শনিবার, নভেম্বর ২৫, ২০১৭

বাদুড়িয়ায় সম্প্রীতির সেমিনার



সৈয়দ রেজওয়ানুল হাবিব


সম্প্রীতি সেমিনার, রক্তদান, বস্ত্রদান ও ইসলামিক সেমিনার: গত তিনদিন ধরে চলছে বাদুড়িয়ার খোলাপোতায় গাড়ী স্ট্যান্ডে। খোলাপোতা শ্রমিকবৃন্দের

পরিচালনায় ইসলামি সম্প্রীতির সেমিনার, রক্তদান, বস্ত্রদান হয়ে গেল। হাজির ছিলেন সত্য রুপানন্দজী মহারাজ, মাওঃ আঃমাতিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক আবু সিদ্দিকখান প্রমুখ।

posted from Bloggeroid

স্বরুপনগরে সেই দুর্ঘটনাগ্রস্ত কাঠের সেতু আধুনিকরনে অনুদান ৫০ লক্ষ

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরুপনগর ব্লকের ইছামতির উপর কাঠের সেতু নির্মানে ৫০ লক্ষ টাকা অনুমোদন মিলল জেলাশাষকের নির্দশে। স্বরুপনগর ব্লকের তরনীপুরে ইছামতির উপর দূর্বল কাঠের সেতুটি পুনারায় সংস্কারের জন্য

জেলা প্রশাসন ৫০ লক্ষ টাকা অনুমোদন দিল।খুব তাড়াতাড়ি এই সংস্কারের কাজ শুরু হবে।গত বৃহস্পতিবার সকালে সেতুর পাঠাতন ভেঙ্গে দুঘটনা ঘটে ৷খবর প্রকাশের পর জেলাশাসকের নজরে এলে তিনি দ্রুততার সাথে সংস্কারের কাজে হাত দেওয়ার নির্দেশ দেন।

posted from Bloggeroid

বনগাঁয় সাংসদ তহবিলে আড়াই কোটি অনুদানে রাস্তা


সৈয়দ রেজওয়ানুল হাবিব


শনিবার বিকালে স্বরুপনগর ব্লকের অন্তর্গত স্বরুপনগর- বাঙলানি জি .পির বাঙলানি চরপাড়া থেকে মালঙ্গপাড়া ২.৮ কি.মি, অনুমোদিত অর্থ ১,কোটি ৩৮লক্ষ ১০

হাজার টাকা।বেলুর মঠ থেকে স্বরূপনগর বাসস্ট্যান্ড পর্যস্ত পাকা রাস্তা-অনুমোদিত অর্থ ৪৩ লক্ষ্ এবং তেপুল মিরজাপুর জি.পির পাড়ুই গ্রাম থেকে দামহাটি স্কুল পর্যন্ত পাকা রাস্তার অনুমোদিত অর্থ ২৫ লক্ষ টাকা বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর এর সাংসদ তহবিল থেকে অনুমোদিত হলো।এই পাকা রাস্তার রুপায়নে উঃ ২৪ পরগনা জেলাপরিষদ। শুভ সূচনা করেন সংসদ মমতা ঠাকুর ,সাথে ছিলেন বিধায়ক বীনামন্ডল, জেলা পরিষদের পূর্তকর্মধ্যক্ষ নারায়নগোস্বামী, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা, জয়েন্ট বিডিও তাপস কুমার প্রমুখ।

posted from Bloggeroid

মেমারির দেঁহা গ্রামে তৃনমূলের পথসভা

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের গন্তার ২ অঞ্চলের দেঁহা গ্রামে তৃণমূল কংগ্রেসের কালা দিবসের সমর্থনে ও তৃণমূল সরকারের উন্নয়নের প্রচারে পথসভা করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল

সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, মেমারি ১ ব্লক যুব তৃণমূল কার্যকরী সভাপতি সন্দীপ প্রামাণিক, গন্তার ২ অঞ্চল সভাপতি বিনোদ বিহারী মন্ডল, মহিলা সদস্যা গীতা দাস প্রমুখ। কৌশিক মল্লিক জানান - প্রদেশ তৃণমূল, জেলা সভাপতি স্বপন দেবনাথ ও মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্যের নির্দেশে এই পথসভা করা হয়।

posted from Bloggeroid

মহম্মদবাজারে তৃনমূলের সমাবেশে অনুব্রত

তথাগত চক্রবর্তী

শনিবার বীরভূমের মহম্মদবাজারের কাপিষ্টা গ্রামে তৃণমূলের জনসভায় জেলা সভাপতি অনুব্রত মন্ডল ।এছাড়া কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জী, জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ছিলেন।

posted from Bloggeroid

ময়ুরেশ্বরে কংগ্রেসের সমাবেশে সাংসদ অধীররঞ্জন চৌধুরী



তথাগত চক্রবর্তী


বীরভূমের ময়ূরেশ্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ সভা।সভায় উপস্থিত ছিলেন অধিররজ্ঞন চৌধূরী,

হাঁসন কেন্দ্রের বিধায়ক মিলটন রসিদ ও জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ও অনান্যরা।

posted from Bloggeroid

ডোমকলে পুকুর দখলের মাঝে পড়ে হত বৃদ্ধ


ভাস্কর ঘোষ

স্থানীয় এক পুকুর জোর করে দখল নেওয়াকে কেন্দ্র দু-পক্ষের মধ্যে বচসা। আর তার জেরে বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় এক প্রতিবেশি। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের

চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার ডোবাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।পুলিশ জানায়, মৃতের নাম হারুন আল রসিদ(৭০)। ডোমকল থানার ডোবাপাড়া এলাকাতে তার বাড়ি। মৃতদেহটি ডোমকল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডোমকল থানায় খুনের অভিযোগ দায়ের করবেন বলে জানান মৃতের পরিবারের লোকেরা।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোবাপাড়া এলাকার একটি পুকুরের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পাড়ায় কয়েকজনের সঙ্গে হারুন আল রসিদের ঝামেলা চলছিল। প্রায়দিন ওই পুকুরের দখল নিয়ে ঝামেলা হয়। শনিবার সেখানে হারুন আল রশিদ ও তার পরিবারের লোকেরা মাছ ধরতে যায়। সেইসময় স্থানীয়রা সেখানে গিয়ে তাদের মাছ ধরতে বাধা দেন। আর তাতেই হারুন আল রশিদের পরিবারের লোকেদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। হঠাৎই স্থানীয় কয়েকজন হারুন আল রশিদকে ধাক্কা মারলে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান।  তাকে উদ্ধার করে তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমকল থানার পুলিশ।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ডোমকল থানার পুলিশ বলেন, মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনরকম অভিযোগ জানায়নি। মৃতদেহটির ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

posted from Bloggeroid

মুর্শিদাবাদ মেডিকালে মরণোত্তর দেহদান

ভাস্কর ঘোষ

শনিবার মরণোত্তর দেহদান করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার বহরমপুরের সৈদাবাদের বাসিন্দা দূর্গাপুর ষ্টীলপ্যান্টের অবসর প্রাপ্ত কর্মী সনৎ কুমার বিশ্বাসের

পরিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে দেহদান করলেন। শুক্রবার রাত ১০টা নাগাদ সনৎ কুমার বিশ্বাস(৭৯) প্রয়াত হন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরনোত্তর চক্ষুদান ও দেহদান করা হল বলে জানিয়েছেন তাঁর পুত্র সুজয় কুমার বিশ্বাস(বাপী)। 

posted from Bloggeroid

বেলডাঙ্গায় জমি দখল ঘিরে রনক্ষেত্র


ভাস্কর ঘোষ

জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তদের মোটর বাইকে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ২জনকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।

অন্যদিকে ৩৪নং জাতীয় সড়কের উপর এই অগ্নিকান্ড ঘটায় বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার সকালে বেলডাঙ্গা থানার সরুলিয়া গ্রামের একটি জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুপক্ষের। সরুলিয়া গ্রামের জমির মালিক মফিজুল শেখের বাবা মির্জাপুরের রফিকুল শেখের জমির উপর আল সরিয়ে দিয়েছেন এই অভিযোগ তুলে দুপক্ষের বচসা বাঁধে। মির্জাপুরের রফিকুল শেখ সেই সময় হুমকি দিয়ে  যায় মফিজুলকে বলে অভিযোগ। এই ঘটনার কিছুক্ষন পর দলবল নিয়ে এসে হামলা চালান হয়  মফিজুল ও তাঁর ভাইয়ের উপর বলে অভিযোগ। এমনকি কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে দুস্কৃতিরা বলে অভিযোগ। এরপর অভিযুক্তদের গ্রামবাসীরা তাড়া করলে একটি মোটর বাইক ফেলে পালিয়ে যায় তাঁরা। মোটর বাইকটিতে  উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী তুললে তল্লাশি  চালিয়ে পুলিশ জাব্বারুল শেখ ও বানু শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে মফিজুল শেখের ভাই তোফাজুল জানিয়েছেন তাঁদের জমি জোর করে দখল করতে এসেছিল রফিকুল শেখ। তাঁর বাবার নামে মিথ্যে অভিযোগ দিয়ে জোর করে জমি দখলের হুমকি দিয়ে যায় শনিবার সকালে। এরপর ৪-৫টি বাইকে করে দুস্কৃতিদের এনে তাঁদের দুই ভাইকে লক্ষ করে গুলি ছোড়ে ও চাকু চালায়। যদিও তাঁরা প্রানে রক্ষা পেয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।  

posted from Bloggeroid

জঙ্গীপুরে অঙ্গনওয়ারী কেন্দ্রের সূচনা শ্রম প্রতিমন্ত্রীর

ভাস্কর ঘোষ

শনিবার মুর্শিদাবাদের  জঙ্গীপুরের ঘোড়শালা অঙ্গনওয়ারী কেন্দ্রের সুচনা করলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। দীর্ঘদিন ধরেই এই এলাকায়

অঙ্গনওয়ারী কেন্দ্রটির কোন ঘর ছিল না। বাধ্য হয়ে বাচ্চাদের খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হত। এলাকার শিশুদের কথা মাথায় রেখে এদিন জাকির বাবু ওই অঙ্গনাওয়াড়ি কেন্দ্রটির সূচনা করেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন ঘর নেই। বাচ্ছাদের খোলা আকাশের নিচে পরাশুনা করতে হত।তাই তাদের কষ্ট দূর করতে সেখানে ঘরের সূচনা করা হল।পাশাপাশি বাচ্ছাদের খেলার উপকরন দেওয়া হবে।

posted from Bloggeroid

মুর্শিদাবাদে মান্নান স্মরণে দোকানপাট বন্ধ

ভাস্কর ঘোষ

জেলা তৃনমূলের সভাপতি প্রয়াত মান্নান হোসেনকে শ্রদ্ধা জানাতে শনিবার

বহরমপুর ও কান্দী বাসস্ট্যান্ড এলাকায় সমস্থ দোকান বন্ধ কারলেন ব্যবসায়িকরা।এদিন প্রায় ৫০০ জন দোকান মালিক বন্ধ তাদের দোকান। 

posted from Bloggeroid

মুর্শিদাবাদে বিজেপির সমাবেশে জয় বন্দ্যোপাধ্যায়

ভাস্কর ঘোষ

শনিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার কুরুন্নরূপ এলাকায় বিজেপির জনসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত  ছিলেন রাজ্য বিজেপি-র নেতা জয় ব্যানার্জী ও জেলা সভাপতি

গৌরীশঙ্কর ঘোষ ছাড়াও জেলা নেতৃত্ব।  এই জন সভায় মানুষের উপস্থিততির হার ছিল চোখে পড়ার মতন। মুলত পঞ্চায়েত নির্বাচনের আগে এই জনসভা অনেকটাই তাৎপর্য পুর্ন বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা । বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে এই এলাকা থেকে প্রায় ৮০০-র বেশি মানুষ বিজেপিতে যোগদান করেন। তার পরে এদিনের বিশাল জমায়েত প্রমান করে দিচ্ছে আগামী নির্বাচনে জেলায় ব্যাপকভাবে পদ্মফুল ফুটবে এমনটাই বললেন গৌরিশঙ্কর বাবু।

posted from Bloggeroid

সুতিতে রাস্তা নির্মানের সূচনা শ্রম প্রতিমন্ত্রীর

ভাস্কর ঘোষ

সুতি থানার ফতেপুর এলাকায় রাস্তার বেহাল দশা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে শনিবার রাজ্যের শ্রম দপ্তরের প্রতি

মন্ত্রী জাকির হোসেন ওই রাস্তার কাজের শুভ সুচনা করেন।

posted from Bloggeroid

দুর্গাপুর ব্যারেজের কাজ দ্রুত গতিতে চলছে



নীলাদ্রি ঘোষ

দুর্গাপুর ব্যারাজের ১ নম্বর লকগেট ভাঙায় দামোদরের জলস্তর কমে যাওয়ায় শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে l দুর্গাপুর ও মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বির্পযয় দেখা

দিতে পারে বলে ডি ভি সি কতৃপক্ষ জানিয়ে দিয়েছেন l ৬৯২ মিটার লম্বা ৩৪টি লক্ গেটের প্রথম গেটটি ভাঙায় ব্যারাজের উত্তর দিকের সংশ্লিস্ট অন্যান্য জায়গারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে l দুর্গাপুর পৃরসভা সহ বিস্তীর্ন এলাকার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনা দেবে বলে পুরসভা ও রাজ্য সেচ দফতরের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে l ব্যারেজ ভাঙায় হঠাৎ এই বির্পযয়ে যুদ্ধকালীন তৎপরতায় অবস্থা স্বাভাবিক করতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে l খবর পেয়ে কলকাতা থেকে সেচ দফতরের উচ্চ পর্যায়ের একটি দল শনিবার দুপুরের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন l রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান - দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে যাবে l ব্যারাজ মেরামতির জন্য যা প্রয়োজন সবকিছু করা হচ্ছে l

posted from Bloggeroid

রাইপুরে আদিবাসীদের পাতানাচ প্রতিযোগিতা



সাধন মন্ডল


শনিবার বাঁকুড়া জেলাপুলিশের উদ্যোগে রাইপুর থানার পরিচালনায় আদিবাসীদের পাতানাচ প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় রাইপুর থানা

এলাকার ২০টি মহিলা দল অংশগ্রহণ করেছিল। প্রথম স্থান অধিকার করে যাদব নগর মার্শাল গাঁওতা নামের নৃত্য দলটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.এস.পি. জ্যোর্তিময় রায়, রাইপুরের বিডিও সঞ্জীব দাস, সমাজসেবী গৌতম বিশ্বাস, রাইপুর থানার আই.সি. মণিময় সিনহা রায় প্রমুখ।

posted from Bloggeroid

মেখলিগঞ্জের চৌরঙ্গীতে বেহাল রাস্তা


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।শনিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী এলাকায়।তাদের অভিযোগ রানীরহাট

চ্যাংড়াবান্ধা যোগাযোগের রাস্তাটি চৌরঙ্গির কাছে রেলের লেভেল ক্রসিং এলাকায় রাস্তাটি খুব খারাপ হয়ে পড়েছে।বেহাল রাস্তায় পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এদিন অবশ্য প্রসাশনের আশ্বাস পেয়েই ঘন্টা খানেক বাদেই আন্দোলন তুলে নেন গ্রামবাসী।মেখলিগঞ্জ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র বলেন - বাসিন্দাদের দাবির বিষয়ে যথাযথ স্থানে জানানো হবে।

posted from Bloggeroid

ইন্দপুর থানার রক্তদান শিবিরে পুলিশসুপার



শুভেন্দু তন্তুবায়


বাঁকুড়া জেলা পুলিশের একচল্লিশতম ধারাবাহিক রক্তদান কর্মসূচী 'উৎসর্গ' অনুষ্ঠিত হল ইন্দপুর থানায় ।শনিবার সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা ।দু'জন

মহিলা সহ মোট একশো আট জন রক্তদান করেন ।এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।রক্তদাতাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা ছিল বেশি ।এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পুলিশের 'উজ্জীবন 'প্রকল্পে প্রবীণদের মশারি দেওয়া হয় ।মোট বাইশ জন বৃদ্ধ- বৃদ্ধাকে মশারি প্রদান করা হয় ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, এস ডি পি ও খাতড়া বিশপ সরকার, সার্কেল ইন্সপেক্টর ইন্দপুর তীর্থঙ্কর মুখার্জী ,ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল, ইন্দপুর ব্লকের সহ -সমষ্টি উন্নয়ন আধিকারিক সুফল চন্দ্র মন্ডল ,ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রহ্লাদ বাউরি, এলাকার প্রাক্তন শিক্ষক অম্বুজ দাস, অসিতবরণ লায়েক, সৌমিত্র পতি প্রমুখ । বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্রহ করে ।

posted from Bloggeroid

কোচবিহারে মহিলা তৃনমূল কংগ্রেসের মিছিল

শিখা ধর

শনিবার সকালে কোচবিহার শহরে মহিলা তৃনমূল কংগ্রেসের তরফে মিছিল হয়।মূলত রাজ্যসরকারের নানান উন্নয়নমূলক প্রকল্প গুলির সাফল্য তুলে ধরা হয় এই মিছিলে।

posted from Bloggeroid

হৃদরোগে আক্রান্ত মহম্মদ কামরুজাম্মান চিকিৎসাধীন

মোল্লা জসিমউদ্দিন

শনিবার সকালেই হঠাৎ করে দেগঙ্গায়

নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হলেন মহম্মদ কামরুজাম্মান।তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় এক বেসরকারী নার্সিংহোমে।তিনি 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর রাজ্য সম্পাদক, সেইসাথে ফ্রন্টপেজ একাডেমি নামে এক শিক্ষা প্রতিস্থানের কর্মকর্তা।

posted from Bloggeroid

কোতুলপুরে ১৪ কিমি রাস্তার উদ্বোধনে মন্ত্রী শ্যামল সাঁতরা


ব্যাসদেব চক্রবর্তী

রাজ্য পঞ্চায়েত ও গ্ৰামোন্নন দপ্তরের সহযোগীতায় কোতুলপুর বিধানসভার জয়পুর ব্লকে প্রায় ১৪ কিমি রাস্তার শুভ উদ্বোধন হলো। এই রাস্তা নির্মাণের ফলে

এলাকার প্রায় ৪৬ টি গ্ৰাম উপকৃত হবে। শনিবার এই উদ্বোধন টি করেন রাজ্য পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER