রবিবার, অক্টোবর ২৯, ২০১৭

মেমারিতে তৃনমূল নেতার স্মরণসভা

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের দলুইবাজার ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রামপ্রসাদ মন্ডলের অকাল প্রয়ানে স্মরণসভা করা হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস  বেগম, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সমাজসেবী এম এম মুনসী, তৃণমূল কংগ্রেস সদস্য সিরাজন মনির, মহিলা নেত্রী গীতা ঘোষ, পঞ্চায়েত প্রধান, পরিবারের সদস্য সহ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সকলেই প্রয়াত রামপ্রসাদবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন ও স্মৃতিচারণ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

শালবনীতে ফুটবল খেললেন জিন্দাল পুত্র

সন্দীপ সিংহ

পশ্চিম মেদনীপুরের শালবনীতে নিজের সিমেন্ট কারখানা পরিদর্শনে এসে স্থানীয় ছেলেদের সাথে ফুটবল খেললেন সজ্জন জিন্দাল পুত্র তথা সংস্থার মালিক পার্থ জিন্দাল। উল্লেখ্য তিনি 'বেঙ্গালুরু ফুটবল ক্লাব' এর মালিক বটে।

"নবদ্বীপ ছন্দনীড়' এর অনুস্থান

নদীয়া জেলার নবদ্বীপ শহরে এক মঞ্চে 'নবদ্বীপ ছন্দনীড়' সংস্থার অনুস্থান হয় গত শনিবার।এই মঞ্চে সঙ্গীত, গান, নাটক প্রভৃতি বিষয়ের উপর যুক্তদের সম্মান জানানো হয় উদ্যোক্তাদের পক্ষে।

মেমারির রাজরাজেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পুজো

সেখ সামসুদ্দিন

মেমারি পুরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা  অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতি নায়েক দিদিমণির শিববিলাস বাড়িতে রাজরাজেশ্বরী মন্দিরে রবিবার সকাল থেকে মহাধূমধামের সঙ্গে শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো হয়। সারাদিনে পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়। দুপুরে ঠাকুরের মহাপ্রসাদ ভোগ খিচুড়ি বিতরণ করা হয়। আগামীকাল সকালে দশমীর পুজো হবে বলে জানান মিনতি নায়েক দিদিমণি।

নন্দীগ্রামে ক্ষোভের মুখে 'আক্রান্ত আমরা'

জাহাঙ্গীর বাদশা

রবিবার পুর্ব মেদনীপুরের নন্দীগ্রামে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে 'আক্রান্ত আমরা'র প্রতিনিধিরা।নন্দীগ্রাম ২নং ব্লকের আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের সুবদা এলাকায় নির্যাতিতা এক গৃহবধূর সঙ্গে দেখা করতে এসে বাধার মুখে পড়তে হল আমরা আক্রান্তর প্রতিনিধিদের। রবিবার বিকেল নাগাদ অম্বিকেশ মহাপাত্র, মন্দাক্রান্তা সেন, প্রতিমা দত্ত, অরুনাভ গাঙ্গুলী সহ ১২ জনের একটি দল সুবদায় যাওয়ার চেষ্টা করেন।ওই গ্রামের এক গৃহবধূকে 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র কমিশন না দেওয়ায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তৃণমূল নেতা অসিত হাজরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সেই গৃহবধূ ও তাঁর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে এদিন আগাম পুলিশ ও প্রশাসনকে জানিয়ে এসেছিলেন আক্রান্ত আমরার প্রতিনিধিরা। কিন্তু তারপরেও সুবদা বাজারের কাছে তাঁদের পথ আটকান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবী, অকারণে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্যই বহিরাগতরা আসছেন। এই কারনেই তাঁদের গ্রামে যেতে বাধা দেওয়া হয়েছে।যদিও 'আক্রান্ত আমরা'র প্রতিনিধিরা এরপর নন্দীগ্রাম থানায় গিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। স্বাধীন ভারতে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন তাঁরা। তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শালতোড়ায় ফুটবল টুর্নামেন্টে মন্ত্রী শ্যামল

বাঁকুড়ার শালতোড়া ব্লকের পাবড়া ইউনাইটেড ক্লাবের চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলা হলো।পুরস্কার বিতরনী মঞ্চে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়।

পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী

তথাগত চক্রবর্তী

বীরভুমের রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামে মারা যাওয়া পিতা পুত্রের পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়।তার মেয়ের পড়াশোনা ভার নিলেন।এছাড়া তৃণমূলের সাধারণ সম্পাদক আবদুর রেকিব ও ত্রিদিপ ভট্টাচায তাদের হাতে আথিক  সাহায্য ও চাল সবজি তুলে দেন।

বাঁকুড়ার হীড়বাঁধে দেহ উদ্ধার

সাধন মন্ডল

বাঁকুড়ার হীড়বাঁধ গ্রামপঞ্চায়েত অফিসের অদুরেই স্বপন বাউরী (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।  বাড়ি ভোজদা গ্রামে।এটি নিছক আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

অবৈধ সম্পর্কের সন্দেহে মালদায় মাথা ফাটালো দাদা

মানস দাস, মালদা

স্ত্রীর সঙ্গে ভাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ভাইয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠলো মদ্যপ দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,বৈষ্ণবনগর থানার বীরনগর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা গ্রামে।আক্রান্ত ভাই সুভাষ ঘোষ(৩৫) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।অভিযুক্ত দাদা বৃন্দাবন ঘোষ পলাতক। জানা যায়,বৃন্দাবন ঘোষ মদ্যপ অবস্থায় শনিবার রাতে বাড়ি ঢোকে এবং তার স্ত্রীর সঙ্গে ভাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে গালমন্দ শুরু করে। প্রতিবাদ করতে গেলে ভাইয়ের উপর বাঁশের লাঠি নিয়ে চরাও হয় দাদা বৃন্দাবন ঘোষ। অভিযোগ, বাঁশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় সুভাষের। সুভাষকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার জ্যাঠতাতো দাদা বিজয় ঘোষ।তারও চিকিৎসা চলছে হাসপাতালে।শনিবার রাতে ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত।অন্যদিকে রক্তাক্ত অবস্থায় সুভাষ এবং বিজয়কে উদ্ধার করে রাতেই  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে গ্রামবাসীরা। ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

স্বরুপনগরের আজাদ সংঘের পুরস্কার বিতরনী

স্বরুপনগর এলাকার আজাদ সংঘের ১৬ দলীয় নকআউট ফুটবল টুনামেন্ট শেষ হলো।৩/২ গোলে আজাদসংঘ-মছলন্দপুর উদয় সংঘ কে হারিয়ে বিজয়ী হয়৷এলাকার বিভিন্ন গ্রাম থেকে এই ফুটবল খেলা দেখার জন্য কয়েকশত ফুটবল প্রেমী সারারাত্রি ধরে স্বরুপনগর ওয়াছিয়া সিনয়র মাদ্রাসার ফুটবল মাঠে এই খেলা উপভোগ করে i খেলার শেষে বিজয়ী দল আজাদ সংঘের অধিনায়কের হাতে নগদ অর্থ ও সুদৃশ্য-ট্রফি তুলে দেন সমাজ সেবী মোফাজ্জেল গাজী। এই ফুটবল টুনামেন্ট এর শুভ সূচনা করেন স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যমকুমার ঘোষ।খেলায় নৈপুন্যতার জন্য প্রসূন ঘোষ কে 'ম্যান অফ দি সিরিজ' এবং ইন্দ্রজিত মন্ডল কে 'ম্যান অফ দি ম্যাচ' হিসাবে পুরুস্কৃত করা হয়।

তথ্য ও ছবি হাবিব(স্বরুপনগর বার্তা)

শনিবার, অক্টোবর ২৮, ২০১৭

আসানসোলের বনজেমারী খনি বন্ধ

মোহন সিং

আসানসোলের সালানপুরের বনজেমারী খনির পরিবহন বন্ধ করল স্থানীয় ডাম্পার মালিকরা। তাদের অভিযোগ ৬ চাকার ডাম্পারের বদলে ১০ চাকার ডাম্পার  ব্যবহার করতে চাইছে ইসিএল। ফলে ঋন নিয়ে ৬ চাকার ডাম্পার কেনা মালিকরা ফাঁপড়ে পড়বেন। ইসিএলের এই মনমর্জি মাফিক সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে বনজেমারি খনির পরিবহন বন্ধ করে দিল ডাম্পার মালিকরা।সমস্যায় ইসিএল কর্তপক্ষ

আসানসোলের বরতোড়িয়ায় আন্ত্রিকের প্রকোপ

মোহন সিং

আসানসোলের ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরতোড়িয়া গ্রামে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত শতাধিক বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। গ্রামের বৈরাগী পাড়া, চাষা পাড়া, বাউরি পাড়া এলাকায় বেশী মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। পানীয় জলের কারনে এই রোগ ছড়িয়েছে বলে অনুমান বাসিন্দাদের। ঘটনার কথা জেনে গ্রামে স্বাস্থ্যটিম পাঠালেন কাউন্সিলার সমিত মাজি। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে

আসানসোলে পাঁচগাছিয়ায় ধস, আতঙ্গ

মোহন সিং

আসানসোলের পাঁচগাছিয়ার   মনোহর বহাল এলাকায় বিস্তীর্ণ এলাকা ধস। ধসের জেরে ক্ষতিগ্রস্থ গ্রাম যাওয়ার রাস্তা। এই ঘটনায় আতঙ্কিত এলাকায় মানুষ। এলাকার মানুষদের আগে এই এলাকায়  কয়লাখনি ছিল।সেখানে কয়লা উত্তোলন করার পর ঠিকমতো বালি ভরাট না করার ফলে এই ধস নেমেছে। অবিলম্বে ধসপ্রবন এলাকায় মাটি ভরাটের দাবি জানিয়েছে এলাকাবাসী।

তালডাংরায় সিপিএমের মিছিল

সাধন মন্ডল

শনিবার বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া বাম গণ সংগঠন গুলির যৌথ মঞ্চ বিপিএমও -র উদ্যোগে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো। সিপিআই(এম) নেতা সুনীল হাঁসদার নেতৃত্বে এই মিছিলে জেল হেফাজতে থাকা দলের নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের নিঃশর্ত মুক্তির দাবী ওঠে। এদিন কয়েকশো বাম কর্মী সমর্থক সাইকেল মিছিলে অংশ নেন বলে জানা গেছে।

স্বরুপনগরে আজাদ সংঘের ফুটবল টুর্নামেন্ট

বসিরহাটের স্বরুপনগর আজাদ সংঘের ফুটবল প্রতিযোগীতা শুরু হলো।শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় স্বরুপনগর আজাদ সংঘের পরিচালনায় সারারাত্রি ব্যাপী ১৬ দলীয় নকআউট ফুটবলপ্রতিযোগীতার শুভ সূচনা করলেন স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যম কুমার ঘোষ।বাজী প্রদর্শন করেন ফুটবল খেলার রেফারী শ্রীকান্ত মন্ডল, ফানুস উড়ান রেজাউল গাজী৷সারা রাত্রি এই ফুটবল খেলা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে কয়েকশত ক্রীড়ামোদী দর্শক ভীড় জমান স্থানীয় স্বরূপনগর সিনিয়র মাদ্রাসার ফুটবল মাঠে।

তথ্য ও ছবি হাবিব

আসানসোলে মধুচক্রের পর্দা ফাঁস

মোহন সিং

শনিনার বিকেলে আসানসোলে প্রকাশ্যে এল মধুচক্রের ঘটনা।ঘনজনবসতি এলাকায় চলত মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তা রোধ করা গেল। হাতেনাতে ধরা পড়ল এক যুবতী সহ দুই যুবক। পুলিশ ওই তিনজন ছাড়াও মধুচক্র চালানোর দায়ে ওই গৃহস্থ বাড়ির মালকিন ও তার ছেলেকে আটক করেছে। আসানসোল দক্ষিন থানার মহিশীলা এক নম্বর কলোনীর জলট্যাঙ্কির উলটো দিকের গলির ঘটনা।ওই এলাকাতেই একটি বাড়িতে থাকেন মা ও ছেলে সুমতি দেবী ও দেবাশীষ রায়। সুমতি দেবী মহিশীলা এলাকায় একটি খাবারের হোটেল চালান। আর সেই সুযোগে ফাঁকা বাড়িতে দেবাশীষ বসাতো মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত প্রায় এক বছর ধরে ওই বাড়িটিতে নানান সন্দেহজনক ঘটনা ঘটত। মাঝেমধ্যেই অচেনা যুবক যুবতীদের ভিড় লেগেই থাকত।শনিবার বিকেলে ওই বাড়িতে দুই যুবক ও এক যুবতী ঢোকে। এই ঘটনা দেখেই বাসিন্দারা ওই বাড়িটিতে বাইরে থেকে লক করে দেয় এবং পুলিশ ডাকে। আসানসোল দক্ষিন থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে আপত্তিকর অবস্থায় দুই যুবক ও যুবতীকে দেখতে পায়। তাদেরকে আটক করা হয়। ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালকিন সুমতি দেবী এবং তার ছেলে দেবাশীষ রায়কেও।

বাঁকুড়ায় বেহাল গোবিন্দ সেতু

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার রাইপুরের কাছে কংসাবতী নদীর উপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর বেহাল দশা।সেতু সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী।
পুর্ত বিভাগের উদাসীনতায় দিন কে দিন দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ।

বসিরহাটে ক্কেরাত প্রতিযোগিতা

উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাট মাওলানা বাগদরবার শরীফে সর্বভারতীয় ক্বেরাত প্রতিযোগীতা এবং আল্লামা রুহুল আমিন (রঃ) স্মরন, সম্প্রীতি ও জাতীয় সংহতি বিষয়ক সেমিনার শেষ হলো শুক্রবার ৷ হাজার হাজার ধর্মপ্রাণদের সমাগম ঘটে।

  তথ্য ও ছবি হাবিব

ডেঙ্গু দমনে তৎপর মঙ্গলকোট হাসপাতাল

মোল্লা জসিমউদ্দিন

সারারাজ্যে যখন ডেঙ্গু নিয়ে চাপা আতঙ্গ দেখা দিয়েছে।সেখানে মঙ্গলকোট হাসপাতাল কখনও মাথরুণ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনা বাড়াচ্ছে।আবার কখনও কৈচর বাজার সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর লার্ভা নস্ট করার জন্য অভিযানে নামছে।পুরোটাই মঙ্গলকোট বিএমওএইচ ডা: প্রণয় ঘোষের নেতৃত্বে চলছে বলে জানা গেছে।

বর্ধমানে জেলাস্তরে ক্যারাটে প্রতিযোগিতা

নুতন জেলা গঠনের পর প্রথম পুর্ব বর্ধমানে জেলাস্তরে ক্যারাটে প্রতিযোগিতা হলো বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে।৩২ টি ইভেন্ট তে অংশগ্রহণ করে ১০৬ জন প্রতিযোগী। গত শুক্রবার এই প্রতিযোগিতা টি বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে দেবাশীষ কুমার মন্ডল।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER