সাধন মন্ডল
সাত দিনের পানচাষিদের ধর্মঘটের প্রথম দিনেই মাথায় হাত ক্ষুদ্র পান ব্যবসায়ীদের। তালডাংরা, ওন্দা ও ইন্দপুর ব্লকের একমাত্র অর্থকরী ফসল পান। পান ব্যবসায়ীরা চাষিদের কাছে পান কিনতে গিয়ে খুচরো টাকা দিচ্ছেন, এদিকে খুচরো টাকা বা পয়সা দোকানদাররা নিতে চাইছেন না। ফলে চাষিদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বিপাকে পড়তে হচ্ছে। তাই পানচাষিরা দাবী তুলেছেন নোট দিয়ে পান কিনতে হবে নতুবা তারা পান বিক্রি করবেন না। পান চাষি সমিতির তালডাংরা ব্লক সভাপতি দয়াময় লোহার জানিয়েছেন সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।