতন রেশন কার্ড লাগে। বাতিল রেশন কার্ড চাওয়া টা একপর্যায়ে প্রশাসনিক হয়রানি "। গত ১১ ডিসেম্বর পঞ্চায়েত প্রধান থেকে রেশন ডিলার। আবার ব্লক খাদ্য দপ্তর থেকে বিডিও অফিস অবধি প্রশাসনিক হয়রানি নিয়ে লিখিত অভিযোগ জমা দেন মঙ্গলকোটের গোতিস্টা গ্রামে সুকান্ত ঘোষ নামে এক বাসিন্দা। জানা গেছে, অভিযোগকারী পেশায় স্থানীয় এক পাক্ষিক পত্রিকার সম্পাদক, তাঁর প্রকাশিত খবরে রুস্ট স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের একাংশ। তাই এইরুপ হয়রানি বলে এলাকাবাসীদের অভিযোগ।মঙ্গলকোট ব্লক অফিসের মূল গেটে হেল্ফ ডেস্কে জ্বলজ্বল করছে - জন্ম এবং মৃত্যুর শংসাপত্র পেতে সপ্তাহের প্রতি সোমবার এবং বুধবার আবেদন জানান!                                                                                                                                                                                                                             

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER