মানস দাস,মালদা
পারিবারিক সংঘর্ষে আহত হলো এক কলেজ পড়ুয়া। দাদাকে মারধোরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত কলেজ পড়ুয়া ভাই। আহত ভাই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার ২নং পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষটোলা গ্রামে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ছাত্রের নাম, কেশব মন্ডল(২১)। বাড়ি সন্তোষটোলা গ্রামে। সে কালিয়াচক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, রাত্রি সাড়ে বারোটা নাগাদ, কেশবের এক দাদা রাজকুমার মন্ডল এবং বৌদি সান্তনা মন্ডলের সাথে বচসা বাধে। এমন সময় দাদার শ্বশুর চারু মন্ডল বাড়িতে ঢুকে জামাইয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার বাধা দিতে গেলে চারু লাঠি নিয়ে চড়াও হয় কেশবের উপর। লাঠির আঘাতে মাথা ফেটে যায় কলেজ পড়ুয়ার। পরিজনেরা রাতেই তাকে উদ্ধার করে প্রথমে ভরতি করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্ত চারু মন্ডল সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।