কলকাতা প্রেস ক্লাবে উত্তরপ্রদেশের লখনৌ শহরের এক সংস্থা সাংবাদিকসম্মেলনে জানান - তারা সম্প্রীতির বন্ধনে যে সকল দুঃস্থ ছাত্র ছাত্রী পশ্চিমবাংলা তে আর্থিক দুর্বলতার জন্য শিক্ষার আঙিনায় পিছিয়ে পড়ছে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।স্কলারশিপ দিয়ে টাকা দিয়ে সাহায্য করবে।সংস্থার সম্পাদক মৌলানা আলী হোসাইন কুয়ামমি র পাশাপাশি কলকাতা শাখার সম্পাদক কৈশোর রাজা, ও নাসিম আহমেদ, জাভেদ হুসাইন প্রমুখ সদস্য সচিব উপস্থিত ছিলেন।উচ্চ শিক্ষায় মেধাবী দুঃস্থ স্টুডেন্ট
রা যোগাযোগ করতে পারেন -237/31-a,Banjari tola,nakhas,lucknow(u.p) e-mail -imamiaeducationaltrust@gmail.com
posted from Bloggeroid