বুধবার, নভেম্বর ০১, ২০১৭

হিন্দুস্থান স্কাউট এন্ড গাইডের পদযাত্রা আসানসোলে

মোহন সিং

হিন্দুস্থান স্কাউট এন্ড গাইডের পক্ষ থেকে পদযাত্রা করা হল আসানসোলে। বিবেকানন্দ স্কুল থেকে এই পদযাত্রা বের হয়ে আসানসোলের বাজার এলাকা ঘুরে, আবার বিবেকানন্দ বিদ্যালয়ে এসে পদযাত্রা শেষ হয়। ডিএভি পাব্লিক স্কুল, বিবেকানন্দ স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহন করে। নারীদের উপর অত্যাচার, শিশুদের উপর উৎপীড়ন সহ একাধিক সমাজের হানিকারক দিক গুলি নিয়ে এই পদযাত্রায় সচেতনতার বার্তা দেয়

বাঁকুড়ায় অভিষেকের সভা ঘিরে উদ্দীপনা

বুধবার বাঁকুড়া শহরে তৃনমূল ভবনের উদঘাটনে আসেন তৃনমূলের যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।দলীয় বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ ছিল।পুলিশি নিরাপত্তা ছিল কড়া।তবে অভিষেকের বৈঠকে তৃনমূলের একাংশ ডাক না পাওয়ায় জোর গুঞ্জন তৈরি হয়েছে।

তথ্য মোল্লা জসিমউদ্দিন
ছবি সাধন মন্ডল

বাঁকুড়ায় নায্যমূল্যে সবজী স্টলের উদঘাটনে পুলিশসুপার

শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন,  জেলা উদ্যান পালন দপ্তর বাঁকুড়া, প:ব: সরকারের উদ্যোগে এবং সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সহযোগিতায় বাঁকুড়া জেলা শহরে পুলিশ লাইনের সামনে সুলভ মূল্যে সব্জী বিক্রির স্টলের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা।  এছাড়াশুভাশিষ বটব্যাল (সহ সভাপতি, উদ্যান পালন দপ্তর),  সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সম্পাদক অনুপ পাত্র। এলাকার মানুষদের প্রয়োজনীয় সব্জী এই স্টল থেকে স্বল্পমূল্যে পাওয়া যাবে এবং কৃষকরা ফসলের নায্য মূল্য পাবেন বলে জানালেন সোসাইটির সম্পাদক অনুপ পাত্র।

পাঁশকুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সাফাই অভিযান পদত্যাগী পুরপিতার

জাহাঙ্গীর বাদশা

রাজ্যে ডেঙ্গু, অজানা জ্বর, ম্যালেরিয়া, টাইফোয়েড রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা  বেড়েই চলেছে। হাসপাতালে হাসপাতালে রুগীর লম্বা লাইন। বিরোধীরা সুর ছড়াচ্ছে রাজপথে মিটিং মিছিল করে।কিন্তু রাজ্য সরকার যথা সাধ্য চেস্টা করছে যাচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য। রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পুরোসভার স্বাস্থ্য  দফতরকে নির্দেশ দিয়েছে হাসপাতালে ভর্তি রুগীদের দ্রুত সেবা করার জন্য। সেই নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পৌরসভার উদ্যোগে পাশকুড়া পৌরসভার বিতর্কিত বহিস্কৃত টিএমসি নেতা ও পদত্যাগী চেয়ারম্যান  আনিসুর রহমান সহ বেশ কয়েকজন কাউন্সিলর  ও পৌরসভার কর্মচারিদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই অভিযান, মশা মারার স্প্রে, ব্লিচিং, ড্রেন পরিস্কার করা এবং এলাকার পৌরনাগরিকদের সচেতন করা জন্য বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু হয়েছে। পদত্যাগী  পাঁশকূড়ার চেয়ারম্যান আনিসুর রহমান বলেন - এই অভিযান বেয কয়েকদিন ধরে চলবে। মানুষের পাশে থেকে পৌরবাসীদের সহযোগীতা করে যাবো এই ভাবে।।

বাঁকুড়ায় বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান

সাধন মন্ডল

'বিশ্ববাংলা শারদ সম্মান'পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হল বাঁকুড়ার রবীন্দ্রভবনে। জেলার সেরা মন্ডপের শিরোপা পেল পুয়াবাগান সার্বজনীন দূর্গাপুজা কমিটি। সেরা প্রতিমার শিরোপা অর্জন করলো বড় ষোলোআনা তাম্বুলী সমাজের দূর্গা প্রতিমা। সেরা পরিবেশ এর শিরোপা জিতে নিল হরেশ্বর মেলা সার্বজনীন। এছাড়াও জেলার আরো ৬ টি দূর্গাপুজা কমিটিকে পুরষ্কৃত করা হয়। ট্রফি ছাড়াও আর্থিক মূল্য ও এক হাঁড়ি মিষ্টি পুরষ্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাপরিষদ এর সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বিধায়ক শম্পা দরিপা, জেলা তথ্য আধিকারিক রানা দেবদাস প্রমুখ।

খেজুড়িতে ধৃত সশস্ত্র দুই ব্যক্তি

জাহাঙ্গীর বাদশা

আগ্নেয়াস্ত্র সহ খেজুরিতে পাকড়াও দুই যুবক। ধৃতদের আটক করে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। খেজুরির মিঁয়ামোড়ের ঘটনা। স্থানীয়  ইঁটের ব্যবসায়ী পরিমল দাসের বাড়িতে গিয়ে ওয়ান শাটার পিস্তল নিয়ে বুধবার দিন হুমকি ভয় দেখানোর সময়ই তাদের পাকড়াও করে মারধোর করে উত্তেজিত মানুষজন। ধৃত দুই যুবক পরশুরাম বেরা ও নির্মল শীট নন্দীগ্রামের বাসিন্দা। জানা গেছে, নিজেদের পাওনা ১০ হাজার টাকা ফেরত চাইতেই বাড়িতে এসে ধৃতরা আগ্নেয়াস্ত্র সহ ভয় ও হুমকি দেখাচ্ছিল। হাতে আগ্নেয়াস্ত্র দেখেই এলাকার মানুষজন তাদের আটক করে।পরে খেজুরি থানার পুলিসকে খবর দেওয়া হলে দুজনকে আটক করে।খেজুরি থানার ওসি শীর্ষেন্দু দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধা করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র  উদ্ধার হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছ।অভিযুক্তরা বিজেপি কর্মী এবং তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির । জানা গেছে পরশুরামের স্ত্রী কিছুদিন আগে ধর্ষিতা হন ।তৃণমূল নেতা অসিত হাজরাকে পুলিস গ্রেপ্তার করেছিল ।আভিযোগ বদলা নিতেই এই কান্ড ঘটিয়েছে তৃণমূল ॥

মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০১৭

পূর্ব মেদনীপুরের হাকোলা সংঘের অনুস্থান

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে হাকোলা  সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিশিস্ট সমাজসেবী সেক সেলিম আলি মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চানন দাস সহ অনেকেই ।ক্লাবগৃহের জন্য আর্থিক সাহায্য করেন, সেইসাথে পাশে থাকার আশ্বাস দেন সেলিম বাবু।বস্ত্রবিলি, রক্তদান সহ নানান জনহিতকর কর্মসূচি ছিল ক্লাবটির।

মঙ্গলকোটে ধান কেনা শুরু হচ্ছে

মোল্লা জসিমউদ্দিন

আগামীকাল থেকে মঙ্গলকোটে সরকারি মূল্যে ধান কেনা শুরু হচ্ছে।বস্তা পিছু (৬০ কেজি) ৯৩০ টাকা।ব্যক্তি পিছু ৯০ কুইন্টাল বিক্রি করতে পারবেন।এই নিয়ে মঙ্গলবার দুপুরে ব্লক অফিসে বৈঠক হয়।বৈঠকে ছিলেন বিডিও মুস্তাক আহমদ, পঞ্চায়েত সমিতির  কুন্তলা মুখার্জী, পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক প্রমুখ।

ইংরেজবাজারে বিসর্জন ঘিরে অশান্তি, আহত ৪

মানস দাস, মালদা

মা কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানোকে কেন্দ্র করে মহিলাদের মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার তেলিপুকুর নেতাজী কলোনি এলাকায়।আহত চার মহিলা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযোগ, সোমবার রাতে পাড়ার ক্লাবের কালী প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে এলাকার মহিলারা।সেই সময় শিশুরা বাজি ফাটায় সেখানে।অভিযোগ, গ্রামের কয়েকজন যুবক এই নিয়ে মহিলাদের সাথে বচসা শুরু করে।এরপর বচসা থেমে গেলে শোভাযাত্রা নিয়ে বিসর্জনের পথে যায় মহিলারা।বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে আবার শুরু হয় ঝামেলা।অভিযোগ, মহিলাদের শ্লীলতাহানি ও মারধোর করা হয়।মারধোরে আহত হয়,সুনিতা রায়(৪২),শান্তি ঘোষ(৩৯),মমতা ঘোষ(৩৫)এবং জানকী সাহা(৩১)। তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্ত নারায়ন সিং,ভোদল ভাস্কর,সঞ্জয় ভাস্কর,সনাতন কর্মকার সহ পনেরোজন পলাতক।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদ প্রকাশের জের, সেতু সংস্কার

সাধন মন্ডল

দুদিন পুর্বে আমাদের এই অনলাইন নিউজে বাঁকুড়া জেলার রাইপুর এলাকার
গোবিন্দ প্রসাদ সিংহ  সেতুর বেহাল দশার খবর সচিত্র প্রকাশিত হয়।আর তাতেই টনক নড়ে প্রশাসনের।মঙ্গলবার সকাল থেকেই সেতু সংস্কারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

'মউল' সাহিত্য সম্মান পাচ্ছেন রামামৃত সিংহ মহাপাত্র

শুভদীপ ঋজু মন্ডল

এবছরের 'মউল সাহিত্য সম্মান' পাচ্ছেন বাঁকুড়ার তরুণ গল্পকার, গবেষক, প্রাবন্ধিক রামামৃত সিংহ মহাপাত্র। 'মউল' পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে শ্রেষ্ঠ গল্পকার হিসেবে তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে 'মউল' পত্রিকা গোষ্ঠির তরফে জানানো হয়েছে। বাঁকুড়া জেলায় এই মুহুর্তে সাহিত্য জগতে উজ্জ্বল নাম রামামৃত সিংহ মহাপাত্র। বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধের পাশাপাশি অসংখ্য ছোট বড় গল্প লিখে চলেছেন। জেলার একমাত্র ছোটো গল্পের পত্রিকা 'গল্পলোক' সম্পাদনা করেন তিনি। এছাড়াও ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে।রামামৃত সিংহ মহাপাত্রের এই সম্মানপ্রাপ্তির খবর জেলার সাহিত্যিক ও সাংবাদিক মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ বাঁকুড়া দর্পণের সম্পাদক ও একটি জনপ্রিয় ওয়েব পোর্টালের জেলা সাংবাদিক তিমিরকান্তি বলেন -রামামামৃত সিংহ মহাপাত্রের এই সম্মানপ্রাপ্তি অত্যন্ত গর্বের। আনন্দেরও। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল, রম্যরচনাকার তাপস পাত্র, কবি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালন বাঁকুড়ায়

সাধন মন্ডল

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪২ তম জন্মদিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরে 'Run For Unity' কর্মসূচীতে অংশ নেন বিজেপি দলের নেতা কর্মীরাএদিন এই উপলক্ষ্যে  বিজেপির জেলা কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে রানীগঞ্জ মোড় - মাচাতনতলা পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার পথ পরিক্রমা করে। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে এদিন পদ যাত্রায় অংশ নেন বিজেপির রাজ্য সহ সভাপতি ডাঃ সুভাষ সরকার, জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, যুব মোর্চার সভাপতি দেবাশীষ দত্ত প্রমুখ।

কাটোয়ায় দোকানে আগুন, উত্তেজনা


কাটোয়া শহরের সুবোধস্মৃতি সংলগ্ন এলাকায় একটি ফার্স্টফুট দোকানে আগুন লাগে।আগুনে ভস্মীভূত দোকানের সমগ্র অংশ।রেফ্রীজারেটর থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক সূত্রে অনুমান।এই আগুন লাগা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

ইন্দিরা স্মরণে কাটোয়ায় রক্তদান শিবির

ইন্দিরা গান্ধীর মহাপ্রয়ান দিবস উপলক্ষে কাটোয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড একটি  রক্তদান শিবির  আয়োজন করা হয়।রক্তদাতার সংখ্যা ৩০।প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুভ সূচনা করেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান এবং এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

সোমবার, অক্টোবর ৩০, ২০১৭

মেমারিতে ডেঙ্গু নিয়ে প্রশাসনিক শিবির

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লক অডিটোরিয়াম হলে স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা শিবির করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মুদি, সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ সেখ মোয়াজ্জেম, নিত্যানন্দ ব্যানার্জী, সমীরণ মজুমদার সহ কর্মাধ্যক্ষবৃন্দ, বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার,  বিএমওএইচ সহ বিভাগীয় আধিকারিকবৃন্দ।

বাঁকুড়ায় চলছে মোরগ লড়াই

বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে চাকনারা গ্রামে চলছে মোরগ লড়াই।দুই মোরগ কে সামনে রেখে টাকা বাজি রেখে চলে এই লড়াই।এটি একধরনের জুয়া খেলা বলা যায়।সাপ্তাহিকহাট এর দিন এই খেলা জঙ্গলমহল জেলা গুলিতে দেখা যায়।

তথ্য মোল্লা জসিমউদ্দিন
ছবি সাধন মন্ডল

মালদায় সালিশি সভায় প্রহৃত দুই ভাই

মানস দাস, মালদা

পুরানো জমি বিবাদকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভা,আর এই সভায় ডেকে করা হলো মারধোর।ঘটনায় জখম দুই ভাই।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের জিৎনগর কালিতলা গ্রামে।পুলিশে অভিযোগের পর থেকেই গ্রাম ছেড়েছে অভিযুক্তরা।স্থানীয় সূত্রে জানা গেছে,আক্রান্ত দুই ভাই হলেন উমেশ মন্ডল(৫৩)এবং কুলেশ মন্ডল(৪৭)।দুজনেই বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।আক্রান্তের পরিবার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে কালিতলা গ্রামের বাসিন্দা হরিবল মন্ডলের সাড়ে সাতাশ শতক জমি জবরদখল করার অভিযোগ উঠে গ্রামেরই উত্তম মন্ডল,দিগম্বর মন্ডল,কমল মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় থানায় অভিযোগ করেন হরিবল মন্ডল।পরে আদালতে মামলাও করেন হরিবল বাবু।সেই নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ। অভিযোগ, রবিবার রাতে অভিযুক্তরা গ্রামে একটি সালিশি ডাকে।সেখানে হরিবল মন্ডলের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তার দুই জেঠাতো ভাইয়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠে উত্তম মন্ডল,দিগম্বর মন্ডল,কমল মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে।লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ।ধারালো অস্ত্রের কোপ মাথায় লাগে উমেশ মন্ডলের।লাঠির মার এবং ধারালো অস্ত্রের কোপে জখম হন কুলেশ মন্ডলও।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় মোথাবাড়ি থানার পুলিশ।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঙ্গীটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মোথাবাড়ি থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আসানসোল পুরনিগমের বোর্ড মিটিং

মোহন সিং

আসানসোল পুরনিগমের বোর্ড  মিটিং অনুষ্ঠিত হল সোমবার। আসানসোলের মুখোমুখি প্রেক্ষাগৃহে চেয়ারম্যানের নেতৃত্বে এই বোর্ড মিটিংয়ে নানান উন্নয়নমুলক কাজকর্মের প্রস্তাব নেওয়া হয়। যে সমস্ত কাজ অসম্পুর্ণ আছে, সেগুলি দ্রুত শেষ করতে হবে। এছাড়াও বিভিন্ন নাগরিক পরিষেবা যেমন রাস্তাঘাট, পানীয় জল ও নিকাশী নিয়ে নানান প্রস্তাব নেওয়া হয় এদিন।

আসানসোলে বাড়ীতে আগুন

মোহন সিং

একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা আসানসোল উত্তর থানার রেলপারের শের তালাব এলাকায়।জানা  গিয়েছে,  সোমবার ভোর রাতে একটি বাড়িতে হঠাৎ  আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌছে প্রায় পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বাড়িতে কেউ না থাকায় এই ঘটনায় কেউ  হতাহত হয়নি।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কাটোয়ার বিদ্যালয়ে ৫০ বর্ষপূর্তি

কাটোয়ার চড়পাতাইহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী ও কাটোয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন(সরকার)।

তথ্য পুলকেশ ভট্টাচার্য
ছবি সুজয় দে

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER