শুক্রবার, ডিসেম্বর ০৬, ২০১৯

এবার সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্ট নারদা মামলায় সিবিআই তদন্তে বিস্তর প্রশ্নচিহ্ন তুললো। তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। মামলা রুজু করার চার বছরে সিবিআই এই মামলায় কি কি করেছে তা সবিস্তার জানতে চায় হাইকোর্ট । যদিও সিবিআইয়ের আইনজীবী এদিন এজলাসে জানিয়েছেন - এই মামলায় অভিযুক্ত চার জন সাংসদের বিরুদ্ধে প্রয়োজনীয় অনুমতি লোকসভার স্পিকারের কাছে চেয়েছে তারা। এরপরেই কলকাতা হাইকোর্ট জানতে চায় - নারদা স্টিং অপারেশনে ব্যবহৃত মোবাইল আপেল সংস্থার রিপোর্ট চার বছরেরও কেন এলনা?  আমেরিকার সদর অফিস থেকে আসতে এত সময় লাগে? মামলার দীর্ঘায়িত নিয়ে এদিন প্রশ্ন তুলেন বিচারপতি। উল্লেখ, এই মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই অভিযুক্ত সাংসদ, আইপিএস, নেতাদের ভয়েস রেকর্ড সংগ্রহ করেছে শুধুমাত্র। আইপিএস সৈয়দ হোসেন আলী মির্জা কে গ্রেপ্তার করলেও বর্তমানে ওই আইপিএস জামিনে মুক্ত রয়েছেন। আর কেউ এই মামলায় গ্রেপ্তার হয়নি। ধৃত থাকাকালীন মির্জা কে নিয়ে মূল অভিযুক্ত মুকুল রায়ের সাথে মুখোমুখি জেরা সহ মুকুলের এলগিন রোডে বাড়ীতে ভিডিওগ্রাফি করেছে সিবিআই। এরপরই অজ্ঞাত কারনে এই মামলা থমকে যায় বলে অভিযোগ।যদিও মির্জা সিবিআই হেফাজতের থাকাকালীন বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে তথ্য সূত্র তুলে দিয়েছেন বলে প্রকাশ। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট নারদা মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলায় অন্য মাত্রা এল এই মামলায়।                                                                                              

রেল প্রতারণা মামলায় নিস্পত্তি না হওয়া পর্যন্ত অন্তবর্তী জামিন মুকুলের


মোল্লা জসিমউদ্দিন  

বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে সরশুনা প্রতারণা মামলায় শুনানি চলে। সেখানে রাজ্যের তরফে আইনজীবী আর্থিক প্রতারণা মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের জামিনের বিরুদ্ধে কড়া সওয়াল চালান। তাঁর যুক্তি -" এই মামলায় ধৃত রাহুল সাউ এর ব্যাংক লেনদেনে ব্যাপক গড়মিল পাওয়া গেছে। উত্তরপ্রদেশ - বিহার - ঝাড়খণ্ড রাজ্যগুলিতে রেলের চাকরি - সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে এক সিন্ডিকেটের হদিস মিলেছে। এমনকি এক কেন্দ্রীয় মন্ত্রীর এক আপ্ত সহায়কের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হচ্ছে। তাই মুকুল রায় জামিন পেলে এই মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে "। অপরদিকে মুকুল রায়ের আইনজীবী এইসব অভিযোগ ভিক্তিহীন দাবি করে রাজনৈতিক প্রতিশোধের যুক্তি দেখিয়েছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে নির্দেশ দেয় - 'এই মামলার নিস্পত্তি না হওয়া পযন্ত মুকুল রায়ের অন্তবর্তী জামিন বহাল থাকবে'।আগামী ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।  ইতিমধ্যেই দিল্লিতে কলকাতা পুলিশের তদন্তকারী এক দল মুকুল রায় কে জেরা চালিয়েছে। আবার সম্প্রতি বেহালায় কলকাতা পুলিশের এক অফিসে ডেকে মুকুল রায় কে জেরা চালিয়েছেন তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টে এই আর্থিক প্রতারণা মামলায় আইনী রক্ষাকবচের মেয়াদ ছিল ৩ ডিসেম্বর  পর্যন্ত।  কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে এই মামলাটি পুনরায় উঠে। সেখানে ডিভিশন বেঞ্চ জানিয়েছে - 'তদন্তে পূর্ন সহযোগিতার শর্তে মামলার নিস্পত্তি না হওয়া  পর্যন্ত কলকাতা পুলিশ মুকুল রায় কে গ্রেপ্তার করতে পারবে না'। আগেকার শর্তাবলি গুলি এবারেও প্রযোজ্য। অর্থাৎ পুলিশের তরফে মুকুল রায় কে জেরা করতে গেলে তিনদিন আগে মুকুল রায় কে আগাম নোটিশ করে জানাতে হবে। এই মামলায় পরবর্তী শুনানি আগামী ১৪ জানুয়ারি। ইতিপূর্বে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল পুলিশের তদন্তপ্রক্রিয়ার উপর - জানুয়ারি তে অভিযোগগ্রহণ হওয়ার পর কেন এতদিন পর সক্রিয়তা নিয়ে ?  অভিযোগগ্রহণের প্রায় সাত মাস পর পুলিশ এই মামলায় তৎপরতা দেখায়।  এই মামলায় অভিযুক্ত   বাবান ঘোষ কে গত ২১ শে আগস্ট গ্রেপ্তারের পর কলকাতার বাবুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের আরেক ঘনিষ্ঠ বলয়ে থাকা সাদ্দাম আলী কে।একসময় ধৃত বাবান ঘোষ কে জেরা করে নাম উঠে আসে সাদ্দাম আলীর নাম। তাই সাদ্দাম আলী কে পুলিশ গ্রেপ্তার করে থাকে বাবুঘাট এলাকা থেকে। সরশুনা ঘুষকান্ডে দুজন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় ক্রমশ চাপে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। পুলিশি সুত্রে প্রকাশ, এই মামলায় বাবান ঘোষের পাশাপাশি নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। তাই গ্রেপ্তারির আশংকা নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন মুকুল রায়। জানা গেছে, আর্থিক প্রতারণা (৪২০ ধারা) , এবং অপরাধমূলক ষড়যন্ত্র (১২০ বি)  এর জামিন অযোগ্য ধারা গুলি রয়েছে এফআইআর কপিতে।বেহালার সরশুনার বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়ের তার অভিযোগপত্রে লিখেছেন - গড়িয়াহাটের বাসিন্দা তথা বিজেপির মজদুর ইউনিয়নের নেতা বাবান ঘোষ ২০১৫ সালে রেলের স্থায়ী কমিটির পদ পাইয়ে দেওয়ার নামে ৪৬ লক্ষ টাকা নিয়েছেন। সেসময় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন সুরেশ প্রভু। কেন্দ্রীয় ক্যাবিনেটে যোগাযোগ ভালো আছে বোঝানোর জন্য সংসদ ভবনে এই বাবান ঘোষ বেহালার সন্তু গঙ্গোপাধ্যায় কে নিয়ে গিয়েছিল বলে দাবি। রেলমন্ত্রকের নানা কাগজপত্র নাকি দিয়েছিল অভিযুক্ত বাবান ঘোষ। এই কাগজপত্রের সততা জানতে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতার ফেয়ারলি প্লেসে গিয়েছিলেন অভিযোগকারী। আর সেখানেই জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। যদিও বাবান ঘোষ শিবিরের দাবি - 'সম্প্রতি টালিগঞ্জের একঝাঁক শিল্পীদের তৃনমূল থেকে বিজেপিতে নাম লেখানোর কাজে মুখ্য ভূমিকা নিয়ে ছিলেন বাবান ঘোষ। এই রাজনৈতিক শত্রুতা থেকেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু এবং গ্রেপ্তার সে'।প্রশ্ন উঠে ২০১৫ সালের বিষয়টি কেন প্রায় চার বছরের মাথায় তুললেন অভিযোগকারী এবং রেলের স্থায়ী কমিটিতে পদ পেতে কেন এত টাকা দিতেও গেলেন সেই বিষয়েও উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন ?                                                                                                                                                                                                                                                                                                    


বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

কংগ্রেস মুখপাত্র নির্যাতন কান্ডে খড়দহ থানার সিসিটিভি ফুটেজ তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে কংগ্রেস মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের উপর পুলিশি সন্ত্রাস বিষয়ক মামলাটি উঠে। এদিন বিচারপতি পরবর্তী নির্দেশ অবধি কোন ব্যবস্থা গ্রহণ পুলিশ নিতে পারবেনা ওই মামলায় যেমন নির্দেশ জারী করেছেন। ঠিক তেমনি খড়দহ থানায় গ্রেপ্তারের দিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তলব করেছেন বিচারপতি। এতে মামলাকারীরা একপ্রকার কলকাতা হাইকোর্টের নির্দেশে খুশি। পুলিশ মহলে 'কি হয় কি হয়' বাতাবরণ তৈরি হয়েছে বলে বিশেষ সুত্রে জানা গেছে। উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক তথা রাজ্য কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় তৃণমূল তথা রাজ্যসরকারের কঠোর সমলোচক হিসাবে দীর্ঘদিন ধরে পরিচিত।চলতি বছরে অক্টোবর মাসে পুরুলিয়ার এক থানায় অভিযোগকারীর  অভিযোগের ভিক্তিতে উত্তর ২৪ পরগনার খড়দহ থানার পুলিশ আগরপাড়ায় বাড়ী থেকে গ্রেপ্তার করে এই কংগ্রেসী নেতা কে। যেদিন গ্রেপ্তার করা হয়। সেদিন এই নেতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। খড়দহ থেকে পুরুলিয়া জেলায় আনা হয়েছিল সন্ময় বন্দ্যোপাধ্যায় কে। পরে অবশ্য সংশ্লিষ্ট এসিজেম এজলাসে বেশকিছু শর্ত আরোপিত জামিন পান তিনি। লকআপের মধ্যে খাবার এমনকি জল না দেওয়া, দুঃব্যবহার  করার পাশাপাশি শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠে। উত্তর ২৪ পরগণা এবং পুরুলিয়া জেলা পুলিশ বিশেষত খড়দহ থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ সবচাইতে বেশি। ঠিক এইরকম পরিস্থিতিতে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। সেখানে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পুলিশ কে কোন ব্যবস্থা নিতে বারণ করেছেন পরবর্তী নির্দেশ ছাড়া। সেইসাথে গুরত্বপূর্ণ নির্দেশ অর্থাৎ খড়দহ থানায় কংগ্রেস মুখপাত্র গ্রেপ্তারির দিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তলব করেছেন বিচারপতি। উল্লেখ্য,  সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটি থানায় সেন্ট্রি ( থানার প্রবেশপথ) , ডিউটি অফিসারের ঘর, লকআপের ঘর,সাব ইনস্পেকটরদের বসার ঘর  এমনকি ওসির অফিসঘরে সিসিটিভি ক্যামেরা রাখার নির্দেশিকা রয়েছে। মূলত পুলিশি সন্ত্রাস রুখতে সুপ্রিম কোর্টের এহেন দাওয়াই বলে জানিয়েছেন আইনজীবীরা। ঠিক এইরকম পেক্ষাপটে খড়দহ থানার সিসিটিভি ফুটেজ তলব খুবই গুরুত্বপূর্ণ প্রকৃত তথ্য অনুসন্ধানে। প্রসঙ্গত, বর্ধমান জেলায় বামদেব মন্ডল তার উপর মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ এনে বর্ধমান সিজেএম এজলাসে মামলা করেছিলেন। সেসময় ওই এজলাসের বিচারক বর্ধমান সদর থানার সিসিটিভি ফুটেজ তলব করেছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি। পুলিশের তরফে বর্ধমান জেলা আদালতে  সরকারি আইনজীবী জানিয়েছিলেন - ইঁদুরে নাকি সিসিটিভির তার কেটে দিয়েছিল! তাই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ সম্ভব নয়।   এখন প্রশ্ন উঠেছে বর্ধমান সদর থানার মত খড়দহ থানা এইরকম কোন যুক্তি দেখাবে না তো??                                                                                                                                                                          

মঙ্গলবার, ডিসেম্বর ০৩, ২০১৯

হাওড়ায় জেলা অফিসের সূচনা হল প্রগেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের

মোল্লা জসিমউদ্দিন  
 

হাওড়া জেলার প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন গুণীজন সংবর্ধনা মধ্য দিয়ে সম্প্রীতির আহ্বান জানিয়ে  সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন - "শিক্ষা চেতনা সেবা সম্প্রীতি ও মানব সেবায় অধিকার রক্ষায় এগিয়ে আসি আমরা সবাই এই স্লোগান নিয়ে সারা রাজ্যব্যাপী সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে এই সংগঠন।সম্প্রীতির বাংলাকে কালিমালিপ্ত করার জন্য যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে"। বিশিষ্ট সমাজসেবী  শম্ভুনাথ ঘোষ বলেন - "প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই সংগঠনের কাজ করুক আমরা পাশে আছি"। আজাদ একাডেমী চেয়ারম্যান আলহাজ্ব ডঃ আব্দুল মজিদ বলেন - "সমাজকে এগিয়ে নিয়ে আসতে হলে ভুল স্রোতে আনতে হলে শিক্ষাই হলো প্রধান কার্য।প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে শিক্ষার বিশেষ প্রয়োজন"। উপস্থিত ছিলেন সংগঠনের  জেলা কার্যকরী সভাপতি মোহাম্মদ হানিফ শেখ, বিশিষ্ট আইনজীবী শাহাবুদ্দিন সরদার, সংগঠনের রাজ্য সহ-সভাপতি এস কে নুর আলী , ইউসুফ লস্কর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সভাপতি ফাইজুল হাসান সরদার প্রমুখ।গত রবিবার এই অফিস টি উদ্বোধন ঘটে।    

নীলরতন হাসপাতালে পশু হত্যা মামলায় পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার দুপুরে কলকাতার শিয়ালদহ আদালতে এনআরএস হাসপাতালে কুকুর হত্যা মামলার শুনানি ছিল। এদিন এজলাসে এই মামলার বাদী এবং বিবাদী উভয় পক্ষের আইনজীবী না থাকায় শুনানি হয়নি। বিচারক এই মামলার পরবর্তী শুনানি রেখেছেন আগামী ২১ ডিসেম্বর। কয়েক সপ্তাহ পূর্বে শিয়ালদহ আদালতে এসিজেম এজলাসে এনআরএস  হাসপাতালে কুকুর হত্যা মামলায় চার্জশিট দাখিল করে এন্টালি থানার পুলিশ। প্রায় ৯ মাস পর ২০৪ পাতা বিশিষ্ট চার্জশিটে দুজন কে পুলিশি রিপোর্টে দোষী হিসাবে অভিযুক্ত করা হয়েছে। যদিও এই মামলায় ৫ জন সন্দেহভাজন ছিলেন। কুকুর হত্যা মামলায় এনআরএস হাসপাতালে নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বাঁকুড়ার মৌটুসী মন্ডল এবং নাসিং বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী কাকদ্বীপের সোমা মন্ডলের নাম রয়েছে। ঘটনার প্রথমভাগে এরা দুজন গ্রেপ্তার হলেও বর্তমানে ব্যক্তিগত জামিনে মুক্ত রয়েছেন। চার্জশিটে পশু হত্যা, খুনের নৃশংসতা এবং তথ্য প্রমাণ লোপাটের ধারা গুলি আছে। ১৬ টি কুকুর শাবক হত্যায় তোলপাড় হয়েছিল বাংলা। বিশেষত কুকুর শাবক  খুনের ভিডিওটি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। কলকাতার বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এই ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বর সহ কলকাতার রাজপথে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল। যদিও এই হাসপাতালের ডেপুটি সুপারের নেতৃত্বে এক তদন্ত কমিটি গঠন হয়েছিল। আদালত সুত্রে প্রকাশ, গত ১৩ জানুয়ারী কলকাতার শিয়ালদহ সংলগ্ন এনআরএস হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে বস্তাবন্দি কুকুর শাবকদের মারতে দেখা যায় কয়েকজন কে। যা পরে ভাইরাল ভিডিও হিসাবে ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘটনাস্থলের পাশেই রয়েছে নার্সিং বিভাগের হোস্টেল। তাই সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ নার্সিং বিভাগের ছাত্রীদের পুলিশি তদন্তে সন্দেহভাজন হিসাবে রাখা ছিল। এন্টালি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি হাসপাতালের বিভিন্ন প্রান্তের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে থাকে। ১৬ টি কুকুর শাবক হত্যায় প্রায় ৯ মাস পর ২০৪ পাতার চার্জশিট দাখিল পেশ করা হয় এদিন শিয়ালদহ আদালতে। যেখানে নার্সিং বিভাগের দুই ছাত্রী মৌটুসী মন্ডল এবং সোমা বর্মনের বিরুদ্ধে পশু হত্যা, খুনের নির্মমতা এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগগুলি আনা হয়েছে। এই গুরত্বপূর্ণ মামলায় এন্টালি থানার পুলিশ  চার্জশিট দাখিল করতে এত সময়সীমা কেন নিয়েছিল, তা নিয়েও আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন।  এই মামলায় পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর রয়েছে।                                                                                                       


কম নাম্বার পেয়েও কিভাবে চাকরি? তাজ্জব কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন   

সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চে এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলার শুনানি চলে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ  এসএসসির আইনজীবী সুতনু পাত্রের কাছে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছেন। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় কম নাম্বার পেয়ে পরীক্ষার্থীরা  কিভাবে  নিয়োগপত্র পেল, যেখানে বেশি নাম্বার পাওয়া পরীক্ষার্থীরা বঞ্চিত নিয়োগের ক্ষেত্রে। বিচারপতি তাই কোন নিয়মে কম নাম্বার পাওয়া পরীক্ষার্থীরা নিয়োগপত্র  পেলেন তার রিপোর্ট তলব করেছেন এদিন। ২০১৬ সালে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি, ইতিহাস ও রাস্ট্রবিজ্ঞান বিষয়ে  শিক্ষক নিয়োগের জন্য ১৬০০০ শুন্যপদের পরীক্ষা হয়। প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় চতুর্থ কাউন্সিলিং পর্বে দেখা যায়, যারা বেশি নাম্বার পেয়েছে তারা নিয়োগপত্র পাননি। অথচ কম নাম্বার পাওয়া পরীক্ষার্থীরা চাকরি পেলেন। এইরুপ ৪০ জন পরীক্ষার্থীদের উদাহরণ টেনে কলকাতা হাইকোর্টের আইনজীবী আশীষ কুমার চৌধুরীর হাত ধরে ১৯ জন পরীক্ষার্থী মামলাটি করেন। মামলাকারীদের মধ্যে মামনি বসাক, স্বাগতা বিশ্বাস অন্যতম।সোমবার দুপুরে কলকাতা হাইকোর্ট   মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক    শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে  স্কুল সার্ভিস কমিশন এর কাছে রিপোর্ট তলব করেছে। আগামী ১৬ ই ডিসেম্বর এসএসসিরর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি । এই  এসএসসির রিপোর্ট টি তলব করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ। এমন কি  পদ্ধতি অবলম্বন করেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে প্রাথীরা কম নম্বর পাওয়ার সত্ত্বেও নিয়োগপত্র দিতে বাধ্য হয়েছে তাঁরা। আদালত সুত্রে প্রকাশ,    ২০১৬ সালে ১৬০০০ শূন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। বাংলা ,ইংরেজি ,ইতিহাস ,রাষ্ট্রবিজ্ঞান এই চারটি বিষয়ে নবম দশম ,একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের জন্য রাজ্যের স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। চতুর্থ কাাউন্সিলিং পর্ব নিয়োগের আগে  এসএসএসটি প্রার্থীদের চূড়ান্ত যোগ্যতা প্রমাণের পর পছন্দের স্কুল নির্ণয়ের সময়ে অর্থাৎ চতুর্থ কাউন্সিলিংয়ে দেখা যায় বাংলা, ইংরেজি, ইতিহাস এবং রাষ্ট্র বিজ্ঞানের বিষয় গুলিতে প্রায় ৪০ জনের মতো প্রার্থী যাঁদের প্রাপ্ত নম্বর মামলাকারীদের থেকে অনেক কম। এবং নিয়োগের তালিকার নিচের দিকে তাদের নাম থাকা সত্বেও তাদের নিয়োগ পত্র তুলে দেওয়ার অভিযোগ উঠে ।  এই বিষয়টি এসএসসি দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। কিন্তু এসএসসি কতৃপক্ষের উদাসীনতা কারণে চলতি বছরের মামুনি বসাক, স্বাগতা বিশ্বাস সহ ১৯ জন প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন।মামলা শুনানি চলাকালীন মামলাকরীদের পক্ষের আইনজীবী আশীসকুমার চৌধুরী আদালতে সওয়ালে জানান - " যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো। যাঁদের নিয়োগ দেওয়া হলো তাদের মামলা কারীদের থেকেও অনেক কম নম্বর পেয়েছেন। তাহলে এভাবে পরীক্ষা নেওয়ার শুধু  প্রহসন  ছাড়া আর কিছুই নয়'। বিচারপতি ভরদ্বাজ এসএসসির পক্ষের আইনজীবী সূতনু পাত্রের কাছে জানতে চান -  কি ভাবে এত কম নম্বর পাওয়া সত্বেও কি ভাবে অগ্রাধিকার পেতে পারেন? কার ভিত্তিতে এভাবে যোগ্য প্রার্থীদের টপকে পেছনে র দিকে থাকা প্রার্থীদের সুবিধে পাইয়ে দেওয়ার কারণ কি?আগামী ১৬ ডিসেম্বর ২০১৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে চারটি বিষয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন কম নাম্বার পেয়ে পরীক্ষার্থীরা চাকরির নিয়োগপত্র পেল, তার রিপোর্ট পেশ করতে এসএসসি কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ।                          

                                                                      

পনেরো দিনের মধ্যে মৃতার পরিবার কে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ কলকাতা হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে চিকিৎসায় গাফলতিতে  এক রোগী মৃত্যুতে পরিবার কে আর্থিক ক্ষতিপূরণ বিষয়ক মামলা উঠে। সেখানে বিচারপতি দ্রুত অর্থাৎ ১৫ দিনের মধ্যেই ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ টি দেন। উল্লেখ্য, স্বাস্থ্য কমিশনের ৫ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ নির্দেশিকা কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছিল অভিযুক্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে বিচারপতি স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা কে বহাল রাখেন। উল্লেখ্য, স্বাস্থ্য কমিশন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অবধি নির্দেশ দিতে পারে। চলতি বছরে ১৮ মার্চ ১৪ বছরের কিশোরী অনিন্দিতা মন্ডল আরএন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন থাকার দুমাস পর মারা যায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবার স্বাস্থ্য কমিশনের কাছে লিখিত অভিযোগ করে। গত ৪ জুলাই অভিযোগকারী এবং অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ এর বক্তব্য শোনে ৫ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ওই হাসপাতাল কর্তৃপক্ষ কে। এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করে থাকে। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা কে বহাল রাখেন এবং ১৫ দিনের মধ্যেই এই ক্ষতিপূরণ বাবদ অর্থ মৃতার পরিবার কে দেওয়ার নির্দেশ দেন।                                                                                                               



সোমবার, ডিসেম্বর ০২, ২০১৯

সাংবাদিক প্রবীর চট্টপাধ্যায়ের 'ফিরে দেখা বর্ধমান' প্রকাশ পেল

মোল্লা জসিমউদ্দিন  

বর্ধমান বইমেলায় বিদ্যাসাগর মঞ্চে প্রবীণ সাংবাদিক প্রবীর চট্টপাধ্যায় ও ইতিহাসবিদ সর্বজিত যশ সম্পাদিত 'ফিরে দেখা বর্ধমান' বইটি উদ্বোধন হল। উপস্থিত ছিলেন সাহিত্যিক নলিনি বেড়া, সাহিত্যিক শেখর সেনগুপ্ত প্রমুখ।                

রবিবার, ডিসেম্বর ০১, ২০১৯

পুলিশ কর্তা মির্জার জামিনের মেয়াদ বাড়লো

মোল্লা জসিমউদ্দিন  

শনিবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে সিবিআই এজলাসে পেশ হন নারদা মামলায় অভিযুক্ত আইপিএস সৈয়দ হোসেন আলী মির্জা। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়লো। উল্লেখ্য, গত ২০ নভেম্বর এই এজলাসে ৫৬ দিন জেলে থাকার পর জামিন টি পেয়েছিলেন মির্জা। তার আগে নারদা মামলায় গত ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন এই আইপিএস। দুর্নীতি দমন আইনে ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত আইপিএস সৈয়দ হোসেন আলী মির্জা। টানা ৭ বার সিবিআইয়ের জেরার পর ৮ বারে জেরা চলাকালীন গ্রেপ্তার হন তিনি। ২০ নভেম্বর ব্যাংকশাল আদালতে সিবিআই এজলাসে জামিনের শর্তগুলি বহাল থাকছে শনিবারের দেওয়া জামিন পাওয়ার শর্তে।
যেখানে পাসপোর্ট জমা রাখা, সিবিআইয়ের তদন্তকারীর কাছে হাজিরা সহ তদন্তে পূর্ন সহযোগিতার শর্ত গুলি রাখা হয়েছে। যদিও আগের শুনানিতে নারদা মামলায় 'প্রথম' ধৃত আইপিএস সৈয়দ হোসেন আলী মির্জার জেল হেফাজতের সময়সীমা ছিল ২৬ নভেম্বর পর্যন্ত। তবে ধৃত আইপিএসের পুত্রের শারীরিক অসুস্থতার রিপোর্ট নিয়ে মির্জার আইনজীবী বুধবার জামিনের জন্য আবেদন করেন। সেখানে দুপক্ষের সওয়ালজবাব শুনে বিচারক  শর্তসাপেক্ষে অন্তবর্তী জামিন ৩০ নভেম্বর পর্যন্ত দিয়েছিলেন । প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন এই বিতর্কিত আইপিএস। সওয়ালে মির্জার আইনজীবী সায়ন দে ইতিপূর্বে সিবিআইয়ের ৮ বার জেরায় মির্জার সহযোগিতাদান প্রসঙ্গটি তোলেন। যেহেতু ধৃত একজন আইপিএস, তাই পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তা যুক্তি দেন মির্জার আইনজীবী। যদিও সিবিআইয়ের আইনজীবী সেই প্রভাবশালী ত্বত্ত্ব ফের তুলে ধরেন। উল্লেখ্য, এই বিতর্কিত আইপিএস গত ২০১৭ সালে ৯ নভেম্বর এক অধনস্ত পুলিশ কর্মীর উপর মানসিক নির্যাতন চালানোর অভিযোগে সাময়িক সাসপেন্ড হন। গত ২৬ শে সেপ্টেম্বর কলকাতার সিবিআই অফিসে জেরা চলাকালীন গ্রেপ্তার দেখানো হয় নারদা আর্থিক দুর্নীতির মামলার অভিযুক্ত পুলিশ কর্তা কে। এই নিয়ে সাতবার তাঁকে সিবিআই আদালতে এই এজলাসে পেশ করা হল। যদিও জেলে থাকাকালীন কোন জিজ্ঞাসাবাদ চালায়নি তদন্তকারী সংস্থা সিবিআই।গত বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং অপারেশন প্রকাশ্যে আসতেই দেশজুড়ে হইচই শুরু হয়ে যায়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে। তারা প্রায় অভিযুক্তের কলকাতা অফিসে জেরাপর্ব চালান। সাথে তাদের ভয়েস রেকর্ড সংগ্রহ করে ফরেন্সিকের জন্য। এই মামলায় এই রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রী সাংসদ পুলিশ কর্তারা অভিযুক্ত। গত ২৬ সেপ্টেম্বর সিবিআই জেরা চলাকালীন পূর্ব বর্ধমানের প্রাক্তন পুলিশসুপার সৈয়দ হোসেন আলী মির্জা কে গ্রেপ্তার করে। প্রথমে ৫ দিনের সিবিআই হেফাজত এরপর চারধাপে ১৪ দিন করে  জেল হেফাজতে ছিলেন এই পুলিশ কর্তা।এই মামলায় মূল অভিযুক্ত  বিজেপি নেতা মুকুল রায়ের সাথে মুখোমুখি জেরা চলে। সেইসাথে দুর্নীতির টাকা লেনদেনের ভিডিওগ্রাফি হয়। প্রায় দুমাস জেলবন্দি ছিলেন   পূর্ব বর্ধমানের প্রাক্তন পুলিশসুপার। ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার এবং ১ কোটি ৬০ লক্ষ টাকা এক প্রভাবশালী নেতার বাড়ীতে পৌঁছে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মির্জা। টানা ৫৫ দিন জেলবন্দি থাকার পর ছেলের অসুস্থতার রিপোর্ট পেশে শর্তসাপেক্ষে অন্তবর্তী জামিন পান ২০ নভেম্বর। এরপর আজকের শুনানিতে এই জামিনের মেয়াদ বেড়ে ২১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়। আগামী ২১ ডিসেম্বর পুনরায় এই মামলার শুনানি রয়েছে।                                                                                                                                                                                       


আইপিএস রাজীব কুমার কে নোটিশ সুপ্রিম কোর্টের

মোল্লা জসিমউদ্দিন  

শুক্রবার দুপুরে দিল্লীর সুপ্রিম কোর্টে সারদা মামলায় রাজীবের  জামিন খারিজের আপিল মামলা উঠে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। গত ৪ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে এই আপিল মামলাটি তদন্তকারী সংস্থা  সিবিআই করে। ৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর এই মামলার শুনানি স্থগিত ছিল। গত সোমবার এই মামলাটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এসএ বোবদের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নথিভুক্ত থাকলেও মহারাস্ট্রে সরকার গঠন নিয়ে মামলায় শুনানিতে সিবিআইয়ের পক্ষে   সলিসিটর জেনারেল ব্যস্ত থাকায় সারদা মামলায় রাজীবের জামিনের বিরুদ্ধে আপিল মামলার শুনানি হয়নি। শুক্রবার দুপুরে এই মামলার শুনানি চলে। সেখানে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা এডিজি সিআইডি রাজীব কুমার কে অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে সওয়াল করে থাকে। যুক্তিতে বারবার সিবিআইয়ের জেরায় ডেকে না পাওয়া এবং আগাম জামিনের জন্য নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টে দরবার করা প্রশ্ন গুলি তোলা হয়। তথ্য ও প্রমাণ লোপাট এর গুরতর অভিযোগ তোলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। দেশের প্রধান বিচারপতি এই মামলায় রাজীবের বক্তব্য জানার জন্য নোটিশ ইস্যু করে। সেইসাথে উপযুক্ত তথ্য ও প্রমাণ সুপ্রিম কোর্টে না জানিয়ে গ্রেপ্তার নয়। তা পরিস্কার ভাবে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কেননা রাজীব কুমার একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা। তাই সিবিআই কে আগাম রাজীবের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের তথ্য ও প্রমাণ দেখেই সুপ্রিম কোর্ট সির্দ্ধান্ত নেবে সারদা মামলায় আইপিএস রাজীব কুমার গ্রেপ্তার হবে কিনা। ওয়াকিবহাল মহল মনে করছে - এতে চাপ বেড়ে গেল সিবিআইয়ের। কেননা গ্রেপ্তার পরবর্তী   হেফাজতের পর হেফাজত নিয়ে যে তথ্য ও প্রমাণগুলি পর্যবেক্ষণ ও সন্ধান করতো সিবিআই। সেখানে গ্রেপ্তারের আগে সিবিআই কে সেইসব তথ্য ও প্রমাণ গুলি কে আগাম  সুপ্রিম কোর্টে সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে।কেননা সারদা মামলায় বারবার সিবিআইয়ের বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রনোদিত ভাবে কাজ করার অভিযোগ রয়েছে এই রাজ্যের শাসকদলের।                                                                                                                                                                  

২০২০ সালের কুমুদ সাহিত্য মেলা কমিটি

কুমুদ সাহিত্য মেলা কমিটি 


সভাপতি ( শ্যামলাল মকদমপুরী) 

সহ  সভাপতি ( ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, খায়রুল আনাম, লক্ষ্মীনারায়ণ  রায়, সৈয়দ  আজাহার আলী, মহম্মদ  ইব্রাহিম, মতিলাল মুখার্জি ) 

সম্পাদক ( মোল্লা জসিমউদ্দিন) 

সহ সম্পাদক (পুলকেশ  ভট্টাচার্য, সেখ সামসুদ্দিন, প্রসেনজিৎ রায়, সুদিন মন্ডল, সোমনাথ ভট্টাচার্য, সেখ নিজাম ) 

প্রচার সচিব ( রাজকুমার দাস,শ্যামল রায়, ওয়াসিম বারি, সুভাষ  মজুমদার, সৈয়দ রেজওয়ানুল হাবিব, সঞ্জীবন সরকার, ) 

কার্যকরী সদস্য ( তুহিনা সুলতানা, কবিরুল ইসলাম, চন্দ্রগোপাল ঘোষ, অভিজিৎ দাঁ, সুকান্ত ঘোষ , নুর আনসারী)


প্রত্যেক বছর ৩ রা মার্চ মঙ্গলকোটের  কোগ্রামে  পল্লিকবি কুমুদরঞ্জন  মল্লিকের বসতবাড়িতে কয়েকশো কবি/সাহিত্যিক/সাংবাদিকদের 'কুমুদ সাহিত্য মেলা' টি হয়। সারাদিন ব্যাপি সাংস্কৃতিক  অনুষ্ঠান চলে। কোন ডেলিকেট ফি লাগেনা। টিফিন - মিলের সুবন্দোবস্ত থাকে।

শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯

সিদ্দিকুল্লাহ চৌধুরীর আম্বুলেন্স পড়ে রয়েছে মঙ্গলকোটে



মোল্লা জসিমউদ্দিন
    
টানা দুবছর ধরে মঙ্গলকোটে পড়ে রয়েছে বিধায়ক তহবিলের এম্বুলেন্স। ৩ টির মধ্যে ২ টি এম্বুলেন্স এইরুপ অযন্তে রয়েছে।যেগুলি স্থানীয় পঞ্চায়েত সচল রাখতে তৎপর নয় বলে অভিযোগ। যদিও বিষয়টি ব্লক প্রশাসন খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছে।                   

কুহেলী মামলায় চিকিৎসকের রেজিষ্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন  

রাজ্য মেডিকেল কাউন্সিলের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে    এক শিশু কন্যার গাফিলতিতে মৃত্যুর ঘটনা বিষয়ক মামলাটি উঠে। সেখানে রাজ্য মেডিকেল কাউন্সিল যে শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা জারী করেছিল অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে। বুধবার এই নির্দেশিকার বিরুদ্ধে অভিযুক্ত চিকিৎসক সুভাষ তেওয়ারি  কলকাতা হাইকোর্টে মামলা করলে, সেই মামলার শুনানি তে আজ তা অনেকাংশ খারিজ করলো হাইকোর্ট। চিকিৎসকরা নিয়মিত প্রাক্টিস করতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে        । যেখানে রাজ্য মেডিকেল কাউন্সিল  চিকিৎসকের তিন চিকিৎসকের   রেজিষ্ট্রেশন বাতিলের পাশাপাশি ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা জারী করেছিল। যদিও কলকাতা হাইকোর্টের  এই রায়ে হতাশ হয়ে মৃতা শিশুকন্যার বাবা অভিজিৎ চক্রবর্তী পুনরায় অভিযোগটি জাতীয় মেডিকেল কাউন্সিলে জানাবেন বলে জানা গেছে। আদালত সুত্রে প্রকাশ, ২০১৭ সালে ১৯ এপ্রিল কলকাতার বাইপাসে এক বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু ঘটে কুহেলী চক্রবর্তী নামে চার মাসের এক শিশুকন্যার।  চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতা শিশুর বাবা অভিজিৎ চক্রবর্তী রাজ্য মেডিকেল কাউন্সিলে লিখিত অভিযোগ জানান। মেডিকেল কাউন্সিলের চুড়ান্ত রিপোর্টে অভিযুক্ত তিন চিকিৎসকর দোষী সাব্যস্ত হন। সেজন্য এই চিকিৎসকের রেজিষ্ট্রেশন  বাতিলের পাশাপাশি ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা জারী করে। এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন অভিযুক্ত চিকিৎসক সুভাষ তেওয়ারি  । বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টে কুহেলি মামলার শুনানি চলে। সেখানে বিচারপতি রাজ্য মেডিকেল কাউন্সিলের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ প্রায় খারিজ করে দেন।অভিযুক্ত চিকিৎসকরা  চিকিৎসায় প্রাক্টিস করতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রায় কার্যকর করার জন্য রাজ্য মেডিকেল কাউন্সিল কে নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্দেশ কার্যকর না হয়, তাহলে ৫০ হাজার টাকার জরিমানা লাগবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।                                                                                                                                                       
     

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র জন্মজয়ন্তী পালন হল


মোল্লা জসিমউদ্দিন  

গত বুধবার সন্ধেবেলায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল। রবীন্দ্র ভারতী সোসাইটির রথীন্দ্র মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন হয় জন্মজয়ন্তী । স্মারক বক্তৃতা দেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদবরণ ঘোষ। বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব  ডঃ সুবীর মৈত্র মহাশয়। আয়োজক সংস্থা রবীন্দ্র ভারতী সোসাইটির সভাপতি তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মধুমিতা বসুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি মধুর হয়ে উঠে। আজকের অনুস্টানের বিশেষত্য ছিল  'পরম্পরা' ঘরোয়ানা অর্থাৎ মা ও মেয়ে ,  মা ও ছেলে যারা উভয় সঙ্গীতশিল্পী। এইরুপ চন্দ্রাবলী রুদ্রদত্ত ও দীপাবলী দত্ত এবং রুনা দাশগুপ্ত ও অরিত্র দাশগুপ্ত সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায় জানান - "বাঙালি জগতে প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সন্তান হলেও স্বতন্ত্র প্রতিভার অধিকারী ছিলেন। স্থাপত্য থেকে চিত্রশিল্প সবেতেই তাঁর সৃষ্টি আজও অমর "। জানা গেছে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী সোসাইটি গড়াতে তাঁর ভূমিকা ছিল সর্বাপেক্ষা গুরত্বপূর্ণ।                                                                            

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯

১২৫ জন দুস্থদের কুমুদ সাহিত্য মেলায় বস্ত্র দেবে 'মনন'

 মোল্লা জসিমউদ্দিন (সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)
        
আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় ১২৫ জন দুস্থদের বস্ত্রবিলি করার সম্মতিপত্র দিয়ে গেলেন 'মনন' সাহিত্য সংগঠনের সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী । ওইদিন 'পান্ডব গোয়েন্দা' খাত লেখক ষষ্ঠীপদ চট্টপাধ্যায়, কবি মান্দাকান্তা সেন, বিদ্রোহী কবির নিকটাত্মীয় সোনালী কাঁজি, সাহিত্য সম্রাটের পঞ্চম বংশধর সহ তিন শতাধিক কবি সাহিত্যিক থাকবেন।১৫ জন ব্যক্তি ওইদিন সংবর্ধনা পাবেন।    

বুধবার, নভেম্বর ২৭, ২০১৯

মহাজতি সদনে জমিয়তের সিরাতুন নবি

মোল্লা জসিমউদ্দিন
  
মঙ্গলবার দুপুরে কলকাতার   মহাজতি সদনে জমিয়ত উলেমা হিন্দের পরিচালনায় সীরাতুন নবী সম্মেলনে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়ক ইদ্রিস আলী প্রমুখ।          

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে রাজীব মামলার শুনানি

মোল্লা জসিমউদ্দিন   




সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআইয়ের দায়ের করা রাজীব কুমারের বিরুদ্ধে আপিল মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে মহারাস্ট্রে সরকার গঠন নিয়ে মামলায় দীর্ঘ শুনানি চলে। তাই রাজীব মামলায় আপাতত শুনানি স্থগিত হয়। তবে আগামী শুক্রবার পুনরায় এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সুত্রে প্রকাশ।  উল্লেখ্য,   অক্টোবর মাসে প্রথম সপ্তাহে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনারের জামিন মেলে আলিপুর আদালতে। কলকাতা হাইকোর্টের আগাম জামিন টি স্থায়ী করাতে আলিপুর আদালতে এসিজেম এজলাসে এসেছিলেন তখন আইপিএস রাজীব কুমার । তাঁর সশরীরে হাজিরার মাধ্যমে আগাম জামিন টি স্থায়ী হয়। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে বেশকিছু শর্তাবলির উপর সারদা রিয়ালিটি মামলায় আইপিএস রাজীব কুমারের আগাম জামিন মেলে। এই আগাম জামিনের নির্দেশিকা টি কার্যকর করতে গেলে একমাসের মধ্যেই নিম্ন আদালতে সশরীরে হাজিরার মাধ্যমে এবং জামিনদারের সাক্ষরে লাঘু হতে হত। সেসময় প্রায় ২৫ দিন 'নিখোঁজ' ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্যের এডিজি (সিআইডি) আইপিএস রাজীব কুমার। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কাদের আশ্রয়ে ছিলেন? এতকিছুর রহস্যের মাঝেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কলকাতা পুলিশের বিশস্ত অফিসারদের নিরাপত্তায় আলিপুর আদালতে এসিজেম সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে হাইকোর্টের আগাম জামিনের মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি। সবদিক খতিয়ে দেখে বিচারক তা মঞ্জুর করেছিলেন।। সেদিন রাজ্যের দুঁদে গোয়েন্দাপ্রধান রাজীব কুমার কে বডি লাঙ্গুয়েজে বিষন্ন দেখায়। সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আগাম জামিন মঞ্জুরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে থাকে । সিবিআইয়ের কলকাতা টিম সেদিন অত্যন্ত গোপনীয়তায় আলিপুর আদালতে রাজীবের উপস্থিতি নিয়ে নজরদারি চালিয়েছে বলে বিশেষ সুত্রে প্রকাশ। কারা জামিনদার হলেন, কোন গাড়ীতে এসেছিলেন, কিংবা কোথায় গেলেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি তারা খতিয়ে দেখেছে বলে জানা গেছে। কেননা সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার যদি খারিজ হয় তাহলে পুনরায় রাজীব পাকরাও অভিযান চালাতে হবে সিবিআই কে। গত সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্রের এজলাসে আইপিএস রাজীব কুমারের পক্ষে আইনী রক্ষাকবচ প্রত্যাহারের পর থেকে রাজীব যেভাবে নিজেকে অন্তর্ধান রেখেছিলেন। আগামীতে সিবিআই তাদের পক্ষে সুপ্রিম কোর্টে অর্ডার পেলে রাজীব কে দ্রুত যাতে হাতের নাগালে পায়। সেজন্য আলিপুর আদালতে রাজীবের উপস্থিত পরবর্তী সমস্ত দিকে কড়া নজরে রাখে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চ আইপিএস রাজীব কুমারের আগাম জামিনের মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়ে জানিয়েছিল- ' রাজীব কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই '। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল - 'রাজীব তদন্তে সহযোগিতা করেছেন '। বেশকিছু শর্ত আরোপ করে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ( দুজন জামিনদার সহ)  হাইকোর্ট কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনারের আগাম জামিন মঞ্জুর করে। কলকাতা পুলিশের আওতাধীন এলাকার বাইরে যেতে পারবেন না আইপিএস রাজীব। সেইসাথে পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে। আইপিএস রাজীব কুমার কে হাজিরার জন্য সিবিআই ডাকলে তা দুদিন আগে রাজীব কুমার কে অবগত করতে হবে বলেও এই মামলার রায়দানে জানানো হয়েছে। যদি সিবিআই তদন্তে জেরার নামে ডেকে গ্রেপ্তার করে, তাহলে সাথসাথেই জামিন পেয়ে যাবেন রাজীব,তাও জানিয়েছিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চের   এই রায় জানার পর থেকেই সক্রিয় হয় সিবিআই কর্তৃপক্ষ । দিল্লির সিবিআইয়ের লিগ্যাল সেল কে জানিয়েছে কলকাতার তদন্তকারী অফিসাররা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সিবিআই । প্রায় দুমাস পূর্বে সারদা তদন্তে সিবিআইয়ের সমন খারিজ মামলায় আইপিএস রাজীব কুমারের উপর থেকে আইনী রক্ষাকবচ তুলে নিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্রের এজলাস। এরপর থেকে বারাসাতের স্পেশাল কোর্ট(এমএলএ, এমপি) এবং জেলা দায়রা কোর্টে মামলার এক্তিয়ার নিয়ে মামলার পক্ষে কিংবা বিপক্ষে কোন রায় উঠে আসেনি। এরপর আলিপুর এসিজেম এজলাসে সিবিআইয়ের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু মামলায় আইপিএস রাজীব কুমার কে গ্রেপ্তারে বাধা নেই বলে জানিয়েছিল। অনুরুপভাবে গত ২১ সেপ্টেম্বর আলিপুর জেলা ও দায়রা এজলাসে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়। সেখানে রাজীবের বিরুদ্ধে সারদা তদন্তে অপরাধমূলক ভূমিকার কথাও উঠে আসে। এরপর ২৩ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে আইপিএস রাজীব কুমারের পক্ষে তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার আগাম জামিনের আবেদন জানান। টানা চারদিন রুদ্ধদ্বার শুনানি চলে। রাজীবের আইনজীবী দেবাশীষ রায় শুনানিতে জানিয়েছিলেন - 'সারদা তদন্তে আইপিএস রাজীব কুমার সহযোগিতা করেছেন। এমনকি শিলঙে টানা ৪০ ঘন্টার সিবিআইয়ের জেরার সম্মুখিন হন তিনি '। অপরদিকে সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তর শুনানিতে জানিয়েছিলেন - ' সারদা তদন্তে ৮ বার তলব করা হলেও মাত্র ২ বার তদন্তে সাড়া দিয়েছেন রাজীব। তাও আইনী রক্ষাকবচ সাথে নিয়ে! '।  ব্যক্তিগত ৫০ হাজার বন্ডে আইপিএস রাজীব কুমার কে বেশকিছু শর্ত আরোপ করে আগাম জামিন দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চ।  জেরার জন্য রাজীব কে ডাকলে দুদিন আগে সিবিআই কে  জানাতে হবে।   কলকাতা পুলিশের এলাকার বাইরে যাওয়া যাবেনা। পাসপোর্ট জমা রাখতে হবে। তবে সিবিআইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করেছে এই ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের নামে ডেকে গ্রেপ্তার করলে, তাতে সাথেসাথেই জামিন পাবেন আইপিএস রাজীব কুমার। এই নির্দেশিকা জারী হয়েছে  কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চের তরফে।  এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে এই আগাম জামিনের সময়সীমা নেই অর্থাৎ রাজীব কুমার কে গ্রেপ্তারের পথে সিবিআই কে যেতে হলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ করতেই হত সুপ্রিম কোর্টে।  এরেই মধ্যে প্রায় একমাস আত্মগোপন করে থাকার পর কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশকমিশনার তথা রাজ্যের এডিজি সিআইডি রাজীব কুমার তাঁর কলকাতা হাইকোর্টের আগাম জামিন টি স্থায়ী করাতে আলিপুর আদালতে এসিজেম সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিয়েছিলেন । বিচারক তা মঞ্জুর করেন। আলিপুর আদালত থেকে বেড়িয়ে অত্যন্ত দ্রুততায় গাড়ী চেপে চলে যান আইপিএস রাজীব কুমার সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর তখন তিনি দেননি। তবে তাঁর শরীরিভাষা বলে দিচ্ছিল তিনি সারদা রিয়ালিটি মামলায় সিবিআই নিয়ে অত্যন্ত চাপে আছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআইয়ের আপিল মামলাটি উঠে। তবে মহারাস্ট্রে সরকার গঠন নিয়ে মামলায় দীর্ঘ শুনানি চলে। তাতে রাজীব কুমারের মামলাটি আগামী শুক্রবার পুনরায় উঠতে পারে বলে জানা গেছে।                                                                                                                                                                                                                                                                                       


রবিবার, নভেম্বর ২৪, ২০১৯

কাঁকুরগাছিতে হাইড্রেন সংস্কার শুরু হল

মোল্লা জসিমউদ্দিন  

উল্টোডাঙ্গা - কাঁকুড়গাছি সড়কপথে রাস্তায় হাইড্রেনের সংস্কার চলছে, যান চলাচলে ট্রাফিক জ্যাম দেখা দিচ্ছে।           

শনিবার, নভেম্বর ২৩, ২০১৯

আহারে বাংলা উৎসবের আর্জি খারিজ, পাশ্ব শিক্ষকদের ধর্না চলবে

মোল্লা জসিমউদ্দিন  

ইতিমধ্যেই বিধাননগরে অবস্থানরত এক পাশ্ব শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে বঙ্গীয় রাজনীতি বলয় সরগরম। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে পাশ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচি বিষয়ক মামলাটি উঠে।সেখানে রাজ্যের তরফে জানানো হয় - বিধাননগরের সেন্ট্রাল পার্কে পাশ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচি ঘিরে  অসুবিধা হচ্ছে 'আহারে বাংলা উৎসব'টির। তাই ধর্না সরিয়ে দেওয়া হোক। রাজ্যের এই আর্জি টি  খারিজ করে কলকাতা হাইকোর্ট। তবে উৎসবস্থলে যাওয়ার গেটগুলি অর্থাৎ সেন্ট্রাল পার্কের ২০ মিটারের মধ্যে  অবস্থানরত পাশ্ব শিক্ষকদের কোন ধর্না কর্মসূচি নেওয়া যাবেনা বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। সেইসাথে পুলিশ কে ওই এলাকায় যানযট সচল রাখার সবরকম দায়-দায়িত্ব নিতে বলেছে হাইকোর্ট।  উল্লেখ্য, রাজ্য জুড়ে পাশ্ব শিক্ষকরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দ্রোলন চালাচ্ছে। বিকাশ ভবনের সামনে ধর্না কর্মসূচি নিয়ে তীব্র টানাপোড়েন চলে। প্রথম পয্যায়ে পুলিশের সাথে দফায় দফায় কোন সমাধান সুত্র বের হয়নি। এরপর কলকাতা হাইকোর্টে মামলার মাধ্যমে বেশকিছু শর্ত আরোপ করে পাশ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচিতে অনুমতি দেয় আদালত। দশদিনের বেশি সময়কাল ধরে অনশন সহ বিক্ষোভ প্রদর্শন চালাচ্ছেন পাশ্ব শিক্ষকরা। এরেই মাঝে রাজ্য সরকারের তরফে পাশ্ব শিক্ষকদের ধর্না মঞ্চ লাগোয়া সেন্ট্রাল পার্কে 'আহারে বাংলা উৎসব' শুরু হয়। একদিকে অনশনরত পাশ্ব শিক্ষকরা অপরদিকে ভোজনরসিকদের আহারে বাংলা উৎসব। এই দুই দিকের টানাপোড়েনের মাঝেই এক পাশ্ব শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তাতে বাংলার রাজনীতিতে শাসক বনাম বিরোধীদলের অভিযোগ পাল্টা অভিযোগ তুলতে দেখা যায়। ঠিক এইরকম পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে পাশ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচি তে আহারে বাংলা উৎসবে অসুবিধা হচ্ছে বলে আর্জি রাখা হয়। তাতে কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল পার্কের ২০ মিটারের মধ্যে অবস্থানরত পাশ্ব শিক্ষকদের ধর্না কর্মসূচি নিতে বারণ করে। সেইসাথে পুলিশ কে যান চলাচলে সচল রাখার সবরকম দায়-দায়িত্ব নিতে বলা হয়। পাশ্ব শিক্ষকদের যেমন কর্মসূচি চলছে ঠিক তেমনিভাবে চলবে                                                                                                                              
    

আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের আইনজীবীদের কর্মবিরতি মেটাতে সক্রিয় বার কাউন্সিল

মোল্লা জসিমউদ্দিন  

  আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্র শাসিত অঞ্চল হলেও আদালত গুলি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের  আওতাধীন পড়ে। পাঁচদফা দাবি কে সামনে রেখে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের বার এসোসিয়েশন টানা কুড়িদিনের বেশি কর্মবিরতি চালাচ্ছে।পুলিশি সন্ত্রাস, বার এসোসিয়েশনের ভবন, যোগাযোগের বেহাল পরিকাঠামো প্রভৃতি দাবিগুলি রয়েছে। শুক্রবার দুপুরে সিটি সিভিল আদালতে ষষ্ঠতলায় অবস্থিত বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের বার এসোসিয়েশনের এক প্রতিনিধিদল আসেন। সেখানে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায়, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা  মেম্বার  আনসার মন্ডল, মেম্বার সমীর পাল,  অফিস সেক্রেটারি পিনাকি বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয়। সেইসাথে এক স্মারকলিপিও দেয় দ্বীপপুঞ্জের আইনজীবীরা। সেইসাথে  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাক্ষাতপ্রার্থী হয়েছেন  তাঁরা। বার কাউন্সিল এর পক্ষে সির্দ্ধাথ মুখোপাধ্যায় এবং আনসার মন্ডল জানান - " বিষয়গুলি আমরা আমাদের বার কাউন্সিলের বৈঠকে তুলব। আমরা দ্বীপপুঞ্জের আইনজীবীদের কর্মবিরতি তুলবার অনুরোধ করেছি "। উল্লেখ্য, অক্টোবর মাসে শেষের দিকে স্থানীয় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দ্বীপপুঞ্জের আইনজীবীরা। ৩ জন আইনজীবীদের থানায় আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে তাঁরা কর্মবিরতির পথে হেটেছেন। ওখানকার পুলিশের বড় কর্তাদের জানিয়েও কোন সুরাহা মেলেনি। আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন বার এসোসিয়েশন ভবন গড়বার জন্য এক হাজার বর্গফুট জায়গা বরাদ্ধ করেছিল ৭ বছর আগে। সেই সরকারি প্রকল্পটি চালু হয়নি আজও। বিভিন্ন দ্বীপে আদালত গুলি যাওয়ার জন্য কোন জলযানের ব্যবস্থা নেই প্রশাসনের তরফে। দীর্ঘ হয়রানি, সময় কেটে যায় তাতে। এমনকি ওইসব এলাকার আদালত সংলগ্ন এলাকায় থাকবার কোন রাত্রীনিবাস নেই। রাজস্ব আদালত গুলিতে রাত আট পর্যন্ত কাজ চলে। তাতে আইনজীবীরা বিশেষত মহিলা আইনজীবীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকে সবচেয়ে বেশি।আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতে দেড়শোর বেশি আইনজীবী রয়েছেন। পুলিশি সন্ত্রাস , পুলিশি নিস্ক্রিয়তা, বার এসোসিয়েশন ভবন না হওয়া, নিম্ন আদালত গুলিতে যাওয়ার জলযানে অপ্রতুলতা সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে টানা কুড়িদিনের বেশি কর্মবিরতি চলছে দ্বীপপুঞ্জের আইনজীবীদের।ঠিক এইরকম পরিস্থিতিতে শুক্রবার দুপুরে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারস্থ হন তাঁরা। জানা গেছে, বার কাউন্সিল এর এক প্রতিনিধিদল খুব তাড়াতাড়ি যেতে পারে এই দ্বীপপুঞ্জে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায় এবং মেম্বার আনসার মন্ডল জানান - " উনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাক্ষাতপ্রার্থী হয়েছেন, আমরা কমিটির মধ্যে আলোচনা করে প্রধান বিচারপতির অফিসে সময় নেব। খুব তাড়াতাড়ি কর্মবিরতি কাটুক তা আমরা চাই "।জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ আদালতের বার এসোসিয়েশন এবং বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধিদের বৈঠকটি হতে পারে।                                                                                                                                                                                                         

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER