বুধবার, নভেম্বর ১৫, ২০১৭

রাইপুরে বীরসা মুন্ডার জন্মদিন পালন

সাধন মন্ডল

বুধবার বীরযোদ্ধা বীরসা মুন্ডার জন্মদিন পালন করা হয় বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের চাতরি প্রাথমিক বিদ্যালয়ে।জঙ্গলমহলের মানুষ এই আদিবাসী নেতা কে খুব কাছের মানুষ ভাবেন।

মঙ্গলকোটে ভুগর্ভস্ত জলস্তর বিপদসীমার কাছাকাছি

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটে একশো আশি গ্রামে হাজারের কাছাকাছি রয়েছে পানীয় জলের জন্য সিলিন্ডার কল। মূলত গ্রামগুলির প্রধান পানীয়জলের উৎস এই সিলিন্ডার গুলি।বেশিরভাগ অকেজো থাকায় ভীষন সমস্যায় এলাকার বাসিন্দারা।ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত গুলিতে বারবার জানিয়েই কল মেরামতির কোন উদ্যোগ চোখে পড়েনা বলে অভিযোগ। উন্নত প্রযুক্তিতে করা জার্মান কলগুলিতে জলের ধারা সরু।এইবিধ জার্মান কল একবার খারাপ হলে পুনরায় মেরামতি অসম্ভব বলে দাবি কলমিস্ত্রিদের।মঙ্গলকোটের পনেরোটি অঞ্চলের মধ্যে তিন থেকে চারটি অঞ্চলের একাংশ এলাকাবাসী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তিনবেলা জল সরাবরাহের সুবিধা পেতেন।বর্তমানে সেই 'টাইম কল' এর পরিষেবা একপ্রকার বন্ধ বলা যায়।মাঝীগ্রাম কেন্দ্রের দুটি পাম্প প্রায় খারাপ থাকে। অন্যদিকে সদর মঙ্গলকোটে নুতনহাটে এক কোটির কাছাকাছি অনুদানে ঝা চকচকে জলাধার প্রকল্প নির্মান অনেকদিন পুর্বে শেষ হলেও চালু হয়নি।মূলত পুরানো পাইপলাইন এর আধুনিকরণের কাজ না হওয়ায় এই বিপত্তি।কবে চালু হবে? তার কোন উত্তর মেলেনি প্রশাসন সুত্রে।টাইম কলগুলির ট্যাপ না থাকায় বেশিরভাগ সময় জল অপচয় ঘটে।তাহলে দেখা যাচ্ছে গ্রামীনস্তরের সিলিন্ডার কল আবার কোথাও জার্মাল কল গুলির ষাটভাগের বেশি অকেজো হওয়ার দরুন পানীয়জল পেতে ভীষন সমস্যায় স্থানীয়রা।অপেক্ষাকৃত মফস্বল এলাকায় তিনটি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্প হাউসের মধ্যে একটিতে জলসরবরাহ বন্ধ আছে।মঙ্গলকোটের এহেন পানীয়জল সংকট মেটাতে বিশেষজ্ঞ মহলে দুধরনের প্রকল্প দ্রুত নেওয়ার দাবি উঠছে।দশ বছর পুর্বে ভূগভস্ত জলস্তর পাওয়া যেত ৫৫ থেকে ৬০ ফুটের মধ্যে।বর্তমানে সেটা ২২০ থেকে ২৩০ ফুটের নিচে কমপক্ষে দাঁড়িয়েছে। সুইটস সংস্থা মঙ্গলকোটের ভুগর্ভস্ত জলস্তর কে 'গ্রে' অর্থাৎ বিপদজনক অবস্থায় পেয়েছে।তাই নুতন করে চাষাবাদের জন্য সাবমারসেবল অনুমোদন প্রায় বন্ধ আছে মঙ্গলকোটে।বেসরকারিভাবে জানা গেছে গত দশ বছরের মঙ্গলকোটে চাষাবাদের জন্য তিনহাজারের বেশি সাবমারসেবল চালু রয়েছে।তিনটি নদী থাকা সত্বেও নিয়মিত ভুগর্ভস্ত মিস্ট পানীয়জল শোষন হচ্ছে কৃষিকাজে।সেখানে কুনুর - ব্রাক্ষ্মনী- অজয় নদীতে চেকড্যাম গড়লে পানীয়জল শোষন অনেকটাই কমবে।ইটভাঁটা, গৃহস্তকাজে  পাঁচ হাজার মিনি সাবমারসেবল চলছে।সেখানে বিশেষজ্ঞ মহল জানাচ্ছে - বর্ষাকালে 'আন্ডার ওয়াটার রিচার্জ সিস্টেম ' চালু করতে পারলে বর্ষার জল অনেকাংশ পুনরায় মাটির নিচে পাঠালে ভূগর্ভস্থ জলস্তর উন্নত হবে মঙ্গলকোটের বুকে।এছাড়া অজয়ের মত সারাবছর জল থাকা নদীতে জলশোধন প্রকল্প নিলে মাটির নিচে জলরাশি লুট কমবে।যেভাবে কাটোয়া পুরসভা ভাগীরথী নদীর উপর এইরুপ জলশোধন প্রকল্প নিয়ে কাটোয়া শহরবাসীর পানীয়জল সংকট মেটাতে সক্ষম হয়েছে।ঠিক সেইভাবেই অজয় কুনুর নদীর সঙ্গমস্থল নুতনহাট সংলগ্ন বড়বাজার গ্রাম এলাকায় নদী উপকূলে এই প্রকল্প যথাযথ বলে বিশেষজ্ঞ মহলে দাবি উঠেছে।'গ্রে'  পর্যায় ভুক্ত মঙ্গলকোটে কোন আইনে তিনটি বেসরকারি সংস্থা নিয়মিত পানীয়জলের কারখানা করেছে, তা নিয়েও উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন।  কৈচর, ইছাবটগ্রাম এবং নুতনহাটে মিনারেল ওয়াটার প্রকল্পগুলি ঘিরে প্রশ্নচিহ্ন রয়েছে।এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় মঙ্গলকোটের ভুগর্ভস্ত জলস্তর বৃদ্ধিতে?

বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে

মোল্লা জসিমউদ্দিন

কলকাতা মহানগর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে মাঝারি ধরণের বৃষ্টিপাত। আজ ভোর থেকেই এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে।আবহাওয়াবিদরা জানাচ্ছেন - এবার শীতের আগমন ঘটছে তাড়াতাড়ি।

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০১৭

বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে মঙ্গলকোট

মোল্লা জসিমউদ্দিন

রাজ্যে পালাবদলের সপ্তম বর্ষপূর্তিতেও পুর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকা আগুনের গোলার উপর দাঁড়িয়ে রয়েছে।হিংস্বার বিরাম নেই এখানে।খুন রাহাজানি প্রতিনিয়ত লেগেই আছে।রোজকার বোমাবাজি জলভাত যেন মঙ্গলকোটবাসির কাছে। সম্প্রতি মঙ্গলকোটের বকুলিয়ায় বোমায় হত প্রশান্ত ধীবরে ঘটনা, সেই ট্রাডিশনের অংশ মাত্র।বামজমানা পরবর্তীতে মঙ্গলকোটের আজাদ মুন্সি সহ দশের বেশি রাজনৈতিক খুন হয়েছে।অতীতে সিপিএমের সশস্ত্র বাহিনীর মত বহর দেখা যায় তৃণমূল শিবিরেও।কেন পরিবর্তন হয়নি এই রাহাজানিমুলক পরিস্থিতির? বারুদের স্তুপের উপর কেনই বা দাঁড়িয়ে মঙ্গলকোট?  ২০১১ সালের পুর্বে অর্থাৎ ২০০৬ থেকে ২০১০ সাল অবধি মঙ্গলকোটের রাশ ছিল সিপিএম নেতা ডাবলু আনসারীর হাতে।একাধারে বেনামে অজয় নদের দশ থেকে বারোটি বালিঘাটের কারবারি,  থানার বকলমে 'ডাকমাস্টার' ডাবলু শুধু মঙ্গলকোট নয় সীমান্তবর্তী নানুর, কেতুগ্রাম, আউশগ্রাম,ভাতার প্রভৃতি এলাকায় সশস্ত্র বাহিনী পাঠাবার ওস্তাদ ছিলেন সেসময়। অভিযোগ পুলিশের কালিপুজোর যাত্রা থেকে খেলাধুলারর টুর্নামেন্ট আয়োজন। সবই দেখত ডাবলু।তাই বিপুল বেআইনী অস্ত্র সমৃদ্ধ বাহিনীর প্রতি পুলিশ নিষ্ক্রিয়তা দেখাতো বলে বিরোধী শিবিরে দাবি উঠত।রাজ্যের পালাবদলের পর ডাবলু বাবলু আনসারী মঙ্গলকোটের রাজনীতিতে বিদায় হলেও, তাদের সশস্ত্র বাহিনীর সিংহভাগ চলে আসে তৃনমূলের দখলে।এই বাহিনী পোষবার এবং পুলিশের একাংশ কে আর্থিকভাবে সহযোগিতা করবার আয়ের মূল উৎস হচ্ছে অজয় নদীর বেআইনী বালিঘাট গুলি।কোগ্রামের মত বালিঘাটে প্রতিদিন আয় যেখানে সর্বনিম্ন কয়েক লক্ষ টাকা।এই বিপুল আয়ের ভাগাভাগি নিয়ে চলে শাসক শিবিরের অন্তদ্বন্ধ।যার পরিণতি গোলাগুলি,  বোমাবাজি। পুলিশের একাংশের মদতে বেপরোয়া হয়ে উঠে শাসক দলের মদতপুস্ট বালিমাফিয়ারা।একে অপরের দখল বেদখল অভিযানে মজুত থাকে অবৈধ অস্ত্রভাণ্ডার। অজয়ের বত্রিশ কিমি নদীপথে থাকা এপারে ওপারে মিলিয়ে পঞ্চাশের বেশি বালিঘাটে পুর্ব বর্ধমান ও বীরভূম জেলাপুলিশ একযোগে অভিযান চালালে বিপুল বেআইনী অস্ত্র মিলতে পারে।অজয়ের উপকূলে থাকা লাখুরিয়া কল্যানপুর কোগ্রাম বকুলিয়া প্রভৃতি গ্রাম গুলি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে।তাই বকুলিয়ার প্রশান্ত ধীবর মারা যায় মজুত বোমা থেকে।মঙ্গলকোটের রাজনীতিতে অজয়ের বালিঘাট কতটা গুরুত্বপূর্ণ। তা পঞ্চায়েত সমিতির কিছু কর্মকর্তা,বেশ কিছু গ্রামপ্রধান - উপপ্রধানের সরাসরি বালিখাদ চালানো নিয়ে প্রশ্ন উঠে।থানায় এইরুপ নেতাদের অহরহ যাতায়াত দেখে স্থানীয়রা অনেকেই আতংকিত থাকে।পুলিশের নানান অনুষ্ঠানে এদের ঝলমলে উপস্থিতি দেখা যায়।স্থানীয়রা অনেকেই এদের দৌরাত্ম্যতে ভয়ে সিটিয়ে থাকে।বারুদের স্তুপের উপর কেমন দাঁড়িয়ে আছে মঙ্গলকোট, তা পুলিশের দেওয়া সর্বক্ষণ নিরাপত্তারক্ষী পাওয়া ব্লক তৃণমূল নেতাদের নিরাপত্তা রাখার মেয়াদকাল বাড়ানো বিষয়টি সেই বারুদের স্তুপকে জানান দেয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তারাপীঠে সম্পত্তি বিবাদে পুত্রের মারে জখম মা


প্রীতম দাস

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা কে মারধরের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। আহত মা কে রামপুরহাট  জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে তারাপীঠ থানায়। ঘটনাটি ঘটেছে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সুদাম ডাঙ্গাপাড়ায়।
মাড়গ্রাম থানার বাতিনা গ্রামের বাসিন্দা বীরেন মজুমদার ও অসীমা মজুমদার কয়েক বছর আগে গ্রাম ছেড়ে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সুদামডাঙ্গা পাড়ায় চার কাঠা জায়গা কিনে পাকা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়িতেই দুই ছেলে, বৌমা, নাতি নাতনি নিয়ে বসবাস শুরু করেন। কিছুদিন আগে দুই ভাই পৃথক হন। অভিযোগ, দুই ভাই সমান সমান ভাগ পাওয়ার কথা থাকলেও ছোটো ভাই জগন্নাথকে বঞ্চিত করেছে বড় ভাই। এনিয়ে বলতে গেলে বড় ছেলে তাঁকে মারধোর করে বলে অসীমাদেবীর অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে অসীমাদেবী বলেন, “বড় ছেলে ছোট ছেলেকে বঞ্চিত করেছে। তাকে সম্পত্তির সম্পত্তির ভাগ দেয়নি। এনিয়ে বলতে গেলে বড় ছেলে বদ্যিনাথ মজুমদার ও বৌমা চেয়ের দিয়ে মারধোর করে”। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বদ্যিনাথ। তিনি বলেন, “মা আমার বাড়িতে এসেছিল। আমি মায়ের গায়ে হাত তুলিনি। আমি এলাকার মানুষের মীমাংসা মেনে নিয়েছি। তারপরও মা আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছে”।

কাটোয়ায় অজয় নদে বালি লুট চলছে

পুলকেশ ভট্টাচার্য

পুর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন অজয় নদের চরকি সেতুর নিচে অবাধে চলছে বালি লুট।অজয়ের এপারে কেতুগ্রাম, অপারে কাটোয়া থানা এলাক পড়ছে।গত বছর ৬ ডিসেম্বর এই এলাকায় বালি লুট রুখতে কাটোয়ার ডেপুটি ম্যাজিস্টেট বিপ্লব সরকার আক্রান্ত হয়েছিলেন।অভিযোগ এই দুই থানার প্রভাবশালী আধিকারিকদের নিস্ক্রিয়তায় এই ঘটনা ঘটেছিল।

দুবরাজহাট সেবক সংঘের শিশুদিবস

পুর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের দুবরাজহাট সেবক সংঘ মঙ্গলবার সাংস্কৃতিক অনুস্থানের মাধ্যমে শিশুদিবস পালন করলো।উপস্থিত অতিথিদের মধ্যে 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' র জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম ছিলেন অন্যতম।

জঙ্গলমহল কাপ শুরু বারিকুলে

সাধন মন্ডল

মঙ্গলবার বাঁকুড়া জেলার বারিকুল থানার ঝিলমিলি মাঠে শুরু হয়ে গেল জঙ্গলমহল কাপ।বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে জেলাপুলিশের এই ফুটবল টুর্নামেন্ট।

শিক্ষা সামগ্রী তুলে দিল বাঁকুড়া পুলিশ

সাধন মন্ডল

মঙ্গলবার শিশুদিবস উপলক্ষে ক্ষুদে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ।রানীবাঁধ থানার এই ছবি।ব্যাগপত্তর পেয়ে খুব খুশি ক্ষুদে পড়ুয়ারা

রসগোল্লার অধিকার শুধু বাংলার:ফিরহাদ হাকিম

জাহাঙ্গীর বাদশা

রসগোল্লা  উপর অধিকার বাংলার। তার কারন বাংলায় রসগোল্লারর সৃষ্টি হয়েছিল।মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার  করি।বাংলার মানুষের এটা একম নিজস্ব,  আর একটা বড় সেন্টিমেন্ট। যেটা আজ মহামান্য আদালত মান্যতা  দিয়েছেন, তাই বাংলার সব মানুষকে অভিনন্দ জানাই যে রসগোল্লা  আমাদের। মঙ্গলবার বিকেলে দিঘায় এক অনুষ্ঠানে এসে বাংলার এই জয় নিয়ে বাংলার মানুষের কাছে জয়ের বার্তা তুলে ধরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
রসগোল্লা  নিয়ে বাংলা ও উড়িশার মধ্যে মতভেদ তৈরি হয়েছিল। তবে উড়িশার তোলা অভিযোগকে নস্যাৎ  করে আজ রসগোল্লা যে বাংলারই তার রায় ঘোষনা করেছেন মহামান্য আদালত। সেই রায় ঘোষনার পর বাংলায় খুশির জোয়ার। উড়িশার পাশেই বাংলার পর্যটন কেন্দ্র দিঘা সেখানেও আনন্দ উল্লাসে মেতে উঠেছে পর্যটক থেকে স্থানিয় মানুষজন।

'হাউসিং ফর অল' নিয়ে সভা ইংরেজবাজার পুরসভায়

মানস দাস, মালদা

'হাউসিং ফর অল' প্রকল্পের বরাদ্দকৃত টাকা দ্রুত প্রদান করার জন্য ঘর প্রাপকদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার পৌরসভা । মঙ্গলবার মালদা টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয় । এই সভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ ,উপ পৌরপ্রধান দুলাল সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ পৌরসভার আধিকারিকরা । পাশাপাশি পৌর এলাকার ৮২৩ জন ঘর প্রাপকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । গৃহহীনদের বাসস্থানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন । এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা । ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভা ৮২৩  টি পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছে । তিন দফায় অর্থ প্রদান করেছে পৌরসভা । কিন্তু ঘর প্রাপকের বাকি টাকা দ্রুত নেওয়ার দাবিতে চেয়ারম্যানের দ্বারস্থ হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে । প্রকল্প সম্পর্কিত তথ্য জনসমক্ষে তুলে ধরতে এই সভার আয়োজন করে পৌরসভা । গৃহহীনদের সামনে প্রকল্পের গাইডলাইন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ । বক্তব্য রাখেন উপ পৌরপ্রধান দুলাল সরকারও ।  এই বিষয়ে চেয়ারম্যান নিহার বাবু জানান - নিয়ম মেনেই প্রকল্পের কাজ শেষ করা হবে । কোন জটিলতা যেন সৃষ্টি না হয় তার দিকেও নজর দেওয়া হচ্ছে । গাইডলাইন মেনেই বাকি অর্থও প্রদান করা হবে গৃহহীন পরিবার গুলিকে ।

বাংলাদেশ বইমেলা শুরু আগামীকাল

রাজকুমার দাস

কলকাতার রবীন্দ্রসদনের মোহরকুঞ্জতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৭ তম বাংলাদেশ বইমেলা।চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।এই বিষয় নিয়ে এদিন বাংলাদেশ দুতাবাসে সাংবাদিক সম্মেলন হয়।

নিখিল ভারত সপ্তাহ পালন মহাজতি সদনে

মঙ্গলবার দুপুরে কলকাতার মহাজতি সদনে পালিত হলো নিখিল ভারত সমবায় সপ্তাহ।এটি ৬৪ তম বর্ষে পড়লো।এদিন উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

মঙ্গলকোটের মিলন পাঠাগারের শিশুদিবস

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার সকালে মঙ্গলকোটের নূতনহাটে মিলন পাঠাগারে সাংস্কৃতিক অনুস্থানের মাধ্যমে শিশু দিবস পালন করলো।পাঠাগারের সম্পাদক নূর আনসারী জানান - আশেপাশে দশ থেকে বারোটি গ্রামের কচি কাচারা প্রতিবারের মত এবারেও সামিল হলো শিশুদিবসে।

দীঘা থানার শিশুদিবস ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

জাহাঙ্গীর বাদশা

মঙ্গলবার সকাল থেকেই পুর্ব মেদনীপুরের দীঘা থানা স্থানীয় শিশুদের নিয়ে শিশুদিবসে উপহার সামগ্রী তুলে দিল।সেইসাথে হাসপাতাল পরিস্কার পরিছন্ন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ নিয়ে প্রচার কর্মসুচি চালায়।

কুচবিহারে শিশু দিবস

শিখা ধর

মঙ্গলবার দুপুরে কুচবিহার শহরে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু দিবস পালিত হয়।পড়ুয়াদের নিয়ে সচেতনমূলক ব্যানার নিয়ে পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকগন।

মুকুল পুত্র স্বাগত: দিলীপ ঘোষ

শিখা ধর

কোচবিহারে দলীয় কর্মসুচিতে যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন - "শুভ্রাংশু কেন আলাদা থাকবে, ওকে আমাদের দলে স্বাগত"।উল্লেখ্য একদা তৃনমূল নেতা মুকুল রায় দলবদল করে বিজেপিতে যোগ দিলেও, তৃনমূল বিধায়ক শুভ্রাংশু রায় পিতার মতন দলবদল করেননি।তবে মুকুলের পাল্টা সভায় তৃনমূলের যুব সমাবেশে গড়হাজির থেকে জল্পনা বাড়িয়েছেন।তাই দিলীপ ঘোষ এই পরিস্থিতিতে এই মন্তব্য করে তৃনমূলের অস্বস্তি বহুগুন বাড়িয়ে দিলেন বলে মনে করছে রাজ্য রাজনীতি মহল।

ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে পালিত হলো শিশুদিবস

আজ 14 নভেম্বর 2017 শিশু দিবস। এই উপলক্ষে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকার ফ্রন্টপেজ আজ 14 নভেম্বর 2017 শিশু দিবস। এউপলক্ষে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে চলছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। চলছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা।এই শিক্ষা প্রতিস্থানটির কর্মকর্তা হলেন মুহাম্মদ কামরুজাম্মান।উল্লেখ্য তিনি 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর রাজ্য সম্পাদক।

কাঁথি কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় শুভেন্দু অধিকারী

মঙ্গলবার কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের ইউনিয়নের নির্বাচনে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান পদে আগামী পাঁচ বৎসরের জন্যে পুনঃ নির্বাচিত হলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ব্যাঙ্কের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

তথ্য প্রতাপ চট্টোপাধ্যায়

সোমবার, নভেম্বর ১৩, ২০১৭

কার্তিক পুজোর প্রস্তুতি বাঁকুড়ায়

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে আসন্ন কার্তিক পুজোর প্রস্তুতি চরমে।সারেঙ্গা ব্লকে এক মূর্তিশিল্লী কার্তিক ঠাকুরের প্রতিমা গড়তে দিচ্ছে তুলির শেষ টান।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER