শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

তালডাংরা চক্রের ক্রীড়া প্রতিযোগিতা


সাধন মন্ডল



বাঁকুড়ার তালডাংরা চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। তালডাংরা ফুলমতি হাইস্কুল মাঠে এই প্রতিযোগীতায় 84 টি স্কুলের 224 জন প্রতিযোগী অংশ নেয়।

posted from Bloggeroid

সালানপুরে পানীয় জল প্রকল্প শুরু

নীলাদ্রি ঘোষ


পানীয় জল প্রকল্পের উদ্ধোধন হল আসানসোলের সালানপুর ব্লকে l স্থানীয়

আছরা পঞ্চায়েতে শুক্রবার এই প্রকল্পের উদ্ধোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় l পঞ্চিমাঞ্চল উন্নয়ন তহবিলের অর্থানুকুল্যে এই প্রকল্পের উদ্ধোধনী অনুস্টানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শ্যামল মজুমদার ও বিডিও তপন সরকার l

posted from Bloggeroid

'কালনা গেট' পত্রিকার চিত্র প্রদর্শনী


সেখ সামসুদ্দিন


বর্ধমান শহরে 'কালনা গেট' পাক্ষিক পত্রিকার উদ্যোগে বর্ধমান কার্জন গেটে চিত্র প্রদর্শনী করা হয়। লিটিল ম্যাগাজিন প্রেমীরা সহ সংবাদ উৎসুকরা এদিন ভীড় জমান এখানে।

posted from Bloggeroid

সালানপুরের আমঝোড়িয়ায় রক্তদান শিবির

নীলাদ্রি ঘোষ

পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের আমঝোড়িয়া মহা শ্মাশান ঘাটে অনুস্টিত হল বিশেষ পুজো l পুজো প্রাঙ্গনে অনুস্টিত হল রক্তদান শিবির l স্থানীয় পঞ্চগ্রাম মুক্তধাম কমিটির

উদ্যোগে নয়জন মহিলা সহ সতেরজন রক্তদান করেন l শিবিরে বিশিস্ট সমাজ কর্মী সুব্যেন্দু নাথ উপস্থিত থেকে পুজোয় এই মহৎ কাজে সকলকে উৎসাহ দেন l পজোকমিটির পক্ষ থেকে সকল রক্তদাতাদের দেওয়া হয় বিশেষ শংসাপত্র l

posted from Bloggeroid

মেখলিগঞ্জে টোটো চালকদের মিছিল


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

প্রসাশনের তরফে হাইরোডে টোটো চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন।এতে তাদের রুটি রুজিতে টান পরার পরিস্থিতি তৈরি হয়েছে।এই অভিযোগ এনে চ্যাংড়াবান্ধায় মিছিল করে বিক্ষোভ দেখাল এলাকার বিভিন্ন টোটোচালকেরা।টোটো নিয়ে চ্যাংড়াবান্ধা বাজার,ভিআইপি মোড়, বাইপাস প্রভৃতি এলাকা তারা পরিক্রমা করে।চ্যাংড়াবান্ধা ভোটবাড়ি টোটোচালক সংঠনের সম্পাদক শহিদুল মহম্মদ,সহিদার রহমান প্রমুখ বলেন,হাইরোডে টোটোচালানোর ব্যাপারে নিষেধ করা হয়েছে।এতে তাদের ভীষন সমস্যায় পরতে হবে কারন অনেক ক্ষেত্রেই তাদের ওই রাস্তা দিয়ে টোটো চালাতে হয়।এনিয়ে ভীষণ সমস্যায় তারা পরেছেন।রোজগার বন্ধ হবার আশঙ্কাও তারা করছেন।তাই সমস্যার কথা প্রসাশনের নিকট তুলে ধরতেই এদিন তারা রাস্তায় নামেন।ওপর টোটোচালক বাদল রায়,সহিদার রহমান প্রমুখ বলেন,অনেক শিক্ষিত যুবক রয়েছেন যারা বেকারত্বের জ্বালা মেটাতে টোটো চালাচ্ছেন।ঋণ ধার করে টোটো কিনেছেন।এই অবস্থায় টোটোচালানোর ক্ষেত্রে কড়া নিয়মকানুন জারি করা হলে তাদের চরম দুর্দশায় ভুগতে হবে।এদিন তারা মিছিল করে মেখলিগঞ্জ ব্লকের বিডিও এর দপ্তরের সামনে জমায়েত করেন।সেখানেও বিক্ষোভ দেখান।এরপর তাদের দাবির বিষয়ে ব্লক প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন।এদিন তারা

বলেন,হাইরোড এলাকাতেও তারা সতর্কতার সাথে টোটো চালাবেন।তাদের জন্য যাতে কোনরূপ যানজট সমস্যা তৈরি না হয় সেই বিষয়টিও তারা খেয়াল করবেন।যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসনের কর্তারা মুখ খুলতে চাননি।

posted from Bloggeroid

ইন্দাসে দোলকালী মন্দিরের উদঘাটন



সাধন মন্ডল

বাঁকুড়ার ইন্দাসের আকুই গ্রামে দোলকালী মায়ের নব নির্মিত মন্দির প্রতিষ্ঠা হলো। মন্দিরের দ্বারোদঘাটন করেন জয়রামবাটি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী

শিবরুপানন্দজী মহারাজ। এই উপলক্ষ্যে সারাদিন ধরে পুজাপাঠ, যজ্ঞানুষ্ঠান, পংক্তিভোজন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গরীব দুঃস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র দেওয়া হয় । এই মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

posted from Bloggeroid

খেজুরীতে হার্মাদ মুক্তি দিবসে শুভেন্দু অধিকারী


শুক্রবার পুর্ব মেদনীপুর জেলার খেজুরীতে 'হার্মাদ মুক্তি দিবস' হিসাবে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।বাম জমানার পরবর্তী এই দিনটিতে হার্মাদ মুক্তি দিবস পালিত হয়।

তথ্য প্রতাপ চট্টপাধ্যায়

posted from Bloggeroid

সালানপুরে আছড়া পঞ্চায়েতে রাস্তা উদ্বোধন


নীলাদ্রি ঘোষ

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে নতুন রাস্তার উদ্ধোধন হল শুক্রবার l স্থানীয় আছরা পঞ্চায়েতের মালবহাল গ্রামে এই রাস্তার উদ্ধোধন করলেন বারাবনি বিধানসভার বিধায়ক বিধান

উপাধ্যায় l অনুস্টানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার , বিডিও তপন সরকার l শ্যামল বাবু জানান - পশ্চিমাঞ্চল উন্নয়ন তহবিলের ৭০ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তা তৈরির ফলে এলাকায় নিত্য যাতায়াতকারী ১০ হাজার মানুষ উপকৃত হবেন l

posted from Bloggeroid

কোচবিহারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

শিখা ধর

কোচবিহারে দলীয় কর্মসুচিতে এদিন আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাদ্দা।বিজেপির কর্মীদের নিয়ে আসন্ন বিধানসভার উপনির্বাচন নিয়ে বৈঠক

সারেন তিনি।তবে রাজ্যের ডেঙ্গু নিয়ে কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

posted from Bloggeroid

কোতলপুরে ৩০০ জন গীতাঞ্জলি প্রকল্পে অনুদান পেলেন


বাঁকুড়ায় গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে কোতুলপুর বিধানসভায় ৩০০ জন গ্ৰাহকদের বাড়ি প্রদান করা হলো। আলোচনা করা হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবে।অনুস্থানে মূখ্য অতিথি ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

ড্রাগের বিরুদ্ধে মিছিল করায় প্রহৃত আসানসোলের তৃনমূল কাউন্সিলার

মোহন সিং

গোটা এলাকা কার্যত ড্রাগ পেইডলারদের রাজত্ব হয়ে উঠেছিল। আর তার প্রতিবাদে পদযাত্রা করতে গিয়েই প্রহৃত হলেন এক তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত কাউন্সিলারের নাম মহম্মদ নাসিম আনসারি। এলাকায় হাজি নাসো নামেই পরিচিত তিনি।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের রেলপার এলাকায় ড্রাগ, গাঁজা সহ অনান্য সামগ্রীর বিরুদ্ধে পদ

যাত্রার আয়োজন করা হয়েছিল। কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি এই আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় ডাব্লউ নামে স্থানীয় এক দুস্কৃতি হামলা করে বৃদ্ধ কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি কে। স্থানীয় এলাকাবাসীরা চলে এলে গা ঢাকা দেয় ডাব্লুউ। বাসিন্দারাই আহত কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিত্সাধীন মহম্মদ নাসিম আনসারি।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত কাউন্সিলারকে দেখতে আসেন আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান গুলাম সরোবর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশপাশি পুলিশকে যথাযত ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়ে যান তিনি।আসানসোল উত্তর থানার পক্ষ থেকে প্রায়শই নানান সচেতনতামুলক অনুষ্ঠান করা হয়। তাতেও যে কিছু হয়নি তাই প্রমানিত হল।

posted from Bloggeroid

রাস্তায় গাড়ীর পাতি ভেঙ্গে পড়ায়, ট্রাফিক জ্যাম স্বরুপনগরে


সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগরে বসিরহাট থেকে তেতুলিয়া রোডে ১৬ চাকার পাথরভরতি গাড়ীর পাতি ভেঙ্গে রাস্তার উপর পরে থাকায় হরিশপুর মোড় থেকে তেতুলিয়া যানজটে নাকাল নিত্যযাত্রী সহ পড়ুয়ারা। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ৷

posted from Bloggeroid

সারেঙ্গায় প্রাথমিক পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা


শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়ার সারেঙ্গা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে চলছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।তদারকিতে শিক্ষকরত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল।

posted from Bloggeroid

মেখলিগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ক্ষুদে পড়ুয়াদের


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রাথমিক,শিশুশিক্ষা কেন্দ্র ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের হেলাপাকরি মোড় রাসমেলা

ময়দানে।পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের ক্রিড়ানুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান সোনালী রায়।এরপর লোথামারী এবং ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা নৃত্য পরিবেশন করে।ক্রীড়া পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক সঞ্জীব সেন,হিরন্ময় রায় জানিয়েছেন, - মোট ২৮ টি বিভাগে খেলা হয়েছে।এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা মেখলিগঞ্জ শহরে অনুষ্ঠেয় ব্লকস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পাবে।এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ভোটবাড়ি অঞ্চলের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিয়েছিল।ক্রীড়া অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বরুন বিশ্বাস, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় সিংহ সরকার প্রমুখ অংশ নেন।

posted from Bloggeroid

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মহিলার আঙুল কাটলো ভাঁসুর

মানস দাস, মালদা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাই বৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ।আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী

চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ভাঁসুর অমল মন্ডল পলাতক। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার কোকলামারি লক্ষিপুর গ্রামে। আক্রান্ত স্বামী-স্ত্রী কাজল মন্ডল(৩২) এবং মানসি মন্ডল(২৬) এর হাতে ও আঙুলে কোপ লাগে। রাতেই তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ,গত এক বছর ধরে মানসি কে কুপ্রস্তাব দিতো ভাঁসুর অমল মন্ডল। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ভাইবৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠে ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

posted from Bloggeroid

মালদায় পথদুর্ঘটনায় জখম পুলিশ অফিসার

মানস দাস, মালদা

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হল এক হোমগার্ড অফিসার। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে,রতুয়া থানার মতিগঞ্জ এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আহত অফিসারের নাম, সুলতান আলি(৫৬)। তার বাড়ি মানিকচক থানার লালবাথানি গ্রামে। তিনি বর্তমানে সামসি ফাঁড়িতে কর্তব্যরত রয়েছেন। রাতে সেখানে ডিউটি সেরে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরছিলেন। সকাল ছয়টা নাগাদ মতিগঞ্জ এলাকায় মোটরবাইক

দুর্ঘটনা ঘটে।এরপর তাকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করে পুলিশ। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা পরিস্কার জানাতে পারেনি পুলিশ l

posted from Bloggeroid

মেমারি উৎসবের প্রস্তুতি

পুলকেশ ভট্টাচার্য

পুর্ব বর্ধমানের মেমারি কলেজের মাঠে আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত মেমারি উৎসব হচ্ছে।মেমারি পুরসভার পরিচালনায় এই উৎসবে থাকবে নানান সাংস্কৃতিক অনুস্থান।

posted from Bloggeroid

স্বরুপনগরে অঙ্গনওয়ারী কেন্দ্রে নারী ও শিশু পাচার নিয়ে সেমিনার

সৈয়দ রেজওয়ানুল হাবিব

উত্তর ২৪ পরগনার হালদারচক চেতনাওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে স্বরুপনগর ব্লকের গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়া গ্রামের অঙ্গনওয়ারী

কেন্দ্রে নারী ও শিশু পাচার রুখতে সচেতনতা শিবির হয়ে গেল।

posted from Bloggeroid

বারাসাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দ রেজওয়ানুল হাবিব

বারাসাত চক্রের ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় কাজিপাড়া জগদিঘাটা স্পটিং ক্লাব ফুটবল ময়দানে। বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রায় ৫০০ ছাত্রছাত্রী অংশগ্রহন করে। ক্লাব সদস্য ও শিক্ষক

শিক্ষিকাদের পরিচালনায় ১০০,২০০,৪০০ মিটার রান, হাইজাম, লংজাম, ম্যাথরেস, ইত্যাদি হয়। প্রথম, দিতীয়, তৃতীয়দের হাতে পুরস্কর তুলে দেন শিক্ষক আবু সিদ্দিক খান, প্রাক্তন শিক্ষক মোর্তজা হোসেন, রতন কুমার দাস, শিক্ষক ইকবাল আহমেদ, রেজাউল ইসলাম, রাহিলা পারভিন প্রমুখ

posted from Bloggeroid

পুরুলিয়ায় বিজেপির জেলা সভাপতি কে ঘিরে ক্ষোভ কর্মীদের

নিজস্ব বার্তা, পুরুলিয়া


একেবারে রাস্তায় চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। দলূয়  পার্টি অফিসে বিজেপির  পতাকা  হাতে নিয়ে খোদ সভাপতিকে গালাগালি করলেন বেশ কিছু নেতা কর্মী। সরাসরি অপসারণ চাওয়া হল তার।  বৃহস্পতিবার দুপুরে এমন  ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে যায় ব্যাপক উত্তেজনা। আরেক পক্ষ এর প্রতিবাদ করলে কিছুক্ষণের জন্য শালিনতার মাত্রা ছাড়িয়ে যায় এই বিক্ষোভ। অকথ্য ভাষায় গালাগালি শুরু হয় জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর বিরুদ্ধে। এদিন তাদের ক্ষোভ প্রসঙ্গে বিক্ষোভকারীরা বলেন নতুন যে জেলা কমিটি গঠন করা হয়েছে তাতে  স্বজনপোষণ করেছেন জেলা সভাপতি। দলের জন্য দিনরাত এক করে পড়ে থাকা নেতাদের কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে।  এদিন বিক্ষোভকারী সাথে দেখা যায় সদ্য জেলা সম্পাদকের পদ থেকে অপসারিত নগেন্দ্র ওঝা, রাজীব মাহাতো এবং বিজেপি ওবিসি মোর্চার সভাপতির পদ থেকে অপসারিত সনাতন মাহাতোকেও।  তাদের সঙ্গে বহু অনুগামীও আসেন দলীয় দফতরে। বিদ্যাসাগরবাবুকে কাছে পেতেই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন  মূলত কর্মীদের একাংশ। প্রচণ্ড উত্তেজিত হয়ে তাদের মধ্যে এক জন জেলা সভাপতির পাশে থাকা দলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর মুখে কালী ছিটিয়ে দেন। অবস্থা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে বিজেপি দফতরে চলে আসে সদর থানার পুলিশ। দলীয় কর্মীদের এমন আচরণে চরম বিড়ম্বনায় পড়ে যান দলীয় সভাপতি বিদ্যাসাগরবাবু।  পরে তিনি বলেন তৃণমূলের যোগসাজসেই এমন ঘটনা ঘটেছে। স্বজনপোষনের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনেই নতুন জেলা কমিটি ঘোষিত হয়েছে। আসন্ন নির্বাচনে একজোট হয়ে কাজ করাটাই এখন লক্ষ্য হওয়া উচিত্‍ সদস্যদের। বিজেপি ক্রমশ শক্তিবৃদ্ধি করছে জেলায়। তার জন্য শঙ্কিত হয়ে উঠেছে তৃণমূল। তারা এখন চেষ্টা করছে অন্তর্ঘাত করে বিজেপিকে দমানোর। এতে সাফল্য পাওয়া যাবে না বলে দাবী করেন তিনি। এপ্রসঙ্গে অপসারিত জেলা সম্পাদক নগেন্দ্র ওঝা বলেন যে বিক্ষোভ হয়েছে তা যাতে না হয় তার জন্যই চেষ্টা করেছেন তিনি। ঝামেলা শুরু হবার পর তাকে ডাকা হয় জানিয়ে তিনি বলেন বিক্ষোভকারীদের তিনিই শান্ত করেন। কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু কর্মী অসন্তুষ্ট। তারাই এমন কাজ করেছেন। যারা পদে রয়েছেন

তাদের কাজ নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। বিভিন্ন জায়গায় কর্মীরা মার খেলেও জেলা নেতৃত্ব সেভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন না বলে সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে। এদিনের ঘটনার বিস্তারিত বিবরন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশ মোতাবেক এদিন দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান হয় বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।    

 

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER