মানস দাস, মালদা
মা কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানোকে কেন্দ্র করে মহিলাদের মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার তেলিপুকুর নেতাজী কলোনি এলাকায়।আহত চার মহিলা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযোগ, সোমবার রাতে পাড়ার ক্লাবের কালী প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে এলাকার মহিলারা।সেই সময় শিশুরা বাজি ফাটায় সেখানে।অভিযোগ, গ্রামের কয়েকজন যুবক এই নিয়ে মহিলাদের সাথে বচসা শুরু করে।এরপর বচসা থেমে গেলে শোভাযাত্রা নিয়ে বিসর্জনের পথে যায় মহিলারা।বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে আবার শুরু হয় ঝামেলা।অভিযোগ, মহিলাদের শ্লীলতাহানি ও মারধোর করা হয়।মারধোরে আহত হয়,সুনিতা রায়(৪২),শান্তি ঘোষ(৩৯),মমতা ঘোষ(৩৫)এবং জানকী সাহা(৩১)। তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্ত নারায়ন সিং,ভোদল ভাস্কর,সঞ্জয় ভাস্কর,সনাতন কর্মকার সহ পনেরোজন পলাতক।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।